সাদা কালো পেস্ট্রি কেকের 🍰 চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি সাদা কালো পেস্ট্রি কেকের 🍰 চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

295339720_537901598083479_7710817454412020745_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে পেন্সিলের সাহায্যে একটি প্রেস্টি কেকের অবয়ব অঙ্কন করে নিলাম। এরপর কেকটিতে কয়েকটি লেয়ারের অঙ্কন করে নিলাম। এবং সেই সাথে উপরের দিকে স্ট্রবেরি এবং ব্ল্যাকবেরি সহ কয়েকটি ফল অঙ্কন করে নিলাম।

294150593_442695437765745_3882704074499794219_n.jpg294355070_391020919788447_3206103130174385388_n.jpg

ধাপ - 2

এরপর সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং ডেকোরেশনের জন্য কেটে নিচের দিকেও দুটি স্ট্রবেরি ফল,চেরি ফল এবং ব্ল্যাকবেরি ফল অঙ্কন করে নিলাম।


294058289_2789760387826477_8762069651362536999_n.jpg


ধাপ - 3

এরপর পেস্ট্রি কেকটিকে একটি প্লেটের উপর রাখা হয়েছে। এমনটি বোঝানোর জন্য,কেকের নিচের দিকে একটি প্লেট অঙ্কন করে নিলাম পেন্সিলের সাহায্যে।


294352582_585470302967708_1836763082423511196_n.jpg


ধাপ - 4

পেন্সিল দ্বারা অঙ্কিত চিত্রাংকন টি কালো মার্কার পেনের সাহায্যে গাঢ় করতে শুরু করলাম। প্রথমে পেস্ট্রি কেকটির উপরের দিক এবং নিচের দিকে রাখা ফলগুলো ভালোভাবে গাঢ় কালো করে নিলাম।


294811084_355466383458999_4703017285054590940_n.jpg


ধাপ - 5

এভাবেই পুরো চিত্রাংকনকে কালো মার্কার পেনের সাহায্যে গাঢ় কালো করে নিলাম। এবং সাদা কালো এই প্রেসটি কেকটির সৌন্দর্য বৃদ্ধির জন্য পুরো চিত্রাংকন এর মধ্যে কালো মার্কার প্রেমের সাহায্যে কিছু হেচ ডিজাইন করে নিলাম।
এভাবেই আমি আমার আজকের চিত্রাংকন সম্পন্ন করলাম।

294898961_1082373455753173_3494040331269659651_n.jpg294354084_367134072055827_434574467015746388_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
294466361_938109103575713_8150082213421580653_n.jpg295339720_537901598083479_7710817454412020745_n.jpg

294723833_322838576636732_1201866432393003714_n.jpg



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং জুলাই 24, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

অনেক দারুন একটি পেস্ট্রি কেক এঁকেছেন আপু। আমার কাছে কিন্তু পেস্ট্রিকেক খেতে ভীষণ ভালো লাগে। আর আপনি এত সুন্দরভাবে এঁকেছেন দেখে সত্যি সত্যি কেক মনে হচ্ছে। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগলো। অনেক দুর্দান্ত একটা পোস্ট করেছেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনাদের এই কমেন্ট গুলোই আমার ভালো কাজ করার পিছনে তাগিদ হয়ে দাঁড়ায়। ধন্যবাদ প্রতিনিয়ত সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। ভালো থাকবেন আপু এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

কেকের দারুন একটি চিত্র অংকন করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে আসলে আপনার অংকন করার চিত্রগুলো বরাবরই অনেক ভালো লাগে আমার কাছে আর রেসিপি কথা তো না বললেই নয়। ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য 🌹

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার প্রতিটি পোস্টের জন্য এত সুন্দর প্রশংসাজনক কমেন্ট করেছেন। আমি সব সময় চেষ্টা করবো আমার ভালো ভালো কাজগুলো সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করার। সেই সাথে খুব সহজ পদ্ধতিতে উপস্থাপন করার যাতে করে আপনারা নিজেরাও এই কাজগুলো খুব সহজেই করতে পারেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।

 2 years ago 

এত চমৎকারভাবে আপনি কিভাবে যে আর্ট করেন আপু। সত্যিই আপনার আর্ট গুলো দেখলে অসম্ভব ভালো লাগে। আজকেরটাও তার ব্যতিক্রম নয়। চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

দোয়া করবেন ভাইয়া সবসময় যেন আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে পারি এবং আপনাদের কাছ থেকে এমন সুন্দর সুন্দর প্রশংসা আদায় করে নিতে পারি। আপনাদের কাছে ভালো লাগলে আমি আমার কাজের সার্থকতা খুঁজে পাই। ভালো থাকবেন ভাইয়া।অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

