DIY - এসো নিজে করি : জল রঙের পেইন্টিং || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি পেইন্টিং নিয়ে। আমি পেইন্টিং করতে এবং আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে পেন্টিং শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি পেইন্টিং নিয়ে হাজির হয়েছি যেখানে আমি জল রঙের পেইন্টিং করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই পেইন্টিং ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো পেইন্টিং আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

Social Media Conference YouTube Thumbnail(14).jpg

উপকরণ:

  • ব্রাশ
  • গ্রাফাইট পেন্সিল
  • মার্কার পেন
  • মিশ্রণ কালার
  • ‌ ক্যালেন্ডারের কাগজ


আসুন আমার শিল্প শুরু করি:

ধাপ - 1

প্রথম ধাপে আমি পেপার এর মধ্যে জলরঙের বিভিন্ন রং দিয়ে উপর থেকে পেইন্টিং করি। এমনভাবে রংগুলো ব্যবহার করি যেন সবগুলো কালারের রং একসাথে মিশে যায়।


241415174_583814169318423_9149059354079661410_n.jpg


ধাপ - 2

এরপর আমি আরো কিছু কালার যুক্ত করি সেগুলো সাথে এবং পেজের মাঝখান পর্যন্ত আমি রঙ করতে থাকি ব্রাশ এর মাধ্যমে।


241197202_1568957166804615_6229018635200121948_n.jpg


ধাপ - 3

এরপর আস্তে আস্তে পুরো পেইজটি আমি সম্পন্ন করি বিভিন্ন রং এর সংমিশ্রণে এবং খুবই সাবধানতার সাথে। রঙ গুলো এমন ভাবে আমি দিয়েছি যেন সবগুলো রঙের মিশ্রণ খুব ভালোভাবে হয় কোনটিকে দূর থেকে দেখলে খারাপ না লাগে।


241254980_884157339157617_6442778768983846497_n.jpg


ধাপ - 4

এরপর গোল চাকার মত একটি অংশ আর্ট করি পেজের উপরের দিকে বাম পাশে। তারপর সেগুলোর মধ্যে মার্কার পেন এর মাধ্যমে হালকা করে একটু ডিজাইন করি।


241380339_555677802353145_5034250766029500544_n.jpg


ধাপ - 5

এরপর গোলাকার বৃত্তটির ভিতরের পুরো অংশটুকু কালো কালারের পেন দিয়ে ডিজাইন করলাম। তারপর সেখান থেকে বিভিন্ন কালারের পাতা বের করলাম। দেখে মনে হচ্ছে অনেকটা মেয়েদের কানের দুলের মত।


241177510_1239768513193315_8966488565060688357_n.jpg


ধাপ - 6

এরপর অনেকগুলো পাতার আর্ট করলাম এবং সেগুলোতে বিভিন্ন কালারের রং করলাম। তারপর পেইন্টিং এর সৌন্দর্য আরো বৃদ্ধি করার জন্য সে গোলাকার বৃত্তটির সাথে পাখি যুক্ত করে দিলাম।


241451551_1086672488530721_243763407447166734_n.jpg


ধাপ - 7

এরপর অনেকগুলো পাখি অংকন করলাম এবং সবগুলো কালার দিলাম। এরপর কাল মার্কার পেন দিয়ে সবগুলোকে ভালোভাবে আবার দাগ টেনে দিলাম এভাবেই শেষ করলাম আমি আমার পেইন্টিং এর কাজ।


241419849_891787278122061_8617849268858638435_n.jpg


শেষ ধাপ


241359647_888538518453027_2579725110283663170_n.jpg


241405406_567976591318628_3522268601998485278_n.jpg



আমার পেইন্টিং এর সাথে আমার ছবি


241557140_4395224377192141_4512462107081089312_n.jpg

#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 16 সেপ্টেম্বর , 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

Cc :
@rme
@hafizullah
@amarbanglablog
@steemchiller

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

জল রঙের পেইন্টিং অনেক সুন্দর করে তৈরি করেছেন। আমার ভিশন পছন্দ হয়েছে। অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

যথেষ্ঠ সুন্দর হয়েছে আপু পেইন্টিং টি। একদম প্রোফেশনাল আর্টিস্ট দের মত। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

আপনার হাতে তৈরি করা পেইন্টিং আর্ট গুলো আমার কাছে খুবই ভালই লাগে।খুব সুন্দর দক্ষতার সাথে আপনি আর্ট করেছেন আপু।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আশা করছি সামনে আরও ভাল কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারব।

 3 years ago 

আপু আমি আপনার আঁকা আঁকি যত দেখি ততই মুগ্ধ হই।এতো সুন্দর ভাবে আঁকেন যে কি আর বলবো।জাস্ট বলার কোনো ভাষা নেই এতোটা সুন্দর হয়েছে। আপনার কাছ থেকে অনেক কিছু শিখার আছে আপু। 😍😍😍

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনি অনেক ভালো আর্ট করেন। আমার আপনার কাজ গুলো অনেক ভালো লাগে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু।❤️

 3 years ago 

খুব সুন্দর হয়েছে পেইন্টিংটি, যদিও আপনি বরাবরের মতো খুব সুন্দর ড্রয়িং এবং পেইটিং করেন। আজকের পেইন্টিংটিও বেশ সুন্দর ছিলো। ধন্যবাদ

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া উৎসাহিত করার জন্য।

 3 years ago 

আপনার দক্ষতা দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার পেইন্টিংটি অসাধারণ হয়েছে। আশা করছি আপনি আরো সুন্দর সুন্দর পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করবেন। আপনার জন্য রইল অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। ♥️♥️♥️

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57382.38
ETH 3075.07
USDT 1.00
SBD 2.39