DIY - এসো নিজে করি : শীতকালীন সবজির চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আবার নতুন একটা আর্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি শীতকালীন সবজির চিত্রাংকন করেছি।
শীতের ঋতুতে বিভিন্ন রকমারি সবজি খাওয়ার মজাই আলাদা। আরে কেন জানি এই ঋতুতেই সবজিগুলো অদ্ভুত সুন্দর লাগে। বাজারে গেলে ঝুড়িতে ঝুড়িতে এমন সবজি সাজানো দেখলে সত্যিই মন ভরে যায়🫑🍅🥦। আর এসব সবজিগুলো তাজা তাজা যখন বাসায় এনে রান্না করা হয় তখন তো সেই তরকারির তুলনাই হয়না।এসব কিছু মাথায় রেখেই আমার আজকের শীতকালীন সবজির চিত্রঅঙ্কন আপনাদের সাথে শেয়ার করা। এখানে আমি আমার পছন্দের সবজিগুলোর চিত্রাংকন করেছি যেমন-পেঁপে, মিষ্টি কুমড়া, লাউ, বাঁধাকপি, মুলা, ফুলকপি, গাজর, টমেটো, বেগুন, আলু, পেঁয়াজ, শিম এবং ক্যাপসিকাম ইত্যাদি। আমি চেষ্টা করেছি আমার চিত্রাঙ্কন টিতে রং দিয়ে বাস্তব রূপ ফুটিয়ে তোলার। এবং যথাসাধ্য চেষ্টা করেছি সহজ, সুন্দর উপায়ে আপনাদের মাঝে উপস্থাপন করার। আশা করছি আপনার কাছে ভালো লাগবে। সবাই শীতকালীন সবজি খাওয়ার পাশাপাশি,আমার চিত্রাংকন টিও উপভোগ করবেন🥰।সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

272643865_313166880764088_6844827674475007892_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মোম রং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি শীতকালীন সবজির মধ্যে মিষ্টি কুমড়া,লাউ, ফুলকপি, বাঁধাকপি ও বেগুন এর অবয়ব অঙ্কন করে নিলাম।

272888312_306734384838917_1649731055914108915_n.jpg272839169_337388174938652_8781351172642893739_n.jpg

ধাপ - 2

একইভাবে পেন্সিল এর সাহায্যে টমেটো,আলু,গাজর, মুলা,শিম ক্যাপসিকাম ও পেঁপে ইত্যাদির অবয়ব অংকন করে নিলাম।

273063102_713573166685776_5730690439706966597_n.jpg272933339_688934305457191_8259376874222225469_n.jpg

ধাপ - 3

এরপর আমি হালকা কমলা ও গারো কমলা কালারের মোম রং দিয়ে মিষ্টি কুমড়াটি ভালোভাবে রং করে নিলাম।এবং হালকা কমলা ও টিয়া কালারের মোম রং দিয়ে লাউ গুলো রং করে নিলাম।

272888312_4849012275177545_4376473086802382971_n.jpg259581999_486940529473602_4058838103997786549_n.jpg

ধাপ - 4

এরপর বিভিন্ন কালারের মোম রং এর সাহায্যে বাঁধাকপি,বেগুন, ফুলকপি ও গাজর ভালোভাবে রং করে নিলাম।আমি চেষ্টা করেছি বাস্তবে সবজিগুলোর যে রং সেই রংগুলো চিত্রাঙ্কনে ব্যবহার করার। এতে করে চিত্রাংকনের কিছুটা বাস্তব রূপ ফুটে উঠবে।

272841763_326224585947480_61828258101698643_n.jpg272853954_983902205814794_7432589628188172692_n.jpg

ধাপ - 5

আবারো বিভিন্ন রঙের মোম রং এর সাহায্যে মুলা,টমেটো,আলু,পেঁয়াজ, শিম ও ক্যাপসিকাম ভালোভাবে রং করে নিলাম।

273030017_520060442781187_2683919007557948880_n.jpg272842863_1125947878151203_7496913542124965413_n.jpg

ধাপ - 6

এরপর কালো মার্কার পেন এর সাহায্যে এসব কিছুর অবয়ব ভালোভাবে গাঢ় করে নিলাম।
এবং পেন্সিলের সাহায্যে প্রত্যেকটি সবজির নিচে ভালোভাবে ছায়া সৃষ্টি করলাম।

272915278_316348727127953_8707944752718345067_n.jpg272919485_1012708635948415_4763815593334140031_n.jpg

