আমার কলেজ ক্যাম্পাসের কিছু ডালিয়াফুলের আলোকচিত্র (পর্ব-1)(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

শীতের সন্ধ্যায় কেমন আছেন আপনারা?
আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আজ আমি শেয়ার করবো আমার কলেজ ক্যাম্পাসের কিছু ফুলের আলোকচিত্র।

IMG_20211216_172455.jpg
লোকেশন

শীতকাল মানেই একটু অন্যরকম অনুভূতি ও স্নিগ্ধতা।কারণ শীতকাল আমার প্রিয় ঋতু।শীতকালে ফুলের সমারোহে ভরে ওঠে বাগান।ভ্রমণে মজার পাশাপাশি খাওয়ার অফুরন্ত আনন্দ।এছাড়া খেলাধুলা ও উৎসবের আমেজ সবমিলিয়ে শীতকালটা নতুন রূপে সেজে ওঠে।পাখিদের ভিড় জমে মাঠের কোণে আর প্রজাপতির মেলা বসে ফুল বাগানে।আমি যখন গতকাল কলেজ গিয়েছিলাম তো কিছুটা আগেই পৌঁছে গিয়েছিলাম।তাই একা একা করিডোর দিয়ে হাটছিলাম তখন দেখি ক্যাম্পাসে বেশ ফুল ফুটেছে ।তাই তুলেই ফেললাম ফোনে কিছু ছবি।

(ডালিয়া ফুলের আলোকচিত্র)

আলোকচিত্র: 1

IMG_20211216_172429.jpg

IMG_20211216_172440.jpg

এটি একটি গাড় গোলাপি - সাদা রঙের মিশ্রিত ডালিয়া ফুল।তবে ডালিয়া ফুল সময়ের সঙ্গে সঙ্গে কালার পরিবর্তন হয়।এই ফুলটি ফোটা অবস্থায় গাড় গোলাপি-সাদা রঙের।কিন্তু যখন এটি আস্তে আস্তে শুকিয়ে যাবে তখন হালকা গোলাপি রঙের হবে।পাশের ফুলটি দেখে মনে হচ্ছে একটি গাছে দুটি ফুল ফুটে আছে।সঙ্গে একটি শুকনো ফুলও আছে।

আলোকচিত্র: 2

IMG_20211216_172516.jpg

ডালিয়া ফুলের কুঁড়ি।এই ফুলগুলি সাধারণত চন্দ্রমল্লিকা ফুলের মতো হয় তবে আকারে বেশ বড়ো সাইজের ।এছাড়া এই ফুলের কুঁড়ি ও খুবই বড়ো হয়।

আলোকচিত্র: 3

IMG_20211216_172506.jpg

এটি একটি ভিন্ন জাতের ডালিয়া ফুল।ডালিয়া ফুল বিভিন্ন রঙের ও অনেক জাতের হয়ে থাকে।এই ফুলটি দেখতে অনেক সুন্দর।লাল-সাদার মিশ্রনে ফুলটি অদ্ভুত সুন্দর দেখতে লাগছিল।তাছাড়া ফুলের উপরে ডালে একটি কুঁড়ি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।ফুলের পাপড়িগুলো খুবই ভালো একটা অনুভূতির সৃষ্টি করছিল মনে।

আলোকচিত্র: 4

IMG_20211216_172526.jpg

এটি আলাদা একটি ডালিয়া ফুল।হালকা গোলাপি রঙের ও সাদার মিশ্রণ।ছবিটি ভালো তুলতে পারেনি।অন্যদিকে অর্থাৎ সূর্য্যের আলোর বিপরীতে মুখ করে ছিল ফুলটি।এছাড়া প্রত্যেকটি ফুল সূর্যের আলোয় মিষ্টি রোদে হাসছিল।

আলোকচিত্র: 5

IMG_20211216_172732.jpg

এটি একটি চন্দ্রমল্লিকা ফুল।ফুলটি একটু ব্যতিক্রমধর্মী সবুজ রঙের।অন্যরকম লাগছিল দেখতে।তাই ছবি তুলে ফেললাম।

(মাঠের মাঝে মিষ্টি রোদে কিছুটা সময়)

IMG_20211216_172318.jpg

IMG_20211216_172329.jpg
লোকেশন

শীতের মিষ্টি রোদে মাঠের সবুজ ঘাসের উপর বসার মজাই আলাদা।আমাদের ক্লাস না থাকলে এই মাঠে বসেই গল্প করি বন্ধুরা মিলে।এরা আমার নতুন বন্ধুরা।কারণ আমরা কেউ কাউকে কয়েকদিন আগে অব্দি চিনতাম না,অবশ্য এখনো তেমন কিছুই জানি না তাদের সম্পর্কে।যাইহোক সবাই তার নিজের নিজের বন্ধুদের নিয়ে এই মাঠে জড়ো হয়ে বসে গল্প করে।কেউ বা আবার রাকেট খেলা করে।

