DIY - এসো নিজে করি : ফল সহ ফলের ঝুড়ির চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি কালারফুল একটি ফল সহ ফলের ঝুড়ির চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

271219452_1128610797886722_3435426763472190046_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে একটি ঝুড়ির অবয়ব অংকন করলাম। এরপর ঝুড়ির ভিতরে কিছু ডিজাইন এবং ঝুড়ি ধরার তোড়া অঙ্কন করলাম।

271445299_938739500116167_1856906679693443801_n.jpg271490555_268539388681052_9116874568057399336_n.jpg

ধাপ - 2

এরপর ঝুড়ির তোড়ায় একটি বেঁধে রাখা ফিতার চিত্রাঙ্কন করলাম।


271277321_456223702814474_2403161321886490756_n.jpg


ধাপ - 3

এরপর ঝুড়িতে রাখা কিছু ফলের চিত্রাংকন করলাম যেমন নাশপাতি, আপেল,মালটা এবং আঙ্গুর।এবং ঝুড়ির বাইরেও পরে যাওয়া কিছু ফলের যেমন নাশপাতি,লেবু,কলা ইত্যাদির চিত্রাংকন করলাম।

271447535_877449889601719_5896705345559330556_n.jpg271528536_666932757783852_5866425896234161417_n.jpg

ধাপ - 4

এরপর বাদামী রঙের জল রং দ্বারা ঝুড়ি ও ঝুড়ির তোড়াটি ভালোভাবে রং করে নিলাম। এবং ঝুড়ির তোড়ায় বাঁধা ফিতাটি নীল রংয়ের জলরং দ্বারা ভালোভাবে রং করে নিলাম।

271285467_1249875498839482_2974389872100843345_n.jpg271532246_245490214394766_8815054069037099936_n.jpg

ধাপ - 5

এরপর বাস্তব প্রতিটি ফলের রং অনুযায়ী,ওই সকল জল রং দ্বারা সবগুলো ফল আমি ভালোভাবে রং করে নিলাম। আমি চেষ্টা করেছি ফলগুলোতে তাদের নিজস্ব বাস্তব রং ফুটিয়ে তোলার।

271224958_249609533969010_2973179798189818039_n.jpg271384202_638367657589578_1042763603230014024_n.jpg

ধাপ - 6

এরপর কিছু জলরং ফল এবং ফলের ঝুড়ির আশেপাশে ছিটিয়ে দিলাম একটি ব্রাশ এর মাধ্যমে।এর মাধ্যমে আমি ফলগুলোর রসের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।


271490555_877470286282127_3697874953283624402_n.jpg


ধাপ - 7

এরপর আমি পেন্সিল এর সাহায্যে অঙ্কিত প্রতিটি জিনিস,গাঢ় কালো মার্কার পেন এর সাহায্যে আবারও অঙ্কন করলাম। এভাবে আমি আমার ফল সহ ফলের ঝুড়ির চিত্রাংকন সম্পন্ন করলাম।


271408881_662098871900014_194725180291706517_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
271305767_642486413540453_5673692078380418832_n.jpg271219452_1128610797886722_3435426763472190046_n.jpg
271247363_486668232801783_7755966498898375299_n.jpg271490471_340525097919413_3430913278044711087_n.jpg


#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং ০9 জানুয়ারি, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

আপনার অঙ্কিত চিত্রটি খুব ভালো লাগলো রং তুলির আঁচড়ে একদম জীবন্ত মনে হচ্ছে। আপনি প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার ড্রয়িং এর দক্ষতার প্রশংসা না করলেই নয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

❤️❤️❤️❤️❤️

 3 years ago 

আসলে ভাইয়া আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে আমার সর্বোচ্চটা দিয়ে কিছু শেয়ার করার। আর এগুলো শুধুমাত্র হয় আপনাদের সহযোগীতা এবং অনুপ্রেরণায়। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

ওয়াও আপু আপনার চরিত্রটি বেশ অসাধারণ হয়েছে। সত্যিই আপনার সবগুলো চিত্র অংকন বেশ ভালো এবং সুন্দর হয় আপনার চিত্র অঙ্কনের প্রতিবছর দক্ষতা আছে তা বলতেই হবে। আর আজকে চিত্রটিও বেশ সুন্দর লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইল

