DIY - এসো নিজে করি : ভাঙ্গা নারিকেলের পেইন্টিং || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি ভাঙ্গা নারিকেলের পেইন্টিং করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

264890061_276639174516050_2240786695825289998_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে নারিকেল আর্ট করার জন্য গোল গোল করে কিছু বৃত্ত আর্ট করলাম।


265198276_5059273790801506_4431243843898920352_n.jpg


ধাপ - 2

এরপর নারিকেল গুলো ভাঙ্গা বুঝানোর জন্য পেন্সিল দিয়ে নারিকেলের উপর কিছু ঢেউয়ের মত করে আর্ট করলাম।

265276878_1671873079832302_8827196007519919271_n.jpg265187213_312356257423204_2560883541269147715_n.jpg

ধাপ - 3

এরপর সবটুকু মার্কার কলম দিয়ে আবারো আর্ট করলাম যেন এগুলো ফুটে ওঠে এবং সুন্দর দেখা যায়।


265216919_930463854262907_3849897916682855007_n.jpg


ধাপ - 4

এরপর শুরু করলাম রংয়ের কাজ। প্রথমে আমি জল রং দিয়ে ডানপাশের কিছু নারিকেল এর রং করলাম।


265509933_605594337423764_363635975573122996_n.jpg


ধাপ - 5

এরপর সবগুলো নারিকেলের বাইরের অংশ যেগুলো শুধু রং করে শেষ করলাম।


265272374_3167971720135898_3364228829678936974_n.jpg


ধাপ - 6

এরপর কালো রং দিয়ে হাল্কা হাল্কা করে নারকেল গুলোর সবগুলোর বাহিরের অংশগুলোতে রং করলাম। এবং নারিকেলের মধ্যে যে উপরের কিছু অংশ থাকে সেগুলো আর্ট করলাম।


265130155_1331063414001472_3067233525686840961_n.jpg


ধাপ - 7

এরপর সাদা রং দিয়ে মাঝখানে যে কালো দাগ গুলো দিয়েছিলাম সেগুলোর উপর রং করলাম এবং নারিকেলের মধ্যে গর্ত রয়েছে এমন বুঝানোর জন্য মাঝখানে পেন্সিল দিয়ে হালকা করে দাগ দিয়ে দিলাম এবং পরবর্তীতে সেগুলো টিস্যু দিয়ে মুছে দিলাম।


264242058_260769489302150_481091735861672967_n.jpg


ধাপ - 8

এরপর পুরো পেজ টির মধ্যে নীল এবং আকাশী কালার এর সংমিশ্রণে ঘটিয়ে রং করলাম যেন সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়। আর এভাবে আমি আমার পেইন্টিংটি সম্পন্ন করেছি।


265388464_341327544016878_2447211573213729476_n.jpg
265139462_1253987308412233_7913859680295391007_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ

264890061_276639174516050_2240786695825289998_n(1).jpg

265092937_586297762668838_4135369870851612935_n.jpg



আমার পেইন্টিং এর সাথে আমার ছবি


265924048_1067011987456831_460637965092617390_n.jpg

#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 14 ডিসেম্বর , 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

ভাঙ্গা নারিকেলের অসাধারণ একটি পেইন্টিং আমাদের মাঝে তুলে ধরেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে কালার কম্বিনেশন একদম অরিজিনাল নারীকেলের মতো মনে হচ্ছে সেই সাথে ধাপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভকামনা থাকলো আপনার জন্য

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ভাঙা নারকেলের পেন্টিং অসাধারণ হয়েছে আপু ।আপনি সত্যিই প্রকৃত আর্টিস্ট ।আপনার প্রত্যেকটি আট অসাধারণ হয়। আজকে ভাঙ্গা নারকেলের দৃশ্য পটভূমি খুব সুন্দর ভাবে আটের এর মাধ্যমে তুলে ধরলেন। যেটা দেখে খুবই মুগ্ধ হয়েছি। অসংখ্য ধন্যবাদ আপু। 😍😍

