রেস্টুরেন্ট এন্ড ফুড রিভিউ পোস্ট || 10% beneficiaries for @shy-fox🦊

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি সবসময় আপনাদের সাথে আর্ট পোস্ট, রেসিপি পোস্ট বেশি শেয়ার করে থাকি। তবে আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট এবং আমার প্রিয় খাবারের রিভিউ পোস্ট করবো। যদিও এখন অমিক্রনে আক্রান্তের হার দিন দিন বেড়েই চলেছে। তাই আমাদের সবার উচিত ঘর থেকে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার করা। যদিও আমাদের যথাসাধ্য চেষ্টা করা উচিত ঘর থেকে বের না হওয়া আর বের হলেও খুব সচেতনতা অবলম্বন করা। আমাকেও একটি গুরুত্বপূর্ণ কাজে বের হতে হয়েছিল তবে আমি মাস্ক পরিধান করেছি এবং সতর্কতা অবলম্বন করে চলাফেরা করেছি। এবং সেই সুযোগে আপনাদের সাথে আজকে একটি রেস্টুরেন্ট এবং ফুড রিভিউ পোস্ট শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।


271537706_370595244829591_8627465672406522074_n.jpg


আজকে আমি আপনাদের সাথে 'আজোয়া পিজ্জা কর্ণার' এর একটি ছোট্ট রেস্টুরেন্টের খাবারের রিভিউ আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো মোটামুটি আপনারা সবাই জানেন আজোয়া প্রধানত একটি ফাস্ট ফুড কর্ণার এবং এখানে সবচেয়ে বেশি বিক্রি করা হয় জন্মদিনের কেক গুলো। তবে কালকে আমার বান্ধবীর একটা মোবাইল ঠিক করার কাজ ছিল। কালকে বিকেলে আমাকে ফোন দিল যে তার মোবাইল টা নষ্ট হয়ে গিয়েছে এবং সেটা ঠিক করতে হবে। পরে আমি রেডি হয়ে বের হয়ে গেলাম আমার বান্ধবীর সাথে তার মোবাইল ঠিক করাতে।

কিন্তু যেখানে আর বান্ধবীর মোবাইল ঠিক করাব জায়গাটি যেয়ে দেখি বন্ধ। পরে দেখছি ওর মনটা খুব খারাপ হয়ে গেছে। তারপর ওকে বললাম কোন সমস্যা নেই আমরা পরে একদিন আসব এবং তোর মোবাইলটা ঠিক করে নিয়ে যাব। তারপরেও ওর মনটা ঠিক করার জন্য আমি ভাবলাম ওকে আজকে কিছু খাওয়াবো। এরপর আমি আশেপাশের রেস্টুরেন্ট খুঁজতে থাকলাম। তারপর হঠাৎ চোখে পড়ল 'আজোয়া পিজ্জা কর্ণার'। তারপর আমি তো দেখে অবাক যে এখানে সব ধরনের রেস্টুরেন্টের খাবার পাওয়া যায়। এটি অন্য আজোয়া ফাস্ট ফুড কর্ণার বা কেকের দোকান এর মতো নয়। তারপর ভাবলাম আজকে এখানের খাবারই টেস্ট করে দেখি ।


271886567_514942813147806_3010411648936486577_n.jpg


272028754_300748562100918_6515841257215313690_n.jpg


এরপর রেস্টুরেন্টের ভেতরে ঢুকে আমি আর আমার বান্ধবী মেনু কার্ড দেখে ভাবতে থাকলাম কি অর্ডার দিব। এরপর আমার বান্ধবী বলছে ও তেমন ভাড়ি কিছু খাবে না। কারণ ও দুপুরের খাবার একটু দেরিতে খেয়েছিল। পরে আমিও ভাবলাম যেহেতু রেস্টুরেন্টে খাওয়ার কোনো চিন্তাভাবনা করে বের হয়নি তাই কাছে অনেক বেশি টাকা ও ছিলনা। এরপর আমরা সব দিক বিবেচনা করে দুইটা চিকেন ফ্রাই এবং দুইটা কোকাকোলা অর্ডার করলাম।

272176651_1087821888645384_6012852336249573043_n.jpg272063915_256894269901113_7082721040157263847_n.jpg
272131030_3127028340870436_309827132126659541_n.jpg271940405_226462383023865_3349718028132533337_n.jpg

