আমার রথমেলায় ঘুরাঘুরি || ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

❤️হ্যালো বন্ধুরা ❤️

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে নতুন একটি পোস্ট শেয়ার করছি। আমাদের এদিকে প্রতিবার অনেক বড় করে রথ মেলার আয়োজন করা হয়। বিশাল জায়গা জুড়ে এই মেলা অনুষ্ঠিত হয়।সব ধরনের মানুষ যায় এই মেলায় ঘুরতে। আমারও প্রায় প্রতিবছরই যাওয়া হয়।তাই ভাবলাম এইবার মেলায় ঘুরাঘুরি এবং খাওয়া দাওয়ার মূহূর্ত আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আশা করছি আপনাদের কাছে আমার পোস্টটি ভালো লাগবে। ধন্যবাদ যারা ধৈর্য্যসহকারে আমার পুরো পোস্টটি পড়েছেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন 💞।

291430381_1045548249410242_7732201605295269194_n.jpg


যেহেতু আজকে কোনো ছুটির দিন নয়। তাই ভেবেছিলাম মেলায় খুব একটা ভিড় হবে না। তবে আমার চিন্তাটা একদমই ভুল ছিল। মেলায় ভীষণ ভিড় ছিল। যাইহোক এত ভিড়ের মধ্য দিয়েও মেলায় প্রবেশ করলাম।রথমেলার মেইন গেট ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। মেলায় ঢুকতেই বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনার দোকান রয়েছে। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে মাটির জিনিসপত্রের দোকানগুলো। মাটির জিনিসগুলো আমাকে অনেক আকর্ষণ করে। হাতের কাজ করা বেগ গুলোও আমার কাছে খুবই ভালো লেগেছে।প্রবেশের পর মেলা বেশ সুন্দর করে দোকানপাটগুলো সজ্জিত দেখলাম।

291355376_4961837623925629_5623756616257157083_n.jpg290774127_451227057007087_3520873971610356051_n.jpg
290612118_722213439010828_5955945969573083884_n.jpg290560360_3167487793568247_3614594883210909109_n.jpg


এরপর রয়েছে মেয়েদের সাজগোজের সরঞ্জামের দোকান। এই দোকানগুলোই সবচেয়ে বেশি দেখলাম। এবং এই দোকানগুলোতে অনেক বেশি ভিড়ও ছিল। ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর দোকান দেখলাম। এর মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ফুলের দোকান। নানা রংবেরঙের ফুল দিয়ে দোকানটাও সজ্জিত ছিল। দেখতে অনেক আকর্ষণীয় লাগছিল।

291059660_730260558090611_7810266619109334403_n.jpg291444955_549206430188382_5134225472010454607_n.jpg


এরপর দেখলাম রথযাত্রার রথ। মেলার মাঝ বরাবর এটি সাজিয়ে রাখা হয়েছে। এর চারপাশে রয়েছে হরেক রকমের খাবারের দোকান। বেশিরভাগই দেখলাম মিষ্টির দোকান। মিষ্টি জাতীয় খাবার আমার অনেক পছন্দের। এ কারণেই খাবার গুলো দেখতে অনেক লোভনীয় লাগছিল। আঙুল ভাজা,নিমকি,মিঠাই,লাড্ডু এমন আরো অনেক ধরনের মিষ্টি জাতীয় খাবার ছিল। এরপরে ছিল অনেক ধরনের আচারের দোকান। ওই দোকানটাতে অনেক ধরনের আচার পাওয়া যাচ্ছিল। আচার গুলো দেখতে অনেক লোভনীয় ছিল।

290566010_347125867429993_532429769192999193_n(1).jpg290942358_353047483645588_8391413780208123490_n.jpg

290880455_771972314157369_128625047826949671_n.jpg



এরপর চলে গেলাম মিষ্টির দোকানের কাছে। অনেক ধরনের মিষ্টি দেখলাম। অনেক বড় বড় মিষ্টি ছিল সেখানে।ওই মিষ্টি গুলোর নাম- বালিশ মিষ্টি। আমি যেহেতু মিষ্টি প্রিয় মানুষ। তাই এত লোভনীয় মিষ্টি না খেয়ে আর পারলাম না। আমার পছন্দমত মিষ্টি খেয়ে নিলাম। সত্যি বলছি অনেক মজাদার ছিল। একেবারে রসে ভরা ছিল। দেখতেই তো পারছেন যে,কত বড় হা করে মিষ্টি মুখে নিচ্ছি।হিহিহি 😁😂।

