তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্কে আমার একদিন || ১০% লাজুক খ্যাঁক-কে🦊

in আমার বাংলা ব্লগ2 years ago
❤️হ্যালো বন্ধুরা❤️

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। অনেক দিন ধরেই কোথাও ঘুরতে বের হওয়া হয় না।এই যে মনে করেন কোনো পার্কে। এরপর হঠাৎ একদিন আমি এবং আমার হাজব্যান্ড প্ল্যান করে ফেললাম যে আজকে পুরোটা দিন আমরা একটি পার্কে কাটাবো। দুপুরের খাওয়া-দাওয়া করে এই পর বাসায় ফিরে আসবো। তারপর আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গেলাম এবং সকাল ১১ টার মধ্যে পার্কে গিয়ে পৌঁছলাম।

আমরা ইচ্ছে করেই একটু তাড়াতাড়ি গিয়েছিলাম। যাতে অনেকটা সময় একসাথে বাহিরে কাটাতে পারি। পার্কটি আমাদের বাসার কাছ থেকে খুব একটা দূরে না। সর্বোচ্চ ৩০ মিনিট সময় লাগে পৌঁছাতে। আজকে আমি আমার পার্কে কাটানোর সুন্দর মুহূর্ত এবং খাওয়া-দাওয়া সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। আশা করছি আজকের পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ যারা ধৈর্য্যসহকারে আমার পুরো পোস্টটি পড়েছেন। আমাদের সকলেরই উচিত হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় বের করে নিজের কাছের মানুষকে সময় দেওয়া। আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন 💞।

281599122_1126836371208826_2065034832236646175_n.jpg



প্রথমেই বলি পার্কটির নাম তামান্না পার্ক। এই পার্কটি মেইন রোড থেকে একটু নিচের দিকে। মেইন রোড থেকে নিচের দিকে নেমে আসার রাস্তা টাও অসম্ভব সুন্দর। এরপর প্রতিজন ৬০ টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকলাম। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে পার্কটি বেশিরভাগ ফাঁকা ছিল। যেহেতু কোন ছুটির দিন ছিল না তাই খুব একটা ভীড় ছিল না। এ কারণে ঘুরে আরো বেশি ভালো লেগেছে। পার্কে ঢুকতে আমি একটি ছবি তুলেছি এবং দেখে বুঝতেই পারছেন যে আশেপাশে ডেকোরেশন কতটা সুন্দর।

281167283_553925319714752_8212176282770753461_n.jpg280376831_1728940874114812_8256256875996255772_n.jpg

280759554_829100451400422_29252711129366256_n.jpg



এরপর পার্ক টির ভিতরে দেখলাম যে সবুজে ঘেরা প্রত্যেকটা জিনিসের ডেকোরেশন। এবং সেই সাথে প্রত্যেকটা রাইডার খুবই সুন্দর ছিল। আমি অবশ্য কোন রাইডে উঠিনি। জাস্ট ঘুরে ঘুরে সবকিছু দেখেছি এবং উপভোগ করেছি।

281779482_717729765943758_996815339411724591_n.jpg

280665395_1900580623664271_4993960982121004427_n.jpg280600039_284487297139968_7268928249778449731_n.jpg

280575342_1333294300538451_806288504569111251_n.jpg



আমার কাছে আরো ভাল লেগেছে যে তারা পার্কের বিভিন্ন কর্ণারে দেয়ালের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। ডেকোরেশন গুলো আমাকে খুবই মুগ্ধ করেছে। পার্কটি বেশ বড় তাই ওখানে দেখলাম যে মুক্ত মঞ্চ রাখা হয়েছে। অর্থাৎ এখানে যে কোনো বড় বড় অনুষ্ঠান বা পিকনিক করা যাবে।

280894662_550669383093734_853132188032299032_n.jpg280740053_1928527204004242_9203099653517297240_n.jpg

280922262_385897160138290_3797273045220534667_n.jpg



এরপর ঘুরা ফিরা শেষ করে দুপুরের দিকে খুব ক্ষুধা লেগে গেল। এরপর দেখলাম যে এই পার্কে খাবারের জন্য বিলাস কর্নার নামক একটি জায়গার ব্যবস্থা রয়েছে। আমার কাছে সব মিলিয়ে বেশ ভালো লেগেছে। যেহেতু আমরা বদ্ধ কোথাও বসে খেতে চাইনি। কারণে সেই বিলাস কর নারে নিচের জায়গাটাতে বসেই আমরা খেয়েছি।

281144174_1330713264083905_8945617604262050480_n.jpg281318441_331431022438653_8227944407148036422_n.jpg

281371575_836672983956288_3235509675246930153_n.jpg



এরপর আমরা চাইনিজ খাবার অর্ডার করলাম। সাথে আইসক্রিম খেয়েছি,জুস খেয়েছি। সব মিলিয়ে প্রায় ৯০০ টাকার মত বিল এসেছিল। দাম অনুসারে খাবারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি খুবই ভালো ছিল। আর সত্যি বলতে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে পার্কটির পরিবেশ। খুবই পরিষ্কার-পরিচ্ছন্ন,সবুজে ঘেরা এবং সবকিছু খুবই শালীনতার মধ্যে ছিল।

280965909_732984148138457_7676103729069601025_n.jpg280754304_1061714187765450_952951386941721365_n.jpg


