"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা- ১৩ || শেয়ার করো তোমার বসন্তের ফুলের ফটোগ্রাফি || 10% beneficiaries for @shy-fox🦊

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
❤️হ্যালো বন্ধুরা❤️

সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। ইউনিভার্সিটির কাজে এই তিন দিন অনেক বেশি ব্যাস্ত ছিলাম। তারপর ও আপনারা তো জানেন আমি আপনাদের সাথে কনটেস্টে অংশগ্রহণ করতে কতটা পছন্দ করি।তাই আজকে বসন্ত ফুলের ফটোগ্রাফি কনটেস্টে অংশগ্রহণ করছি। এত অসাধারণ একটি কনটেস্টের আয়োজন করার জন্য @shuvo35 ভাইয়াকে আমি মন থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি❤️।

সত্যিই বলতে এই ফুলের ফটোগ্রাফি গুলো করতে গিয়েই আমি বসন্তকে মন মতো করে উপভোগ করেছি। নানান ধরনের ফুল সম্পর্কে জানতে পেরেছি। অবশ্য এই কয়েকদিনের ইউনিভার্সিটির ব্যাস্ততা আমার বিশাল একটি উপকার করেছে। সেটা হলো আমার বিশাল বড় ক্যাম্পাস এখন বসন্তের ফুলে সেজেছে 🌺। এই সুযোগে আমি সুন্দর সুন্দর বসন্তের ফুলের ফটোগ্রাফি করে নিয়েছি। এবং আপনাদের সাথে শেয়ার করে, কনটেস্টে অংশগ্রহণ করেছি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে।



ফটোগ্রাফি : ১ 📸


274791836_989414358667252_6898804626580083566_n.jpg


274502821_721634942174103_330315915075688293_n.jpg

এই ফুলটির নাম হচ্ছে সিজেলপিনিয়া। ফুলটি আমার কাছে অনেক আকর্ষণীয় লেগেছে। কারণ অন্য বাকি সব ফুলের থেকে, এই ফুলটির রং বেশ আকর্ষণীয়। ফুলটি গাছে থোকায় থোকায় ধরে। গাছের ডালপালায় ফুলটি ধরে। ফুলটির বৈজ্ঞানিক নাম হচ্ছে সিজেলপিনিয়া।



ফটোগ্রাফি : ২ 📸


274455928_1260432997697119_4899280394987291569_n.jpg


274372487_320868223437076_8809584729003903607_n.jpg

এই ফুলটির নাম হচ্ছে মিল্কউইড। ফুলটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আগে কখনোই আমি এই ফুলটি দেখেনি।এই ফুলটি সারা গাছ জুরে , পাতার ফাঁকে ফাঁকে ধরে ছিল। অনেক গুলো ছোট ছোট ফুল মিলে বড় একটি ফুলের সৃৃষ্টি হয়।এই ফুলটির বৈজ্ঞানিক নাম হচ্ছে এসক্লেপিয়াস।



ফটোগ্রাফি : ৩ 📸


274584352_289006090013894_4646264090282010518_n.jpg


274395698_351085300219602_5725896289810785143_n.jpg

এই ফুলটির নাম হচ্ছে পেরিউইঙ্কেল। এই ফুলটি সাধারণত ইউরোপ, উত্তর আফ্রিকা, দক্ষিণ এশিয়াতে বেশি পাওয়া যায়। এবং ফুলটি উৎপন্ন হয়েছে ঐসকল দেশগুলোতে। এই ফুলটি বিভিন্ন রঙের হয়ে থাকে যেমন-সাদা,মিষ্টি,হালকা, গোলাপি এবং গাঢ় গোলাপি রংয়ের। তবে আমার কাছে গারো গোলাপি রঙের এই ফুলগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে।এই কারণে এই রংয়ের ফুলগুলোর ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করছি। ফুলগুলো ফুটন্ত অবস্থায় যেমন সুন্দর,তেমনি ফুলগুলোর কলি গুলোও খুব সুন্দর। ফুলটির বৈজ্ঞানিক নাম হচ্ছে ভিনসা।



ফটোগ্রাফি : ৪ 📸


274492516_2861840637447868_4703367626559677006_n.jpg


274136809_299604742265784_5603697596238930823_n.jpg

এই ফুলটির নাম হচ্ছে পহুটুকাওয়া।ফুলটি অনেক বেশি আকর্ষণীয়।লাল টুকটুকে রংয়ের এই ফুলটি। এই ফুলটিকে সাধারণত নিউজিল্যান্ড ক্রিসমাস ট্রি নামে জানা যায় এবং অনেকে আয়রন ট্রি ও বলে থাকে। তবে আসলে ফুলটির নাম পহুটুকাওয়া।এই ফুল গাছটি উচ্চতায় খুব বেশী বড় না। এই ফুলটির বৈজ্ঞানিক নাম হচ্ছে মেট্রোসাইদেরোস এক্সেলসা।



