DIY - এসো নিজে করি : যুদ্ধের ভয়াবহ দৃশ্যের চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি চিত্রাংকন শেয়ার করছি। এখন যেদিকেই চোখ যায় অর্থাৎ টিভিতে, ফোনে,ইন্টারনেট সব জায়গায় শুধু যুদ্ধের সংবাদ। ভয়াবহ যুদ্ধ চলছে। যুদ্ধ কোনো ভালো কিছু নয় এটা তো আমরা সবাই জানি। আর যুদ্ধ শুধু দুটি দেশ নয় পুরো পৃথিবীর উপর একটি খারাপ প্রভাব ফেলে। যার কারণে সাধারণ মানুষের অনেক ভোগান্তি পোহাতে হয়। পণ্য সামগ্রীর দাম তিনগুণ বৃদ্ধি পেয়ে যায়। আস্তে আস্তে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। সত্যিই এই যুদ্ধ কারোর জন্য মঙ্গলকর নয়।

তাই সবার উচিত শান্তির পথে ফিরে আসা এবং শান্তির পথকে বেছে নেওয়া। কারণ যুদ্ধ পৃথিবীর সৌন্দর্য নষ্ট করে।পৃথিবীকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। সত্যিই যখন খবরে এসব সংবাদ দেখি তখন গায়ে কাঁটা দিয়ে ওঠে এবং বুকে কম্পন শুরু হয়। এ কি ভয়ানক যুদ্ধ এবং ভয়ানক যুদ্ধের দৃশ্য।আর খালি ভাবছি কবে শেষ হবে এই যুদ্ধ। কত মানুষ পরিবার থেকে আলাদা হয়ে যাচ্ছে, মৃত্যু ঘটছে, কষ্টে ভুগছে। সত্যিই অনেক খারাপ লাগে। প্রতিনিয়ত প্রার্থনা করছি ঈশ্বর যেন তাদের সহায় হয়। সবাইকে যেন শান্তির পথ বেছে নিতে সাহায্য করে। পৃথিবী থেকে যেন এই যুদ্ধ বিভ্রাট নিয়ে নেয়। সকল মানুষ যেন শান্তিতে সুন্দর পৃথিবীতে বসবাস করতে পারে নিজ নিজ স্বাধীনতা নিয়ে এটাই কামনা করি। আজকের চিত্রাংকনটি বর্তমান যুদ্ধের অবস্থার কথা চিন্তা করে করেছি।

আশা করছি আমি চিত্রাংকন এর মধ্যে যুদ্ধের কিছুটা ভয়াবহ দৃশ্য তুলে ধরতে পেরেছি। এবং সেইসাথে আশা করছি আপনারা আমার মত প্রার্থনা করবেন,যেন পৃথিবীতে আবারও শান্তি নেমে আসে। ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্য সহকারে আমার পুরো পোস্টটি পড়ার জন্য। আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো। কিছুদিন আগে মহামারী এখন আবার যুদ্ধ।ঈশ্বর যেন আমাদের এই সবকিছুর ভয়াবহতা কাটিয়ে উঠতে সাহায্য করে। এই প্রার্থনা করি এবং আপনারাও করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

274897806_658775688748395_6769239986730445261_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে কয়েকটি পাহাড়ের চিত্রাঅঙ্কন করে নিলাম। এবং সেইসাথে যুদ্ধের একটি ট্যাংকের অবয়ব অংকন করে নিলাম।

274909510_346776430726121_1691855024751849763_n.jpg275074245_679873163458330_4745907752175774519_n.jpg

ধাপ - 2

এরপর পেন্সিল এর সাহায্যে ট্যাংকের ভিতর সব ডিজাইন ভালোভাবে অঙ্কন করে নিলাম। এরপর যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া একটি বিমানের চিত্রাংকন করে নিলাম।


274956219_679115116611185_1554450556701774671_n.jpg


ধাপ - 3

এরপর পেন্সিল এর সাহায্যে উপর থেকে গুলি ছুড়ছে এমন দুই ধরনের দুটি বিমানের অংকন করলাম।

274869931_250515250619513_4562649488864578106_n.jpg274905300_5524135800943855_8876330120445414412_n.jpg

ধাপ - 4

এরপর পেন্সিল এর সাহায্যে অঙ্কিত পুরো চিত্রাঙ্কন টি কালো গাঢ় মার্কার পেন দ্বারা ভালোভাবে কালো করে নিলাম।


274976871_641233006953254_2948375161791238923_n.jpg


ধাপ - 5

এরপর পেন্সিল এর সাহায্যে যে অংশগুলোতে পেন্সিলের কিছু আবছোয়া সৃষ্টি করার প্রয়োজন ছিল সেগুলো করে নিলাম। এবং সেইসাথে মাটিতে কিছু পাথর এবং ঘাসের অঙ্কন করে নিলাম।
এভাবেই আমি যুদ্ধের ভয়াবহ চিত্রাংকন অংকন সম্পন্ন করলাম।

274921816_520971582915538_52251899648130268_n.jpg274968541_455330926377220_1210257796884352355_n.jpg

চূড়ান্ত পদক্ষেপ
275035775_3122593701342223_772545689682701840_n.jpg274995442_315526493784067_2447323993375610446_n.jpg
274897806_658775688748395_6769239986730445261_n.jpg274901380_690683022358106_4839515026022765165_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং মার্চ 05, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

