রঙের প্রতি রঙের ভালোবাসার চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে নতুন একটি আর্ট পোস্ট শেয়ার করছি। সেটা হলো রঙের প্রতি রঙের ভালোবাসার চিত্রাঙ্কন। নামটা শুনতে একটু অবাক লাগছে তাই না?? এই আর্টটা করার পিছনে মূলত কারণ হলো-আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর এই আর্টের মাধ্যমে দিব। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন আপু কিভাবে এত সুন্দর করে রং মিশিয়ে চিত্রাঙ্কন গুলো করেন অথবা পেইন্টিং গুলো করেন। সত্যি বলতে এর পিছনে রঙের সাথে রংয়ের মিশ্রণের অনেক বড় সম্পর্ক রয়েছে। আপনি যত সুন্দর করে একটি চিত্রাঙ্কনে রঙের মিশ্রণ ভালোভাবে করতে পারবেন। আপনার চিত্রাংকনটি ততই বেশি সুন্দর হবে।

অনেকেরই দেখবেন রং করার সময় মনে হয় যে একটি রং থেকে অন্য একটি রং পৃথক হয়ে যাচ্ছে অর্থাৎ ভালোভাবে মিশ্রিত করা যাচ্ছে না। এর জন্য প্রথমে কোন রং এর সাথে কোন রং মেশালে সুন্দর একটি হালকা রং অথবা সুন্দর একটি গাড়ো রং তৈরি হয় এটা সম্পর্কে ধারণা থাকা খুব দরকার। আর এর জন্য মূলত আপনাকে অনেক বেশি বেশি রং নিয়ে কাজ করতে হবে।

অর্থাৎ অনেক বেশি রং ছড়াছড়ি করে পেইন্টিং অথবা চিত্রাংকন করতে হবে। আমার মতে প্রথম প্রথম কোনো পেইন্টিং বা চিত্রাঙ্কনে একটি আবদ্ধ জায়গা জুড়ে রং না করাটাই ঠিক। তখন জাস্ট রং কে নিজের মত ছড়াতে দেওয়া উচিত। যখন আপনি রং আয়ত্তে আনতে পারবেন তখন একটি নির্দিষ্ট জায়গা জুড়ে রং করা উচিত। এরপর দেখবেন আপনার পেইন্টিং বা চিত্রাংকন অনেক বেশি সুন্দর হয়ে উঠছে এই রঙের কারণে। আপনারা চাইলে সবাই বাসায় এই নির্দেশনগুলো অনুসরণ করে রং বা পেইন্টিং এর কাজ করতে পারেন। তাহলেই বুঝতে পারবেন। আর সবচেয়ে বড় কথা এক্ষেত্রে নিজের এ কাজটির প্রতি অনেক ভালোবাসা থাকতে হবে এবং অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ যারা ধৈর্য সহকারে আমার পোস্টটি পড়েছেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন 💞।

302070595_509323434364340_3578146143299401287_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে পেন্সিলের সাহায্যে বাঁকানো ভাবে একটি রংয়ের টিউব অঙ্কন করে নিলাম। এরপর প্রথম ডিউটির পাশে অন্য আরেকটি রংয়ের টিউব বাঁকানো ভাবে অঙ্কন করে নিলাম।

304777553_3388592918134826_2344194277881165322_n.jpg301953426_752294576067598_8232399525184387506_n.jpg

ধাপ - 2

এরপর টিউব দুটির হাত ,পা ,চোখ, নাক অংকন করে নিলাম। সেই সাথে একটি টিউব অন্য আরেকটি টিউবকে ভালবেসে জড়িয়ে ধরেছে। এমনটা বোঝানোর জন্য ঐ টিউব থেকে কিছু রং বেরিয়ে আসার চিত্রাংকন করে নিলাম।


301417412_646000116788701_793226642308326011_n.jpg


ধাপ - 3

এরপর শুরু করলাম রংয়ের কাজ। প্রথম ডিউটি সবুজ রঙের কালার টিউব। এবং দ্বিতীয়টি লাল রঙের কালার টিউব হিসেবে রং করে নিলাম। এবং টিউব দুটির মুখ্খা হলুদ কালারের জলরঙের সাহায্যে রং করে নিলাম।

301944859_1295391011201878_4613122181413423493_n.jpg302638151_1808467089501654_8333689600668568087_n.jpg