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অসাধারণ হয়েছে আপনার ছবিটি। আপনার ছবি আঁকার হাত আসলেই ভালো। ছবিতে রংয়ের ব্যবহারও খুব ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাকে এইভাবে অনুপ্রাণিত করার জন্য। আমি চেষ্টা করে যাচ্ছি আশা করছি এভাবেই আমি আমার সর্বোচ্চ টা দিয়ে ভালো মানের কাজগুলো আমার এই প্রিয় কমিউনিটিতে শেয়ার করতে পারব। আশা করছি সব সময় এভাবে পাশে থাকবেন এবং উৎসাহিত করবেন। আর আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 3 years ago 

পুরো ঝুরি ভরা ফলমূল। পেন্সিল দিয়ে সুন্দরভাবে চিত্রটি অঙ্কন করেছেন আর ফুটিয়ে তুলেছেন রং দিয়ে। সুন্দর হয়েছে ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সবসময় আমাকে এইভাবে উৎসাহিত করার জন্য। আর পাশাপাশি আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপু আপনার ফলসহ ফলের ঝুড়িটি খুবই চমৎকার হয়েছে। দেখতে দারুণ সুন্দর লাগছে। আপনার আর্ট করার দক্ষতা অনেক ভালো ।আপনার আর্ট গুলো সব সময় আমার কাছে অনেক ভালো লাগে ।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে বর্ণনা সহকারে দেখিয়ে দিয়েছেন, যা দেখে খুব সহজেই বুঝতে পারছি কিভাবে আপনি ধাপে ধাপে আর্টটি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

দোয়া করবেন আপু যেন সব সময় এইভাবে আপনাদের পছন্দের আর্ট গুলো আমি শেয়ার করতে পারি। আর আশা করছি এভাবেই সবসময় পাশে থাকবেন এবং এমন সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন আমিও চেষ্টা করব আমার সর্বোচ্চ দেওয়ার।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এবং আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল। দোয়া করবেন যেন সবসময় আমি এভাবেই আমার সর্বোচ্চ টা দিয়ে ভাল ভাল কাজ আপনাদের সাথে শেয়ার করতে পারি।

 3 years ago 

ফল গুলো দেখে মনে হচ্ছে এক্ষুনি গিয়ে সবার করে দিয়ে আসি কিন্তু সেটা চিত্রকর্ম হওয়ার কারণে সম্ভব হলো না🤣।
যাইহোক দারুন একেছেন আপনি মনেই হচ্ছে না জে এটি আর্ট।বলতেই হয় আর্ট এ বেশ পাকা আপনি।এভাবেই এগিয়ে যান শুভকামনা রইলো আপনার জন্য।🖤

 3 years ago 

হিহিহি। ভাইয়া চলে আসেন আপনার জন্য রেডি করে রেখেছি আসলেই পেয়ে যাবেন সব তাজা তাজা ফল গুলো।

অসাধারণ হয়েছে আপু । দেখে মনে হচ্ছে না যে পেইন্টিং মনে হচ্ছে বাস্তব এই ফলগুলো দেখতেছি । আপনার ছবির রং এর ব্যবহার খুবই সুন্দর হয়েছে যা দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। সত্যিই আপনাদেরকে মুগ্ধ করতে পেরে আমি অনেক আনন্দিত বোধ করছি। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ফলসহ ফলের ঝুড়ির চিত্রাংকন অসাধারণ হয়েছে আপু। ফলগুলো দেখতে একদম বাস্তবের মতোই লাগছে। আপনার চিত্র অংকনের দক্ষতা আমার কাছে খুবই ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। অনেক সুন্দর একটি চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি আমার চিত্রাঙ্কন টিতে বাস্তব রূপ দেওয়ার। এখন মনে হচ্ছে কিছুটা হলেও পেরেছি। এভাবে ভালো কমেন্ট গুলো নিয়ে পাশে থাকবেন আপু।অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 3 years ago 

দেখেই বুঝতে পারছি আপনি কতটা সময় নিয়ে নিখুঁতভাবে এই কাজটি করেছেন। আপনার এই আর্ট দিয়ে সৃজনশীলতার দারুণ প্রমান দিয়েছেন।আপনার আর্ট এতটাই সুন্দর হয়েছে যে আমি কি কমেন্ট করব বুঝতে পারছি না। আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি প্রশংসা জনক কমেন্ট করার জন্য। আপনাদের কমেন্ট গুলো আপনাকে সত্যিই আমার কাজের প্রতি অনেক অনুপ্রাণিত করে। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61869.35
ETH 2414.51
USDT 1.00
SBD 2.63