নার্সারি থেকে নিজের পছন্দের গাছ🪴কেনা || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে প্রতিদিনের তুলনায় ‌একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করছি। অনেকদিন পর আমার খুব গাছ কিনতে ইচ্ছা করলো। আমি মূলত ঘরের ভেতর রেখে যে গাছগুলো বড় করা যায়। ওই ধরনের গাছ পালতে অনেক পছন্দ করি। কারণ ওই গাছগুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে এবং গাছগুলোর বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে। তাই অনেকদিন পর একটি নার্সারিতে গিয়েছিলাম গাছ কেনার জন্য। আজকে নার্সারি থেকে গাছ কেনার এবং গাছ বাসায় নিয়ে এসে সুন্দরভাবে লাগানোর অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

এবং অবশ্যই হ্যাঁ যারা আপনারা অনেক বড় বড় বাগান করতে পারছেন না এবং বাসার নিজস্ব ছাদ নেই। তারা এমন ছোট ছোট গাছ কিনে বারান্দায় এবং বাসার ভিতরে বিভিন্ন জায়গায় রাখতে পারেন। এতে করে বাসার সুন্দর ডেকোরেশন হয়ে যায় এবং সেইসাথে আপনি অনেক উপকারিতা ও পাবেন। আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ❣️।

278567600_1319102781908957_7044314963092431956_n.jpg

আমি আমার ইউনিভার্সিটির পাশেই একটি নার্সারিতে গিয়েছিলাম। নার্সারিটি অনেক বড় ছিল। এবং বিভিন্ন ধরনের ফুলে ভরা। এই নার্সারিতে অবশ্য বেশিরভাগ বেলকুনিতে রাখা এবং ঘরের ইনডোর ডেকোরেশনের গাছ গুলোই বেশি পাওয়া যায়। যে যার পছন্দ মতো সুন্দর সুন্দর গাছ কিনে নিয়ে যেতে পারবে। এবং এখানে তুলনামূলকভাবে অন্য নার্সারি থেকে দাম কম রাখা হয়। তবে এই নার্সারিতে গাছ কেনার পর গাছের তেমন ভালো টব পাওয়া যায় না। এটাই একটু ঝামেলা এছাড়া বাকি সব দিক ঠিক ছিল।

278463892_665016684603177_3900826940261193486_n.jpg278564348_514765243478169_420412650956834415_n.jpg

278534718_2821422971500942_6848979835517754444_n.jpg



নতুন নতুন আরও অনেক ধরনের গাছের চারা লাগানো হয়েছিল। এগুলো দেখতো আমার কাছে খুব ভালো লাগছিল। এবং সেইসাথে ছোট ছোট ফুল গাছগুলো আমাকে বেশ আকর্ষণ করেছে। কিন্তু আমার বাসায় অনেক বেশি ফুল গাছ আছে। তাই এখন নতুন করে আর কোনো ফুল গাছ কেনা হয়নি।

278543496_364392508951896_3694658215522974735_n.jpg278491156_1008725563398464_1054781495192070049_n.jpg


আমার কাছে সবচেয়ে ভাল লেগেছিল ছোট ছোট অ্যালোভেরা গাছ গুলো এবং ড্রাকেনা সুগন্ধি গাছ গুলো। এই গাছটাকে মূলত ইংলিশে Dracaena fragrance plant বলা হয়। আবার এই এই গাছটিকে অনেকে ভুট্টা গাছ ও বলে থাকে। আমার কাছে অ্যালোভেরা গাছ আছে। তাই আমি ঠিক করলাম ড্রাকেনা সুগন্ধি গাছটি কিনবো।

278506377_854864589243214_8292337057796784353_n.jpg278549587_326175652951859_873597406084899928_n.jpg


এরপর আমি নার্সারির যে দেখাশোনা করে,ওই লোকের সাথে দরদাম করে নিজের পছন্দমত একটি ড্রাকেনা সুগন্ধি গাছ কিনে নিলাম। গাছটির পাতাগুলোর কালার এবং পাতাগুলো বেশ আকর্ষণীয় ছিল। এবং এই গাছটি ব্যালকনিতে অথবা ঘরের ভেতরে রেখে অনেক সুন্দরভাবে বড় করা যাবে। এবং এই গাছের অনেক উপকারিতা রয়েছে। এমনকি এই গাছের হাওয়া বিভিন্ন রোগ প্রতিরোধেও সাহায্য করে। তাই দেরি না করে গাছটি কিনে বাসায় নিয়ে আসলাম।

278435391_1385890898598274_3045940698820464821_n(2).jpg278609208_471565351318181_2115276042412351418_n.jpg


এরপর গাছটিকে বাসায় এনে, অনেক সুন্দর একটি টবে মাটি সহ গাছটিকে রোপন করেছে। যদিও মজার ব্যাপার হলো এই গাছের জন্য আমার নিজের কোনো টব কিনতে হয়নি। এই রমজান মাসে বেশিরভাগ সময় দই খাওয়া হয়েছে। তাই দই এর একটি মাটির বাটি কে এই গাছের টব হিসেবে ব্যবহার করলাম। এবং এই ড্রাকেনা সুগন্ধি গাছটিকে ঘরের একটি কর্ণারে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছি।

