DIY - এসো নিজে করি : একটি রঙিন শহরের চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে
হ্যালো আর্ট প্রেমী, |
---|
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি একটি একটি রঙিন শহরের চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।
উপকরণ: |
---|
- পেন্সিল
- কাগজ
- জলরং
- মার্কার পেন
- ব্রাশ
প্রথমে আমি বিল্ডিংগুলো আর্ট করার জন্য স্কেল দিয়ে সোজা করে অনেকগুলো দাগ দিলাম।
এরপর বিভিন্ন ধরনের বিল্ডিং তৈরি করলাম। সাধারণত শহর এলাকায় আমরা এমন বিভিন্ন ধরনের বিল্ডিং দেখতে পাই যা একেকটা একেক রকম হয়ে থাকে এবং অনেক বড় বড় বিল্ডিং হয়ে থাকে।
এরপর মার্কার পেন দিয়ে বিল্ডিং গুলো ভালোভাবে গারো করে করে চিত্রাংকন করলাম। এবং এর মধ্যে Zentangle এর ডিজাইন করলাম।
এরপর আস্তে আস্তে যতগুলো বিল্ডিং ছিল সবগুলো ডিজাইন করলাম। যেহেতু আমি আগেই বলেছি এক একটা বিল্ডিং একেক রকমের তাই আমি বিল্ডিংগুলো ডিজাইন আলাদা করেছি। একেকটা একেক ধরণের দিয়েছি এবং সেগুলোর নিচের অংশগুলোকে ভিন্ন ধরনের ডিজাইন করার চেষ্টা করেছি।
এরপর শুরু হল জলরং এর কাজ। প্রথমে ডান পাশে আমি তিনটি ভিন্ন রং ব্যবহার করেছি। এবং সেগুলো কে পেজের মধ্যে যতটুকু খালি জায়গা ছিল বিল্ডিং চিত্রাংকন করার পর সেগুলোতে রং করেছি।
এরপর করলাম পেজের বামপাশের রং। বামপাশে ও তিন ধরনের রং করেছি যেন এর সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়।
এরপর এই চিত্রাংকন কে আরো বেশি সুন্দর করার জন্য একটি ব্রাশ এর মাধ্যমে রঙ গুলোকে ছিটিয়ে দিলাম। বিভিন্ন কালারের রং ছিটিয়েছি যেন পুরো শহরটাকে রঙিন মনে হয়।
#বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং ০6 নভেম্বর, 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন
ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara
আপু আপনার আর্ট দেখে দেখেই আমি পোস্টার কালার কিনলাম।ডোমস পাইনি তাই অন্যটাই কিনলাম। আপনার প্রতিটা আর্ট যে কত বেশি ভালো হয় তা আমি ভাষায় প্রকাশ করতে পারবোনা।
ব্রাশ দিয়ে রঙ ছিটানোটি আমার কাছে অনেক বেশি ভালোলেগেছে আপু। আর পুরো আর্টটিতো জাস্ট অস্থির হয়েছে।
অনেক ধন্যবাদ আপু। আপনি তো এমনি অনেক ভালো আর্ট করেন। তার পরেও যে কালার কিনেছেন তা দিয়ে আরো চেষ্টা করে যান দেখবেন আরও ভালো করতে পারবেন। বুঝতে পারছি না আপনারা এত প্রশংসা কোথায় রাখি। আবারো অনেক ধন্যবাদ আপু এবং অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপু অনেক সুন্দর হয়েছে আপনার আর্টটি। আমার অনেক ভালো লেগেছে আপনার আর্টটি। আপনি খুব ভালো আর্ট করেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর ভাবে এটি উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল। 🙂
আপনাকে অনেক ধন্যবাদ আপু। আপনাদের এই কমেন্টগুলো সত্যিই আমাকে অনেক উৎসাহ দেয়। আপনার জন্য ও শুভকামনা রইল।
চিত্রটি যে আপনি নিজে তৈরি করেছেন সেটি সত্যি আশ্চর্য ব্যাপার। খুব সুন্দর এবং স্কেল এর মাপ অনুযায়ী পুরো বিষয়টি তুলে ধরেছেন আমাদের সামনে। পরে পর্যায় গুলো দেখে বুঝতে পারলাম আসলে এটি সত্যিই ইউনিক।