ধাপ - 7

এরপর সবজি গুলোর রং অনুসরণ করে বিভিন্ন কালারের জল রং একটি ব্রাশের সাহায্যে সবজিগুলোর আশেপাশে ছিটিয়ে দিলাম।
এভাবেই আমি আমার শীতকালীন সবজির চিত্রাংকন সম্পন্ন করলাম।


272876802_1017739245483731_5040680640456790436_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
272965604_1089041375216267_3227348458991999930_n.jpg272837925_522661639213310_3131212126529873173_n.jpg
272898364_1269051443588690_3614155063717319423_n.jpg272865162_4846131615474252_4651111178403189820_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 08 ফেব্রুয়ারি, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

আপু আপনি তো আজকে সব গুলো শীতকালীন সবজির চিত্রাংকন করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনার প্রশংসা করতে হয়। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

শীতকালীন সবজির চিত্রাংকন খুবই সুন্দর হয়েছে। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন দেখে চিত্র অঙ্কন করা আমি শিখতে পারলাম।চিত্র অংকন সত্যিই অসাধারণ। আমার খুবই ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর এবং উৎসাহ মূলক কমেন্ট করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার আঁকা চিত্র গুলো দেখে প্রত্যেকবারই বেশ অবাক হতে হয়। এত চমৎকার করে চিত্র গুলো কিভাবে অঙ্কন করেন আপনি? বরাবরের মতো এটিও অসাধারন একটি চিত্র ছিল। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে আপু। শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর করে আমার আর্ট এর প্রশংসা করার জন্য। ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

মোম রং এর তৈরি শীতকালীন সবজি গুলো অংকন আমার কাছে অসাধারণ লেগেছে । আপনার উপস্থাপনা ছিল চমৎকার । আপনার শীতকালীন সবজি গুলোর মধ্যে বাঁধাকপি, ফুলকপি এবং সিম আমার কাছে খুবই ভালো লাগে ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার শীতকালীন সবজির চিত্রটি এককথায় অসাধারণ হয়েছে আপু। দারুণভাবে আপনি আর্টটি করেছেন ।সবজি গুলো দেখে মনে হচ্ছে যেন একদম সত্যি কারের সবজি ।একদম বাস্তব রূপ দিয়েছেন আপনি ।আমার কাছে তো বেশ ভালো লেগেছে ।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য ভালোবাসা ও শুভকামনা রইল।

 2 years ago 

আপনার আর্ট এর কথা আর কি বলবো আপু। আপনার আর্ট সবসময়ই দারুন হয়। আমার কাছে খুবই ভালো লাগে৷ তেমন আপনার এই আর্টটিও অসাধারণ হয়েছে। এককথায় বলতে গেলে দারুণ। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট আমাদের উপহার দেয়ার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার চিত্রাংকন গুলো সব সময় খুব দারুণ হয় এবং বরাবরের মতোই শীতকালীন সবজির এই চমৎকার দৃশ্যটা অনেক ভাল লেগেছে আমার কাছে। ধন্যবাদ।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমি সবসময় চেষ্টা করব ভালো ভালো কাজ শেয়ার করার। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ওয়াও আপু আপনার তৈরি করা শীতকালীন সবজির চিত্রাংকন টা বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে। আপনার জন্য ও আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু শীতকালীন সবজি গুলো দেখতে আসলেই আলাদা লাগে অন্যরকম একটা সুন্দর লাগে, আর রান্না করে টাটকা তাজা খেতে তো অসাধারণ লাগে ।খুব সুন্দর করে শীতকালীন সবজির ছবি এঁকেছেন খুবই ভালো লাগছে। বেগুনটা দেখতে কত সুন্দর লাগছে পারফেক্ট কালার করেছেন প্রত্যেকটা সবজির। আসলেই আপনার আর্ট এর কোন তুলনাই হয়না।

 2 years ago 

ধন্যবাদ আপু আমার পুরো পোস্টটি পড়ে গুছিয়ে কমেন্ট করার জন্য। অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার শীতকালীন সবজির চিত্রাঙ্কন দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম।মনে হচ্ছে এগুলো বাস্তব সবজি। আপনার আর্ট দেখেই বুঝা যায় আপনার আর্টের হাত কতটা পাকা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া প্রতিবার আমার পোস্টে এমন সুন্দর কমেন্ট করার জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.025
BTC 55258.26
ETH 2459.89
USDT 1.00
SBD 2.19