DIY - এসো নিজে করি : জল রং দিয়ে কমলা লেবুর চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে
হ্যালো আর্ট প্রেমী, |
---|
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি জল রং দিয়ে কমলা লেবুর চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।
উপকরণ: |
---|
- পেন্সিল
- কাগজ
- জল রং
প্রথমে আমি পেন্সিল দিয়ে হালকা করে কমলালেবু এবং পাতার গঠন চিত্রাংকন করলাম। কারণ পরবর্তীতে আমি এর উপর রং ব্যবহার করব তাই পেন্সিল দিয়ে খুবই হালকা ভাবে প্রথমে সবকিছুর চিত্রাংকন করে নিয়েছি।
এরপর শুরু করলাম রংয়ের কাজ। প্রথমে সবুজ রঙের ব্যবহারের মাধ্যমে পাতা আর্ট করলাম এবং ডালপালা চিত্রাংকন করলাম।
এরপর কমলালেবু বাদ দিয়ে যতগুলো পাতা আমি আর্ট করতে চেয়েছিলাম সবগুলো আগে আর্ট করে শেষ করলাম।
এরপর শুরু করলাম কমলালেবুর রং করা। যেহেতু আমরা সকলেই জানি কমলালেবুর কালার তাই আমি সে কালার ব্যবহার করলাম এবং মাঝখানে একটু গাড়ো রং ব্যবহার করার জন্য সাদা রেখে দিলাম।
এরপর কমলালেবু কে পাকা বুঝানোর জন্য মাঝখানে হালকা হলুদ রঙের ব্যবহার করলাম।
এরপর হলুদ রঙের উপর আবার কমলা রং করলাম তারপর পরিপূর্ণ হল কমলালেবু চিত্রাংকন করা।
এরপর পাতা গুলোর মধ্যে সাদা রং ব্যবহার করলাম পাতাগুলো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এভাবে আমি আমার কমলা লেবুর চিত্রাঙ্কন টি জল রং দিয়ে সম্পন্ন করেছি।
-- |
#বাংলাদেশ থেকে
এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 30 অক্টোবর , 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।
আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন
ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara
কী কী সুন্দর লাগছে 😮 অসাধারণ প্রতিভা প্রকাশ করেছে আপনি।জল রংএর ছবি গুলো সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনাকে অনেক ধন্যবাদ আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। আমি সবসময় চেষ্টা করি আমার প্রতিভাগুলো কে সুন্দর ভাবে আপনাদের সামনে ফুটিয়ে তোলার জন্য। আপনাদের যে ব্যাপারটা চোখে পড়ছে এটার জন্য আমি সত্যিই অনেক কৃতজ্ঞ। অনেক শুভেচ্ছা রইলো ভাইয়া।
জল রং ব্যবহার করে আপনি অনেক সুন্দর ভাবে কমলা আর্ট করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর আর্ট করেন শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। শুভকামনা রইলো
অনেক ধন্যবাদ ভাইয়া। আপনাদের এই কমেন্টগুলো সত্যিই আমাকে অনেক উৎসাহ দেয়। আমি অনেক ভালো ভালো কাজ করার আগ্রহ পাই। এর জন্য অনেক কৃতজ্ঞতা রইল এবং আপনার জন্য শুভকামনা রইল।
জল রং দিয়ে আপনি খুবই সুন্দর কমলা লেবু আর্ট করেছেন ।এটি আমার কাছে খুবই ভালো লেগেছে ।দেখে মনে হচ্ছে কমলা লেবু গুলি পেকে একদম টসটসে হয়ে গিয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে বর্ণনা করে বুঝিয়ে দিয়েছেন ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। দোয়া করবেন যাতে এভাবেই ভালো আর্টগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি।
এত সুন্দর পেইন্ট দেখলে কে এই পেইন্ট এর উপর প্রেমে পরবে না বলে। সত্যি জাস্ট অসাধারন ডিজাইন। এই ভাবেই এগিয়ে যান আপু। একটিন অনেক ভালো কাজ পারবেন যা আপনিও অবাক হয়ে যাবেন। অনেক অনেক দোয়া রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। জি ভাইয়া অবশ্যই এভাবে কাজ করে যাওয়ার চেষ্টা করব। আশা করছি সামনে আপনাদের আরও ভালো কাজ উপহার দিতে পারব। আপনার জন্য ও অনেক দোয়া রইল।
🙏❤️❤️❤️❤️
আপু আমার একটি প্রশ্ন ছিলো।যদি উত্তর দিতেন,
আমাকে কি বলবেন আপনি এই জল রঙ এর পেইন্টিং এর জন্য কোন কাগজ আর কোন জল রঙ ব্যবহার করেন?