291351257_449925093231424_7170575449699090245_n.jpg291366719_1211176906369850_924140463009210315_n.jpg
290886875_827993744840434_1501569564117076898_n.jpg291044966_5593736363980555_4942804360491179904_n.jpg


এই মেলার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে সার্কাস। অনেক বড় জায়গা জুড়ে সার্কাসটি তৈরি করা হয়েছে।এই সার্কাসটিতে প্রবেশ করতে হলে টিকিট কাটতে হয়। পুরো মেলা ঘুরতে ঘুরতে আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর সন্ধ্যা হয়ে আসছিল। তাই আর সার্কাসের প্রবেশ করিনি। তবে এটার বাহিরের দিকটাও আমার কাছে অনেক ভালো লেগেছে।
এর সাথেই আমি আমার মেলার ঘুরাঘুরি শেষ করলাম। অনেক মজা করেছি। পুরো সময়টা অনেক আনন্দের সাথে উপভোগ করছি। তবে সত্যি বলতে ভিড় কম থাকলে আরো ভালো লাগতো। অতিরিক্ত ভিড়ের কারণে খুব ভালো করে ছবি তুলতে পারিনি। তবে তারপরও খাওয়া-দাওয়া সবকিছু মিলিয়ে খুব ভালো সময় কাটিয়েছি❣️।

290879502_1274866399986870_4272566194448035529_n.jpg



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং জুলাই ০৪, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী রেসিপির জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

বেশ জমিয়ে মিষ্টি খাচ্ছেন দেখছি, হাহাহা😆।
মিষ্টি গুলো দেখে আমারই তো লোভ লাগছে 😋। মেলায় খুব সুন্দর সময় পার করেছেন আপনি। আমিও ভাবছি যাবো। তবে জানি না কবে যাবো। আপনার ফটোগ্রাফি গুলি দেখে বেশ ভালো লাগলো। মাটির তৈরি জিনিস আমারও খুব পছন্দ। মেলায় ঘুরাঘুরির মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

জি মিষ্টি গুলো বেশ জমিয়ে খেয়েছি। সত্যি অসম্ভব মজাদার ছিল।আপনি যদি মেয়ে থাকেন অবশ্যই এই মিষ্টি খেয়ে দেখবেন। আশা করছি আপনার কাছে ও খুব ভালো লাগবে। ধন্যবাদ এবং অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আমি কখনো সত্যি সত্যি সার্কাস দেখিনি।যাই হোক আপু আপনার মিষ্টি খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছে করছে। আসলেই মাটির জিনিস পএ গুলো দেখতে বেশ ভাল লাগছে।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। মিষ্টি গুলো সত্যিই খেতে অনেক বেশি মজাদার ছিল। আমার কাছে ও মাটির জিনিসপত্র গুলো অনেক ভালো লাগে। এ কারণে মাটির জিনিসগুলো সুন্দর ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করেছি। ভালো থাকবেন আপু এবং অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by Blessed-girl

r2cornell_curation_banner.png

Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord

Your place is very progressive, we can see many kinds of good items to buy. The Flowering pots are very unique. Thank you for sharing it to us

 2 years ago 

Thank you so much for your nice comments.This comment of yours has really encouraged me a lot.

Youre welcome.. 😊😊

 2 years ago 

গতকালকেও জয়দেবপুর এর রথযাত্রা মেলায় আমিও গিয়েছিলাম আপু। অনেক অনেক ভালো লাগছিল আমার। তবে আপনিও কিন্তু বেশ উপভোগ করেছেন। ধন্যবাদ আপনার ভ্রমণের অভিজ্ঞতা গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

তাই নাকি ভাইয়া?? সত্যিই খুব ভালো লেগেছে আমার কাছে। আমি চেষ্টা করেছি আমার সুন্দর এবং সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার। আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে দেখে অনেক আনন্দিত বোধ করছি। ধন্যবাদ আপনাকে এবং অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 61110.96
ETH 2649.39
USDT 1.00
SBD 2.58