এই রমজানে ইফতার পার্টির আয়োজন || ১০% লাজুক খ্যাঁক-কে
হ্যালো বন্ধুরা, |
---|
সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের দিনটা আমার খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। কারণ আজকে আমাদের বাসায় ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী এবং কিছু গরিব মানুষদের ইফতারি দেওয়ার চেষ্টা করেছি। কারণ এই মাসটা অনেক পবিত্র মাস। যদিও সব সময় আমাদের উচিত মানুষের পাশে দাঁড়ানো এবং সবার সাথে সবকিছু ভাগাভাগি করে নিয়ে চলা। তবে এই মাসে এই জিনিসগুলো আরো বেশি করে করা উচিত।
তো এই সবকিছু ভেবে প্রতিবছর আমাদের বাসায় আমরা ছোটখাটো ইফতার পার্টির আয়োজন করি। আর ইফতার পার্টির আয়োজন মানে তো বুঝেন কতটা ব্যস্ততার মধ্যে সবকিছু করতে হয়। যদিও বাহিরের সবকিছু আব্বু যোগার করে দিয়েছিল। তবুও বাসায়ও হাজার টা কাজ থাকে যা পুরোটাই আমি আর আম্মু মিলেই সামলে নিয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতার পার্টি তে কি কি আয়োজন করেছি এবং কিভাবে সবকিছু যোগার করেছি। এবং সেইসাথে কিভাবে সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি আজকে এই পোস্টে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব।
আশা করছি আমার এই পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে। ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্য সহকারে আমার পোস্টটি পড়ার জন্য। আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। আমাদের এই রমজান মাসে প্রায় শেষ হয়ে আসছে। আশা করছি সবাই সবার প্রিয়জনদের সাথে সুন্দরভাবে বাকি দিনগুলোও কাটাতে পারবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ❣️।
প্রথমেই বলি ইফতারের মেইন ভাজাপোড়া খাবার গুলো নিয়ে। এখানে আছে আলুর চপ,বেগুনি, সবজির বড়া, পেঁয়াজু এবং ছোলার বুট ভাজি।এইগুলো ছাড়াতো ইফতারের কথা ভাবাই যায় না তাই না। আমরা যেহেতু অনেক মানুষকে কথা দিয়েছি তাই বাসায় সবাইকে এনে ইফতার করানো সম্ভব না। এই কারণে সবার বাসায় বাসায় সুন্দরভাবে সবগুলো জিনিস সাজিয়ে দিয়ে এসেছিলাম।
ইফতারে স্পেশাল আইটেম হিসেবে নান রুটি এবং গ্রীল চিকেন দিয়েছিলাম। যেহেতু অনেক মানুষের ইফতার তাই এই সবকিছু বাসায় বানানো সম্ভব ছিল না। এই জন্য এই জিনিসগুলো বাহির থেকে অর্ডার দিয়ে এনেছিলাম। এখানে সবগুলো নান রুটি এবং গ্রিল চিকেন এর ছবি নেই। কারণ এগুলোর কোয়ান্টিটি অনেক বেশি ছিল আর সময়ের স্বল্পতার কারণে সবগুলো ছবি তুলতে পারিনি। প্রায় ৩০ থেকে ৩৫ টা নান রুটি ছিল এবং দশটা মুরগীর গ্রীল চিকেন ছিল।
এরপর মিষ্টি আইটেম এর মধ্যে ছিল আমার প্রিয় রেশমি জিলাপি এবং বুরিন্দা। যে দোকানের এই দুটো জিনিস আমি অনেক পছন্দ করি।ঐ দোকান থেকেই অর্ডার দিয়ে আমি এসব কিছু কিনে এনেছিলাম।
ফল আইটেমের মধ্যে ছিল- মালতা, কলা, তরমুজ, আপেল, খেজুর এবং পেঁপে। এই ফলগুলো মূলত এবারের ইফতারে সবচেয়ে বেশি খাওয়া হয়েছে। এইজন্য ইফতার পার্টির আয়োজনে এই ফলগুলো সবাইকে দেওয়ার চেষ্টা করেছি।
