DIY - এসো নিজে করি : চোখে গোলাপ ধরে রাখা একটি মেয়ের চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে
হ্যালো আর্ট প্রেমী, |
---|
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি চোখে গোলাপ ধরে রাখা একটি মেয়ের চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।
উপকরণ: |
---|
- পেন্সিল
- কাগজ
- জলরং
- মার্কার পেন
প্রথমে আমি মেয়েটির ছবি আঁকার জন্য মেয়েটির চুলের অংশ এবং চোখের অংশ চিত্রাংকন করলাম। প্রথমে আমি চুল এঁকেছি কারণ চুল আর্ট করার পরে মুখ আমি কতটুকু রাখবো তার একটা অনুমান চলে আসে।
এরপর মুখের অংশটুকু আর্ট করলাম। এবং পাশাপাশি চোখের মনি, নাক, ঠোঁট এবং অন্য পাশের গোলাপের গঠন টুকু চিত্রাংকন করলাম।
এরপর মেয়েটির হাত চিত্রাংকন করলাম।
এরপর পুরো গোলাপ ফুল আর্ট করলাম এবং অন্য আরেকটি হাত আর্ট করলাম এবং পাশাপাশি চুল আর্ট করলাম।
এরপর মার্কার কলম দিয়ে পেন্সিল দিয়ে যতটুকু আর্ট করেছিলাম তার সবটুকুই আবারো গারো করে আর্ট করলাম।
এরপর কালো জল রং দিয়ে মেয়েটির গায়ের জামা আছে এমন বোঝানোর জন্য শরীরের মধ্যে কালো রং করলাম।
এরপর গোলাপি কালারের রং করলাম গোলাপ ফুলের মধ্যে। এবং গোলাপ ফুলটি থেকে পাপড়ি ঝরে আছে এমন বুঝানোর জন্য চুলের উপর আর্ট করা পাপড়িগুলো উপরেও গোলাপী কালার রং করলাম। এভাবে আমি আমার চিত্রাঙ্কন টি সম্পন্ন করলাম।
#বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং ০৫ ডিসেম্বর , 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন
ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara
বাহ আপু আপনি খুবই সুন্দর একটি অঙ্কন করেছেন। চোখে গোলাপ ধরে রাখা মেয়েটি দেখতে দারুন লাগছে ।আমার কাছে আপনার অংকনটি খুব সুন্দর লেগেছে। প্রতিটি ধাপ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকারভাবে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আপু আপনি নিজে অনেক সুন্দর আর্ট করেন আর আপনি আমার প্রশংসা করছেন সত্যিই আমি অনেক কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।
আপু আপনি তো দারুণ সুন্দর করে ড্রইং করতে পারেন। চোখের কাছে গোলাপ ফুল ধরে রাখার মেয়ে টির ড্রইং টি দেখে আমার অনেক ভালো লেগেছে বিশেষ করে আপনি কোন রকম রং তুলি ব্যবহার না করেও অসাধারণ একটি চিত্র অংকন আমাদের মাঝে উপহার দিয়েছেন। চিত্র অংকন তৈরি করার প্রতিটি ধাপ অনেক গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং সেইসাথে মাত্র 7 টি ধাপে কাজ টি আপনি সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনাদের এই কমেন্টগুলো আমাকে কাজের প্রতি অনেক অনুপ্রাণিত করে তোলে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
দুঃখিত
@ashik333 দয়া করে ভাই আপনি আপনার কমেন্ট চেক করুন। এখানে পুটি মাছ কই পাইলেন। ধন্যবাদ ভাই আপনাকে।
আপু সত্যি আপনার হাতে জাদু আছে আমি মনে করি। অনেক সুন্দর করে একটা মেয়ের চিত্র অংকন করেছেন। অনেক সুন্দর হয়েছে আপু। আপনার জন্য শুভকামনা রইল আপু।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।
স্বাগতম আপু।
ওয়াও আপু অসাধারণ, আপু কি বলে ধন্যবাদ দেব ভাষা খুজে পাচ্ছি না, আপনার অংকন বরাবরের মতোই ফার্স্ট ক্লাস প্রশংসার দাবিদার। অনেক অনেক ভালো লেগেছে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।
অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর করে আমার আর্ট এর প্রশংসা করার জন্য। এবং আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য রইল অনেক শুভেচ্ছা।
চোখে গোলাপ ধরে রাখা একটি মেয়ের চিত্র অংকন করেছেন আমার কাছে খুব ইউনিক লেগেছে অংকন টি।ধাপ গুলোও অনেক সুন্দর ভাবে গুছিয়ে করেছেন।শুভ কামনা রইলো।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। আপনার জন্য ও শুভকামনা রইল।
আপনার চিত্রাংকন বরাবরই সুন্দর হয় আজকের চিত্র অংকনটি তার ব্যতিক্রম নয়। এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।
পোস্টটি আমি টুইটারে শেয়ার করেছি
https://twitter.com/gorllara/status/1472781597975801856
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি সত্যিই আপনাদের কমেন্ট গুলো পড়ে অনেক উৎসাহিত হই। অসংখ্য শুভেচ্ছা রইল আপনার জন্য।
অসাধারণ সৃজনশীল ভালো কাজ করেছেন আপু। চোখের গোলাপ ফুল ধরে থাকা একটি মেয়ের চিত্র অংকন খুবই সুন্দর হয়েছে দেখতে। এই চিত্র অংকন এর প্রতিটি ধাপে বর্ণনা এবং ফটোগ্রাফি অতি চমৎকার ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক সুন্দর করে প্রশংসা করেছেন আমার পোষ্টের সত্যি আমি অনেক কৃতজ্ঞ। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। সবসময় পাশে থাকবেন আশা করছি।