কমলা লেবুর🍋শরবতের চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি কমলা লেবুর🍋শরবতের চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

289914003_583637780010465_4364245846434598656_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে পেন্সিলের সাহায্যে একটি গ্লাস ভালোভাবে অংকন করে নিলাম। এরপর ক্লাসের ভিতরে একটি স্ট্র এবং বাইরের দিকে একটি কমলা লেবু অঙ্কন করে নিলাম।

292886445_7960534697297577_2443777915960445157_n.jpg292608793_2612306945571286_4276833361800978645_n.jpg

ধাপ - 2

এরপর গ্লাসটির বাইরের অবয়ব ভালোভাবে অঙ্কন করে নিলাম। সেই সাথে ভিতরে এবং বাহিরে অনেকগুলো কমলা লেবু অঙ্কন করে নিলাম। এবং কয়েক টুকরা বরফ অঙ্কন করে নিলাম।

291919761_3233631146848356_8512172150165554103_n.jpg292009450_444881557220171_1955289485319224737_n.jpg

ধাপ - 3

এরপর শুরু করলাম রঙের কাজ। হলুদ কালারের জল রং দিয়ে কমলালেবুগুলো রং করে নিলাম। এবং ভিতরে থাকা কমলা লেবুর শরবত রং করে নিলাম।


292881613_440413234362489_720047911256225628_n.jpg


ধাপ - 4

এরপর স্ট্র , পুদিনা পাতা এবং বরফ রং করে নিলাম। এবং কালো মার্কার পেন এর সাহায্যে অঙ্কিত চিত্রাংকন টি গাঢ় করতে শুরু করলাম।

291108428_5160581074052862_4269901208885137078_n.jpg291318315_1249330199141606_4876875361198745998_n.jpg

ধাপ - 5

কালো মার্কার পেনের সাহায্যে পুরো চিত্রাংকনটি গাঢ় কালো করে নিলাম। এবং এভাবেই আমি আমার আজকের চিত্রাংকনটি সম্পন্ন করলাম।


292880306_626971195426308_2501231370079457422_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
292460695_601306021331045_3018568212665943617_n.jpg292932344_831403814500474_8254242932707043715_n.jpg
292094240_584317290087770_8112856766939953731_n.jpg289914003_583637780010465_4364245846434598656_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং জুলাই ১০, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

আপনার পেইন্টিংটি জাস্ট অসাধারণ হয়েছে। আপনি সবসময় আমাদের মাঝে অসাধারণ অসাধারণ পেইন্টিং শেয়ার করেন। আর সেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আজকের টাও ব্যতিক্রম নয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আসলে আপু আপনার দক্ষতা যত দেখি ততই আমাকে মুগ্ধ করে। আজকে আপনি কমলালেবুর জুস রেসিপির চিত্রাংকন করেছেন। দেখে খুবই ভালো লাগলো। সুন্দরভাবে উপস্থাপন। অসাধারণ ছিল।

 2 years ago 

কমলালেবুর শরবত এর খুবই সুন্দর একটি দৃশ্য পেন্সিল স্কেচ করেছেন খুবই খুবই ভালো লেগেছে আমার কাছে সেই সাথে কালার কম্বিনেশন টাও দারুন ভাবে ফুটেছে।।

 2 years ago 

আপনারা আর্টগুলো নিতান্তই আমার অনেক ভালো লাগে এবং প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর আর্ট যথাযথ ভাবে আমাদের সাথে তুলে ধরনের সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

 2 years ago 

আপনার আর্টগুলো সবসময়ই ইউনিক এবং অন‍্য লেভেল এর হয়ে থাকে। আপনার আর্টগুলো আমি অনেক আগে থেকে দেখি। দারুণ আর্ট করেন আপনি। গ্লাসের মধ্যে কমলা লেবুর আর্টটা দারুণ হয়েছে আপু। এককথায় অসাধারণ। অনেক সুন্দরভাবে প্রতিটা ধাপ উপস্থাপন করেছেন।

 2 years ago 

কমলা লেবুর🍋শরবতের চিত্রাংকন কি বললো আপু সত্যিই অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। এই ধরনের কাজ গুলো আমার ভীষণ ভালো লাগে। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

আপু আপনার কমলা লেবুর শরবতের চিত্রাংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি সবসময়ই আমাদের খুব সুন্দর সুন্দর আর্ট উপহার দেন। আপনার আজকের এই আর্ট দেখতে অসাধারণ হয়েছে। কালার করাতে মনে করেন দেখতে আরও বেশি সুন্দর লাগছে। প্রতিটা ধাপ খুব খুশি ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

খুবই সুন্দর দক্ষতার পরিচয় দিয়েছেন আজকে আপু। সুন্দর একটি গ্লাসের অংকন এবং তার মধ্যে শরবতের দৃশ্য,সব মিলিয়ে মনমুগ্ধ হয়েছে আমার। এমন সুন্দর সুন্দর আরো অনেক পোস্ট আমাদের মাঝে শেয়ার করবেন।

 2 years ago 

আপনার পেইন্টিং বা আর্ট গুলোর প্রশংসা করে শেষ করার মতো না। আজকের পোস্টটি অনেক সুন্দর হয়েছে। লেবুর টুকরা ও বরফের টুকরো গুলো দেখতে একটু বেশি সুন্দর লাগছে। পাতাগুলো দেখতে খুব সুন্দর লাগছে আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অও,অসাধারণ আর্ট আপু।আপনার শরবতের চিত্রাংকনটি সুন্দর হয়েছে।তবে এটি আমার কাছে কমলা লেবু বলে মনে হচ্ছে না ,পাতিলেবু বলে মনে হচ্ছে।সত্যিকারের তাজা ছোট লেবু মনে হচ্ছে।ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60675.01
ETH 2605.91
USDT 1.00
SBD 2.64