278560796_1063121901223087_6623268940859068584_n.jpg278505796_1049278189132402_668759784778124413_n.jpg

278476275_275681394774048_8138385825217721026_n.jpg



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং এপ্রিল 19, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

নার্সারি থেকে নিজের পছন্দের গাছ🪴কিনে এনে বাসায় অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেখে অনেক ভালো লাগলো। গাছটি আমার ও পছন্দ হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার কমেন্ট টি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। আশা করছি আমার পোস্ট টি পড়ে আপনারাও গাছ লাগানোর প্রতি আগ্রহী হবেন। এভাবেই সুন্দর মন্তব্য গুলো নিয়ে পাশে থাকবেন ভাইয়া। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বৃক্ষ রোপনের সময় এখনো আসেনি, তবে ভালোলাগার গাছ ক্রয় করতে সময় লাগে না। বাড়ি সাজাতে অথবা বাড়ির সৌন্দর্য, বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে যখন ইচ্ছে তখনই গাছ ক্রয় করে আনতে মন চায়। আপনার এত সুন্দর ফটোগ্রাফি এবং কথাগুলো আমার খুব ভালো লেগেছে।

 2 years ago 

এটা একদম একটা মনকাড়া কথা বলেছেন ভাইয়া। গাছপালা ক্রয় করার জন্য এবং রোপন করার জন্য কোন সময়ের প্রয়োজন হয় না। যারা গাছপালা ভালোবাসে তারা এমনিতেই যেকোনো সময়েগ রোপণ করতে পারে এবং রুপন করেও থাকে। আপনার গাছ ক্রয় করার প্রতি আগ্রহ দেখে সত্যিই খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

 2 years ago 

আমিও এধরনের ছোট ছোট গাছগুলো ঘরে রাখতে পছন্দ করি। কারন সত্যিই আমাদের ছাদ নেই কিংবা বিশাল কোন খোলা জায়গা নেই। আপনি যে গাছটির কথা বললেন ঐ সুগন্ধি গাছটা (ড্রাকেনা সুগন্ধি) এটা ভাবছি আমিও কিনবো। আচ্ছা এর কি সত্যিই সুগন্ধ রয়েছে?
যদি জানাতেন উপকৃত হতাম।

 2 years ago 

ভাইয়া আমিও এমন ছোট ছোট গাছ গুলো ঘরে রাখতে পছন্দ করি।এমনকি আমি এমন অনেক গাছ আমার নিজের ঘরে রাখিও। একেতো এর অনেক উপকার করে। পাশাপাশি সৌন্দর্য অনেক বৃদ্ধি করে। না ভাইয়া এই গাছটির নাম ড্রাকেনা সুগন্ধি হলেও এই গাছের কোনো সুগন্ধ নেই। কিন্তু সৌন্দর্য রয়েছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার মত আমারও আপু ঘরের ভিতরের গাছগুলো বেশি ভালো লাগে। কারণ ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই গাছগুলো খুবই ভালো।ড্রাকেনা সুগন্ধি গাছ গুলো আমি আগে কখনো দেখিনি । নামও শুনিনি। আজকেই প্রথম নাম শুনলাম । তাছাড়া আপনি যে গাছটি নিয়েছেন এই গাছগুলো ঘরের মধ্যে বেশি দিন বাঁচেনা। ভালো লাগলো আপনার নার্সারির ঘোরাঘুরি এবং গাছ কেনা দেখে।

 2 years ago 

আপু এই গাছ একদম ঘরের ভিতরে না রেখে ব্যালকনিতে রাখলে সবচেয়ে বেশি ভালো হবে। কিন্তু আবার ছাদে বা খোলা জায়গায় রাখলে সমস্যা কারণ এই গাছ সূর্যের কম তাপমাত্রায় অর্থাৎ ছায়ার মধ্যে বড় হয়। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

অনেক ভালো একটি কাজ করেছেন যেটি নার্সারি থেকে নিজের পছন্দমত গাছ নিয়ে বাসায় লাগিয়েছেন। আসলে আপনি যে গাচটি নিয়েছেন এটি সম্ভবত পাতাবাহার। এটি আমাদের বাড়িতেও আছে ধন্যবাদ আপনাকে বাস্তবিক কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। না ভাইয়া এই গাছটির নাম পাতাবাহার না। পাতাবাহার গাছের পাতা এর থেকে একদমই অন্য ধরনের হয়। বরংচ আপনি বলতে পারেন যে এই পাতার সাথে বাঁশপাতার কিছুটা মিল রয়েছে। তবে সেটা শুধু দেখতেই,ধরতে নয়। কারণ ধরতে গেলে বাঁশপাতা কিছুটা খসখসে হয়,আর এই পাতা গুলো অনেক মসৃণ। এবং কালারেও অনেক পার্থক্য রয়েছে। ভালো থাকবেন ভাইয়া এবং শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

