DIY - এসো নিজে করি : জন্মদিনের জন্য কিউট ক্রাফট 💌 তৈরীর পদ্ধতি || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
❤️হ্যালো বন্ধুরা❤️,

সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একদম ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করছি।সেটা হলো জন্মদিনের জন্য একটি কিউট ক্রাফট পোস্ট। আজকে আমার প্রিয় মানুষটির অর্থাৎ আমার হাজব্যান্ড এর জন্মদিন🎂। তার জন্য ‌ ছোট্ট একটি উপহার কিনে ছিলাম। তারপরেও ভাবছিলাম নিজের হাতে বানিয়ে দেওয়ার জিনিসের মূল্য অন্য রকম হয়। কারণ ওই জিনিসটা তে থাকে অনেক মূল্যবান সময় এবং পরিশ্রম। আর ওই জিনিসটাতে পুরো এক বছরের জুড়ে থাকা অনেক স্মৃতি জোড়া লাগানো যায়। তাই সব কিছু মিলিয়ে আমি ভাবলাম কিছু একটা নিজের হাতে তৈরি করে তাকে উপহার দেই।

ইতিমধ্যে আমার ইউনিভার্সিটি'তে পরীক্ষা চলছে। হাতে খুব একটা সময় নেই। তাই খুব সহজ পদ্ধতিতে এবং খুব ইউনিক একটি ক্রাফট তৈরি করার চেষ্টা করেছি। এই ক্রাফটটি আপনারা আপনাদের যেকোনো প্রিয় মানুষের জন্মদিনের বানিয়ে তাদের উপহার দিতে পারবেন। বাবা-মা,ভাই-বোন, স্বামী-স্ত্রী, বন্ধু বা বান্ধবী যে কাউকে❤️। এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আপনার মনের অনেক কথা সেখানে লিখে দিতে পারবেন তার জন্য। আমিও টুক টাক আমার অনেক মনের কথা লিখে দেওয়ার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি খুবই সহজ এবং সুন্দর উপস্থাপনার মাধ্যমে প্রতিটি ধাপ আপনাদের কাছে তুলে ধরার।যাতে আপনারা আমার পোস্টটি দেখে খুব সহজেই এমন ক্রাফট তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমার পুরো পোস্টটি পড়ার জন্য। আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। সবাই নিজ নিজ পরিবার এবং প্রিয় মানুষকে নিয়ে অনেক ভালো থাকবেন ও সুস্থ থাকবেন 💞। এবং আমাদের জন্য ও প্রার্থনা করবেন যাতে আমরা জীবনে অনেক ভালো থাকতে পারি। প্রিয় মানুষের সাথে এভাবেই বছরের পর বছর অনেক জন্মদিন একসাথে পালন করতে পারি🥰।

274910488_641891573740122_827091843567444302_n.jpg
উপকরণ:

275101991_357457012945261_8205500680483773297_n.jpg

  • গাঢ় বাদামী রঙের কালার পেপার
  • লাল রঙের কালার পেপার
  • সাদা কালার পেপার
  • কেচি
  • স্কেল
  • ফেবিকল গাম
  • পেন্সিল
  • মার্কার পেন
  • লাল গিফট রিবন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি স্কেল দিয়ে বাদামী রঙের কালার পেপারের একপাশ ২৫'' এবং অন্য পাশ ২৮" মাপে কেটে নিলাম।
এরপর যে পাশ ২৫" মাপে কেটেছি ঐ পাশটাতে স্কেল দিয়ে ৪",৮",১২"১৬"২০" এবং ২৫" মেপে পেন্সিল এর সাহায্যে দাগ অংঙ্কন করে নিলাম।
এরপর অন্য যে পাশে ২৮" মাপে কেটেছি ঐ পাশটাতে স্কেল দিয়ে ৪",৮",১২",১৬",২০",২৪" এবং ২৮" মেপে পেন্সিল এর সাহায্যে দাগ অঙ্কন করে নিলাম।

275110591_1005048323748478_2741756939109776670_n.jpg275115253_372192684727419_4583225801403192385_n.jpg

275125493_983327085885086_2562282770644794535_n.jpg


ধাপ - 2

এরপর প্রতিটি ঘরের যে অংশগুলো কেটে নিব,সেই অংশগুলো আমি কালো মার্কার পেন এর সাহায্যে ক্রস চিহ্ন দ্বারা চিহ্নিত করে নিলাম।
এরপর কেচির সাহায্যে ওই ঘর গুলো কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাভ শেইপে পরিণত হয়েছে।