ফটোগ্রাফি : ৫ 📸


274529743_3153427378310281_7333661811079599734_n.jpg


274503743_644828133299399_8108750362127726666_n.jpg

এই ফুলটির নাম হচ্ছে পিঙ্ক। যেমন সুন্দর নাম, তেমনি সুন্দর ফুলটি। যদিও এই ফুলটি অনেক রঙের হয়ে থাকে,তবে লাল রং টা বেশি আকর্ষণীয় এই ফুলের জন্য। তবে এ ফুলটিতে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ফুলের পাপড়ি। এই ফুলটির সবচেয়ে বেশি পাওয়া যায় ইউরোপ এবং এশিয়ার দেশগুলোতে। সামান্য পরিমাণে পাওয়া যায় উত্তর আফ্রিকা এবং দক্ষিণ আফ্রিকাতে। এবং উত্তর আমেরিকায় একদমই অল্প পরিমাণে পাওয়া যায়। ফুলটির বৈজ্ঞানিক নাম হচ্ছে ডাইয়ানথাস।



ফটোগ্রাফি : ৬ 📸


274387898_670359050770394_4723582493751124881_n.jpg

এই ফুলটির নাম হচ্ছে ডালিয়া। এই ফুলটি আমাদের সবচেয়ে চেনা পরিচিত। আমাদের দেশের সচরাচরই এই ফুলটি পাওয়া যায়। তবে এই ফুলের উৎপন্ন এবং সবচেয়ে বেশি পাওয়া যায় মেক্সিকোতে এবং সেন্ট্রাল আমেরিকায়। ফুলটির রং এক ধরনের শেডেড ধরনের।অর্থাৎ সাদা এবং আস্তে আস্তে গাড়ো গোলাপি রংয়ের। এই ফুলগুলো অনেকটা সূর্যমুখী ,জিনিয়া এবং ডেইসি ফুলের মত। এই ফুলটির বৈজ্ঞানিক নাম হচ্ছে ডালিয়া।



ফটোগ্রাফি : ৭ 📸


274443369_1682722225408377_9043342593631863446_n.jpg


274290827_5399298793422126_6763306339375501183_n.jpg


274497156_485776962998780_7331829082785392158_n.jpg

এই ফুলটির নাম হচ্ছে পেটুনিয়া। এই ফুলটি নানান রঙের হয়ে থাকে। এই ফুলটি মূলত দক্ষিণ আমেরিকায় উৎপন্ন হয়েছে। ফ্রান্সে ফুলটি অনেক বেশি পাওয়া যায়। কিন্তু ফ্রান্সের ফুলটিকে পেটুন নামে চিনে থাকে। আমার কাছে এই ফুলটির গোলাপি এবং সাদা রঙ বেশ আকর্ষণীয় লেগেছে। আর পুরো ফুল গাছের ফটোগ্রাফি ও শেয়ার করছি। দেখতেই পারছেন কি অসম্ভব সুন্দর প্রতিটি ফুল। এই ফুলটির বৈজ্ঞানিক নাম হচ্ছে পেটুনিয়া।



ফটোগ্রাফি : ৮ 📸


274585797_486512096206309_7919944359532561954_n.jpg


274536978_4696875697097094_2029719758194415138_n.jpg

এই ফুলটির নাম হচ্ছে ক্রাইসানথামাম। অনেক সময় অনেকেই এই ফুলটিকে মামস,ক্রাইসান্থস্ নামে চিনে থাকে। এই ফুলগুলো সাধারণত পূর্ব এশিয়া এবং উত্তর ইউরোপের সবচেয়ে বেশি পাওয়া যায়। এই ফুলগুলো আরো অনেক বড় হয়। তখন আরো বেশি ছড়ানো থাকে এবং পাপড়িগুলো ও বড় থাকে। তবে আমি যে জায়গা থেকে ছবিগুলো তুলেছি সেখানে ফুলগাছটি বেশি একটা বড় হয় নি। এই ফুলটির রং বেশ আকর্ষণীয়, মাঝখান থেকে হলুদ এবং চারপাশে সাদা। অসম্ভব সুন্দর দুটি রঙের কম্বিনেশন রয়েছে। এই ফুলটির বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্রাইসানথামাম।



আমি চেষ্টা করেছি সহজ এবং সুন্দর উপায়ে ফুলের ফটোগ্রাফির সাথে তথ্য গুলো শেয়ার করার। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার পোস্টটি ধৈর্য্য সহকারে পড়ার জন্য। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন 💞। আশা করছি আপনারা সবাই কনটেস্টে অংশগ্রহণ করবেন এবং এতে করে আমি নতুন আরও অনেক ফুলের সৌন্দর্য দেখতে পারবো। সেই সাথে সব জানা- অজানা তথ্য জানতে পারবো। আপনাদের সবার জন্য অভিনন্দন এবং শুভকামনা রইলো 🥰❤️🌺।



