"লাল লাল ঝাল ঝাল ডিম ভুনা রেসিপি"

in আমার বাংলা ব্লগ7 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি রেসিপিটা ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

লাল লাল ঝাল ঝাল ডিম ভুনা রেসিপি:

IMG_20231210_180657.jpg

অনেকদিন হলো কোনো রেসিপি পোষ্ট শেয়ার করা হয়নি।তাই আজ ভাবলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে।বন্ধুরা,আজ আমি শেয়ার করবো লাল লাল ঝাল ঝাল ডিম ভুনা রেসিপি।এই রেসিপিটি ঘরে থাকা কম উপকরন দিয়েও তৈরি করা যায়।তাছাড়া শীতের দিনে ঝাল ঝাল রেসিপি খেতে খুবই মজার হয়ে থাকে।আর আলু দিয়ে ভুনা রেসিপিটি তৈরির পর এটি দেখতে যেমন সুন্দর হয়েছিল তেমনি খেতেও অনেক মজাদার ও সুস্বাদু হয়েছিল।আমি এর আগে কখনো ডিম কিংবা মাংস জাতীয় রেসিপি শেয়ার করিনি আপনাদের সঙ্গে। তাই আজ দ্বিতীয়বারের মতো আমি ডিম ভুনা রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

IMG_20231210_181021.jpg

উপকরনসমূহ:

IMG_20231210_165916.jpg

IMG_20231210_165950.jpg

উপকরণপরিমাণ
আলু1 টি
ডিম2 টি
কাঁচা মরিচ8 টি
পেঁয়াজ কুচি3 টি
রসুন কুচি5 কোয়া
লবণ1.5 টেবিল চামচ
হলুদ1 টেবিল চামচ
জিরে গুঁড়া1 টেবিল চামচ
জিরে বাটা1 টেবিল চামচ
আদা ও রসুন বাটা1 টেবিল চামচ
লাল মরিচ বাটা1 টেবিল চামচ
পাঁচফোড়ন1/2 টেবিল চামচ
সরিষার তেল60 গ্রাম
জল

প্রস্তুতপ্রণালী:

ধাপঃ 1

IMG_20231210_165931.jpg
প্রথমে আমি আলুগুলো খোসা ছাড়িয়ে পিচ পিচ করে কেটে নিয়ে ধুয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20231210_170053.jpg
এরপর ঝাল,পেঁয়াজ ও রসুন কেটে ধুয়ে নিলাম।আর মসলার উপকরণগুলি শীল-পাটার সাহায্যে বেঁটে নিলাম।

ধাপঃ 3

IMG_20231210_170105.jpg
এখন দুটি ডিম সেদ্ধ করে নিলাম ভালোভাবে জলে এবং তারপর খোসা ছাড়িয়ে নিলাম।

ধাপঃ 4

IMG_20231210_170119.jpg
এবারে সামান্য লবণ ও হলুদ মিশিয়ে নিলাম ডিমের গায়ে হাত দিয়ে।

ধাপঃ 5

IMG_20231210_180755.jpg
এরপর কড়াইতে অল্প তেল দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম মিডিয়াম আঁচে।

ধাপঃ 6

IMG_20231210_175732.jpg
এখন ডিমগুলো নেড়েচেড়ে ভেজে নিলাম লাল লাল করে।

ধাপঃ 7

IMG_20231210_175746.jpg
ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নিলাম।

ধাপঃ 8

IMG_20231210_180252.jpg
এরপর ওই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলি দিয়ে দিলাম।

ধাপঃ 9

IMG_20231210_180841.jpg
এখন আলুগুলো লবন ও হলুদ মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে কাঁচা মরিচ দিয়ে লাল লাল করে ভেজে নিলাম।

ধাপঃ 10

IMG_20231210_180739.jpg
এবারে ভাজা আলুর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করে নিলাম।সেদ্ধ কিছু আলুর টুকরো পাত্রে তুলে নিয়ে গলিয়ে নিলাম।

ধাপঃ 11

IMG_20231210_180506.jpg
এরপর সেদ্ধ আলুর মধ্যে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে কয়েক মিনিট ধরে ফুটিয়ে নামিয়ে নিলাম।

ধাপঃ 12

IMG_20231210_180530.jpg
এখন কড়াইতে পুনরায় তেল দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিলাম।

ধাপঃ 13

IMG_20231210_180813.jpg
এরপর পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়ে তার মধ্যে বেঁটে রাখা মসলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম।

ধাপঃ 14

IMG_20231210_180550.jpg
এবারে তরকারীটি মসলার মধ্যে ঢেলে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম।

ধাপঃ 15

IMG_20231210_180603.jpg
সবশেষে তরকারীতে ছোট ছোট বলক চলে আসলে একটি পাত্রে নামিয়ে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20231210_224300.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার "লাল লাল ঝাল ঝাল ডিম ভুনা রেসিপি"

