জলরঙের ময়ূর পেইন্টিং || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি জলরঙের ময়ূর পেইন্টিং করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

309985948_639712847829653_4660465345268020459_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিলের সাহায্যে একটি ময়ূরের ঠোঁট, মাথা এবং মাথার সাথে জড়িত শরীরের কিছু অংশের অবয়ব ভালোভাবে অংকন করে নিলাম।


309457029_833571500994399_571902024395069441_n.jpg


ধাপ - 2

এরপর শুরু করলাম রঙের কাজ। নীল কালারের জল রঙের সাহায্যে ময়ূরের শরীরের অংশ রং করে নিলাম। এরপর আশেপাশেও হালকা নীল এবং সবুজ কালারের জল রঙ ছড়িয়ে ছিটিয়ে রং করলাম।

309749565_482226417159909_2254200569805521660_n.jpg309240445_788220818900992_1797824768451987208_n.jpg

ধাপ - 3

চারিদিকে আরও কিছু রং ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করলাম। কারণ আমি মনে করি জলরঙের পেইন্টিংয়ে কখনো রং এর সীমাবদ্ধতা থাকা উচিত না। এ কারণে আমি হলুদ এবং বাদামি কালারের জল রং আবারও আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ব্যবহার করলাম‌।


309592885_447499467473957_2473904183699443505_n.jpg


ধাপ - 4

এরপর পেন্সিলের সাহায্যে ময়ূরের আশেপাশে কিছু দাগ অঙ্কন করে নিলাম। এই দাগগুলোতে মূলত ময়ূরের কিছু পেখম রং করবো। রংটা বোঝার জন্যই আগে পেন্সিলের সাহায্যে জায়গাগুলো ঠিক করে নিলাম।


309600194_1548149965618972_4911607567785792673_n.jpg


ধাপ - 5

এরপর গারো নীল কালারের জল রঙের সাহায্যে পেখম গুলো রং করে নিলাম। এরপর কালো মার্কার পেনের সাহায্যে যে যে অংশ গাঢ় করা প্রয়োজন ছিল সেগুলো গাঢ় করে নিলাম। এভাবেই আমি আমার পেইন্টিং টি সম্পন্ন করলাম।

309799593_881352472844846_2245849043574236166_n.jpg310264255_1120739212208651_4863742230445020612_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
309985948_639712847829653_4660465345268020459_n.jpg309976716_5781894821834759_3362580995947365117_n.jpg
310169894_2766934216783724_3243986706694794938_n.jpg310278396_423349059879877_8790748438192689031_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং অক্টোবর ০৪, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

আমারও আর্ট করতে খুব ভাল লাগে। তবে আমি পেন্সিল দিয়ে বেশি আর্ট করি। আপনি আপনার আর্ট করার ধারাবাহিকতা বজায় রেখেছেন জেনে ভাল লাগলো। আপনার করা জল রং দিয়ে ময়ূরের পেইন্টিংটি আমার খুব ভাল লেগেছে। অনেক সুন্দর করে ধাপে ধাপে আপনি পেইন্টিং দেখিয়েছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি ময়ূরের পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভালো না লাগে কি উপায় আছে। আপনি যেমন একজন শিল্পী আর সেই শিল্পী একক নয়। গান কবিতা আর্ট অনেক কিছুর সমন্বয়ে আপনি শিল্পী। আপনার প্রতিভা প্রতিবারই মুগ্ধ হয়ে যাই। আর আজকের এত সুন্দর জল রং এর ময়ূর উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আপনি খুব সুন্দর জল রং দিয়ে ময়ূরের পেইন্টিং করেছেন। দেখতে বেশ চমৎকার লাগছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়েছে। ময়ূরের পাখাগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। আপনাকে ধন্যবাদ এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ওয়াও অসাধারণ হয়েছে আপু আপনার আর্ট করা জলরঙের ময়ূর পেইন্টিং টি ৷ বেশ চমৎকার হয়েছে তার সাথে রংটা একদম মিল ছিল ৷
ভালো লাগলো দেখে ধন্যবাদ এতো সুন্দর আর্ট পেন্টিং শেয়ার করার জন্য৷

 2 years ago 

আমি আপনার আর্ট গুলো সবসময় পছন্দ করি সব সময়। আপনার আর্টগুলো আমার কাছে ভালো লাগে আপনি মনমুগ্ধকর আর্ট করে থাকেন সব সময়। আজকের আর্ট দেখে তো আমি পুরাই মুগ্ধ। সত্যিই আমি আপনাকে কি বলবো আমার সেই ভাষা নেই। এক কথায় অসাধারণ ছিল আপনার আজকের এই আর্ট।

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

আপনি একজন প্রকৃত আর্টিস্ট যেটা আপনার চিত্র অংকন দেখলেই বুঝতে পারা যায়। এর আগেও আপনার অসাধারণ কিছু চিত্র অংকন দেখতে পেয়েছি সত্যিই মুগ্ধ করার মত। এই ধরনের দক্ষতা সবার হয় না। জল রং দিয়ে ময়ূরের দৃশ্য খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আমার কাছে অনেক ভালো লাগলো আপু।

 2 years ago 

আপনার পেইন্টিং গুলো আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। আজকে আপনি খুবই সুন্দর ময়ূরের পেইন্টিং করেছেন। সত্যিই এই পেইন্টিং দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন অসাধারণ ছিল।

 2 years ago 

আমারও আর্ট করতে খুব ভাল লাগে। তবে আমি পেন্সিল দিয়ে বেশি আর্ট করি। আপনি আপনার আর্ট করার ধারাবাহিকতা বজায় রেখেছেন জেনে ভাল লাগলো। আপনার করা জল রং দিয়ে ময়ূরের পেইন্টিংটি আমার খুব ভাল লেগেছে। অনেক সুন্দর করে ধাপে ধাপে আপনি পেইন্টিং দেখিয়েছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি ময়ূরের পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার আর্ট পেইন্টিং গুলো বেশ চমৎকার হয় আপু। অনেক আগে থেকেই আপনার পেইন্টিং গুলো দেখি আমি। জলরং দিয়ে ময়ূরের পেইন্টিং বা আর্ট যেটাই বলি খুবই সুন্দর করেছেন। একটা সৃষ্টিশীল কাজ হচ্ছে এই আর্ট যা সবাই পারে না।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.033
BTC 64182.74
ETH 2768.00
USDT 1.00
SBD 2.66