ফটোগ্রাফার@gorllara
ডিভাইসSamsung Galaxy M12
লোকেশনV8GC+64 Daffodil Smart City



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 28 ফেব্রুয়ারি, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী ব্লগের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন তো।
ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভাল লেগেছে।
বেশ কয়েকটা ফুল আমার কাছে একদমই নতুন মনে হয়েছে ।ফুল সম্পর্কে সুন্দর বর্ণনা দিয়েছেন শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অনেক অসাধারণ এবং আনকমন ফুলের ফটোগ্রাফি করেছেন আপু। প্রত্যেকটা ফটোগ্রাফি যেন অসাধারণ হয়েছে। আর ফুল গুলো দেখতে ভীষণ ভালো লেগেছে। মনে হচ্ছে এই প্রতিযোগিতার কোন একটা স্থান ধরে রেখেছেন আপনি। আপনার পোস্ট থেকে অনেকগুলো ফুলের নাম জানতে পারলাম। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল । আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্টের জন্য। জানি আমি অনেক খুশি হলাম যে আপনি আমার পোস্ট থেকে অনেকগুলো ফুলের নাম সম্পর্কে জানতে পেরেছেন। ভালোবাসা ও শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু আপনি অনেক সুন্দর ভাবে ফুলের ফটোগ্রাফি পোস্ট করেছেন। আমি আশা করি আপনি প্রতিযোগিতায় একটি পুরস্কার পাবেন। এত সুন্দর ফুলের ফটোগ্রাফি হয়তো আমি আগে কখনো দেখিনি। আমাদের মাঝে ফুল গুলো শেয়ার করার জন্য শুভকামনা রইল আপু।।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া শুনে খুশি হলাম। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা- ১৩ উপলক্ষে খুবই সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। একটি ফুলের টপ মাটিতে পড়ে আছে আর সেখানে অনেকগুলো ফুল গাছ হয়েছে সেটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর করে আপনি আমার পোস্টটির প্রশংসা করেছেন। অনেক ভালো লাগলো আপনার পুরো কমেন্ট টি পড়ে।শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।

অনেক সুন্দর হয়েছে আপনার প্রতিটি ফটোগ্রাফি। এত সব রকমের ফুলের ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে আপনার ৮ নং ফুলের ফটোগ্রাফি আমার অনেক সুন্দর লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।

 2 years ago 

কি অসাধারণ ফটোগ্রাফি করলেন আপনি। আজকে আপনার ফুলের ফটোগ্রাফি গুলোর মধ্যে অনেক ধরনের ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। আমার কাছে এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফির গুলো দেখে খুবই ভালো লাগলো। এরকম ফুল দেখলে মনে হয় যেন ফুলের রাজ্যে হারিয়ে যাচ্ছি। সবকয়টাই ফুলের ফটোগ্রাফি জাস্ট অসাধারণ ছিল। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনাও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🥰🥰

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে একটি কমেন্ট করার জন্য। অনেক ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

বেশ ভালো ফটোগ্রাফি করেছেন আপনি। সঙ্গে প্রতিটি ফুলের নামও দিয়েছেন। নামগুলো উচ্চারণ করা ভীষণ কঠিন সেইসঙ্গে অপরিচিত। মাঝে মাঝে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন সবাইকেই চাঙ্গা করে তোলে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

জ্বি ভাই একদম ঠিক বলেছ আমি মাঝেমাঝে ধরনের প্রতিযোগিতা আয়োজন আসলেই আমাদের সবার জন্য খুব প্রয়োজন। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

দারুন ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। সত্যিই অসাধারণ ছিল ফুলগুলো তার সাথে দারুন ফটোগ্রাফি করেছেন এবং খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের সাথে। রংবেরঙের ফুল দেখে মনটা ভরে গিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 
আপু দারুণ সব ফটোগ্রাফি দেখা হলো, আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে। সবাই অনেক সুন্দর ফটোগ্রাফি করে কনটেস্টের সময় বিষয়টি ভালোভাবে লক্ষ্য করা যায়। যারা ছবি তুলাকে ভালোবাসে তারাই ভালো ছবি তুলতে পারে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো প্রিয় আপু আমার। 💕
 2 years ago 

ঠিক বলেছেন ভাইয়া সবার দ্বারা সব সময় ভালো ছবি তোলা সম্ভব নয় না। ভালো ছবি তুলতে হলে,ছবি তোলা ব্যাপারটাকে ভালবাসতে জানতে হয়। অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

 2 years ago 

ওয়াও অসাধারণ ফটোগ্রাফি,
প্রত্যেকটি ফুটোই অনেক জোস লাগতাছে আপু। সত্যি আপনি অনেক সুন্দর ফটো তুলতে পারেন, দেখেই তো বোঝা যাচ্ছে। এবং মনোযোগ সহকারে প্রত্যেকটি ফটো অনেক সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর সুন্দর ফটো আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। আমার পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমার পক্ষ থেকে ও আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74