DIY - এসো নিজে করি : জানালা সহ একটি দৃশ্যের পেইন্টিং || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি আর্ট পোস্ট শেয়ার করছি।
আমার ২০২১সালের একটি টেবিল ক্যালেণ্ডার ছিল। যেহেতু বছর শেষ হয়ে গেছে তাই ওই ক্যালেন্ডারের এখন প্রয়োজন পড়ছে না।এরপর হঠাৎ চোখে পড়ল ক্যালেন্ডারটি শেষ পেজটি একদম সাদা। যেহেতু আমি আর্ট প্রেমি, তাই কোন সাদা জিনিস দেখলে ইচ্ছে করে এর উপর রংয়ের কোনো কাজ করি। তারপর আমি ঠিক করলাম ক্যালেন্ডারটির সাদা পেজটিতে একটি পেইন্টিং করবো। এবং এবং তা আপনাদের সাথে শেয়ার করবো। তারপর ভাবলাম কি পেইন্টিং করা যায়। ভাবতে ভাবতে একটা আইডিয়া পেয়েই গেলাম। এবং সে আইডিয়াটা নিয়েই আজকের আমার পুরো পেইন্টিং। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। প্রতিবারের মতোই আমি চেষ্টা করেছি সুন্দর কাজ আপনাদের উপহার দেওয়ার। এবং তার সুন্দর ,সহজ উপায় আপনাদের মাঝে উপস্থাপন করার। আপনারাও চাইলে আপনাদের বাসার এমন পুরাতন ক্যালেন্ডার দিয়ে নিজেদের মন মতো আর্ট বা পেইন্টিং করে নিতে পারেন। এবং সেটা ঘর সাজানোর কাজে ব্যবহার করতে পারেন।আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ❤️।

274667554_2190666607752687_8962166333847633843_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি ক্যালেন্ডারটির সাদা পেইজে পেন্সিল এর সাহায্যে কয়েকটি দাগ এঁকে নিলাম। দেখতেই পারছেন দাগ গুলো কিভাবে দিয়েছি।

274463421_967754640571131_9173991932320326522_n.jpg274576877_390862382917148_7389593277391968963_n.jpg

ধাপ - 2

এই দাগ গুলো হবে জানালার গ্রিল। এরপর জানালার একপাশে গুছিয়ে রাখা পর্দা অঙ্কন করে নিলাম পেন্সিল এর সাহায্যে।
এরপর শুরু করলাম রংয়ের কাজ। হালকা নীল এবং হালকা গোলাপী রং দিয়ে জানালার বাইরের আকাশটি আবছাভাবে রং করে নিলাম। সেইসাথে জানালার বাইরে থাকা একটি গাছের ডাল-পালা, পাতা হালকা সবুজ কালারের জল রং দিয়ে রং করে নিলাম।

274619318_290537736357859_6770130650779829881_n.jpg274590318_504241497853868_7972336565498874098_n(1).jpg

ধাপ - 3

এরপর উপরের দিকে হালকা সবুজ রঙের উপর পেন্সিল দিয়ে কিছু পাতা এবং ডাল অঙ্কন করে নিলাম। এতে করে দৃশ্যটি অনেকটা বাস্তব রূপ পেয়েছে।এরপর নিচের দিকে জানালার বাহিরে থাকা ফুল বুঝানোর জন্য, লাল রঙের জল রং দিয়ে কয়েকটি ফুলের অবয়ব রং করে নিলাম।
এবার ফুলগুলোর আশেপাশে পাতা এবং ডালপালা বোঝানোর জন্য,গাঢ় সবুজ জল রং এর সাহায্যে রং করে নিলাম।

274648117_4737326233031514_1220441602569445200_n.jpg274583043_5120419194715179_6613173546200878071_n.jpg

ধাপ - 4

এরপর বাঁদামী কালারের জল রং এর সাহায্যে ভালোভাবে রং করে নিলাম।


274567658_1553586661682768_7735547587202158273_n.jpg


ধাপ - 5

এরপর খয়রি কালারের জল রং এর সাহায্যে জানালার গ্রিলের বর্ডার রং করে নিলাম।


274617402_2780058132287045_3189075708048611188_n.jpg


ধাপ - 6

এরপর শুরু করলাম জানালার পর্দাগুলো রং করার কাজ। নীল কালারের জল রং দিয়ে পর্দার রং সম্পন্ন করলাম। কালো কালারের জল রং এর সাহায্যে জানালার পর্দার অবয়ব এবং ভাঁজগুলো গাঢ় করে নিলাম। এভাবেই আমি আমার আজকের জানালাসহ দৃশ্যের পেইন্টিং সম্পন্ন করলাম❤️।

274631621_1340949046317537_7419646183897910716_n.jpg274635624_500860934759075_4228903839511154355_n.jpg

চূড়ান্ত পদক্ষেপ

274581696_532230938229617_5642164232309266188_n.jpg

274588556_446068547308332_8355270824060909502_n.jpg

274667554_2190666607752687_8962166333847633843_n.jpg



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং মার্চ ০১, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

