DIY - একটি মেয়ের কাল্পনিক বুদবুদ উড়ানোর চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে নতুন একটি চিত্রাংকন শেয়ার করছি। যারা আমার পোস্ট গুলো ভালোভাবে পড়েন বা দেখে থাকেন। তারা অবশ্যই জানেন যে আমি সামুদ্রিক মাছ,একুরিয়াম বা বুদবুদ টাইপের জিনিসগুলো অনেক বেশি পছন্দ করি। আমি বিভিন্ন চিত্রাঙ্কনে আমার পছন্দের জিনিস গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আজকেও আমি ঠিক সেই কাজটি করেছি। আমি বুদবুদ ফুলাতে অনেক বেশি পছন্দ করি। আগে ছোটবেলায় আব্বুর সাথে যখনই কোন মেলায় যেতাম বুদবুদ ফুলানোর যন্ত্র অবশ্যই কিনে নিয়ে আসতাম। এখন অবশ্য এগুলো খুব একটা করা হয় না।

আজকে হঠাৎ একটা বাচ্চাকে দেখলাম অনেকগুলো বুদবুদ একসাথে ফুলাচ্ছে। তখন হঠাৎ আমার মাথায় আসলো আমিও যদি এরকম অনেকগুলো বুদবুদ একসাথে ফোলাতে পারতাম। এবং আমার বুদবুদ গুলোর মধ্যে যদি মাছের বসবাস হতো। তবে দৃশ্যটা কতই না সুন্দর হতো। অর্থাৎ আমার প্রতিটা বুদবুদ হতো একেকটা একুরিয়াম। কি অদ্ভুত চিন্তাভাবনা তাইনা। তবুও হুটহাট এমন চিন্তা গুলো করতে ভালই লাগে। এবং আপনারা আমার চিত্রাঙ্কনে দেখতেই পারছেন যে,আমার চিন্তা যদি বাস্তবায়ন করা হয়‌।তাহলে সত্যিই কতটা সুন্দর লাগবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই পোস্টটি অনেক ভালো লাগবে। ধন্যবাদ যারা ধৈর্য্যসহকারে পুরো পোস্টটি পড়েছেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ❣️।

281561348_571568761052300_4606475815455210605_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে একটি মেয়ের মুখমণ্ডল এবং শরীরের কিছু অংশের অবয়ব অংকন করে নিলাম। সেই সাথে মেয়েটির মাথার চুল এবং খোপার অবয়ব অংকন করে নিলাম।

281281825_560906562269503_8834783640231053680_n.jpg280748088_705807657318992_6291059094881329722_n.jpg

ধাপ - 2

এরপর মেয়েদের মুখমন্ডলের নাক, চোখ, ঠোঁট এবং হাত অঙ্কন করে নিলাম। এরপর কতগুলো বুদবুদ অঙ্কন করে নিলাম। মেয়েটির হাতে এমন একটি যন্ত্র অঙ্কন করে দিলাম। যার মাধ্যমে মেয়েটি প্রত্যেকটি বুদবুদ ফুলাচ্ছে।

280691161_339483744973055_4746150242898528377_n.jpg280864436_712124113365796_4826927904536301829_n.jpg

ধাপ - 3

এরপর প্রত্যেকটি বুদবুদের ভিতর ছোট ছোট গোল্ডফিশ অঙ্কন করে নিলাম। যাতে দেখে মনে হয় যে মাছগুলো ওই বুদবুদ গুলোর ভিতরে ভাসছে।


281783126_560842015448492_5006553665386091314_n.jpg


ধাপ - 4

এরপর শুরু করলাম রংয়ের কাজ। প্রথমে যে সকল অংশগুলো আমার মনে হয়েছে পানির মত করে রাখবো। সেগুলোতে নীল কালারের জল রং ব্যবহার করেছি। এবং বুদবুদ গুলোর ভিতর গোল্ডফিশ গুলোকে কমলা কালারের জল রং দ্বারা রং করে নিলাম।

281348434_432952355332473_5036542946684203861_n.jpg282047764_703544297582214_3029506715307492553_n.jpg

ধাপ - 5

এরপর পেন্সিল দ্বারা অঙ্কিত পুরো চিত্রাংকন টি কালো মার্কার পেন দিয়ে গাঢ় করে নিলাম। সবশেষে একটি বুদবুদ ফুটে গিয়ে নীল এবং কমলা কালারের জল রং ছড়িয়ে পড়েছে এমনটা বোঝানোর জন্য কিছু রং আশেপাশে ছিটিয়ে দিলাম।
এবং এভাবেই আমি আমার আজকের চিত্রাংকন টি সম্পন্ন করলাম।