আপনার ছবিটা দেখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা মনে পড়ে গেলো। মনে হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আঁকা কোন ছবি দেখছি। আপনার ছবি আঁকার দক্ষতা আসলেই চমৎকার।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইলো আপনার জন্য ❣️।

 2 years ago 
আপনার চিত্রাঙ্কন দেখে মুগ্ধ না হয়ে উপায় নাই। একদম নিঁখুত ভাবে আপনি যুদ্ধের ভয়াবহ দৃশ্যের চিত্রটি আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন। দোয়া করি এই সব যুদ্ধ যাতে বন্ধ হয়ে যায়। যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না।
 2 years ago 

জি ভাইয়া আমি ও দোয়া করি যাতে এমন যুদ্ধ আর পৃথিবীতে না হয়। আর যে যুদ্ধ চলছে এটা যেন বন্ধ হয়ে যায়। ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য।

 2 years ago 

বর্তমান সময়কে ঘিরে আপনার আর্ট আমার কাছে খুবই চমৎকার লেগেছে। বর্তমানে যুদ্ধের সময় টা দেখে মনটা সবসময় খারাপ লাগে। যুদ্ধ কখনোই কাম্য করি না। শান্তি আর মানবতার চাই সারা দুনিয়ায়। আপনার হাতে আসলেই জাদু আছে। খুব সুন্দর ভাবে আপনি চিত্রাংকন টি করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলেছেন আপু শান্তি আর মানবতা‌ চাই সারা দুনিয়ায়। ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপনার জন্য।।

 2 years ago 

আপনি অসাধারণ ভাবে আমাদের মাঝে একটি যুদ্ধের ড্রয়িং তৈরি করে দেখিয়েছেন। যুদ্ধটি খুবই প্রখর যা আপনার ড্রয়িং এর মাধ্যমেই বোঝা যাচ্ছে। ড্রইং টি আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তৈরি করে উপস্থাপন করেছেন । আপনার হাতের দক্ষতা দেখে সত্যিই মুগ্ধ হলাম ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

ওয়াও! আপনি তো পুরো যুদ্ধের একটা দৃশ্য আমাদের মাঝে শেয়ার করেছেন, দেখে তো একেবারে মুগ্ধ হয়ে গেলাম। আপনার চিত্রাংকনের আইডি এটা বেশ ভালো ছিল, আমার অনেক পছন্দ হয়েছে। অসংখ্য ধন্যবাদ এত সৃজনশীল একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। এমন কমেন্ট গুলো পড়লে খুব ভালো লাগে এবং অনেক উৎসাহ পাই।

 2 years ago 

আপু বরাবরের মতোই অসাধারণ একটি দৃশ্য অঙ্কন করেছেন আজকে ।যুদ্ধের সময়ে গঠিত একটি দৃশ্য যেভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন সত্যিই আমার কাছে মনে হচ্ছে এটি একটি ছবি আকারে দেখলাম ।আপনার প্রশংসা করতেই হয় আপু, অসাধারণ করেছেন আজকে। আপনার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর অংকন শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু। এভাবে সুন্দর কমেন্ট গুলো নিয়ে পাশে থাকবেন। অনেক ভালো থাকবেন আপু।

 2 years ago 

যুদ্ধের ভয়াবহতা দৃশ্যের চিত্র অংকন টি দেখতে খুবই সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে এটা কোন যুদ্ধক্ষেত্র। সুন্দরভাবে শেয়ার করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। এভাবে সুন্দর কমেন্ট গুলো করে উৎসাহিত করে যাবেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপু আপনি একদম ঠিক বলেছেন বর্তমানে বাজারের অবস্থা খুবই খারাপ প্রতিটা দ্রব্য দাম এত এত বেড়েছে যা আসলে সাধারণ মানুষের পক্ষে অসাধ্য হয়ে গেছে। এছাড়াও আমরা সবাই শান্তির পক্ষে ।যুদ্ধ কখনোই কোনো একটি দেশের জন্য মঙ্গলজনক নয় ,এখানে শুধুমাত্র মানুষের প্রাণ নয় মানুষকে ঘিরে যত ধরনের প্রাসঙ্গিক বিষয় গুলো আছে সবগুলোই ক্ষতিগ্রস্ত হয় এবং একটি যুদ্ধগ্রস্থ দেশকে কয়েক দশক লাগে পূর্বের অবস্থায় ফিরে আসতে।

এই যুদ্ধের পরিস্থিতি বিবেচনা নিয়ে আপনি অঙ্কন করেছেন যা এক ধরনের প্রতীকী প্রতিবাদ বলে আমার মনে হয়েছে। এত সুন্দর একটি চিত্র অংকন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আমার পুরো পোস্টটি পড়ে এত সুন্দর করে গুছিয়ে কমেন্ট করার জন্য। অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপনার জন্য। পরিবার নিয়ে সবসময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করি।

 2 years ago 

খুবই সুন্দর ভাবে যুদ্ধের ভয়াবহ দৃশ্যের চিত্রাংকন করেছেন আপু। বর্তমান সময়ের আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে এমন একটি সুন্দর চিত্র অংকন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চিত্রটি অঙ্কন করা প্রত্যেকটি ধাপ আপনি আমাদের মাঝে খুবই সুন্দরভাবে বর্ণনা করেছেন। ব্যক্তিগতভাবে আপনার আজকের এই চিত্রটি আমার কাছে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.12
JST 0.032
BTC 67184.38
ETH 3107.00
USDT 1.00
SBD 3.67