DIY - এসো নিজে করি : রঙিন প্রদীপের চিত্রাংকন || সবাইকে দীপাবলীর অনেক শুভেচ্ছা। || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমিরঙিন প্রদীপের চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

252524683_435863784735067_6148480324100593936_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • মোম রং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল দিয়ে প্রদীপের কিছু অংশের চিত্রঅঙ্কন করি।


252018298_881439245892408_7515746035489765676_n.jpg


ধাপ - 2

এরপর আস্তে আস্তে পুরো প্রদীপের চিত্রাংকন শেষ করলাম। এবং প্রদীপের মধ্যে আগুনের শিখা চিত্রাংকন করলাম।


252266629_932782524341077_4211604201429242437_n.jpg


ধাপ - 3

এরপরে শুরু করলাম রংয়ের কাজ প্রদীপের কিছুটা অংশ বাকি রেখে বাকি সবগুলো অংশ লাল রং দিয়ে আমি রাঙ্গিয়ে তুললাম।


252328493_1230616460755882_3725794047036046868_n.jpg


ধাপ - 4

এরপর প্রদীপের চারপাশে গোল করে হলুদ রং এবং কমলা রঙের সংমিশ্রণে রং করলাম।


252165446_3018051728511210_5745667539490109272_n.jpg


ধাপ - 5

এরপর শুধু প্রদীপের অংশটুকু বাকি রেখে বাকি পুরাটুকু অংশ হলুদে পরিপূর্ণ করলাম। এখানে আমি হলুদ রং দিয়েছি কারণ আমরা জানি আগুনের শিখা থেকে মোটামুটি একটা হলুদ কালারের আলো বের হয় তাই আমি হলুদ রং দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করেছি।


252336074_292130236245748_1093243307249037111_n.jpg


ধাপ - 6

এরপর করলাম প্রদীপ এর বিভিন্ন অংশের রংয়ের কাজ। প্রদীপে আমি লাল এবং হলুদ রংয়ের রং করলাম। এবং আগুনের শিখা যেমন দেখতে হয় সেইভাবে আমি রং করলাম।


252258651_232762472119271_6437804687550749086_n.jpg


ধাপ - 7

এরপর মার্কার কলম দিয়ে গঠন গুলো ঠিক করলাম। সব জায়গায় মার্কার পেন দিয়ে দাগ দিয়ে দিলাম।


252187797_4199297960180737_4673809381595278147_n.jpg


ধাপ - 8

এরপর চিত্রাংকন টির সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি করার জন্য প্রদীপ এর মধ্যে কিছু ডিজাইন করলাম সাদা রং দিয়ে। তারপর সাদা রংয়ের ফোটা ফোটা সব জায়গায় ছড়িয়ে দিলাম যেন চিত্রাংকন টি দেখতে আরো বেশি ভালো লাগে।


252310956_313301983965636_1823933427904440282_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
252063954_422931386274327_9013715992690125537_n.jpg252152141_1200153137175763_6382898677050145582_n.jpg
252029730_1720197978175043_9121411044596527393_n.jpg252524683_435863784735067_6148480324100593936_n(1).jpg


আমার পেইন্টিং এর সাথে আমার ছবি


252029730_2468381333295046_3069473939023670801_n.jpg

#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং ০5 নভেম্বর , 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

রঙিন প্রদীপের চিত্রাংকন অনেক সুন্দর হয়েছে আপু আপনার প্রত্যেকটা পোস্ট অনেক সুন্দর এবং ইউনিক এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। জি ভাইয়া সবসময় চেষ্টা করব সুন্দর এবং ইউনিক পোস্ট নিয়ে এগিয়ে যাওয়ার। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।

 3 years ago 

প্রদীপ চিত্র অংকন অসাধারণ হয়েছে আপু।
প্রতিটি আমার খুব ভালো লেগেছে,
আপনি বরাবর এর মতো সব সময় আপনার চিত্র অংকন গুলো খুব খুব ভালো হয় আপু।