পাত্র দৃশ্যটা আরো সুন্দর হওয়া প্রয়োজন ছিল মনে করি। তবে কেকের দৃশ্যটা বেশ মনোমুগ্ধকর ভাবে উপস্থাপন করতে পেরেছেন। হয়তো অনেক সময় ব্যয় হয়েছে আপনার এত সুন্দর একটি কাজ সম্পন্ন করতে। ভালো লাগলো আপনার আজকের পোস্ট দেখে।

 2 years ago 

ঠিক আছে ভাইয়া আমি অবশ্যই চেষ্টা করবো পাত্রের দৃশ্যটা আরো সুন্দরভাবে করার। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। জি প্রায় অনেক সময় লেগেছে আমার কাজটি সম্পন্ন করতে। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনি দারুন সাদা কালো পেস্ট্রি কেকের চিত্রাংকন করেছেন। আপনার আর্ট গুলো সত্যি অসাধারণ হয়। আমার কাছে আপনার আর্ট গুলো অনেক ভালো লাগে। আজকে আর্ট টি অসাধারণ হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে গুছিয়ে মন্তব্য প্রকাশ করার জন্য। আপনার কমেন্টসটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। দোয়া করবেন যাতে সব সময় আপনাদেরকে এমন সুন্দর সুন্দর আর্ট উপহার দিতে পারি এবং আপনাদের মুগ্ধ করে দিতে পারি। সেই সাথে আশা করছি সব সময় এমন সুন্দর মন্তব্য নিয়ে পাশে থাকবেন।

 2 years ago 

শুধুমাত্র পেনসিল স্কেচ করে পেস্ট্রির ছবি এভাবে ফুটিয়ে তোলা সম্ভব হবে আগে কখনোই ভাবিনি। আমার মনে হয় আপনি বলেই এই কাজটা এতটা পারফেক্ট হয়েছে। দারুন লাগছে আপু 👌👌👌👌। আপনার আর্ট মানেই একরাশ মুগ্ধতা।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া প্রতিনিয়ত আমার পোস্টে কমেন্ট করে আমাকে এতটা অনুপ্রাণিত করে যাওয়ার জন্য। একটা ভালো কাজ করার জন্য উৎসাহের অনেক বেশি প্রয়োজন হয়। আর সেই উৎসাহ আমি আপনাদের এই সুন্দর মন্তব্যগুলো থেকে পেয়ে থাকি। অনেক কৃতজ্ঞ রইলাম ভাইয়া এবং অনেক অনেক ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

অসাধারণ একটি চিত্রাংকন আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপক। আপনার চিত্রাঙ্কন গুলো আমার কাছে বেশ ভালো লাগে। একটি ইউনিক চিত্র অঙ্কন করেন আপনি। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া। আমি সব সময় চেষ্টা করি ইউনিক আইডিয়া নিয়ে কাজ করার এবং সুন্দর উপস্থাপনার মাধ্যমে সেই আইডিয়া চিত্রাংকন আকারে আপনাদের মাঝে শেয়ার করার। আপনাদের কাছে ভালো লাগলে আমি আমার কাজের সার্থকতা খুঁজে পাই। অনেক শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনারা চিত্র অংকন গুলো দেখলে আমি সত্যিই মুগ্ধ হই। আর মাঝে মাঝে অবাক হই কিভাবে এত সুন্দর করে চিত্র অঙ্কন করেন। আজকেও আপনি সাদাকালো পেস্টি কেক এর চিত্র অঙ্কন করেছেন অসাধারণ হয়েছে আপনারা চিত্রটি সত্যি প্রশংসা করার মতো দোয়া রইল আপনার জন্য এভাবে সামনে এগিয়ে যান।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাদের সুন্দর মন্তব্য গুলো আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। অবশ্যই দোয়া করবেন যাতে আমি এভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আপনাদের মুগ্ধ করে যেতে পারি। আশা করছি সব সময় এমন সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন। আপনার সুস্থতা কামনা করছি।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে প্রেস্টি কেকের চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। খুবই দক্ষতার সঙ্গে আপনি অঙ্কন করেছেন সত্যি আমি আপনার এরকম অংকন দেখে মুগ্ধ। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। আমি সবসময় চেষ্টা করি দক্ষতার সাথে এবং মন দিয়ে কাজ করে।সেই কাজআপ সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করার। দোয়া করবেন ভাইয়া যেন এভাবেই আমার কাজ এই কমিউনিটির জন্য অব্যাহত রাখতে পারি। এবং আপনাকে শুভাকাঙ্ক্ষী আকারে সব সময় এভাবেই পাশে চাই।

 2 years ago 

আপনি সব সময় আমাদের সাথে সুন্দর সুন্দর কিছু চিত্র অংকন শেয়ার করেন। সেই ধারাবাহিকতায় আজকে আপনি অনেক সুন্দর একটি সাদা কালো পেস্টি কেকের চিত্র অঙ্কন উপহার দিয়েছেন। যার প্রতিটি ধাপই ছিল অনেক সুন্দর ।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58679.35
ETH 3155.04
USDT 1.00
SBD 2.44