DIY - এসো নিজে করি : আফ্রিকান একটি মেয়ের চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি কালারফুল আফ্রিকান একটি মেয়ের চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

Social Media Conference YouTube Thumbnail(25).jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি মহিলাটির শরীরের গঠন এর চিত্রাংকন করলাম পেন্সিল দিয়ে খুবই হালকা করে যেন কোন ধরনের ভুল হলে মুছে আবার ঠিক করা যায়।


263796283_1968965089931023_307690783842462362_n.jpg


ধাপ - 2

এরপর কানের দুল চিত্রাংকন করলাম এবং গলার মালা চিত্রাংকন করলাম। কারণ তারা একটু ডিফারেন্ট টাইপ এর কানের দুল এবং গলার মালা পরিধান করে থাকে তাই আমি তাদের মতে করে চিত্রাংকন করার চেষ্টা করলাম। এবং মাথায় বড় একটি টুপি এর মত করে আর্ট করলাম।


263580780_1966997240131869_4571334311078326831_n.jpg


ধাপ - 3

তারা কাপড় কে এমনভাবে প্যাচিয়ে রাখে যেন মনে হয় টুপি হয়ে গেছে। তারপর ডিজাইন করলাম পেন্সিল দিয়ে।


264039227_420726542867051_2062833798685129436_n.jpg


ধাপ - 4

এরপর মার্কার কলম দিয়ে পেন্সিল দিয়ে যা যা করেছি সব গুলোর উপর গারো করে আবারো আর্ট করলাম। এবং পাশাপাশি পেজের মধ্যে উপরের অংশটুকু হালকা রং করলাম।


263916451_272371104931281_3504391149154745480_n.jpg


ধাপ - 5

এরপর শরীরের অংশ থেকে বাদ দিয়ে বাকি পুরো পেইজে সবটুকু জায়গায় হলুদ রং দিয়ে রং করলাম। তারপর পুরো শরীরটাকে কালো রং দিয়ে রং করলাম।


263772885_441484687467432_7366400373153516138_n.jpg
263768842_256446239807586_7864764232249176026_n.jpg


ধাপ - 6

এরপর মাথার উপরের অংশটুকু ডিজাইন করলাম লাল রং এবং সাদা রং এর সংমিশ্রণে। তারপরে গলার মালা এবং কানের দুল গুলো রং করলাম।


263800387_728505401452760_6593756576417120575_n.jpg
263655136_903079400375912_8024364926236763294_n.jpg


ধাপ - 7

এরপর পোশাকের অংশটুকু ডিজাইন করলাম এবং লাল রং দিয়ে রং করলাম। আর এভাবে আমি আমার চিত্রাংকন সমাপ্ত করলাম।


263819113_1120345665168839_3302573266242045425_n.jpg



চূড়ান্ত পদক্ষেপ
263642669_337367634418270_4319002713263866406_n.jpg263727416_399478131861003_7020576391663342842_n.jpg
263710461_660335895125818_1583902212916998169_n.jpg263629809_1038376297004450_6749276170674042593_n.jpg


আমার পেইন্টিং এর সাথে আমার ছবি


263731676_251809850350611_58845211408558220_n.jpg

#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং ০৯ ডিসেম্বর , 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর লাগছে ড্রয়িং টি দেখতে। আপনি বরাবরই খুব সুন্দর সুন্দর ড্রইং আমাদের সাথে শেয়ার করেন। আপনার ড্রয়িং গুলো আমার খুবই পছন্দ। পিছনের ব্যাকগ্রাউন্ড কালার টা হলুদ হওয়ার কারণে খুব সুন্দর করে ফুটে উঠেছে।আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য ও রইলো অনেক শুভকামনা।

 3 years ago 

আফ্রিকান একটি মেয়ের চিত্র আপনি দারুণভাবে অঙ্কন করেছেন।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপু। আপনার অংকন দেখে আমি বরাবরই মুগ্ধ হই। আপনার অংকনের হাত অনেক ভাল। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। প্রত্যেকবার আমার পোস্টের সুন্দর কমেন্ট গুলো করে সত্যিই আপনি আমাকে অনেক অনুপ্রাণিত করেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমাদের আর্টের জাদুকর আপু আমাদের জন্য আবারও নতুন একটা আফ্রিকান একটি মহিলার ছবি অংকন এর মাধ্যমে সত্যি দারুন লাগে যখন আপনার আট গুলা দেখি। আপনি অনেক সুন্দর করে আফ্রিকান একটি নারীর ভান্ডারহাটি করেছেন। এবং খুব সুন্দর করে তাকে ধাপে ধাপে কালারটি ফুটিয়ে তুলেছিলেন খুব খুবই ভালো লেগেছে। এবং আর্টটি সত্যি উপভোগ করার মতো। আমাদের মাঝে এত সুন্দর একটা মান্ডালা আর্ট উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের জন্য। তবে এটি মান্ডালা আর্ট না এটি একটি আফ্রিকান মেয়ের আর্ট। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