খাবার অর্ডার করার পর খাবারের জন্য অপেক্ষা করতে করতে রেস্টুরেন্টের ভিতরের সাজসজ্জার কিছু ছবি তুললাম। রেস্টুরেন্টটা ভালোই বড় ছিল। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওদের হাত মুখ ধোয়ার জায়গা অর্থাৎ বেসিনের সিস্টেমটা। যেহেতু কোরানোর সময়, তাই যে কোনো মানুষ ঢুকেই আগে সুন্দরভাবে হাতমুখ ধুয়ে নিতে পারবে।তাদের ব্যবহার ও আমার কাছে অনেক ভালো লেগেছে। আর পুরো রেস্টুরেন্টটা অনেক বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল।

271882803_3037775716462044_4709223409123013488_n.jpg271810005_457930142545245_333888662270260069_n.jpg
271836598_631011634773568_3671609509684093693_n.jpg271807044_1256357111518930_2066070147381045136_n.jpg
271820136_301087888715058_874548635267501050_n.jpg271814879_886401582033954_2542076948971647212_n.jpg

এরপর আমাদের বেশিক্ষন অপেক্ষা করতে হয়নি। দশ মিনিট পরেই আমাদের খাবার চলে এসেছিল। আমি প্রথমে দাম দেখে ভেবেছিলাম খাবারের কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ হয়তো বা কিছুটা কম হবে। পরে দেখছি যে না চিকেন ফ্রাই গুলো অনেক বড় বড় ছিল।আর ভিতরের মাংস টা অনেক বেশি যুছি ছিল। অনেক বেশি মচমচে ছিল অর্থাৎ খাবারের স্বাদ অনেক ভালো ছিল। তারপর সাথে ছিল ঠান্ডা কোকাকোলা। সব মিলিয়ে আমাদের খাওয়া-দাওয়া অনেক ভালো হয়েছে।

271971274_1289174414918385_4868006026319112369_n.jpg272098720_624816735302013_4366184065566848663_n.jpg
272032931_200211982262898_8892111144851410693_n.jpg271810470_479572720443521_4726984959249801580_n.jpg

এরপর খাবারের বিলের অপেক্ষা করতে করতে। নিজের পেট ভরা মুখের একটি সেলফি তুললাম। এরপর বিলের কাগজটি দেখে ২১৫ টাকা বিল দিয়েছি।

দুইটা চিকেন ফ্রাই-১৭৫ টাকা
এবং দুইটা কোকাকোলা -৪০ টাকা
মোট এসেছিল - ২১৫ টাকা

একটি ছোট রেস্টুরেন্ট হিসেবে আমার কাছে রেস্টুরেন্ট এবং খাবার সব মিলিয়ে ভালো লেগেছে।


271826473_351718250115378_6320837471036379788_n.jpg

271806985_686391026075359_7880043194207458317_n.jpg271856271_184803903845115_4890281259335250221_n.jpg

আমি রেস্টুরেন্টকে রেটিং করে ৮/১০ দিতে চাই । তাদের খাবারের মান,ছোট রেস্টুরেন্টকে ও সুন্দর করে ডেকোরেশন করা এবং তাদের ব্যবহার এই সবকিছু মিলিয়ে।



লোকেশন

ডিভাইস : Samsung Galaxy M12



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 21 জানুয়ারি, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

এটা খুবই চমৎকার যে আপনি আমার শহরের খুব কাছে থাকেন। আমিও মাঝে মাঝে এই রেস্টুরেন্টে যাই এবং বন্ধুদের সাথে সময় কাটাই।

ভেতরের পরিবেশটা সত্যি অসাধারণ। তবে এখন গাজীপুর চৌরাস্তায় রাস্তার প্রচণ্ড কাজ চলছে সুতরাং সে ক্ষেত্রে পরিবেশটা কেমন জানি আগোছালো। সে জন্য বেশ কয়দিন হলো যাওয়া হয়নি।

অনেক চমৎকার এবং সুন্দর একটি ব্লগ তৈরি করার জন্য ধন্যবাদ

 3 years ago 

আপু আজকেই আমি আপনার এমন পোস্ট দেখলাম। খুবই ভালো লাগলো এটি৷ সাধারণত আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খাবার খেতে গেলে তাদের খাবারের মান আর ব্যবহার এর বিষয়টি বেশি লক্ষ্য করি।আর তা ভালো হলে বারবার সেই রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করে। খুব ভালো লাগলো আপনার আজকের পোস্ট পড়ে।

