স্বরচিত কবিতা: "শারদীয়া শুভেচ্ছা"
নমস্কার
কবিতা লিখতে আমার বরাবরই খুব ভালো লাগে।একটি ছোট্ট কবিতার মাধ্যমে একটি বৃহৎ বিষয়কে তুলে ধরা যায় সুন্দরভাবে।কবিতা হলো মানুষের মনের উপলব্ধি,মনের অনুভূতি দ্বারা ব্যক্ত কিছু বাক্য।তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে আসলাম নতুন একটি শুভেচ্ছা জানানো কবিতা নিয়ে।আমি চেষ্টা করি প্রতিনিয়ত ভিন্ন ভিন্ন কিছু উপস্থাপন করার এবং সপ্তাহে একটি কিংবা দুটি করে কবিতা লেখার।তাই এই সপ্তাহেও একটি কবিতা লিখে ফেললাম।যে কবিতায় দুর্গাপূজা নিয়ে কিছু অনুভূতি প্রকাশ করা হয়েছে।বছর ঘুরে দুর্গা মা আমাদের মাঝে আসেন,সকলের হৃদয় আনন্দময় হয়ে ওঠে।কথায় আছে-"ধর্ম যার যার উৎসব সবার।"দুর্গাপূজা সার্বজনীন তাই সকল ধর্মের মানুষ-ই এটি দারুণভাবে উপভোগ করে থাকেন।তো এই ভাবনাটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমার কবিতার মাধ্যমে।আশা করি ভালো লাগবে আপনাদের সকলের কাছে আমার আজকের কবিতাটি।তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----
শারদীয়া শুভেচ্ছা
মন খুলে সব আশার ব্যক্ত ইচ্ছা,
মা আসেন ধরাধামে, শরৎকালে
শিউলি ফুলের সুবাসিত পাপড়িতে
কাশফুলের চাদরে শ্বেত সৌন্দর্য্যে।
সব কর্মের হিসেবে অপূর্ণ চাওয়াগুলি পূরণে
ষষ্ঠী, সপ্তমী ,অষ্টমী এবং নবমীতে,
ঢাক-ঢোলের আওয়াজে মুখরিত
ধরাধামের সন্ধ্যাগুলি আরতিতে আলোকিত।
মধুর মন্ত্রে উচ্চারিত বাঙালির মন
পুষ্পে পুষ্পে শোভিত আনন্দে জনগণ,
সব হিংসা, সব বিদ্বেষের ঊর্ধে
মাকে জানাই শত কোটি প্রণামে।
ভরে উঠুক খুশিতে পৃথিবী
ছেয়ে যাক মানুষের কলরবে,
উড়ে যাক পাখিরা নতুনের ছন্দে
গেয়ে যাক গায়ক নতুন জয়গানে।
কবি লিখুক কবিতা নতুন নিয়মে
পৃথিবী হোক উচ্ছ্বসিত,নির্মল,সুশীলা
সবাইকে জানাই শুভ শারদীয়ার অফুরন্ত শুভেচ্ছা।।
-----//----/সমাপ্ত/----//-----
আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আমার আজকের লেখা কবিতাটি।সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।খুশিতে ভরে উঠুক সকলের জীবন।।
পোষ্ট বিবরণ:
শ্রেণী | কবিতা |
---|---|
ডিভাইস | poco m2 |
অভিবাদন্তে | @green015 |
লোকেশন | বর্ধমান |
আমার পরিচয় |
---|
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।
আপু একদম ঠিক বলেছেন কবিতা আমার কাছে খুব ভালো লাগে কারণ ছোট্ট একটি কবিতার মাঝে বৃহৎ বিষয়গুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়।আপনার আজকের কবিতাটিও অনেক অনেক সুন্দর হয়েছে। আমার কাছে দারুন লেগেছে। অনেক ধন্যবাদ এত চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার জন্য♥♥
আপনার প্রশংসাভরা মন্তব্য পেয়ে ভালো লাগলো আপু,ধন্যবাদ আপনাকে।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা শারদীয়া শুভেচ্ছা কবিতাটি পড়ে সত্যি আমার কাছে বেশ ভালো লেগেছে। এত সুন্দর ভাবে নতুন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম, ধন্যবাদ ভাইয়া।
কবিতা হলো নিজের ভাব প্রকাশের অন্যতম এক মাধ্যম। অনেক চমৎকার একটি কবিতা আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন খুব ভালো লাগলো আপু। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময় এই কামনা করি।
কবিতা মনের খোরাক,অব্যক্ত অনুভূতির ভাবকে তুলে ধরা।ধন্যবাদ ভাইয়া, সুন্দর মন্তব্য করেছেন।
আপনি বরাবরই একটা কথা বলেন, কবিতার মাধ্যমে ছোট্র একটি বিষয়কে বৃহৎভাবে উপস্থাপন করা যায়। কথাটা আমার কাছেও বেশ ভালো লাগে। যাক, দিদি শারদীয়া দূর্গা পূজোর শুভেচ্ছা আপনাকে। আপনার উৎসবের দিনগুলো ভালো কাটুক এমনটাই প্রত্যাশা করছি।
অনেক ধন্যবাদ ভাইয়া,আপনার সুন্দর মতামতের জন্য।
প্রথম আপনাকে শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনার কবিতা পড়ে খুব ভালো লাগলো। বেশ চমৎকার কবিতা লিখেছেন আপু। আপনি শারদীয়া দুর্গাপূজাকে অনুভব করে বেশ সুন্দর কবিতা লিখেছেন। কবিতার প্রতিটি ছন্দ খুবই দুর্দান্ত হয়েছে। এই লাইন গুলো খুবই অসাধারণ হয়েছে।
এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনাদের কাছে ভালো লাগলেই আমি কাজের প্রতি উৎসাহ পাই।ধন্যবাদ ভাইয়া, আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো।
বাহ্ চমৎকার একটি কবিতা লিখেছেন আপু।আপনার কবিতাগুলো আমার বেশ ভালো লাগে।কবিতার লাইনগুলো চমৎকার ছিল।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপু।