DIY - একটি মেয়ে ও তার বিড়ালের রঙিন চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি একটি মেয়ে ও তার বিড়ালের রঙিন চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

287931463_354734209946701_5399747629873813395_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে পেন্সিল এর সাহায্যে একটি ছোট বিড়ালের শরীরের অবয়ব অংকন করে নিলাম। এরপর বিড়ালটি নিচের দিকে একটি মেয়ের মুখমণ্ডল ও তার মাথার অংশের চিত্র অঙ্কন করে নিলাম।

288921573_567072778408361_6758670907743672615_n.jpg287941401_567763848192733_6956288883838667956_n.jpg

ধাপ - 2

এরপর মেয়েদের মুখমন্ডলের ভিতরের চোখ, নাক, ঠোট এবং কান এবং শরীরের গঠন অঙ্কন করে নিলাম। এবং মেয়েটি ও বিড়ালটির পিছনে তিনটি বৃত্ত অঙ্কন করে নিলাম।

image.pngimage.png

ধাপ - 3

এরপর শুরু করলাম রংয়ের কাজ। বিভিন্ন কালারের জল রং এর সাহায্যে পেন্সিল দ্বারা অঙ্কিত চিত্র অংকন এর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ভালোভাবে রং করে নিলাম।

288444647_1039509956690268_4665131607476174888_n.jpg288861910_402598631920389_5310497917843496243_n.jpg

ধাপ - 4

এরপর কাল মার্কার পেন এর সাহায্যে পেন্সিল দ্বারা অঙ্কিত বিড়াল ও মেয়েটিকে গাঢ় কালো করে নিলাম। এবং সেইসাথে মেয়েটির চুল গুলো ভালোভাবে কালো করে নিলাম।


288482651_565092861930234_9056039206763994631_n.jpg


ধাপ - 5

এরপর মার্কার পেন এর সাহায্যে বৃত্তগুলো ভালোভাবে কালো গাঢ় করে নিলাম। এরপর বৃত্ত গুলোর ভিতর মান্ডালা ডিজাইন করে নিলাম। এভাবেই আমি আমার পুরো চিত্রাঙ্কন সম্পন্ন করে নিলাম।

287938174_414068743940142_8535519010089255968_n.jpg288800491_701430094257500_719915147045043327_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
287931463_354734209946701_5399747629873813395_n.jpg288196069_730396774954105_6478558132584654441_n.jpg
287938174_2203678943146049_9167313051582810407_n.jpg288325808_366598095384653_7913099064839495133_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং জুন 20, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

একটি মেয়ে ও তার বিড়ালের রঙিন চিত্রাংকন দেখি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আপনার এই চিত্রাংকন আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে এই চিত্রাংকন টি করার পদ্ধতি আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর একটি চিত্রাংকন শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনি এত সুন্দর চিত্রাংকন করেন যে আমি আপনার চিত্রাংকনের ভক্ত। আপনি আমার চিত্রাংকনের পোষ্টের এত সুন্দর মন্তব্য প্রকাশ করেছেন দেখে সত্যিই অনেক কৃতজ্ঞ আমি। এগুলোই আমি মনে করি আমার কাজের সার্থকতা। ভালো থাকবেন আপু। আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল অবিরাম।

 2 years ago 

একটি মেয়ে ও তার বিড়ালের রঙিন চিত্রাংকন বাহ্ সত্যিই অসাধারণ হয়েছে। নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন। আপনার প্রশংসা করতে হয়। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমার চিত্রাংকনের প্রশংসা করার জন্য। দোয়া করবেন যাতে সব সময় নিজের প্রত্যেকটি কাজের নিখুঁত ব্যাপারটা বজায় রাখতে পারি। এবং এভাবেই পাশে থাকবেন সেই সাথে আমাকে ভালো কাজ করার প্রতি এগিয়ে নিয়ে যাবেন। অনেক ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

একটি মেয়ে ও তার বিড়ালের রঙিন চিত্র দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি খুব সুন্দরভাবে এই আর্ট সম্পন্ন করেছেন। মনে হচ্ছে এই আর্ট করতে অনেক সময় লেগে ছিল। একটি আর্ট সম্পূর্ণ করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয় যা আপনার পোষ্টের মাধ্যমে ফুটে উঠেছে। ধাপগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন ।ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাকে আমার চিত্রাংকন দিয়ে মুগ্ধ করতে পেরেছি জেনে সত্যিই খুব ভালো লাগছে। জি আপু এই আর্ট করতে মোটামুটি অনেক সময় লেগেছে। তবুও আপনাদের কমেন্ট গুলো আমার কষ্ট দূর করে দেয়। অনেক ধন্যবাদ আপু এবং অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

একটি মেয়ে ও তার বিড়ালের রঙিন চিত্রাংকন খুবই সুন্দর হয়েছে। আপনার চিত্রাংকন গুলো সব সময় আমার কাছে খুবই ভালো লাগে আপনি খুব সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে চিত্র গুলো ফুটিয়ে তোলেন যা দেখে আমার মন ভরে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর চিত্রাংকন গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপু আমি নিজে তো আপনার আর্ট পোস্ট এর ভক্ত। আপনার কাছে আমার আর পোস্ট ভাল লেগেছে জেনে সত্যিই অনেক আনন্দিত বোধ করছি। চেষ্টা করি অনেক ভালবেসে চিত্রাংকন করার এবং তা খুব সুন্দর ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। আপনার কমেন্টটি পড়ে মনে হচ্ছে আমি কিছুটা হলেও এই কাজে সার্থক হয়েছি।