অনেক চমৎকার একটি আর্ট করেছেন আপনি আপু। খুবই নিখুঁত হয়েছে আপনার স্কেচ করা টি। হলুদ ব্যাকগ্রাউন্ড এর উপরে লাল আর কালো রঙ টি খুবি ফুটে উঠেছে। ধন্যবাদ আপু আমাদের সাথে এমন একটি আর্ট শেয়ার করবার জন্য। শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য ও রইলো অনেক শুভকামনা।

আফ্রিকান একটি মেয়ের চিত্রাংকন বেশ দারুণ লাগছে।অংকনটি অনেক সুন্দর করে করছেন,যে কেউ দেখে এটি আঁকতে পারবে।আর্টটির কালারটি অনেক সুন্দর লাগছে।আর্টের সাথে সাথে উপস্থাপনা অনেক সুন্দর।অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। আপনার জন্য ও রইলো অনেক শুভকামনা।

 3 years ago 

আফ্রিকার মেয়ে চিত্রটি খুবই সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে সত্যি কারের আফ্রিকার মেয়ের চিত্র অঙ্কন করেছেন। আপনার এই চিত্রটি আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আফ্রিকার মেয়ের চিত্রটি খুবি সুন্দর হয়েছে আ।পনি খুবই সুন্দরভাবে চিত্রটি অঙ্কন করেছেন। আপনার প্রতিটা উপস্থাপন আমার অনেক ভালো লেগেছে।আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর কমেন্টের জন্য। আপনার জন্য ও রইলো অনেক শুভকামনা।

 3 years ago (edited)

আফ্রিকান মেয়ের চিত্রাংকন অসাধারণ হয়েছে আপু। আফ্রিকান মেয়েরা বিভিন্ন ধরনের গহনা পারতে ভালোবাসে। সুন্দর করে গহনাগুলো অঙ্কন করেছেন। আপনার অঙ্কনটি আমার খুবই ভালো লেগেছে আপু। শুভকামনা রইল আপনার জন্য এবং আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। ঠিক বলেছেন আফ্রিকার মেয়েরা বিভিন্ন ধরনের গহনা পড়তে খুবই ভালোবাসে। তাই আমি আমার চিত্রাংকনে চেষ্টা করেছি তাদের গহনাগুলো কে ফুটিয়ে তোলার। আপনার জন্য রইলো অনেক শুভকামনা।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে আফ্রিকান মেয়ের চিত্র অঙ্কন করেছেন। এর আগে আমি একটি আফ্রিকান মেয়ের চিত্র এঁকে ছিলাম। আসলে এরকম চিত্রগুলোতে অনেকটা সময় লাগে। কিন্তু দেখতে বেশ ভালই লাগে। কপ 25 তারিখ খুবই সুন্দর হয়েছে আপু। এত সুন্দর ভাবে আফ্রিকান একটি মহিলার চিত্র অঙ্কন করে দেখানোর জন্য অনেক ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনি এত সুন্দর একটি কমেন্টের জন্য। জ্বি আপু আমি লিখেছিলাম আপনার আফ্রিকার মেয়ের আর্ট টি অসাধারণ হয়েছিল।ঠিক বলেছেন অনেক সময় নিয়ে এই আর্ট ‌গুলো করতে হয়। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার প্রতিটি চিত্রাংকন আমার কাছে পার্সোনালি অসাধারণ লাগে। আজকের আফ্রিকান মেয়ের এই চিত্রাংকন টিও বেশ ভালো লেগেছে আমার কাছে।
আর মেয়েটির গরণ দেখেই বোঝা যাচ্ছে এটি একটি আফ্রিকানই হতে পারে কেননা মাথার উপরে উঁচু এই চুল গুলো দেখেই তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।
এত সুন্দর ইউনিক একটি চিত্রাংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি সত্যিই আপনাদের এই কমেন্ট গুলোর কাছে অনেক কৃতজ্ঞ।এই কমেন্টগুলোই আমাকে অনুপ্রেরণা জোগায় সামনে আরো ভালো ভালো কাজ করে যাওয়ার। আপনার জন্য রইল অসংখ্য শুভেচ্ছা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 62753.87
ETH 2445.66
USDT 1.00
SBD 2.67