DIY - নর্তকী রমনীর সাথে অর্ধ মান্ডালা ডিজাইনের চিত্রাংকন। || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি নর্তকী রমনীর সাথে অর্ধ মান্ডালা ডিজাইনের চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

284014723_5932657163416472_1569891037856331556_n(1).jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে একটি নর্তকী রমনীর মুখমন্ডল,মাথা, চুল,দুটি হাত এবং শরীরের উপরের অংশ ভালোভাবে অঙ্কন করে নিলাম।


284842612_357270969724365_5197123354985829678_n.jpg


ধাপ - 2

এরপর নর্তকী রমনীর পুরো শরীরের অবয়ব ভালোভাবে অঙ্কন করে নিলাম। সেইসাথে তার সম্পূর্ণ পোশাক ও গহনা ভালোভাবে অঙ্কন করে নিলাম।এরপর কয়েকটি অর্ধ বৃত্ত অঙ্কন করে নিলাম।

284757210_694347928460016_6279038700970000701_n.jpg284486697_1232292770941913_9038575820783429003_n.jpg

ধাপ - 3

এরপর অর্ধবৃত্ত গুলোর ভিতরে তিন ধাপের তিন ধরনের মান্ডালা ডিজাইন সম্পন্ন করলাম। চেষ্টা করেছে খুব সহজ এবং নিখুঁত ভাবে কাজটি সম্পন্ন করার।


283482001_364495945556446_2536468136847650507_n.jpg


ধাপ - 4

এরপর শুরু করলাম রংয়ের কাজ। প্রথমে মেয়েটির শরীরের নিচের পোশাকের অংশ জল রং এর সাহায্যে রং করে নিলাম। এরপর জল রং এর সাহায্যে পোশাকের ডিজাইন এবং গহনা ভালোভাবে রং করে নিলাম।

283884587_3327913490775318_1488133779919117201_n.jpg283958610_813866262922145_6500337904754989460_n.jpg

ধাপ - 5

এরপর নর্তকী রমনীর চুলে লাগানো ফুল এবং শরীরের অংশটুকু জল রং এর সাহায্যে ভালোভাবে রং করে নিলাম।


284220997_711047753481959_1798836992521859577_n.jpg


ধাপ - 6

এরপর কালো মার্কার পেন এর সাহায্যে নর্তকী রমণীর শরীরের অবয়ব গাঢ় কালো করে নিলাম। এরপর কালো মার্কার পেন এর সাহায্যে চুল ভালভাবে গাঢ় কালো করে নিলাম। এবং এভাবেই আমি আমার আজকে চিত্রাংকন টি সম্পন্ন করলাম।

283708651_503169761593264_9098016620018227520_n.jpg284538132_343851654542332_3192343262290718594_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
282465458_431915352097811_848495868975848854_n.jpg284434455_543306384049772_2628462873029882062_n.jpg
284014723_5932657163416472_1569891037856331556_n.jpg283337200_4956142144496433_1730824996184256909_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 31 মে, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

কালো মার্কার পেন এর সাহায্যে চুল কালার করাতে সুন্দর দেখাচ্ছে আপু। নর্তকীর অর্ধ ম্যান্ডেলা আর্টটি সুন্দর ছিল। আমার কাছে খুবই ভালো লাগলো আপনার আর্টটি। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জি ভাইয়া আপনি একদম ঠিক বলেছেন কাল মার্কার কলম দিয়ে চুল কালো করা তে আসলেই এই চিত্রাংকনের সৌন্দর্য অনেক ফুটে উঠেছে। আপনার কাছে আমার আর্ট ভালো লেগেছে এটা আমার জন্য অনেক বেশি পাওয়া। ধন্যবাদ আপনাকে অনেক ভালো থাকবেন সব সময়।

 2 years ago 

নর্তকী রমনীর সাথে অর্ধ মান্ডালা ডিজাইনের চিত্রাংকন দারুন হয়েছে আপু। আপনি প্রতিনিয়তঃ খুব সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে উপহার দিয়ে থাকেন যে গুলো দেখে সত্যিই মুগ্ধ হই।

 2 years ago 

আপনার কাছে আমার প্রত্যেকটা চিত্রাংকন ভালো লাগে এটা যে আমার কাছে কত বড় পাওয়া তা আসলে ভাইয়া আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আপনাদের উৎসাহের কারণে সব সময় এ ধরনের চিত্রাংকন করতে পারি। তাই ধন্যবাদ জানাই আপনাকে।

 2 years ago 

ম্যান্ডেলা আর্টগুলো আমি বুঝিনা তাই আমার কাছে এটা ভালোও লাগে না। তবে নৃত্যরত একটি মেয়ের ছবি টি অসাধারণ এঁকেছেন এটা বলতেই হবে। ধন্যবাদ আপু