ভালো লাগলো পুরো বিষয়টি
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর কমেন্টের জন্য। চেষ্টা করেছি ইউনিক আর্ট গুলো আপনাদের সামনে উপস্থাপন করার। শুভেচ্ছা রইল ভাইয়া আপনার জন্য।
আপনার জন্যও অনেক অনেক কিছু এবং শুভেচ্ছা রইল। সুন্দর হোক আগামী দিনগুলো
আর্টটা অনেক সুন্দর হয়েছে আপু। দেখেই বোঝা যাচ্ছে বেশ বড় প্রজেক্ট এবং ভালই সময় ও শ্রম দিতে হয়েছে আপনাকে। কালোর পিছনে রঙিন এর ছাপ, ব্যাপারটা কিন্তু বেশ আকর্ষণীয়। শুভেচ্ছা রইল আপু।
ধন্যবাদ ভাইয়া এত প্রশংসাজনক কমেন্টের জন্য। আর আমি বুঝতেই পারছি যে আমার চিত্রাঙ্কনটিকে আপনি অনেক সুন্দর চোখ দিয়ে দেখেছেন। তাই সবগুলো ব্যাপার এতো ভালো করে বুঝতে পেরেছেন। এর জন্য আবারো ধন্যবাদ ভাইয়া এবং শুভেচ্ছা রইল আপনার জন্য।
অনেক সুন্দর হয়েছে আপনার পেন্টিং। আমার কাছেও খুব ভালো লাগে বিভিন্ন ধরনের পেইন্টিং তৈরি করতে। আপনার পেন্টিং টা দেখে আমার খুব ভালো লেগেছে। অনেক সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ওয়াও আপু আপনার তুলনা হয়। আপনার চিত্র অংকন যত দেখতেছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। এককথায় আপনার চিত্র অংকন গুলো অসাধারণ হয়ে থাকে।
ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া। এই ধরনের কমেন্ট গুলো সত্যিই আমাকে অনেক অনুপ্রাণিত করে আরো সুন্দর সুন্দর আর্ট আপনাদেরকে উপহার দেওয়ার জন্য।
জল রং দিয়ে আপনার তৈরি শহরের অংকনটি দেখতে অনেক উজ্জ্বল ও সুন্দর হয়েছে। এবং অনেক ভালো লাগলো দেখে। আর এই রকম পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য, আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ ভাই আপনাকে। আপনার জন্য ও প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আপনার রঙিন শহরের চিত্রাংকন খুবই সুন্দর হয়েছে।আপনার প্রতিবারের মতো এবারের অংকন টি ও খুবই সুন্দর হয়েছে এবং আপনি খুব সুন্দর অঙ্কন করতে পারেন যা আমি আগেও আপনার অনেকগুলো পোস্টে দেখছি। আপনার জন্য শুভকামনা রইল পরবর্তীতে আমরা আরো সুন্দর অঙ্কন দেখতে পারবো।
জি ভাইয়া অবশ্যই চেষ্টা করে যাবো পরবর্তীতে আপনাদের আরো সুন্দর অঙ্কন যাতে দেখাতে পারি। অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য ওশুভকামনা রইল।
আপু,খুবই সুন্দর হয়েছে রঙ্গিন শহরের চিত্র অংকন।চিএ অংকনের রঙিন শহরটি মনে হচ্ছে কাল্পনিক একটি শহর। আপনি খুব সুন্দর করে রঙিন শহরের চিত্র অঙ্কন করেছেন। দক্ষতা এবং তীক্ষ্ণতার সাথে আপনি চিত্র অংকন এর প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন।আপু, শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপু আপনার আর্ট বরাবরই আমার কাছে খুব ভালো লাগে। আজকের আর্টটিও খুব ভালো লেগেছে। প্যারিসের সেই বড় শহরের মতো লাগছে আপু আজকের রঙিন শহরের আর্টটি।
অনেক ধন্যবাদ ভাইয়া। আমি চেষ্টা করে যাবো আপনাদের ভালো লাগে এমন আর্ট গুলো সবসময় আপনাদের সাথে শেয়ার করার।