You are viewing a single comment's thread from:

RE: DIY -পোস্টার রঙ দিয়ে তুষারপাতের মধ্যে একটি বাতির পেইন্টিং।||১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য||

in আমার বাংলা ব্লগ3 years ago

ওয়াও আপু অসাধারণ সুন্দর হয়েছে আপনার পেইন্টিংটি। সত্যি ইচ্ছা আর প্রচেষ্টা থাকলে কোন কিছুই অসম্ভব নয়। এবার এই কথাটি আপনিও প্রমান করে দিয়েছেন। আপনার উপস্থাপনা পেইন্টিং এর ধাপগুলো এবং সবশেষে পেইন্টিংয়ের ফটোগ্রাফি সব কিছুই অসম্ভব সুন্দর হয়েছে। তবে আপনার কাজের একজন ভক্ত হিসেবে আপনাকে একটা ছোট্ট টিপস দেই সেটা হলো যখন কোন পেইন্টিং এর বর্ডার সাদা অথবা কালো রাখতে চান তখন হয় বর্ডার টি ভাজ করে নিবেন না হয় টেপ দিয়ে কভার করে নিবেন। এতে পেইন্টিং এর ভিতরে থাকা রংগুলো পাশের বর্ডার টি নষ্ট করতে পারবে না। এবং আপনার সাদা বা কালো বর্ডার টি আরো বেশি সুন্দর করে ফুটে উঠবে। আপু চাইলে আমার টিপসটি অনুসরণ করে দেখতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Sort:  
 3 years ago 

হ্যা আপু। টেপ আমিও দিতে চাচ্ছি। তবে সমস্যা হচ্ছে কাগজের উপরে টেপ বসালে তো উঠার সময় কাগজ ও উঠে যাচ্ছে। কোন টেপ ব্যবহার করলে ভালো হবে যদি বলতেন আপু।
অনেক ধন্যবাদ আপু, এভাবেই পাশে থাকবেন সবসময়। সত্যিই খুব ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62182.25
ETH 2437.70
USDT 1.00
SBD 2.61