জানালাসহ অনেক সুন্দর একটি দৃশ্য পেন্টিং করেছেন আপনি। আপনার পেইন্টিংটি আমার কাছে অসাধারণ লেগেছে। আপনার পেইন্টিং এর প্রসেস গুলো অনেক সুন্দর ভাবে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এক কথায় অসাধারণ আপু। আমিতো প্রথমে ভেবেছিলাম যে এইটা একটা ক্যালেন্ডার এর ছবি। আপনি খুব নিখুঁত ভাবে চিত্রটি এঁকেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। এইরকম সুন্দর একটি নতুন ধরণের চিত্র আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে প্ৰতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে বর্ণনা করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক গুছিয়ে কমেন্ট করেছেন।আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

 2 years ago 

সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য সহ জানালার ভিউটা তৈরি করেছেন। এটি যেভাবে দেখিয়েছেন সত্যিই অসাধারণ লাগতেছে। আমার তো মনে হচ্ছে সত্যিই জানালার ভেতর দিয়ে দেখতেছি। খুব সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন আপু।আপনার অঙ্কনগুলো অসাধারণ হয়ে থাকে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু। আপনাদের কমেন্ট গুলো আমাকে অনেক অনুপ্রাণিত করে। অসংখ্য শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

জাস্ট অসাধারণ আপু। আপনি নিখুঁতভাবে চিত্র অঙ্কন করেছেন। সত্যিই আপনার হাত এর প্রশংসা করতে হয়। আপনার পেইন্টিং এর কালার কম্বিনেশন অনেক সুন্দর হয়েছে। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে। অনেক শুভকামনা রইলো আপু আপনার জন্য।

 2 years ago 

কি চমৎকার একটি পেইন্টিং অংকন করলেন আপনি আপু। জানালা খোলার সাথে সাথে যদি এতো সুন্দর একটি দৃশ্য দেখা যায় তাহলে তো খুবই ভালো লাগে। বিশেষ করে জানালার পর্দা তা আমার কাছে অসাধারণ লাগলো। কালার কম্বিনেশন টাও খুবই দুর্দান্ত ছিল। আমার কাছে জাস্ট অসাধারণ লাগলো। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনা ও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

 2 years ago 

আপু অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনি নিজেই এত ভালো আর্ট এবং পেইন্টিং আমাদের সাথে শেয়ার করেন। তাই আপনি কমেন্ট করলেই মনে হয় যে সত্যি খুব ভালো কাজ করতে পেরেছি। অনেক ভালো থাকবেন আপু। ভালোবাসা ও শুভকামনা রইল।

 2 years ago 

একটি গানে বলা রয়েছে সব কটা জানালা খুলে দাও না। মনে হচ্ছে সেই জানালা গুলোর মধ্যে এটি একটি জানালা, আপনার পেইন্টিং এর মাধ্যমে খুলে দিয়েছেন। অনেক সুন্দর একটি পেইন্টিং করেছেন। বিশেষ করে আমার অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য। আপনি প্রতিবারই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক অনুপ্রাণিত করেন। সত্যি ব্যাপারটা আমার জন্য অনেক বেশী আনন্দদায়ক। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার আইডিয়াটা খুবই চমৎকার লেগেছে আমার কাছে। আপনার ছবি আঁকার হাত বরাবরই অনেক ভালো। কিন্তু এই ছবিটি সম্পূর্ণ অন্য লেভেলের হয়েছে। আর পুরাতন ক্যালেন্ডার ব্যবহার করার এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
আপনার কমেন্ট টি পড়ে সত্যিই অনেক ভালো লাগলো। অনেক শুভকামনা রইলো ভাইয়া আপনার জন্য।

 2 years ago 

আপনি জালানা সহ একটি দৃশ্যের পেন্টিং চমৎকারভাবে করেছেন। আপনার পেইন্টিং পোস্টগুলো আমি নিয়মিত দেখার চেষ্টা করি আপনি আমাদের মাঝে অনেক কোয়ালিটিফুল পোস্ট শেয়ার করে থাকেন । ঠিক তেমনি ভাবে এই পোস্টটি ও বেশ চমৎকার হয়েছে। আপনার এই পোষ্টের মাধ্যমে আপনার মেধা প্রকাশ পেল ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পেইন্টিং পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া এত গুছিয়ে একটি কমেন্ট করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago (edited)

কেলেন্ডারের পেছন দিক টা ছবি আকাঁর জন্য ব্যবহার করেছেন। দারুন বুদ্ধি। আসলে কেলেন্ডারের পেপার গুলো একটু মোটা হয় তাই এতে ছবি অংকন করে মজা বেশী। সুন্দর হয়েছে আপনার চিত্রাঙ্কন টি একাধারে স্ট্যান্ড ও পেয়ে গেছেন ছবির জন্য। ভাল থাকবেন আপু । ধন্যবাদ।

 2 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া ক্যালেন্ডারের পেপার গুলো একটু মোটা হওয়াতে আর্ট করে খুব মজা পাওয়া যায়। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনিও অনেক ভালো থাকবেন ভাইয়া।

 2 years ago 

জানালাসহ একটি দৃশ্যের পেই‌ন্টিন খুবই সুন্দর হয়েছে আপু। বিশেষ করে টেবিল ক্যালেন্ডার এর উপর পেইন্টিং করার আইডিয়াটা অসাধারণ হয়েছে। সত্যি আপু আপনি সব সময় খুব সুন্দর পেইন্টিং করেন। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পেইন্টিং আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74