জিজ্ঞেস করলাম কারণ আমার খুব ভালো লাগে আপনার কাজ গুলো। আপনি অনেক সুন্দর করে আঁকতে পারেন আপু। আমি আপনার কাছ থেকে সব সময় কিছু না কিছু শেখার চেষ্টা করি।
আপু আমি জলরঙের পেইন্টিং গুলো করার জন্য "ডোমস ওয়াটার কালার টিউবস" এই জল রঙ টি ব্যবহার করে থাকি।আর জল রঙ ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের স্কেচবুক পাওয়া যায়। আমি ওই ধরনের স্কেচ বুক গুলাই ব্যবহার করে থাকি। আপু আপনি যে কোন লাইব্রেরীতে গিয়ে বললেই এই ধরনের স্কেচবুক পেয়ে যাবেন।
আপু আপনার যে কোন প্রশ্ন থাকলে নির্দ্বিধায় আমাকে জিজ্ঞেস করবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব সুন্দর ভাবে বুঝিয়ে উত্তর দেওয়ার। আর আপনি এত গুণবতী একটা মেয়ে এত সুন্দর কাজ আমাদের সাথে শেয়ার করেন। তারপরও বলেন যে আমার কাছ থেকে সবসময় শেখার চেষ্টা করেন। এই ব্যাপারটা সত্যিই আমাকে অনেক উৎসাহ দেয়। অনেক ধন্যবাদ আপনাকে। আপু শুভকামনা রইল আপনার জন্য।
আপনাকে অনেক বেশি ধন্যবাদ আপু।
আপনি আমার কথাটাকে কত সুন্দর ভাবে গুরুত্ব দিলেন।আমি সত্যিই কৃতজ্ঞ।
আপনি সত্যিই একজন ভালো মনের মানুষ।
অনেক অনেক ধন্যবাদ আপু।
আপনার আঁকিবুকি আমি দেখেছি আপনার প্রত্যেকটি জলরং এর আঁকা আর্ট হৃদয় ছুঁয়ে যায়। প্রত্যেকটি অংকন যেন একটি আরেকটি কে ছাড়িয়ে যায়। এভাবেই সামনে এগিয়ে যান শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। দোয়া করবেন যাতে এভাবেই সামনে এগিয়ে যেতে পারি। শুভেচ্ছা রইল আপনার জন্য।
কমলা লেবুর ছবি একদমই সত্যিকারের মতো লাগছিল। ইচ্ছে করছিল এখনই খেয়ে ফেলি।
রঙের ব্যাবহার অসাধারণ ছিল। যদিও আপনি বরবরই ভালো ছবি আঁকেন কিছু বলার নেই 💜
শুভ কামনা অবিরাম 💚
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।
আপনার পোস্টের কোনো তুলনা হয়না আপু কত সুন্দর করে দক্ষ হাতে আপনি নিখুঁতভাবে কাজ করেন দেখেই ভালো লাগে। আপনার আর্ট দেখে অনুপ্রেরণা পাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
অনেক ধন্যবাদ আপু।আর আপনাদের এই কমেন্টগুলো আমাকে অনেক অনুপ্রেরণা দেয় এবং উৎসাহ দেয় আরো সুন্দর সুন্দর আর্ট আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপনার আর্ট টি অসাধারণ হয়েছে আপু। মনে হচ্ছে এটি বাস্তব কমলার ছবি।ধাপগুলো আপনি সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু আমাদের মাঝে সুন্দর আর্ট টি শেয়ার করার জন্য। ☺️
আপনাকেও অনেক ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
অসম্ভব সুন্দর হয়েছে আপনার আর্ট। কমলা লেবু কালার অনেক সন্দুর লাগছে।কমলা লেবু আমার প্রিয় ফল।শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য ও শুভকামনা রইল।