DIY - সহজ পদ্ধতিতে আনারস 🍍 ফলের পেইন্টিং || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। অনেকদিন ধরেই আমি খুব ভালোভাবে কাজ করতে পারছি না এই প্লাটফর্মে। প্রথমত ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে নেটওয়ার্কের খুব সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলাম। এরপর যখন এই ব্যস্ততম এবং নেটওয়ার্ক পূর্ণ শহরে ফিরে আসি। তখনই খুব খারাপভাবে শারীরিক অসুস্থতায় ভুগছিলাম। অনেকদিন ধরে অসুস্থতা ভোগান্তির পর। এখন পুরোপুরি সুস্থ হয়নি।তবে সুস্থতার দিকে এগোচ্ছি। তাই সর্বোচ্চ চেষ্টা করবো আজকে থেকে প্রতিনিয়ত এই প্লাটফর্মে আবারো কাজ করার। পুরো রমজান মাস জুড়ে এমনকি এখনো আনারস ফলটি আমার খুব পছন্দের একটি ফল। কিন্তু এই বছর রমজান মাসে প্রতিদিন এই ফলটি আমার খাওয়া হয়েছে। ভালোই লাগতো ইফতারের সময় এটি খেতে। তবে এখন আবার আনারস খুব কম পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে আস্তে আস্তে আম-কাঁঠালের প্রভাবে এমন হচ্ছে। যাইহোক আনারসের স্মৃতিতেই আমার আজকের এই ফলের পেইন্টিং করা।হিহিহি 😁। খুব সহজ পদ্ধতিতে করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ❤️।

280371965_262188072735090_5750537161892875618_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে পেন্সিল এর সাহায্যে একটি আনারসের অবয়ব এবং এই ফলটির উপরের পাতাগুলোর অবয়ব ভালোভাবে অঙ্কন করে নিলাম।

280387482_1225578101516770_5434558736029071645_n.jpg280455636_541861923997032_8728926339614124153_n.jpg

ধাপ - 2

এরপর আনারস ফলটির ওপর যে ধরনের কাটা কাটা ঘর থাকে, পেন্সিল এর সাহায্যে সেই ঘরগুলো খুব সহজ পদ্ধতিতে অঙ্কন করে নিলাম।

280349597_529481605419525_1646414343338933844_n.jpg280334812_3201199976873055_4140637681925049570_n.jpg

ধাপ - 3

এরপর শুরু করলাম রংয়ের কাজ। আনারসের উপরে সবুজ এবং হালকা সবুজ কালারের জল রং দিয়ে খোপ খোপ ঘর গুলো ভালোভাবে রং করে নিলাম।


280373549_524969792610796_8639199963839397679_n.jpg


ধাপ - 4

এরপর আনারস ফলের ওপর কাটা বোঝানোর জন্য খয়রি কালারের জল রং ব্যবহার করেছি। এবং আনারসের পাতাগুলোতে সবুজ ও হালকা বাদামি কালারের জল রং ব্যবহার করেছি।

280505593_1426397931123580_5009723871704121567_n.jpg280386871_489182069618146_740762036218699744_n.jpg

ধাপ - 5

এরপর আনারস ফলটির উপরের খোসা একটু খাঁজ কাটা এবং খসখসে বোঝানোর জন্য পেন্সিল দিয়ে কিছু ডিজাইন করে নিলাম। এরপর চিত্রাংকন টির ব্যাকগ্রাউন্ড হালকা সবুজ এবং হালকা বাদামি কালারের জল রং ব্যবহার করেছি। চিত্রাংকন টিকে আরও ফুটিয়ে তোলার জন্য।
এবং এভাবেই আমি আমার আজকের চিত্রাংকন টি সম্পন্ন করলাম।

280522384_2669129043223289_1635688037568134049_n.jpg280504824_353760899970669_8528519227193108749_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ

280375898_397498372276337_4134508070915118185_n.jpg

280429743_750429722989411_3765198764903207358_n.jpg



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 15 মে,, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

আপনি আনারস ফলের পেইন্টিংটি অসাধারণ ভাবে করেছেন। দেখে আমার খুবই ভালো লাগছে। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আমার পোস্টে আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি সবসময় চেষ্টা করি আমার ভালো কাজগুলো সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করো। আপনার কাছে আমার পেইন্টিং ভালো লেগেছে জেনে সত্যি খুব আনন্দিত বোধ করছি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

প্রথমত আপনার পুরুপুরি শারীরিক সুস্থতা কামনা করছি। আর গ্রামে যাওয়ার কারনে আমিও নেটওয়ার্ক সমস্যায় পরি এবং কাজ ঠিকমতো করতে পারিনি। আপনি ফিরে এসে ভালো কাজ শুরু করেছেন এতেই ভীষণ ভালো লাগছে। দোয়া করি এগিয়ে যান এভাবেই 🤗

 2 years ago 

গ্রামের দিকে আমি বুঝতে পারি না এখনো নেটওয়ার্কের অনেক সমস্যা রয়েছে কেন। এত পরিমাণে নেটওয়ার্কের সমস্যা আগে কখনোই ফেইস করিনি। জি ভাইয়া আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য এবং শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

বাহ! খুব সুন্দর হয়েছে তো আপনার আনারসের পেইন্টিংটি। আনারস দেখে কাচাঁ মনে হচ্ছে 😊। সহজভাবে আনারসের পেইন্টিংটি করে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু ❤️

 2 years ago 

জি ভাইয়া আনারস টি পুরোপুরি পাকে নি। কিছুটা কাঁচা রয়ে গেছে। এই কারণেই মূলত এভাবে রংটা করেছি। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো থাকবেন এবং আপনার জন্য আমার শুভকামনা রইল।