 2 years ago 

মান্ডালা আর্টগুলো না বোঝার কিছু নেই ভাইয়া আপনি ভালো ভাবে মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করলেই আশা করি আপনি বুঝতে পারবেন এবং এ ধরনের আর্ট এর প্রতি আপনার আগ্রহ বাড়বে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago 

তুমি সবসময় সেরা সব চিত্রাংকন নিয়ে হাজির হয়ে যান আমাদের মাঝে। আজও তার ব্যতিক্রম নয়। আমাদের মাঝে নৃত্যরত একটি মেয়ের সাথে চমৎকার মান্ডালা আর্ট করেছেন। খুব সুন্দর হয়েছে আজকের চিত্রটি। অনেক নিখুঁতভাবে চিত্রাংকন করেন আপনি সবসময়। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি চিত্র শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার বাংলা ব্লগ পরিবারে যারা কাজ করে আমি মনে করি সকলেই সেরা কারণ এখানে সকলেই অনেক ভালো ভালো চিত্রাংকন এবং রেসিপি শেয়ার করে। আর আমিও চেষ্টা করি এই পরিবারের একজন গর্বিত মেম্বার হিসেবে কমিউনিটির মর্যাদা বজায় রেখে কাজ করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আপনার আর্টগুলো বরাবরই খুব সুন্দর হয়। দেখতে আপনারা গুলো খুবই সুন্দর লাগে। আমার কাছে আপনারা আর্ট টি খুবই চমৎকার লাগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন আমাদের মাঝে। কালার কম্বিনেশন খুব ভাল ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপনা করার জন্য যেন আমার এই চিত্রাংকন দেখে যে কেউ আমার মত করে চিত্রাংকন করতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সব সময় ভালো থাকেন এই কামনা করি।

 2 years ago 

আপু আপনার ছবিগুলো এত চমৎকার হয় বারবার বলে বোঝাতে পারবো না। অসম্ভব সুন্দর ছবি আঁকেন আপনি। বারবার তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আর আপনার চিন্তা ধারা গুলোও দারুন। এত চমৎকার কম্বিনেশন হয়েছে আজ 👌👌👌। সবচেয়ে বেশি ভালো লাগছে রংয়ের মিশ্রণটা। ছবিটা এজন্য মনে হয় আরো বেশি ফুটে উঠেছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার চিত্রাংকনের মূল যে বিষয়টা কম্বিনেশন এটা বুঝার জন্য। এ থেকে বুঝা যায় যে আপনি চিত্রাংকনের অনেক কিছু বুঝেন। আর পাশাপাশি ধন্যবাদ আপনাকে আমাকে সুন্দর এবং গোছানো মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আপু আপনার এই মান্ডালা আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করে যাচ্ছেন। আপনার আজকের এই আর্ট আরও বেশি সুন্দর হয়েছে। নর্তকী কালার করাতে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আমার কাছে আপনার এই মান্ডালা আর্ট অনেক ইউনিক লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু আমার কাছেও আমার এই চিত্রাঙ্কনের সবচাইতে বেশি ভালো লেগেছে নর্তকীর কালার অংশটুকু। যদিও এই রং করতে আমাকে অনেক চিন্তা করতে হয়েছে কালার কম্বিনেশন গুলো মিলানোর জন্য তারপরও ফাইনালি গিয়ে সবকিছু গুছাতে পেরেছি এটাই আমার কাছে অনেক। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

নর্তকী রমনীর সাথে অর্ধ মান্ডালা ডিজাইনের চিত্রাংকন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। ইউনিক আইডিয়া ছিলো আপু। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

শুনে আমি অত্যন্ত আনন্দিত এবং উৎসাহিত যে আপনার কাছে আমার এই চিত্রাংকন ইউনিক মনে হয়েছে এবং আমার চিত্রাংকন আপনাকে মুগ্ধ করেছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সব সময় এইভাবে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর হয়েছে আপু!এক কথায় অনবদ্য।উপস্থাপনা-ফটোগ্রাফি দুটোই উৎকৃষ্ট ছিল।শুভ কামনা রইলো আপনার জন্য🥰

 2 years ago 

আপনি আজকে এটি কি আর্ট করেছেন একেবারে মুগ্ধ হয়ে গেলাম আপনার আর্ট দেখে। নর্তকী সঙ্গে ম্যান্ডেলার আর্ট আইডিয়াটি ইউনিক একেবারেই। তাছাড়া নর্তকীর নাচের অঙ্গভঙ্গি খুব চমৎকারভাবে আপনি আর্ট এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এক কথায় অসাধারণ।

 2 years ago 

জি আপু আপনি একদম সঠিক জায়গায় ধরেছেন যে নর্তকীর নাচের যে ভঙ্গী এটা আসলেই চমৎকার হয়েছে আমার কাছে মনে হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আপু সবসময়ের মতো এবারেও ভালো মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহিত করেছেন এর জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 69123.03
ETH 3739.29
USDT 1.00
SBD 3.69