তারের বেড়া দিয়ে দেখা আবছা কিছু বিল্ডিং এর পেইন্টিং || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি তারের বেড়া দিয়ে দেখা আবছা কিছু বিল্ডিং এর পেইন্টিং করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

307253632_805634947550095_1497981702324089396_n(1).jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি বেগুনি কালারের জল রঙের সাহায্যে কিছু উঁচু নিচু বিল্ডিং এর অবয়ব অঙ্কন করে নিলাম। এরপর বিল্ডিং এর উপরের দিকে বেগুনি কালারের জল রং এর সাহায্যে পুরো আকাশটা ভালোভাবে রং করে নিলাম।

307375365_766446201093764_4955883384944870614_n.jpg307130694_3167486280231754_5139301904675828576_n.jpg

ধাপ - 2

এরপর গারো গোলাপি কালারের জল রং এর সাহায্যে বিল্ডিং এর অবয়ব গুলো আরো গাঢ় করে নিলাম‌। এবং বিল্ডিংয়ে নিচের দিকে ধূসর কালারের জল রঙের সাহায্যে পুরোটা ভালোভাবে রং করে নিলাম।

307301596_427286749537939_8214137743756144113_n.jpg307442181_808068126904600_4239391823397217577_n.jpg

ধাপ - 3

এরপর কাল মার্কার প্রেমের সাহায্যে রং করা পুরো পেইন্টিংটির উপর তারের বেড়া অঙ্কন করতে শুরু করলাম।


307042804_1322946225193689_2408333838800261932_n.jpg


ধাপ - 4

একটু একটু করে একই প্যাটার্ন ফলো করে পুরো পেইন্টিংটির উপর তারের বেড়া অংকন করে নিলাম।

307592538_489343809716874_5061784943433096880_n.jpg307381514_418017383751664_3463146474294516055_n.jpg

ধাপ - 5

এরপর ধূসর কালারের জল রঙের বিল্ডিং গুলোর উপর আবছা আলো বুঝানোর জন্য সাদা, সবুজ, কমলা এবং নীল রং এর ফোটা ব্যবহার করলাম।
এবং এভাবেই আমি আমার আজকের চিত্রাংকন টি সম্পন্ন করলাম।

307585430_2011390555736438_6002372153986978052_n.jpg307299089_596904858805645_5225164726220218143_n.jpg

চূড়ান্ত পদক্ষেপ
307330827_1638014656595805_2926730580224148124_n.jpg307182253_618501682991197_497195594193986618_n.jpg
308104909_1133532357593065_3461953678809525829_n.jpg307253632_805634947550095_1497981702324089396_n(1).jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং সেপ্টেম্বর ২১, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

আপনার ড্রইং মানেই চমৎকার কিছু, খুব সুন্দর হয়েছে এই শহরের চিত্রটি, তার উপর তারের বেড়ার এই ধারটি আরও বেশ চমৎকার ছিল।

 2 years ago 

মনোমুগ্ধকর একটি পেইন্টিং করেছেন। খুবই ভালো লাগলো।তারের বেড়া দিয়ে দেখা আবছা কিছু বিল্ডিং এর কালার কম্বিনেশন টা বেশ ভালো লেগেছে। ধাপগুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন প্রথম থেকে শেষ পর্যন্ত। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

তারের বেড়াটা এতটাই অথেনটিক লাগছে যে আমি অনেক্ষণ ধরে ভালোভাবে দেখলাম।ভীষণ নিখুঁত হয়েছে বিষয়টা।আর কালার কম্বিনেশনটা অনেক ভেবে চয়েস করেছেন সেটাও বোঝা যাচ্ছে। ফলে বিষয়টা ফুটেছে ভালো।

 2 years ago 

জল রং দিয়ে ছবি আঁকানো মানেই চমৎকার কোন দৃশ্যকে অবশ্যই ফুটিয়ে তোলা। আর আপনার এখনো ছবি বরাবরই বেশ চমৎকার হয়। কাঁটাতারের বেড়া দিয়ে আবছা বিল্ডিং গুলো দেখার অনুভূতি আসলেই অনন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

খুব সুন্দর একটি চিত্র অংকন করেছেন আপু। তারের বেড়া দিয়ে দেখা আবছা কিছু বিল্ডিং এর কন্সেপ্ট অনেক দারুন ছিল। প্রতিটি ধাপ সুন্দরভাবে দেখিয়েছেন। মনে হচ্ছে এখনি পেইন্ট করতে পারব। ধন্যবাদ আপু।

 2 years ago 

সত্যিই আপু আমি প্রথমে ভেবেছিলাম আপনি ফটোগ্রাফি করেছেন। আপনার আর্ট গুলো আমি যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। সত্যি আপনার অনেক দক্ষতা রয়েছে বলতে হয়। আপনি তারের বেড়া দিয়ে দেখা আচ্ছা কিছু বিল্ডিং এর পেইন্টিং করেছেন। এগুলো অংকন করতে আপনার অনেক সময় লেগেছে মনে হচ্ছে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59631.75
ETH 2622.60
USDT 1.00
SBD 2.41