 2 years ago 

জল রং দিয়ে আপনি খুবই সুন্দর ভাবে আনারসের পেইন্টিং করেছেন। আনারস টি দেখে একেবারে সত্তিকারের আনারস মনে হচ্ছে। তবে আনারস টি মনে হয় এখনও পাকেনি কাঁচাই আছে। তবে বিশেষ করে আনারসের খাঁজ কাটা অংশটির পেইন্টিং আমার কাছে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপু সহজভাবে আনারস ফলের পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। আমি সবসময় চেষ্টা করি সুন্দর কাজ গুলো সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করার। অনেক ধন্যবাদ এত প্রশংসা করার জন্য আমার প্রিন্টিং এর। ভালো থাকবেন ভাইয়া এবং এভাবে সুন্দর মন্তব্য গুলো নিয়ে পাশে থাকবেন।

 2 years ago 

অনেক সুন্দর করে আনারস পেইন্টিং করেছেন দেখতে খুব দৃষ্টিনন্দন লাগছে। আনারসের গায়ে থাকা ছোট ছোট কাটা জাতীয় দৃশ্যটাকে অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। যার মাধ্যমে একদম অরিজিনাল আনারস এর মত লাগছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া। আমি চেষ্টা করেছি এমনভাবে পেইন্টিংটি করার যাতে আপনাদের মুগ্ধ করা যায়। আপনাদের কমেন্ট গুলো পড়ে মনে হচ্ছে আমি সেটা করতে পেরেছি। এজন্য সত্যি খুব আনন্দিত বোধ করছি। আশা করছি সব সময় এভাবে সুন্দর মন্তব্য দিয়ে আমাকে অনুপ্রাণিত করে যাবেন। অনেক শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর ভাবে আধাপাকা একটি আনারসের দৃশ্য প্রস্তুত করেছেন খুবই ভালো লাগছে দেখতে বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন আসলে আপনার চিত্র গুলা বরাবরই অনেক সুন্দর হয়ে থাকে আজও তার ব্যতিক্রম নয় সুন্দর উপস্থাপন করেছেন ধাপগুলো শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

একদম ঠিক ধরতে পেরেছেন ভাইয়া এটি একটি আধা পাকা আনারস এর পেইন্টিং। আমি আমার চিত্রাংকন এর মাধ্যমে আপনাদেরকে যেটা বোঝাতে চাই, আপনারা যদি সেটা বুঝে নেন সত্যি আমার কাছে খুব ভালো লাগে। দোয়া করবেন ভাইয়া যাতে এভাবেই সুন্দর চিত্রাংকন সব সময় আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপু আপনি দারুন পদ্ধতিতে আনারস পেইন্টিং করেছেন। আপনি অসুস্থ ছিলেন এইটা জানতাম না।যাইহোক আপনি সুস্থ হয়ে যেন ফিরে আসতে পারেন এই কামনাই করি আর আপনার পেইন্টিং বরাবরই বেশ ভালো লাগে। সবসময় দারুন কিছু নিয়ে আপনি হাজির হন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। জ্বী ভাইয়া আমি খুবই অসুস্থ ছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ এখন অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি এবং প্রতিনিয়ত কাজ করার চেষ্টা করছি। আপনার মন্তব্য পড়ে খুব উৎসাহিত বোধ করছি। এভাবেই পাশে থাকবেন ভাইয়া এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার কাজগুলো সব সময়ই ইউনিক লাগে, আর অনেক বেশি ভালো লাগে আপনার পোস্ট গুলো। আপনি সহজ পদ্ধতিতে আনারসের পেন্টিং করেছেন একদম ইউনিক একটি পেইন্টিং হইছে।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমার কাজ আপনার কাছে ইউনিক লেগেছে জেনে খুব ভালো লাগলো। এভাবেই সুন্দর মন্তব্যগুলো করে আমাকে উৎসাহিত করে যাবেন আশা করছি। ভালো থাকবেন ভাইয়া এবং শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

দেখে তো মনে হচ্ছে একদম সত্যি কারের একটি আনারস। সত্যি আপু আপনার যতই প্রশংসা করি আমার তৃপ্তি হয় না। আপনি সত্যি কারের প্রশংসার যোগ্য। খুবই সহজ পদ্ধতিতে আনারস অংকন করা আমাদের মাঝে তুলে ধরেছেন। এত সুন্দর একটি আনারস অংকন শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনাদের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনাদের কাছে ভালো লাগলেই আমি আমার কাজের সার্থকতা খুঁজে পাই আপু। অনেক ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার জন্য। এই ধরনের কমেন্ট পড়তেও খুব ভালো লাগে। সত্যিই আপু মন ভালো হয়ে গেলো আপনার কমেন্টটি পড়ে।আপনার জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে আনারস ফলের অনেক চমৎকার একটি পেইন্টিং অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন ।আপনার পেইন্টিং বরাবরে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনার আজকের এই আনারসের পেইন্টিংটি দেখতে একদম সত্যি কারের আনারসের মতই। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার এতো সুন্দর মন্তব্যের জন্য। আমি সবসময় চেষ্টা করব সুন্দর সুন্দর কাজ করুন সুন্দর উপস্থাপনার মাধ্যমে এবং সহজ পদ্ধতিতে আপনাদের কাছে ভাল কাজ গুলো শেয়ার করার। কারন আমার কাজগুলো আমি আপনাদের কাছে ভালো লাগাতে পারলেই সার্থকতা খুঁজে পাই। ভালো থাকবেন ভাইয়া এবং শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.034
BTC 63521.22
ETH 3319.09
USDT 1.00
SBD 3.91