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমার প্রত্যেকটি আর্টের সুন্দর প্রশংসা করার জন্য আমি অনেক কৃতজ্ঞ। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু আপনার ভাঙ্গা নারকেলের পেইন্টিংটি চমৎকার হয়েছে। দেখে একেবারে সত্যিকারের নারিকেলের মত লাগছে দেখতে। তাছাড়া আপনি এটি তৈরির ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা দেখে ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

নারিকেল আমার অনেক পছন্দের আপনি ভাঙ্গা নারিকেলের পেইন্টিং বানিয়েছেন অসাধারণ হয়েছে আপু। আমি তো ভাবছিলাম যে অরজিনাল নারিকেল দেখে অনেক ভালো লাগলো। এভাবেই চালিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো

 3 years ago 

আমার ও অনেক পছন্দের একটি ফল নারিকেল। অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু আপনার আর্টটি অনেক বেশি সুন্দর হয়েছে।
আপনার আর্টগুলো অনেক বেশি সুন্দর লাগে আমার সবসময় ই, এই নিয়ে কিছু বলার নেই।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু। প্রত্যেকবার এত সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করার জন্য।

বাহ আপু অনেক চমৎকার হয়েছে তো! অনেক সুন্দর হয়েছে ভাঙ্গা নারিকেলের পেইন্টিং । আপনার আর্ট গুলো আমি দেখি । সবগুলো ইউনিক পেইন্টিং আপু ।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর পেইন্টিং গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। আপনাদেরই কমেন্টগুলো সত্যিই আমার কাজ করার তাগিদ আরও বাড়িয়ে দেয়। এভাবেই পাশে থাকবেন।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু আমি তো হঠাৎ করে দেখে মনে করেছিলাম এগুলো বুঝি সত্যি নারকেল পরে দেখলাম যে এগুলো আপনি এঁকেছেন। খুবই চমৎকার হয়েছে নারিকেল গুলো দেখে বোঝার উপায় নেই যে এগুলো আঁকা।সুন্দরভাবে আপনি নারকেল আঁকার প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখিয়েছেন দেখে অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য। সত্যি আপনাদের কমেন্টগুলো পড়ে সত্যি অনেক অনুপ্রাণিত অনুভব করি। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

বাহ আপু অনেক সুন্দর আইডিয়া করে পোস্ট তৈরি করেছেন আজকে। বুদ্ধিমত্তা দিয়ে ভাঙ্গা নারিকেলের অনেক সুন্দর একটা পেইন্টিং তৈরি বলেছেন আপনি। প্রত্যেকটা ধাপ নিখুত ভাবে তৈরি করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল।

কি বলবো আপু জাষ্ট অসাধারণ। ভাঙ্গা নারিকেলের পেইন্টিং টা দেখতে অনেক সুন্দর লাগছে। আপনার এই আর্টটি সম্পূর্ণ সৃজনশীলতার পরিচয় ফুটিয়ে তুলেছে। আপনি আর্ট করতে খুব দক্ষ দেখছি। এতো সুন্দর একটি আর্ট ধাপে ধাপে বর্নণা করার জন‍্য অসংখ্য ধন্যবাদ আপু। শুভকামনা ও ভালোবাসা রইল আপনার জন‍্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।

 3 years ago 

ভাঙ্গা নারিকেলের পেইন্টিং সত্যিই খুব অসাধারণ হয়েছে। আপনি তো সব সময় খুব সুন্দর সুন্দর পেইন্টিং আমাদেরকে উপহার দেন আজকেরটাও ব্যতিক্রম নয় সত্যি খুব সুন্দর হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি সত্যিই কৃতজ্ঞ আপনাদের এত সুন্দর কমেন্ট করার জন্য। এই কমেন্ট গুলো পড়লে মনে হয় যে সামনে আমাকে আরও সুন্দর এবং ইউনিক কাজ করে আপনাদের কে মুগ্ধ করতে হবে। এভাবেই পাশে থাকবেন আপু। অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56477.82
ETH 2390.38
USDT 1.00
SBD 2.33