এরপর সবশেষে এই রকমভাবে বড় বড় ট্রেতে করে সবগুলো খাবার সাজিয়ে। সবার বাসায় নিয়ে দিয়ে এসেছিলাম। সবচেয়ে ভালো লেগেছে সবাই আমাদের ইফতার পেয়ে খুব খুশি হয়েছিল। মানুষকে খুশি করতে পারলেই আসলে নিজের ও সন্তুষ্টি আসে।
বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং এপ্রিল 23, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara
খুবই লোভনীয় লোভনীয় খাবারের আইটেম দিয়ে ইফতার পার্টির আয়োজন করেছিলেন দেখেই বোঝা যাচ্ছে খাবারগুলো খেতে অনেক সুস্বাদু হয়েছিল সুন্দর অনুভূতি প্রকাশ করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য
সত্যি কথা বলেছেন ভাইয়া খাবার গুলো সত্যিই অনেক লোভনীয় ছিল এবং অনেক টেস্টি ছিল । আমাদের সবার কাছে ভালো লেগেছে এবং যাদেরকে আমরা দিয়েছিলাম সবাই এর প্রশংসা করেছিল। যাইহোক ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
ইফতারি আয়োজন খুবই সুন্দর ভাবে করেছেন দেখতে পাচ্ছি এবং সকল খাবার এই আয়োজনের মধ্যে ছিল। বিশেষ করে খাবারগুলো সুন্দর করে সাজিয়ে আপনার বাড়ির আশেপাশে মানুষদের দিয়ে এসেছেন। এটা জানতে পেরে খুবই ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি চেষ্টা করেছি এই রমজান মাসে গরিব-দুঃখী সবার মধ্যেই ইফতার খাওয়ানোর। আপনাদের কাছে আমার পোস্টটি ভাল লেগেছে জেনে সত্যিই খুব আনন্দিত বোধ করছি। ভালো থাকবেন ভাইয়া।অনেক শুভকামনা রইল আপনার জন্য।
রমজানে ইফতার পার্টির আয়োজন গুলো সব সময়ই অনেক ভালো হয়। আপু আপনি রমজানে ইফতার পার্টির আয়োজন করেছে দেখে অনেক ভালো লাগলো। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
জি ভাইয়া রমজান মাসে ইফতার পার্টির মজাই আলাদা। রমজান মাসে এই জিনিসটার আমেজ অনেক বেশি থাকে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে গুছিয়ে মন্তব্য প্রকাশ করার জন্য। ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
এই রমজান মাসে আপনি ইফতার পার্টি উপলক্ষে অনেক কিছুর আয়োজন করেছেন । সুন্দরভাবে আয়োজন করার পাশাপাশি ফটোগ্রাফির অনেক সুন্দরভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি চেষ্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করার এবং প্রতিটি খাবারের সুন্দরভাবে ফটোগ্রাফি করার। যাতে আপনাদের কাছে পোস্টটি পড়লে ভালো লাগে। আপনাদের এত উৎসাহ মূলক কমেন্টগুলো পড়ে সত্যি খুব আনন্দিত বোধ করছি। আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।
আপু ইফতার পার্টির আয়োজন করলেন আমাদের ইনভাইট করলেন না এটা ভাল হল না🙄 তবে এখানে ভালো লাগছে অসহায় মানুষদের ইফতার করাইছেন এটা শুনে। খুবকি ভালো লাগলো, ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ইনভাইট,ইনভাইট ইনভাইট। চলে আসেন ভাইয়া আমাদের বাসায়। রমজান মাসে প্রতিদিনই ইফতার পার্টি। অনেক খাওয়া-দাওয়া হবে। জ্বী ভাইয়া আমি চেষ্টা করেছি আমার প্রতিবেশী এবং আশেপাশে গরীব দুঃখী মানুষের সাথে ইফতার করবে। ধন্যবাদ এত সুন্দর করে মন্তব্য প্রকাশ করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
