DIY - এসো নিজে করি : মিষ্টি প্রেমিকদের জন্য কাপ কেকের চিত্রাংকন। || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আবার নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি। এই আর্টটি মূলত মিষ্টি প্রেমিকদের জন্য। যারা খেতে ভালোবাসে এবং খাবারের মধ্যে মিষ্টি খাবার সবচেয়ে বেশি পছন্দ করে, তাদের জন্য একটি লোভনীয় আর্ট হবে। আমি যেমন খাদ্য রসিক তেমনি মিষ্টি প্রেমিক। আজকে সকাল থেকে খুব ইচ্ছে করছিল কাপ কেক খেতে। তবে কাপ কেক তৈরি করার সবগুলো উপকরণ বাসায় এখন নেই। নইলে কিন্তু আমি খুব মজাদার কাপ কেক তৈরি করতে পারি। যদি কখনো রেসিপি তৈরি করা হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তবে আপাতত নিজের লোভের চাহিদা মেটানোর জন্য বসে গেলাম আর্ট করতে। কমবেশী সবাই জানেন যেটা আমার করতে ইচ্ছা করে বা খেতে ইচ্ছা করে। সেই চাহিদা মিটাতে না পারলে, আমি তা আমার আর্ট এর মাধ্যমে মেটানোর চেষ্টা করি। আজকেও ঠিক তাই করেছি। স্কেচবুকে আর্ট করে ফেললাম নিজের পছন্দের কয়েকটি কাপ কেক। অনেকে এটাকে মাফিন ও বলে থাকে। এখানে চারটি ফ্লেভারের ক্রিম দেওয়া কাপকেক রয়েছে 😋। আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের এই চিত্রাংকন টি ভালো লাগবে। এবং সবাই এই লোভনীয় আর্টটি উপভোগ করবেন, আমার মতো করে 😌। আপনাদের সবার জন্য শুভকামনা রইল।সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

273760538_357148512695270_442948799993801462_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে দুইটি কাপের অবয়ব ভালোভাবে অঙ্কন করে নিলাম।

273720101_280823387468686_6602498899213826317_n.jpg273790319_938214390388745_5840784285338782614_n.jpg

ধাপ - 2

এরপর আবারো পেন্সিল এর সাহায্যে একটি কাপ কেকের উপর ক্রিমের লেয়ার এবং স্ট্রবেরি অংকন করে নিলাম। একইভাবে সামনের দুটি কাপ এর পিছনে আরো দুটি কাপকেক অঙ্কন করলাম এবং উপরে ক্রিমের লেয়ার দিয়ে দিলাম।

273665196_766708178053312_7718715897809120526_n.jpg273773849_454773453016772_6444142988656468308_n.jpg

ধাপ - 3

এরপর শুরু করলাম রংয়ের কাজ। জল রং দ্বারা সামনে দুটি কাপকেক বিভিন্ন ফ্লেভারের বোঝানোর জন্য, বিভিন্ন কালারের রং দ্বারা রং করে নিলাম।

273757676_274707074639705_2437721469772596628_n.jpg273787219_2375225895950792_6163548032830496070_n.jpg

ধাপ - 4

এরপর আরও একটি কাপকেক রং করলাম এবং সেইসাথে ক্রিমের লেয়ারের উপরে দেওয়া স্ট্রবেরি গুলো ও রং করে নিলাম।


273765055_1111132759654622_6113705170414258328_n.jpg


ধাপ - 5

বাকি যে অংশগুলো রং করার বাকি ছিল সব গুলো সুন্দর ভাবে রং করে নিলাম।
এরপর কিছু অংশ কালো মার্কার পেন দ্বারা ভালোভাবে কালো করে নিলাম। এবং এরপর জলরং এর সাহায্যে কাপকেকের আশেপাশে ব্রাশ এর মাধ্যমে বিভিন্ন রং ছিটালাম।

273754582_526990911980159_4437686275644606721_n.jpg273707045_2806214089682960_1466279172178728744_n.jpg

ধাপ - 6

জলরং আশেপাশে ছিটানো হয়ে গেলে, পেন্সিল এর সাহায্যে কাপকেক গুলোর নিচে ছায়া সৃষ্টি করলাম। যাতে করে ছবিটা কিছুটা হলেও বাস্তব রূপ পায়।
এবং এভাবেই আমি আমার আজকের চিত্রাংকনটি সম্পন্ন করলাম।

273827177_1099978857487736_2970596013089887520_n.jpg273702477_640696153652099_369129831028456050_n.jpg