ধাপ - 4

এরপর টিউব গুলোর ভাঁজ করা অংশ হালকা ধূসর কালারের জল রঙের সাহায্যে রং করে নিলাম।


302060242_1180687369455165_7855185429727315843_n.jpg


ধাপ - 5

সবশেষে কালো মার্কার পেনের সাহায্যে, পুরো চিত্রাঙ্কন টি গাঢ় কালো করে নিতে শুরু করলাম। সেই সাথে ভাঁজ করা অংশে গারো ধূসর কালার ব্যবহার করলাম। সবশেষে টিউব দুটি নিচে ছায়া সৃষ্টি করে নিলাম।
এবং এভাবেই আমি আমার আজকের চিত্রাঙ্কন টি সম্পন্ন করলাম।

302073247_817192176303077_515565216351574155_n.jpg302070988_603198618111044_8114269888698664250_n.jpg

চূড়ান্ত পদক্ষেপ
302153446_5512503702142439_791370901163626090_n.jpg304545753_832812591422027_3204552134453402953_n.jpg
302070595_509323434364340_3578146143299401287_n.jpg302139916_613807610351762_4770797553325455873_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং সেপ্টেম্বর ০৩, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

দারুন একটা কনসেপ্ট নিয়ে আজকে আপনি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রঙের সাথে রঙের ভালোবাসা সত্যি দারুন লাগলো কনসেপ্টে আমার কাছে। এ ধরনের ভিন্ন ধরনের কারণে আপনার অঙ্কন করা চিত্রগুলো আমার কাছে খুবই ভালো লাগে।

রঙের সাথে রংয়ের মিশ্রণের অনেক বড় সম্পর্ক রয়েছে

এই বিষয়টি যারা ভালোভাবে সম্পন্ন করতে পারে তাদের চিত্রগুলো দেখতে সবথেকে বেশি ভালো লাগে।

 2 years ago 

আপু আপনার অঙ্কন চিত্রটি অসাধারণ হয়েছে। আপনার আইডিয়া খুবই চমৎকার ছিল। রঙের মাধ্যমে রঙের ভালোবাসা ফুটিয়ে তুলেছেন। একেবারে ভিন্ন ধরনের একটি আর্ট দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার ড্রইং মানেই চমৎকার ভিন্ন রকম কিছু, আমিও ভাবছিলাম কিছুটা এরকম একটা তৈরি করব কিন্তু মাথায় কোন আইডিয়া আসছিল না। আপনার ড্রইং এর আইডিয়া গুলো বেশ চমৎকার, আমার কাছে খুবই ভালো লেগেছে শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

দারুন আইডিয়া শেয়ার করেছেন আপু। বেশ ভালো লেগেছে।রঙের প্রতি রঙের ভালোবাসার চিত্রাংকন টা আসলেই ইউনিক হয়েছে।রং করার সময় কোনোটার সাথে কোনটা এডজাস্ট হবে সেই দিকে খেয়াল রাখা। আন্দাজে রং গুলোকে মিক্সিং না করা। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু পোস্টের মাধ্যমে অনেক শিক্ষা মূলক উপদেশ দিয়ে দিলেন পড়ে খুব ভালো লাগলো। সত্যি আপু আমরা যারা রঙের ব্যবহার জানিনা তাদের উচিত আগে সেটি শিখে নেওয়া।যাই হোক আপনি খুব সুন্দর ভাবে এই আর্ট করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার পোস্ট পড়ে অনেক কিছু শিখতে পেলাম।
রঙের প্রতি রঙের ভালোবাসার অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। আপু আপনার পোস্ট এর মাধ্যমে রঙের সঠিক ব্যবহার দেখতে পেলাম।ধন্যবাদ এতো সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ সম্পূর্ণ নতুন এবং ভিন্নধর্মী একটি চিত্র প্রস্তুত করেছেন তো খুবই ভালো লাগলো আপনার এই নতুন আইডিয়াটি।। প্রথমে তো আমি ভেবেছিলাম একটা কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা।। পরে দেখি না এটা রংয়ের প্রতি রঙের ভালোবাসা।।

 2 years ago 

অসাধারণ চিত্র অঙ্কন করেছেন। আসলে আপনার চিত্র অংকন যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। আজকে চিত্র অংকনটি আমার অনেক ভালো লেগেছে, অসাধারণ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 65792.18
ETH 2695.80
USDT 1.00
SBD 2.90