(গাঁদা ফুলের আলোকচিত্র)

আলোকচিত্র: 6

IMG_20211216_172621.jpg

IMG_20211216_172600.jpg

এখানে বেশ কিছু গাঁদা ফুল গাছ ছিল।কিন্তু বেশিরভাগ গাছেই ফুল তেমন ফোটেনি।অল্প দুই একটা ফুটে ছিল।তার মধ্যে এই গেরুয়া বা কমলা রঙের গাঁদা ফুলটির ছবি তুলেছিলাম।

আলোকচিত্র: 7

IMG_20211216_172611.jpg
লোকেশন

এই গাঁদা ফুলটি হলুদ রঙের।গাঁদা ফুলও বিভিন্ন রঙের ও বিভিন্ন জাতের হয়ে থাকে।এইগুলোকে আমরা বড়ো জাতের গাঁদা বলে থাকি।ভালোই লাগছিল হলুদ রঙের গাঁদা ফুলটি দেখতে।যেকোনো ফুল আমাদেরকে মুগ্ধতা দান করে।

আশা করি আমার ফোনে তোলা আলোকচিত্রগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: @green015

Sort:  
 3 years ago 

আপু ডালিয়া ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ সুন্দর হয়েছে। প্রতিটি ফুলের ফটোগ্রাফি গুলো দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। খুবই দৃষ্টিনন্দন ফটোগ্রাফি। পাশাপাশি কলেজ ক্যাম্পাসে আপনাদের ফটোগ্রাফি গুলো দেখতে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি ফটোগ্রাফির পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনার কাছে ফটোগ্রাফিগুলি ভালো লেগেছে জেনে খুশি হলাম।অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

ডালিয়া ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ডালিয়া ফুল আমার খুবই ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে ডালিয়া ফুলের ফটোগ্রাফি করেছেন। এছাড়া হলুদ গাঁদা ফুল আমার খুবই ভালো লাগে। শীতকাল এলেই বিভিন্ন রকমের ফুল দেখতে পাওয়া যায়। আপনি অনেক সুন্দর করে ফুলের ফটোগ্রাফি করেছেন দিদি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

আমাদের সকলের সাথে এই সুন্দর ফুলের ফটোগ্রাফির কিছু শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ বন্ধু।

 3 years ago 

এই ফুলগুলো আমার কাছে ভালো লাগে, দেখতে বেশ হয়। বলা চলে এগুলো বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে বেশ ভালো ভূমিকা রাখতে পারে। খুব সুন্দর হয়েছে ফুলের দৃশ্যগুলো। ধন্যবাদ

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া, এই ফুলগুলি অনেক সুন্দর দেখতে ও মনমুগ্ধকর।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

প্রতিটি ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক সুন্দর লাগছে। এ ধরনের সুন্দর সুন্দর ফুল ক‍্যাম্পাসে থাকলে আরো সৌন্দর্য বৃদ্ধি করে। এই ফুল গুলো বাগানের সৌন্দর্যতা আরো ফুটিয়ে তোলে। ফুল ফটোগ্রাফি সম্পর্কে সুন্দর উপস্থাপন করেছেন দিদি। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া, এগুলো বাগানকে মনমুগ্ধকর করে তোলে।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ফুলের ছবি গুলো অসাধারণ হয়েছে আর বিশেষ করে ডালিয়া ফুল আমার খুব প্রিয় একটি ফুল। প্রতিটি ছবি অনেক দক্ষতার সাথে ধারণ করেছেন ছবিগুলো দেখে অনেক ভালো লাগছে। এতো সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য বিজয়ের শুভেচ্ছা।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে জেনে আমি আনন্দিত আপু।অসংখ্য ধন্যবাদ আপনাকে।

ডালিয়া ফুল আমার অনেক প্রিয় একটি ফল আমাদের বাসার ছাদে ডালিয়া ফুল আছে। আর আপনি খুব সুন্দর করে আপনার প্রিয় ক্যাম্পাসের থেকে ডালিয়া ফুলের চিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন আমার কাছে অনেক ভালো লেগেছে। গাঁদা ফুলের ছবিও খুব সুন্দর হয়েছে দিদি,সব মিলিয়ে সুন্দর একটি ফুলের অ্যালবাম আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুমন্তব্য জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.030
BTC 57962.42
ETH 3050.85
USDT 1.00
SBD 2.25