এরপর আরও বেশ মজার মজার কিছু ছবি তুললাম এবং বাহির হওয়ার পথ দিয়ে পার্ক থেকে বের হয়ে আসলাম। আমার কাছে আরও ভাল লেগেছে যে শুধু পার্কের ভিতরে নয় এর বাহিরেও অনেকগুলো খাবারের দোকানের ব্যবস্থা ছিল। যাই হোক এই সব মিলিয়ে আমার কাছে দিনটি খুবই স্মরণীয় হয়ে থাকবে।

281660234_693745578548428_1015792670766639382_n.jpg280784375_1023982431813070_4237498847535237862_n.jpg

280943794_383313200245495_6711941619716822883_n.jpg



লোকেশন তামান্না ওয়ার্ল্ড ফ্যামিলি পার্ক

ডিভাইস : Samsung Galaxy M12



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং ২২ মে, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী ব্লগের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

বাহ দারুন নাম তো পার্ক টি।আর পরিবেশ টাও অনেক সুন্দর মনে হচ্ছে।

আমার কাছে আরো ভাল লেগেছে যে তারা পার্কের বিভিন্ন কর্ণারে দেয়ালের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে।

আর এই ব্যাপারটি আমারও বেশ ভালো লেগেছে।আর সবমিলিয়ে আপনার উপস্থাপনা চমৎকার ছিল।🖤🤘

 2 years ago 

আপনি আসলেই অনেক সুন্দর একটি পার্কে ঘুরতে গিয়েছেন। পার্কটি দেখতে অনেক সুন্দর ও মনোরম। পার্কে ঘুরতে আমার খুব ভালো লাগে। আসলে ঘুরাঘুরি করতে সবারই ভালো লাগে।আর আপনি অনেক লোভনীয় লোভনীয় খাবার খেয়েছেন। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন প্রিয়জনকে নিয়ে ঘুরার মজাটাই আলাদা। এবং কি কর্ম ব্যস্ত সময় পার করতে করতে বোরিং ফিল করে সবাই। তাই সময় নিয়ে একটু ঘুরে বেড়ানো মন মানসিকতার জন্য অনেক ভালো। পার্কের সৌন্দর্যের লীলাভূমি বলা যায়, সবুজে ঘেরা, অসাধারণ ছিল। আর আপনাদের লাঞ্চের চাইনিজ খাবার ছিল অসাধারণ তবে দাওয়াত না দিয়ে একা একা খেয়েছেন,হাহাহা। শুভেচ্ছা রইল এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য ভালোবাসা অবিরাম আপু।

 2 years ago 

আপনি আজকে খুবই সুন্দর মুহূর্ত কাটিয়েছেন, এটা কিন্তু আপনার পোস্ট দেখেই বোঝা যাচ্ছে। সত্যি বলতে আপনার ফটোগ্রাফি দেখে যা বুঝতে পারলাম, পার্কের পরিবেশটা বেশ সুন্দর। এখানে ঘুরতে গেলে ভালো একটি সময় কাটবে সেটা পরিবেশ গুলো দেখলেই বোঝা যায়। আর আমি মনে করি আপনিও দারুন সময় পার করেছেন এবং খুবই মজাদার খাবার খেয়েছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব ভালো সময় কাটিয়েছেন তামান্না পার্কের ভিতর। আসলে ঘুরতে বেশ ভালোই লাগে। খুব সুন্দর একটা সময় যায়। ভেতরের পরিবেশ অনেক ভালো ছিলো দেখা যায়। আমার কাছে অনেক ভালো লেগেছে আপু। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 2 years ago 

তামান্না পার্কের ভিতরের এরিয়াটা ভালই সুন্দর সবুজের সমারোহ। বাচ্চারা এখানে আসলে অনেক ভালো সময় কাটাতে পারবে। বাচ্চাদের গাড়ি রয়েছে দেখলাম। আপনি এবং ভাইয়া দুজনে ভালো সময় কাটিয়েছেন দেখে বুঝা যাচ্ছে। মাঝে মাঝে বাহির ঘুরতেও ভালো লাগে।

 2 years ago 

দুলাভাই আর আপনি পার্কে গিয়ে অনেক সুন্দর সময় পার করেছেন । আপনার শেয়ার করা পোস্ট থেকে পার্কের ভেতরের সৌন্দর্য সম্পর্কে একটু ধারনা করলাম যদিও প্রতিটা ছবি অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন যেটার প্রশংসা না করলেই নয়।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

সত্যিই পার্কটি বেশ চমৎকার। শ্যামল ঘেরা তার মাঝে অনেক সুন্দর সুন্দর স্থাপনা রয়েছে যা দেখে সত্যি ভালো লাগলো। আপনি আপনার ভ্রমণ কাহিনী আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

 2 years ago 

পার্কের ভিতর এর পরিবেশ খুবই সুন্দর। পার্কের ভিতর প্রত্যেকটা ছবি খুব অসাধারণ ভাবে তুলেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য। খুবই সুন্দর একটা সময় কাটিয়েছেন আপনি।

 2 years ago 

আসলে আমি ঈলমাকে নিয়ে ওখানে যেতে চেয়েছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না ওটার মধ্যে কি আছে। যাক আপনার পোস্টের মাধ্যমে একটা ভালো ধারণা পেলাম।
খুব তাড়াতাড়ি যাবো ইনশাল্লাহ।
ঈলমা তো এখনি লাফালাফি শুরু করে দিয়েছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60309.45
ETH 2701.35
USDT 1.00
SBD 2.48