আপনার জন্য অনেক শুভকামনা রইলো আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু। আপনাদের এই কমেন্টগুলো আমাকে কাজের প্রতি আরও উৎসাহিত করে তোলে। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

আপনি বরাবরের মতই ভালো অংকন আমাদের মাঝে উপহার দেন। আজকেও রঙিন প্রদীপ অনেক সুন্দরভাবে অঙ্কন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল। অনেক ভাল ছিল

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর কমেন্টের জন্য। আমি সব সময় চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দেওয়ার আমার সুন্দর উপস্থাপনার মাধ্যমে। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।

 3 years ago 

রঙিন প্রদীপের চিত্রাংকন এক কথায় অসাধারণ হয়েছে আপু। আপনার প্রতিটি অংকন আমার ভালো লাগে। মানতে হবে আপনার অংকনের মাঝে অনেক দক্ষতা রয়েছে। আপনি খুব নিখুঁতভাবে প্রতিটি চিত্র অঙ্কন করেন। যা আমার খুবই ভালো লাগে। আপনার চিত্র অংকন এর মাধ্যমে অনেক কিছু শিখতে পারি আপু। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্টের জন্য। আপনাদের কমেন্ট গুলো সত্যিই আমাকে অনেক অনুপ্রাণিত করে। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু এই চিত্রটি গতকাল যখনি ডিস্করড এ দিয়েছিলেন তখনই মনে হয়েছিলো অসাধারন হবে। আসলেই এটি অসাধারন হয়েছে আর প্রতিটা ধাপ এতো সুন্দর ভাবে বুঝিয়েছেন।সত্যি ভালো লাগল শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। আমি সত্যিই অনেক কৃতজ্ঞ এত সুন্দর মতামতের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনি চিত্রাঙ্কনে অনেক অভিজ্ঞ একজন মানুষ কারণ আপনার প্রতিটি চিত্র অংকন সাধারণ লাগে।আর আজকের প্রদীপ অংকটি অনেক সুন্দর হয়েছে আর বিশেষ করে কালার কম্বিনেশন টা অনেক সুন্দর।শুভ কামনা রইলো আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু। আমি অনেক অভিজ্ঞ কিনা জানিনা তবে চেষ্টা করি আমার চিত্রাংকন গুলো কে অনেক সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

জি আপু। আপনার পোস্ট গুলো অনেক ভালো লাগে।

 3 years ago 

আপু কি আর বলবো!আপনার আর্ট নিয়ে কিছু বলার যোগ্যতা আমার আছে বলে মনে করিনা।
বরং যোগ্যতা নেই বললেই চলে।এতো সুন্দর হয়েছে প্রদীপটি যে কি আর বলবো!প্রদীপের শিখার রঙ টি বেশি ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

আপু এত প্রশংসা কোথায় রাখি বলেন। সত্যিই এত প্রশংসা দেখে ভাষা খুঁজে পাচ্ছিনা কমেন্টের রিপ্লাই দেওয়ার। অনেক ধন্যবাদ আপু সব সময় এভাবে পাশে থাকার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

বাহ! কি দারুন একটি প্রদীপ অঙ্কন করেছেন কালার কম্বিনেশন নিয়ে অসাধারণ হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। আমি সত্যিই অনেক কৃতজ্ঞ আপনার এত সুন্দর মতামতের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

রঙ্গিন প্রদীপের চিত্র অনেক দারুন ভাবে তৈরি করেছেন। আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার হাতের কাজ আপনার অঙ্কন বরাবরই খুবই ভালো। ধাপে ধাপে উপস্থাপনা ও বেশ ভালো। শুভেচ্ছা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কমেন্টের জন্য। আপনার জন্য ও অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপু আপনার প্রদীপের চিত্রাঙ্কন টি খুব সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে প্রদীপটা জ্বলছে। তাছাড়া আপনি খুব সুন্দর করে অংকন এর প্রতিটি ধাপ দেখিয়েছেন। যা দেখে যে কেউ এটি অঙ্কন করতে পারবে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য ওঅনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54819.76
ETH 2295.81
USDT 1.00
SBD 2.31