তারা এমন ছোট ছোট গাছ কিনে বারান্দায় এবং বাসার ভিতরে বিভিন্ন জায়গায় রাখতে পারেন।

ঢাকাতে আমি এটাই করছি আপু। চার তালা তে বাসা ছাদে যাওয়া নিষেধ তাও আমাদের বারান্দায় কিছু ফুল গাছ লাগিয়েছি। ভালোই লাগে সকালে যখন দেখি।

 2 years ago 

জি ভাইয়া সবসময় যে গাছ লাগানোর জন্য ছাদ কিংবা বড় বাগান এর প্রয়োজন ব্যাপারটা কিন্তু তেমন নয়। আমরা চাইলে বাসার ভিতরে জন্য অনেক ধরনের ইনডোর গাছ এবং ব্যালকনির জন্য অনেক সুন্দর সুন্দর গাছ কিনে আনতে পারি এবং সেগুলো রোপন করতে পারি। গাছ লাগানো কখনোই বৃথা যাবে না।কারণ এগুলো আমাদেরই সবচেয়ে উপকারে আসে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।আপনার এই কার্যক্রম আপনি অব্যাহত রাখুন। ভালো থাকবেন এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনাদের বাসার ব্যালকনিতে লাগানোর জন্য কেনা গাছ গুলো অনেক সুন্দর ছিল আপু। ঠিকই বলেছেন যাদের বাসায় বাগান করার মতো পর্যাপ্ত জায়গা কিংবা ছাদের অভাব তাদের উচিত বেলকুনিতে টবে করে গাছ লাগানো। নার্সারিটাও অনেক সুন্দর ছিল আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার পোস্টটি পড়ে সত্যিই খুব খুশি হলাম ভাইয়া। বুঝতেই পারছি যে আপনি ধৈর্য সহকারে আমার পুরো পোস্টটি পড়েছেন। এবং বুঝতে পেরেছেন যে আমি আপনাদের কি বোঝানোর চেষ্টা করেছি। এভাবেই সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

প্রকৃতির অপূর্ব সৌন্দর্যের বৈশিষ্ট্য হলো গাছ। আপনি দইয়ের মাটির বাটিতে বৃক্ষরোপণ করেছেন এটা খুবই ভালো লেগেছে আপনার অভিজ্ঞতা আমার কাজে আসবে। আপু আপনাকে ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি চেষ্টা করেছি কাজ কর্ম সম্পর্কে আমার সামান্য অভিজ্ঞতা আপনাদের মাঝে সুন্দরভাবে শেয়ার করার।আর এই অভিজ্ঞতা যদি আপনাদের উপকারে আসে, তাহলে সত্যিই আমি সার্থক হবো। ভালো থাকবেন আপু এবং সবসময় চেষ্টা করবেন গাছ লাগানোর। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

নার্সারিতে গিয়ে গাছ দেখা এবং কিনা আমারও খুব ভালো লাগে। ইনডোর গাছ গুলি আমার খুবই পছন্দ। আমার বাসার ছাদে ও ছাদ বাগান রয়েছে আশা করি কোন একসময় আপনাদের সকলের সাথে সেটির ছবি শেয়ার করব। দেখে বোঝা যাচ্ছে আপনি খুব ভালো একটি সময় কাটিয়েছে।

 2 years ago 

অবশ্যই ভাইয়া আমাদের সাথে শেয়ার করবেন আপনার ছাদের বাগান। আমার কাছে তো এই ধরনের পোস্টগুলো দেখতে এবং পড়তে খুব ভালো লাগে। সুন্দর ছবি শেয়ার করবেন আমাদের সাথে আপনার ছাদের বাগানের এবং গাছগুলোর সুন্দর সুন্দর বর্ণনা দিবেন। যাতে জানা অজানা তথ্যগুলো আমরা শিখতে পারি। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার পোস্ট দেখে আমার খুব ভালো লাগলো।গাছ যে অক্সিজেনের সরবরাহ করে আমাদের বেঁচে থাকার একমাত্র হাতিয়ার। আপনি এরকম ভাবে নতুন নতুন গাছ প্রতি সপ্তাহে লাগান দোয়া করি এবং আপনার উপস্থানা খুব সুন্দর ছিল ।গাছগুলো যত্ন রাখবেন দোয়া রইল

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া গাছ আমাদের অক্সিজেন দেয়। যার সাহায্যে আমরা প্রতিনিয়ত শ্বাস নিশ্বাস নিচ্ছি। তাই আমাদের উচিত গাছ লাগানো মূল্যটা বোঝার। এবং খুব বড় করে না হলেও,ছোট খাটো করে হলেও সব সময় গাছ রোপন করার। ধন্যবাদ ভাইয়া এত গুছিয়ে সুন্দর করে আমার পোস্টে মন্তব্য প্রকাশ করার জন্য। অবশ্যই আমি সর্বোচ্চ চেষ্টা করব গাছগুলো যত্নে রাখার। ভালো থাকবেন এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32