282140342_1045250856088864_6566072111602575245_n.jpg282345430_5167418663350263_168590058505712847_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
280711251_3122543141351368_2997204334961260645_n.jpg281561348_571568761052300_4606475815455210605_n.jpg
281344896_336773448599921_6273495075142459519_n.jpg280455634_510221597521242_4721325690714514356_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 24 মে, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

আপু আপনার আর্ট নিয়ে যাই বলি না কেন কম বলা হবে। কেননা আপনি এমন ভাবে আর্ট করেন যা সবাইকে মুগ্ধ করে। আজ আপনি যে আর্ট করেছেন তা দেখে আমি মুগ্ধ হয়েছে এবং আমার খুবই ভালো লেগেছে কারণ আমরা একটা সময় এই বুদবুদ উড়াইতাম। এখনো ছোট বাচ্চাদের আমি এগুলো কিনে দেই ।তারা খুব আনন্দ বোধ করে। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে থাকে থাকে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

একটি মেয়ের কাল্পনিক বুদবুদ উড়ানোর চিত্রাঙ্গন এটা আমার কাছে ভীষণ ভালো লাগলো। আপনি দারুন দক্ষতা সম্পন্ন করেছেন আপু। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

কি বলবো আপু আপনার আর্ট গুলো অদ্ভুত রকমের সুন্দর হয়, যেটি অন্যান্য কারো সাথে মিলে না। খুব ইউনিক কিছু আর্ট এবং চিন্তাভাবনা আপনার পোস্টে দেখতে পাই। ধন্যবাদ আপু এত সুন্দর ও ইউনিক আর্ট উপহার দেয়ার জন্য।

 3 years ago 

একটা মানুষের চিত্র অংকন করার দক্ষতা কতটা ভালো হতে পারে সেটা আপনার পোষ্ট দেখলে বোঝা যায়।
কি বলবো আপু প্রশংসা করার ভাষা হারিয়ে ফেলেছি শুধু এক কথায় বলতে চাই অসাধারণ সুন্দর।

 3 years ago 

আপু একটি মেয়ের কাল্পনিক বুদবুদ উড়ানোর চিত্রাঙ্কন টি অসাধারণ হয়েছে। আমি আগেও বলেছি আপনার চিত্রাংকন গুলো অত্যন্ত চমৎকার হয়। আপনার মত করে আমিও চিত্রাংকন করতে আমার খুব ইচ্ছে হয়। আপনি খুব সহজ পদ্ধতিতে চিত্র গুলো করেন। আজকেও তেমন টাই করেছেন। সব মিলিয়ে অসাধারণ।

 3 years ago 

আপনার কল্পনাগুলো খুব ভালো লাগে আমার কাছে। সেই কল্পনায় বাস করে আপনি এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন যে দেখে মুগ্ধ হয়ে যাই। আপনার আজকের একটি মেয়ের কাল্পনিক বুদবুদ উড়ানোর চিত্রাংকন খুবই চমৎকার হয়েছে। দেখে মনে হচ্ছে না যে এটি আর্ট করেছেন। এত সুন্দর লাগছে।

 3 years ago 

একটি মেয়ের কাল্পনিক বুদবুদ উড়ানোর চিত্রাংকন করেছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপু আপনার হাতের কাজ গুলো আমার ভীষণ ভালো লাগে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 3 years ago 

বুদবুদের মধ্যে মাছের বসবাস। এককথায় দারুণ ছিল আপনার চিন্তা টা। আপনার আর্ট আমি অনেক আগে থেকে দেখি। আজকের আর্ট টা চমৎকার ছিল আপু। একেবারে ইউনিক ছিল। এবং দারুণ একেছেন প্রতিটা ধাপ সুন্দর উপস্থাপন করেছেন।

 3 years ago 

আপু আপনার প্রত্যেকটি চিত্রাংকন আমার খুবই পছন্দের। আপনার চিত্রাংকন গুলোর আমি অনেক বড় ফ্যান হয়ে গেছি। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন এই চিত্রাংকন টি। আমাদের মাঝে এত সুন্দর একটি চিত্রাংকন শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনি তো সবসময়ই আমাদের সাথে অনেক সুন্দর সুন্দর চিত্রাংকন শেয়ার করেন। আপনার চিত্রাংকন গুলো আমার কাছে ভালই লাগে। আজকের টাও অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি চিত্র অংকন আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93230.61
ETH 3270.53
USDT 1.00
SBD 3.26