 2 years ago 

আপনি যখনই সময় পান তখন অনেক সুন্দর সুন্দর আর্ট নিয়ে হাজির হয়ে যান আমার দেখতে খুবই ভালো লাগে ।আজকের একটি মেয়ে ও তার বিড়ালের সাথে ছবিটি খুবই চমৎকার হয়েছে। কি যে কিউট লাগছে দেখতে মেয়েটা এবং তার বিড়াল দুটোই অনেক কিউট লাগছে দারুন এঁকেছেন আপু।

 2 years ago 

সত্যি বলতে আপু আর্ট সুন্দর হওয়ার জন্য,আর্ট এর প্রতি অনেক ভালোবাসা থাকতে হবে। আমি অনেক ভালোবাসে প্রতিটি আর্ট করি। নত এ কারণেই যা কল্পনা করি,তাই কাগজে ফুটিয়ে তুলতে পারি। ধন্যবাদ আপু এবং অনেক ভালোবাসা রইলো আপনার জন্য।

একটি মেয়ে ও তার বিড়ালের চিত্রটি এত সুন্দরভাবে আপনি আমাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করেছেন যে তা সত্যি প্রশংসার দাবিদার।প্রতিটি স্টেপ সুন্দর ভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আপনি। উপকারী পোস্টটি করার জন্য আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো।

 2 years ago 

দোয়া করবেন ভাইয়া যাতে সব সময় এমন সুন্দর সুন্দর কাজ আপনাদের উপহার দিতে পারি। এবং এভাবে সুন্দর কমেন্ট গুলো নিয়ে পাশে থাকবেন। আমাকে প্রশংসার দাবিদার মনে করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সব সময় চেষ্টা করব সুন্দর কাজ গুলো সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করার।

 2 years ago (edited)

আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করেন।
আপনার আজকের আর্ট করা একটি মেয়ে ও তার বিড়ালের চিত্রটি খুব সুন্দর হয়েছে। আপনার আর্ট গুলো সবসময়ই ইউনিক হয়।‌‌আপনার জন্য শুভকামনা রইল আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু আমার চিত্রাংকনের প্রশংসা করার জন্য। চেষ্টা করেছি খুব সুন্দর ভাবে এবং ইউনিক ভাবে আর্ট পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার। ভালো থাকবেন আপু। আপনার জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা রইল।

 2 years ago 

একটি মেয়ে ও তার বিড়ালের রঙিন চিত্রাংকন অসাধারণ হয়েছে আপু।
আমি তো বেশ চিন্তায় পড়ে গেলাম ঈলমা বেশ কিছু দিন থেকে বিড়ালের জন্য ভীষণ বায়না করছে। এখন এধরনের প্রানী বাসায় রাখা কতটুকু ভালো হবে তাই বুঝতে পারছি না।
আপনার ছবিটি দেখে মনে পড়ে গেল। খুব সুন্দর একটি অংকন ছিল আপু।

 2 years ago 

আমি নিজে একটি বিড়াল বাসায় পুষি। আমার কাছে তো বিড়াল খুবই পছন্দের। আমি এক আমি বাসায় রাখা সব সময় ভালো দিকগুলোই বলতে পারব। ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন এবং আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনার আর্ট গুলোর মধ্যে রঙের খেলা দেখতে খুব ভালো লাগে। এত সুন্দর রং নিয়ে আপনি খেলা করেন যে প্রতিটি আর্ট চমৎকারভাবে ফুটে ওঠে । আজকের ম্যান্ডেলার আর্টটিও অসাধারণ হয়েছে।

 2 years ago 

আমার চিত্রাঙ্কনে এমন কালারফুল রং নিয়ে খেলতে খুবই ভালো লাগে। আপনার কাছে যে রং এর খেলা দেখতে খুব ভালো লেগেছে ব্যাপারটা দেখে সত্যিই খুব আনন্দিত হলাম। আপনাদের এই কমেন্টগুলো আমাকে ভালো ভালো কাজ করার প্রতি তাগিদ বাড়িয়ে দেয়। পাশে থাকবেন আপু এবং অনেক ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

একটি বালিকা এবং তার বিড়ালের খুবই সুন্দর চিত্র প্রস্তুত করে প্রদর্শন করেছেন খুবই ভালো লাগছে দেখতে বিশেষ করে ব্যাকগ্রাউন্ড কালার কারণে চিত্রটি বেশি সুন্দর লাগছে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

জ্বী ভাইয়া আমি চেষ্টা করেছি চিত্রাংকন টি ফুটিয়ে তোলার জন্য সুন্দর ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করার। এবং মনে হচ্ছে কাজে আমি কিছুটা হলেও সফল হতে পেরেছি। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.027
BTC 60462.58
ETH 2636.31
USDT 1.00
SBD 2.58