পরিবেশন:

IMG_20231210_224230.jpg

IMG_20231210_224316.jpg

IMG_20231210_224332.jpg
এখন এটি গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে পরিবেশন করতে হবে।এটা খেতে অনেক মজার ও সুস্বাদু হয়েছিল।

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 7 months ago 

অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন।এটা দেখে জিভে জল চলে এসেছে।আপনি অনেক সুন্দর করে পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 7 months ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 7 months ago 

ডিম আমার অনেক পছন্দের যেভাবে রান্না করেন না কেন খেতে বেশ ভালো লাগে। ঝাল ঝাল লাল লাল ডিম ভুনা দেখতে বেশ লোভনীয় লাগছে। দেখে বুঝাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। আপনি আপনার রান্নার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনার সুন্দর অনুভূতি জেনে ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 7 months ago 

ডিম ভুনা দেখে খেতে ইচ্ছে করছে। ঝাল ঝাল ডিম ভুনা খেতে অনেক ভালো লাগে। আর সাথে যদি আলু দেওয়া হয় তাহলে খেতে আরো বেশি মজার হয়। আপু আপনি এত সুন্দর করে ঝাল ঝাল ডিম ভুনা রেসিপি তৈরি করেছেন এবং শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 7 months ago 

যেকোনো রেসিপিতে আলুর কম্বিনেশন রাখলে বেশি ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

কথায় বলে যেমন নাম তেমন কাম। এর মানে আপনার রেসিপির নাম যেমন লাল লাল বলেছেন দেখতেও কিন্তু একদমই লাল দেখাচ্ছে। রেসিপি দেখে বুঝতে পারছি খেতেও অনেক ঝাল হয়েছে।ডিম ভুনা একটু ঝাল খেলে ভালো লাগে। এভাবে আলু দিয়ে ডিম রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। শীতের সময়ে এই রেসিপি খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 7 months ago 

আপু আমি আগে কাম করি তারপর তার নাম রাখি☺️☺️,ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

ঝাল ঝাল ডিম ভুনা করার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দিদি। এই ধরনের পদ্ধতিতে ডিম ভুনা করলে সেটা খেতে খুবই ভালো লাগে। আমি লক্ষ্য করে দেখেছি ডিম ভোলাতে যদি একটু বেশি পরিমাণে মরিচ ব্যবহার করা যায় তাহলে সেটা খেতে সব থেকে বেশি ভালো লাগে।

 7 months ago 

ঠিক বলেছেন ভাইয়া, ঝালের পরিমাণ বেশি দিলে খেতে মজা হয়।ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

ডিমও আলু দিয়ে খুব সুন্দর লাল লাল ঝাল ভুনা তৈরি করেছেন আপনি। ঠিক বলেছেন শীতের দিনে ঝাল ঝাল করে রান্না করা তরকারি খুব মজাদার হয়।ধাপ গুলো সুন্দর করে তুলে ধরেছেন। সব মিলিয়ে খুব নতুন লাগছে রেসিপিটি।ধন্যবাদ সুন্দর রেসিপিটি শেয়ার করার জন্য।

 7 months ago 

রেসিপিটি আপনার কাছে নতুন লেগেছে জেনে ভালো লাগলো আপু,ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

ডিম আমার খুব পছন্দের আর এভাবে আলু দিয়ে ঝাল ঝাল করে ভুনা করলে খেতে আরো বেশ ভালোই লাগে। আপনার রেসিপিটা দেখে লোভনীয় লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত রান্না করার ধাপগুলো খুব সুন্দরভাবে দেখিয়েছেন। আমার পছন্দেরও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 7 months ago 

আপনার সাবলীল মতামত ব্যক্ত করার জন্য, ধন্যবাদ আপু।

 7 months ago 

অনেকগুলো মসলা উপকরণ দিয়ে ডিমের ভুনা তৈরি করেছেন আপনি। ডিমের ভুনা তৈরি করা ক্ষেত্রে আলুগুলো সুন্দরভাবে ভেজে নেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আসলে এ ধরনের ডিমের ভুনা খেতে খুবই মজাদার লাগে। দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 7 months ago 

ভাইয়া, যেকোনো ভুনা রেসিপিতে আলু ভাজাটা গুরুত্বপূর্ণ।ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

ডিম দিয়ে ভুনা রেসিপি তৈরি করা যায় এটি আমি কখনো জানতাম না। আপনার কাছ থেকে প্রথম এই রেসিপি সম্পর্কে জানতে পারলাম। আপনি যেভাবে এই ভুনা রেসিপি তৈরি করেছেন তা দেখে একদম লোভনীয় মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ এরকম ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।

 7 months ago 

এখন জেনে গেলেন ভাইয়া, বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57346.65
ETH 3107.45
USDT 1.00
SBD 2.40