 3 years ago 

জি আপু আমিও কোন রেস্টুরেন্টে খেতে গেলে খাবারের মান এবং তাদের আচার-ব্যবহার বিষয়টি লক্ষ্য করি। ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য। অসংখ্য শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু একদম ঠিক বলেছেন খাবারের অর্ডার দিলে যেই সময় লাগে খাবার আসার জন্য তার মাঝে অনেক ছবি ক্যাপচার করা যায়। মাঝে মাঝে কাজের ফাঁকে এমন রেস্টুরেন্ট এর রিভিউ আমাদের মাঝে শেয়ার করবেন। আর হ্যাঁ উনাদের কেক এর কোন তুলনা হয় না জাস্ট অসাধারণ কেক বানায়।

 3 years ago 

ঠিক আছে ভাইয়া অবশ্যই চেষ্টা করবো কাজের ফাঁকে মাঝে মাঝে এমন রেস্টুরেন্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করার। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

❤️❤️❤️

 3 years ago 

আমি এই গত ৩ দিন আগে ও যেয়ে আছসি,আজোয়ার এর পেস্টি কেক ভালো লাগে,দামও সহনীয়। পরিবেশ ও অনেক সুন্দর।

 3 years ago 

জি ভাই ঠিক বলেছেন ভাইয়া আজোয়া পেস্ট্রি কেক গুলো খেতে অনেক মজা। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে আজোয়ার রিভিউ করেছেন।আমি নিজে খাই মাঝে মাঝে।বিশেষ করে অদের শর্মা অনেক ভালো ।আপনি খুব সুন্দর করে বর্ণনা করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ভাইয়া আমি ভাবছি পরবর্তীতে ওইখানকার শর্মা ট্রাই করে দেখব। আমার কাছে ছবি দেখেই মনে হয়েছে অনেক মজাদার হবে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু আপনার রেস্টুরেন্ট এন্ড ফুড রিভিউ পোস্টটি দেখে অনেক ভালো লাগলো। মাঝে মাঝে রেস্টুরেন্টে খেতে সবারই অনেক ভালো লাগে। আপনি রেস্টুরেন্টে কাটানো সেই মুহূর্তগুলো স্মরণীয় করে রাখতে অনেক সুন্দর করে সেই মুহূর্তগুলোর ফটোগ্রাফি করেছেন। অনেক ভালো লাগলো আপু। সেই সাথে প্রতিটি বিষয়ে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ও শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর এবং গুছিয়ে একটি কমেন্ট করার জন্য। অসংখ্য শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

দিদি আপনি ছবি আঁকলে সেটার প্রেমে পড়ে যাই,, আর খাবারের রেসিপি অথবা রিভিউ দিলে লোভে পরে যাই 😀,, এখন করি কি বলুন তো 🤔

খুব সুন্দর করে শুরু করেন সব সময়। খুব ভালো লাগে আপনার ব্লগ পড়ে। আর রেস্তোরাঁ টাও বেশ ভালো লেগেছে।

 3 years ago 

আপু আপনি ও অনেক সুন্দর করে ব্লগ লিখেন। সত্যি বলতে গেলে আমি আপনার প্রত্যেকটি ব্লগ অনেক ভালোভাবে পড়ি এবং সেখান থেকে এমন অনেক কিছু শেখা। এর জন্য সত্যিই আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। অসংখ্য ভালোবাসা রইল সবসময় আপনার জন্য।

 3 years ago 

আপু সাধারণত সব সময় আপনার অসাধারণ পেইন্টিং এর পোস্ট দেখতে পাই। আজকে এরকম একটা পোস্ট দেখে খুবই ভালো লাগলো। আপনি যেকোন পোষ্ট করেন না কেন সবগুলো পোষ্ট অসাধারণ হয়। আজকে রেস্টুরেন্টের রিভিউ পোস্ট অসাধারণ হয়েছে। বিশেষ করে ফটোগ্রাফি গুলো ভাল লেগেছে। আমার ছোট রেস্টুরেন্ট হিসেবে খুবই ভালো ছিল। অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। সত্যি বলতে আমি যেকোনো কাজ করিনা কেন আপনাদের কমেন্ট গুলো আমাকে ঐ কাজের প্রতি অনেক বেশি উৎসাহিত করে। এজন্য সত্যি আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56787.81
ETH 2507.96
USDT 1.00
SBD 2.24