275084062_3217826465117506_6348803387103725701_n.jpg275142542_1359290271162105_1054170350706151332_n.jpg

ধাপ - 3

এরপর এই কাগজ ভাজ করার জন্য যে অংশগুলো প্রয়োজন হবে,ওই দাগগুলো আমি কালো মার্কার পেন এর সাহায্যে ভালোভাবে গাঢ় করে দিলাম।


275155327_650875555962836_7899893955291157961_n.jpg


ধাপ - 4

এরপর ৩.৫" মাপে সাদা এবং লাল কালার পেপার গুলো কেটে নিলাম। লাল কালার পেপার প্রয়োজন হয়েছে ১২ পিস এবং সাদা কালার পেপার প্রয়োজন হয়েছে ১৫টি।
এরপর সুন্দরভাবে কালার পেপার গুলো লাভ শেইপ এর কাগজটিতে ফেবিকোল গামের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নিলাম।

275029971_3056461474565511_7178373759765687773_n.jpg275118796_494341402310345_7026224134496538435_n.jpg

275060059_542184793743946_3167300853928391514_n.jpg


ধাপ - 5

এরপর আমি কালো গ্লিটার পেপার এর সাহায্যে I ❤️ U এবং HBD লিখে কেটে নিয়ে। লাভ শেইপের কাগজটিতে ফেবিকল গামের সাহায্যে জোড়া লাগিয়ে নিলাম।
মন মতো করে নিজের কিছু মনের কথা লিখে নিলাম। আপনারা চাইলে আপনাদের নিজের ইচ্ছামত লিখা গুলো লিখে দিতে পারবেন।

275025685_375155617773667_683334412207760007_n.jpg275120782_991310905148237_1895165563687184692_n.jpg

275072271_672953037237259_2891095624939382327_n.jpg


ধাপ - 6

এরপর ভাঁজ করার জন্য যে কালো দাগ গুলো দিয়েছিলাম। সেই অনুযায়ী পুরো লাভ শেইপের কাগজটিকে চারকোনা করে ভাঁজ করে নিলাম।
মোটকথা ভাঁজ করার পরএকটি বর্গক্ষেত্র তৈরি হয়ে যাবে।

275101816_1264442224081361_3900639990685350520_n.jpg275165979_678489186832166_4499000333946732173_n.jpg
275122475_1366731463836925_4909137165525460868_n.jpg275098820_1212195692647388_5382344220711898490_n.jpg

275103370_279021050898560_1630766557084422516_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ

এরপর এর উপর হ্যাপি বার্থডে লিখে কিছু ডিজাইন করে নিলাম। সেই সাথে পুরো ক্রাফটটি একটি লাল গিফট রিবন দিয়ে বেঁধে দিলাম।
এবং তৈরি করে ফেললাম খুব সহজেই জন্মদিনের জন্য কিউট ক্রাফট।

275044541_3172111196400143_8697122235287769827_n.jpg275109720_1550872071951510_613022406478155493_n.jpg

275098810_492060702370909_3567956705865197210_n.jpg



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 07 মার্চ, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে জন্মদিনের জন্য কিউট ক্রাফট 💌 তৈরীর পদ্ধতি শেয়ার করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমিও শিখে নিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

জন্মদিনের জন্য কিউট ক্রাফট তৈরি করেছেন। আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে আপনার এই ক্রাফটটি।
সাজানো গোছানো উপস্থাপনা করেছেন আপু।
আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

জ্বি ভাইয়া আসলেই ক্রাফটি অনেক সুন্দর হয়েছে এবং কিউট হয়েছে যখন আমি বানিয়েছিস তখন সবাই বলেছিল। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য শুভেচ্ছা রইল আপনার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by Blessed-girl
r2cornell_curation_banner.png
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord

 2 years ago 

পরীক্ষা চলা অবস্থায় হাজারো ব্যস্ততার ভিড়ে একটু সময় নিয়ে সুন্দর একটি জন্মদিনের কিউট ক্রাফট করেছেন। আসলে অনেক কিউট ছিল আপু। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন এবং দেখার মত ছিল। এই কাজের জন্য আপনি প্রশংসার দাবিদার। আমার বেশ ভালো লাগলো।

