DIY - এসো নিজে করি : ফুলের টব ও একটি খরগোশের চিত্রাংকন। || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি কালারফুল ফুলের টব ও একটি খরগোশের চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

257311328_780750369457571_2050962648683982717_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • স্কেল


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে পেন্সিল ও স্কেলের সাহায্যে কাগজের যেখানে ফুলের টব গুলো আঁকব সেখানে দাগগুলো দিয়ে নিয়েছি।


257500940_222824523288909_8448934286474606198_n.jpg


ধাপ - 2

এরপর ভালোভাবে ফুলের টব গুলো এঁকে নিয়েছি।


257543824_606964410639735_2358852532914551022_n.jpg


ধাপ - 3

এরপর ফুলের টব গুলো গাঢ় বাদামি জল রং এর সাহায্যে ভালোভাবে রং করে নিয়েছি। আমি শুধুমাত্র উপরের দুটি ফুলের টব রং করেছি। কারণ আমি উপরের রঙের কাজগুলো শেষ করে নিচের দিকে রং করব।

257406961_1081307922665435_1969760139429090561_n.jpg257349819_1228518370971413_2485892258897930062_n.jpg

ধাপ - 4

এরপর আমি দ্বিতীয় ফুলের টবের মধ্যে একটি খরগোশ এঁকেছি যেন মনে হচ্ছে খরগোশটি ফুলের টব থেকে উঁকি দিচ্ছে।


257430558_437563651398586_2221370210515825343_n.jpg


ধাপ - 5

এরপর আমি কমলা এবং হলুদ জল রং এর সাহায্যে গাঁদা ফুল এঁকেছি।


257442260_292351662758727_8533895804617733209_n.jpg


ধাপ - 6

এরপর সবুজ রং এর সাহায্যে গাঁদা ফুল গুলোর লতাপাতা এবং কলি এঁকেছি। এরপর গাঁদা ফুলের ভিতর যে পাপড়ি গুলো আছে সেগুলো পেন্সিল দিয়ে এঁকে বোঝানোর চেষ্টা করেছি এবং কলি গুলোতে হলুদ, কমলা জল রং দিয়েছে।


257460377_243942994389570_4265733876045050042_n.jpg
257320094_279271857315950_9072305201979151374_n.jpg


ধাপ - 7

এরপর দ্বিতীয় ফুলের টবে যে খরগোশটি এঁকেছিলাম সেখানে সাদা জল রং ব্যবহার করেছি খরগোশের শরীর বোঝানোর জন্য এবং কানে হালকা গোলাপী রং ব্যবহার করেছি।এরপর খরগোশটির চোখ এবং লোম পেন্সিল এর সাহায্যে অংকন করেছি।


257450469_1066509344181425_6773176345099596697_n.jpg
257629312_906562243579240_6061970471990166922_n.jpg


ধাপ - 8

এরপর আমি তৃতীয় ফুলের টব টি গাঢ় বাদামী জল রং এর সাহায্যে ভালোভাবে রং করেছি।এবং যেহেতু টব টি পড়ে গিয়েছে তাই আমি ওখান থেকে পড়ে যাওয়া মাটিগুলো জল রং এর সাহায্যে রং করলাম।


257619888_329455218515020_5746005148090253062_n.jpg
257402492_608598167255150_7106417211583352827_n.jpg


ধাপ - 9

এরপর পড়ে যাওয়া মাটিগুলো থেকে বেগুনি জল রং এর সাহায্যে কিছু ফুল এবং সবুজ জল রং এর সাহায্যে লতাপাতা এঁকেছি।

257506388_626430538492902_2215583952162770581_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ

257306066_565914621472538_7798356242036844864_n.jpg

257253726_4456432264404675_6094499889125419122_n.jpg



আমার পেইন্টিং এর সাথে আমার ছবি


256404998_1621746284833399_7357130269351552804_n.jpg

#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 17 নভেম্বর, 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

আপু, আপনার করা এই আর্ট খুব সুন্দর হয়েছে, আমার কাছে বাকি আর্টগুলোও খুব ভালো লেগেছে। আপনার আর্টএর খরগোশগুলো দেখে আমার খরগোশগুলোর কথা মনে পড়ে গেল,খুব মিস করি তাদেরকে।
IMG-20210822-WA0002.jpg

 3 years ago 

ওয়াও আপু আপনার খরগোশ টা অনেক বেশি কিউট। কিন্তু আপু খরগোশগুলো কে মিস কেন করেন? ওরা এখন কোথায়?অনেক ধন্যবাদ আপু আপনার এত সুন্দর কমেন্টের জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

খরগোশ ৩ টা মারা গেছে, আরও ৩টা আছে, তবে সেটা আমার বাবার বাড়িতে, আমিতো এখন শ্বশুর বাড়ি চলে আসছি। তাই খুব মিস করি।

 3 years ago 

আপু খরগোশের সাথে আপনার খুবই সুন্দর দেখাচ্ছে। খরগোশ আমি নিজেও অনেক পছন্দ করি। অনেক মায়াবী এবং সুন্দর একটা পশু হল খরগোশ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