নিঃসন্দেহে আপনি অনেক সুন্দর একটি কাজ করেছেন আপু মনি, এই রমজান মাসে অসহায় গরীব মানুষের পাশে দাড়ান অতি উত্তম কাজ, সবাইকে নিয়ে আপনার ইফতার পার্টির আয়োজন আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক রকম আইটেম ছিলো আপু মনি, যাই হোক দোয়া রইলো আপনার এই ইফতার পার্টি যেনো আল্লাহর কাছে কবুল হয়।
আমি চেষ্টা করেছি আপু সুন্দরভাবে ইফতার পার্টির আয়োজন করে গরিব মানুষদের সাথে ইফতার ভাগাভাগি করে নেওয়ার। ধন্যবাদ আপু।অবশ্যই দোয়া করবেন যাতে আমার ইফতার পার্টি আল্লাহ কবুল করে। আপনার কমেন্টটি পড়ে ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
খুব সুন্দর আয়োজন করেছেন দেখছি। অনেক আইটেম ছিলো ইফতার পার্টি তে। আমাদের ইনভাইট করলেও তো পারতেন🤭
মোটামুটি সবগুলো খাবারই খুবই পছন্দ আমার। বড় ট্রেতে সব সাজিয়ে রাখার পর খুবই সুন্দর লাগছে দেখতে। যাদের দিয়েছেন তারা অবশ্যই অনেক খুশি হয়েছে। ইফতার পার্টির মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসলে সত্য কথা বলতে কি ইফতারিতে যদি অনেকগুলো আইটেন না হয় তাহলে একটুও ভালো লাগে না। বিশেষ করে যখন কাউকে দেওয়ার কথা আসে তখন তো অনেকগুলো আইটেম হতেই হবে। তাই এত আয়োজন করেছিলাম।
এই রমজান মাসে ইফতার পার্টি করতে আসলে খুব ভালো লাগে। আজকে আপনি আপনার আত্মীয়-স্বজন প্রতিবেশী এবং কিছু গরিব মানুষের সাথে ইফতার শেয়ার করেছেন আসলে খুব ভালো লাগছে আপনার এই আপনার উদ্যোগটি অনেক অনেক শুভকামনা আপনার জন্য।
একদম ঠিক বলেছেন ভাইয়া রমজান মাসে ইফতার পার্টি করতে সত্যিই অনেক ভালো লাগে। আমাদের সকলেরই উচিত এমন ইফতার পার্টির মাধ্যমে সকলকে ইফতার দেওয়া এতে মনের তৃপ্তি আসে বলে আমি বিশ্বাস করি । এর জন্য প্রত্যেকবার আমার পরিবার এই ধরনের আয়োজন করে থাকে ।
আপু এই রমজানে ইফতার পার্টির আয়োজন দেখে খুবই ভালো লাগলো। আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে ইফতার পার্টির আয়োজন এর সবকিছু তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে একটি সুন্দর ইফতার পার্টির আয়োজন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপু আপনার কাছে ভাল লেগেছে শুনে আমার কাছে অনেক ভালো লাগছে । আমি বিশ্বাস করি মানুষকে কিছু দেওয়ার মাধ্যমে মহান সৃষ্টিকর্তার কাছে প্রিয় হওয়ার সম্ভব । তাই এই ধরনের আয়োজন গুলো করতে আমার অনেক ভালো লাগে।
আপনার ইফতার পার্টির আয়োজন এর উপস্থাপনা অনেক ভাল ছিল আপু। আসলে রমজান মাস হচ্ছে আমাদের সিয়াম সাধনার মাস। রমজান মাসে মানুষের খাওয়ালেও একটা প্রশান্তি পাওয়া যায়। খুব ভালো লাগলো বাড়ি প্রতিবেশী এবং গরীব লোকদের জন্য ইফতারের আয়োজন করেছেন।এই সুন্দর একটি মুহূর্ত আবার আমাদের সাথে শেয়ার করেছেন।ধন্যবাদ আপু আপনাকে।শুভকামনা রইল আপনার জন্য।
একদম ঠিক বলেছেন ভাইয়া এই রমজান মাসে মানুষকে খাওয়ালে সত্যিই মনের মধ্যে অন্য রকম একটা প্রশান্তি কাজ করে। আমি পোষ্টের মাধ্যমে আপনাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছি যাতে আপনারাও আপনাদের প্রতিবেশি এবং গরিব-দুঃখীদের নিয়ে ইফতার করার আয়োজন করেন নিজের সামর্থ্য অনুযায়ী। ধন্যবাদ ভাইয়া এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।