 2 years ago 

জি ভাইয়া পরীক্ষার প্যারার মধ্যে এসব জিনিস গুলো বানানো সত্যিই অনেক কষ্টকর। আর আমি সবসময় চেষ্টা করি প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপনা করার জন্য। যেন যে কেউ চাইলে আমার পোস্টটি দেখে সেও আমার মত করে বানাতে পারে।

 2 years ago 

এক কথায় অসাধারণ আপু।আপনার কাজের প্রশংসা করতে হয়। আপনি জন্মদিন উপলক্ষে সুন্দর একটি ক্রাফট আমাদের মাঝে উপহার দিয়েছেন। আসলে এই রকম ক্রাফট আমি দোকানে দেখেছি। আপনার হাতের দক্ষতা রয়েছে। আপনি খুব সুন্দর করে ক্রাফটি বানিয়েছেন। প্রতিটি ধাপের বর্ণনা খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এরকম সুন্দর একটি ক্রাফট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি ভাইয়া আর আমার চেষ্টা সফল হয়েছে তাই আমার কাছে অনেক ভালো লাগছে ‌‌। আর আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এইভাবে আমাকে সব সময় ভালো ভালো উৎসাহমূলক মন্তব্য করে অনুপ্রেরণা জাগানোর জন্য।

 2 years ago 

জন্মদিনের জন্য আপনি অনেক সুন্দর কিছু কিউট ক্রাফট তৈরি করেছেন । সুন্দরভাবে তৈরি করার পাশাপাশি প্রত্যেকটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । এত সুন্দর কিছু তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
আপনার জন্য শুভকামনা রইল

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর করে বানানোর জন্য। জানিনা কতটুকু হয়েছে কিন্তু আমি বিশ্বাস করি চেষ্টার মাধ্যমে সফলতা পাওয়া যায়। আর ধাপ গুলো আপনার কাছে ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগছে। আর আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এবং আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 

জন্মদিনের জন্য তৈরি করা আপনার এই ক্রাফট টি দেখতে বেশ চমৎকার দেখাচ্ছে। কাউকে যদি জন্মদিনে এই ক্রাফট টি উপহার দেওয়া হয় সেক্ষেত্রে সে সত্যিই অনেক খুশি হবে। আপনার এই পোষ্টের মাধ্যমে আপনার সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের মাঝে প্রকাশ পেয়েছে ধন্যবাদ । আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু আমি যাকে দিয়েছি সে আসলেই অনেক খুশি হয়েছে তার কাছে অনেক ইউনিক মনে হয়েছে আমার এই ক্রাফটি। আর আপনাকে অনেক ধন্যবাদ উৎসাহ মূলক কমেন্টস করার জন্য।

 2 years ago 

বাহ দারুন তো। আপনার বুদ্ধিমত্তা প্রশংসা করতে হয়। আপনি জন্মদিনের জন্য কিউট ক্রাফট অনেক দারুন ভাবে তৈরি করেছেন আমার কাছে বেশ ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

বুদ্ধি কতটুকু লেগেছে জানিনা ভাইয়া কিন্তু আগে অনেক তৈরি করেছি তাই সেই ধারনা থাকে এবং এক্সপেরিয়েন্স থেকে হয়ে গিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের কাছে ভাল লেগেছে এটাই আমার পাওয়া।

 2 years ago 

ওয়াও আপু আপনি কি অসাধারণভাবে জন্মদিনে ক্রাফট তৈরি করলেন। আমি তো প্রথমে ভেবেছিলাম এটি কোথাও থেকে কিনে নিয়ে এসেছেন। পরে বুঝতে পারলাম এটি আপনি নিজে তৈরী করলেন। আসলেই আমার কাছে তো জাস্ট অসাধারণ লাগলো আপনার পুরো আইডি এটা। আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

 2 years ago 

আসলে আপু আমি প্রথমে ভেবেছিলাম কিনে এনে গিফট করবো পরে ভাবলাম যে নিজের হাতে বানানোর মধ্যে অন্যরকম একটি ভালো লাগা আছে আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করা যাবে তাই আমি নিজেই বানিয়ে ফেললাম। পরবর্তীতে আপনাদের সবার কাছে এতটা ভাল লেগেছে এটা আমাকে অনেক আনন্দে দিয়েছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32