চূড়ান্ত পদক্ষেপ
273760538_357148512695270_442948799993801462_n.jpg273755708_1359303061181071_7489892112720798563_n.jpg
273740476_471714337832791_3173851798918843273_n.jpg273735627_3197158487186587_4714777700129491670_n(1).jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 17 ফেব্রুয়ারি, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

আপনি খুব সুন্দর করে কাপ কেকের চিত্রাংকন করেছেন। আপনার আর্টিস্ট টি খুবই অসাধারণ হয়েছে। আপনার একান্ত দক্ষতা সহকারে সময় নিয়ে এই চিত্র অংকন টি সম্পূর্ণ করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু আপনি আজকে চমৎকার ভাবে মিষ্টি প্রেমিকদের জন্য কাপ কেকের চিত্রাংকন করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয় এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর করে আমার আর্ট পোস্টের প্রশংসা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনি মিষ্টি প্রেমিকদের জন্য প্রায়ই চিত্রাংকন করেন।দেখতে ভালোই লাগে।আজকের কাপ কেক চিত্রাংকন টাও খুব সুন্দর হয়েছে।আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে দেখিয়েছেন। উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।

 2 years ago 

জি আপু কারণ আমি নিজে একজন মিষ্টি প্রেমিক। এই জন্যই আমি আমার মতো মিষ্টি প্রেমিকদের জন্য চিত্রাংকন করতে পছন্দ করি। আপনাদের কাছে ভালো লেগেছে দেখে,সত্যিই আমার কাছে খুব ভালো লাগছে। ধন্যবাদ এবং অসংখ্য শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অসাধারণ আপু। আপনি খুব সুন্দর করে কাপ কেকের চিত্রাংকন করেছেন। খুব ভালো লাগলো। প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।

ওয়াও আপু খুব সুন্দর একটা চিত্র অংকন করেছেন। আপনার আর্ট গুলো বরাবরই অনেক সুন্দর হয় আকা।আপনি আজও অসাধারণ একটা কাপ কেকের চিত্র অংকন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনি আপনার নিজের ভালো কাজগুলো নিয়ে এবং প্রতিভা নিয়ে এগিয়ে যান এই কামনা করি। অনেক ভালো থাকুন এবং শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার পেইন্টিং এর মাধ্যমে কত কিছুই না তুলে ধরেন আপনি আমাদের মাঝে। খুব সুন্দর হয়েছে আজকের এই পেইন্টিংটি ও। প্রত্যেকটি ধাপ অসম্ভব সুন্দর সাবলীল ভাবে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা রইল আপু আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া প্রতিবার আমার পোষ্ট এত সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল।

 2 years ago 

খুবই সুন্দর ভাবে কেক এর চিত্র অঙ্কন করেছেন আপু। আপনার অঙ্কন করা এই চিত্রটি দেখে মনে হচ্ছে যেন এটির সত্তিকারের কোন একটি কেক। আপনার অংকন করার এই কেকের চিত্রটি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রত্যেকটি ধাপ আপনি খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে বর্ণনা করেছেন আপনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটা জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

মিষ্টি প্রেমিকদের জন্য কাপ কেকের চিত্রাংকন খুবই সুন্দর হয়েছে, আপনি অনেক সুন্দর ভাবে উপস্থাপন করলেন। আপনার উপস্থাপন দেখে আমিও তৈরি করা শিখতে পারলাম।দেখে মনে হচ্ছে সত্যি কারের আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

জেনে সত্যি খুব ভালো লাগলো যে আপনি আমার উপস্থাপনা দেখে শিখতে পেরেছেন। ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু এখন থেকে এই খাবারের জিনিসগুলোকে ছবিতে একেই খাওয়ার চাহিদার একটা আকাঙ্ক্ষা পূরণ করতে পারব। আপনার অংকন খুবই সুন্দর হয়। আর আজকের অংকন এর ব্যতিক্রম নয় ।খুব সুন্দর করেই আপনি এই কেকের অঙ্কন করেছেন আপু। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এটি উপস্থাপন করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

কাপ কেকের চিত্রাংকন খুবই সুন্দর হয়েছে আপু। আপনার চিত্রাংকন আমার কাছে খুবই ভালো লাগে। বরাবরের মতো আজকেও আপনি দারুন একটি চিত্র অঙ্কন করে সকলের মাঝে শেয়ার করেছেন। দেখতে খুবই সুন্দর হয়েছে। অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করে সকলের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি চেষ্টা করব সব সময় আমার ভালো কাজ গুলো সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.029
BTC 65771.81
ETH 3174.77
USDT 1.00
SBD 2.61