রং দিয়ে অনেক সুন্দর ভাবে একটা ফুলের টব অঙ্কন করেছেন। ফুল গুলো দেখতে অসাধারণ হয়েছে। আমার কাছে তো সবচেয়ে বেশি ছোট খরগোশ টা ভালো লেগেছে। খরগোশ টা দেখতে খুবই কিউট লাগতেছে। এক কথায় অসাধারণ হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দরভাবে একটা আর্ট করে আমাদের সবার মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস সুন্দর করে করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমাদের পেইন্টিং রানী সব সময় খুব সুন্দর সুন্দর পেইন্টিং আমাদের মাঝে তুলে ধরেন। আপু আপনার সত্যি কোন তুলনা হয় না এক কথায় অসাধারণ কাজ করেন আপনি। শুধু এটাই বলব আপনার প্রতিভা গুলোকে এভাবে ধরে রাখবেন ইনশাআল্লাহ সামনে আরও ভাল কিছু হবে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি তো পুরোপুরি আমার নামটা কে ছড়িয়ে দিলেন পেইন্টিং রাণী। এর জন্য আবারো অনেক ধন্যবাদ ভাইয়া। এভাবে সবসময় পাশে থাকবেন আশা করছি। কারন আপনাদের এই কমেন্টগুলো আমার কাছে অনেক মূল্যবান এতে আমি অনেক অনুপ্রাণিত হই। অনেক শুভেচ্ছা রইল ভাইয়া আপনার জন্য।

 3 years ago 

আপনি ফুলের টব ও একটি খরগোশের চিত্রাংকন করেছেন অসাধারণ হয়েছে আপু আপনার প্রশংসা করতে হয় সব সময় নিখুঁত ভাবে কাজ করেন দেখে অনেক ভালো লাগে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। এভাবেই সব সময় পাশে থাকবেন। আমিও চেষ্টা করে যাবো আপনাদেরকে ভালো ভালো আর্ট উপহার দিয়ে প্রশংসা কেড়ে নেওয়ার। অনেক শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য।

 3 years ago 

আপনি খুবই সুন্দর একটি ফুলের টব ও খরগোশের চিত্র অঙ্কন করেছেন। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে খরগোশ টিকে ।মনে হচ্ছে যেন সত্তিকারের একটি খরগোশ উঁকি দিচ্ছে ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

দোয়া করবেন আপু যেন সবসময় এমন কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সব সময় উৎসাহিত করার জন্য আপু।

 3 years ago 

আপু,ফুলের টব ও একটি খরগোশ এর চিত্র অংকন সত্যি অনেক অসাধারণ সুন্দর হয়েছে। একদম নিখুঁত ভাবে আপনি এই চিত্র অঙ্কন করেছেন।খুবই সুন্দর দেখাচ্ছে ফুলের টবের ভিতর খরগোশটি।আপু,ফুলের টব ও একটি খরগোশ এর চিত্র অংকন টি আপনি দক্ষতা সাথে তৈরি করেছেন। আপনার ড্রয়িং করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু,এত সুন্দর একটি ড্রয়িং আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনি এত সুন্দর একটি কমেন্টের জন্য। আপনারা নিজেরাই এত ভালো পোস্ট করেন আর আপনারাই আমার এত প্রশংসা করছেন সত্যিই আমি এর জন্য অনেক কৃতজ্ঞ। আবারো অনেক ধন্যবাদ আপু আমার পোস্টটি এত নিখুত ভাবে পড়ে কমেন্ট করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago (edited)

আপনার আর্ট মানেই অসাধারণ কিছু হবে এটাই স্বাভাবিক। খুবই সুন্দর হয়েছে আজকের আর্টটিও।গুলুমুলু খরগোশটাকে দেখে খুব আদর করতে ইচ্ছে করছে । খুবই কিউট করে তাকিয়ে আছে।ফুলগুলো খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে একেবারে বাস্তব ফুল টবের মধ্যে সাজিয়ে রেখেছেন ।অনেক ভালো লাগে আপু আপনার আর্টগুলো দেখতে ।অনেক শুভকামনা রইল।

 3 years ago 

খরগোশটি আর্ট করার পর আমার কাছে মনে হয়েছে এটি অনেক সুন্দর হয়েছে এবং কিউট হয়েছে। যাইহোক অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

এটা খুব সুন্দর আমার বন্ধু, আপনার পেইন্টিং খুব সুন্দর

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার আর্টগুলো যত দেখি আমি ততই অবাক হই।খুব ভালো লাগে আমার কাছে। আর খরগোশ টিকে তো জাস্ট দারুণ লাগছে দেখতে। একদম বাস্তবের মতো করে আপনি সব কিছু আর্ট করতে পারেন।ফুলগুলোও দারুণ হয়েছে আপনার।

 3 years ago 

আসলে আপু আমি সবসময় চেষ্টা করি ভালো মানের আর্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই আমি চেষ্টা করছি আশা করছি সামনে আরও ভাল কিছু আর্ট আপনাদের সাথে শেয়ার করতে পারব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সব সময় আমাকে এভাবে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

ফুলের টপ এবং একটি খরগোশ এর চিত্র অংকন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার প্রতিটা ধাপ আমার খুবই পছন্দ হয়েছে।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর কমেন্টের জন্য। আপনার জন্য ও শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57050.09
ETH 3060.34
USDT 1.00
SBD 2.32