একটি শহরের থ্রিডি চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে নতুন একটি আর্ট পোস্ট শেয়ার করছি। সেটা হল থ্রিডি একটি শহরের আর্ট। বিল্ডিং গুলোতো দেখে বুঝতেই পারছেন। তবে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমি বিল্ডিং গুলোর আশেপাশে গোল গোল গাছপালা এবং নদীগুলো এভাবে কেন দিয়েছি। এটা হল আর্কিটেকচারাল স্কেচ এর নিয়ম। আর্কিটেকচারাল থ্রিডি হোক কিংবা এমনি স্কেচ হোক সেখানে গাছ এবং নদী বোঝানোর জন্য এমন চিহ্ন ব্যবহার করা হয়। আমি চেষ্টা করেছি আমার পুরো চিত্রাংকনটি খুব সহজভাবে ধাপে ধাপে আপনাদের মাঝে উপস্থাপন করার। যাতে করে আপনারাও আমার দেওয়া ধাপগুলো অনুসরণ করে এমন চমৎকার চিত্রাংকন করতে পারেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের আর্ট পোস্টটি ভাল লাগবে। ধন্যবাদ যারা ধৈর্য্য সহকারে আমার সম্পূর্ণ পোস্টটি করেছেন। সবার জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল ❣️।

306634272_1224256605063641_6115504572061947978_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জেল পেন
  • মার্কার পেন
  • গাঢ় পেন্সিল


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে একটি থ্রিডি বক্সের চিত্রাংকন করে নিলাম। এরপর সেই বক্সটি অনুসরণ করে উঁচু-নিচু আরও কয়েকটি থ্রিডি বক্সের চিত্রাংকন করে নিলাম।

306430300_1103530716931764_3707234478662873982_n.jpg306152583_3340092012942841_2596679947571376261_n.jpg

ধাপ - 2

এরপর বক্সগুলোর পেছনের দিকে একটি থ্রিডি নৌকা অঙ্কন করে নিলাম। এরপর আশেপাশে ভূমি এবং রাস্তা অংকন করে নিলাম।


306253451_3390248237885885_4591180969236607312_n.jpg


ধাপ - 3

এরপর বক্সগুলোতে বিভিন্ন স্টাইল এর বিল্ডিং অংকন করতে শুরু করলাম। মার্কার পেনের সাহায্যে সবগুলো দাগ ডিজাইন করতে শুরু করলাম।


306642096_646654310069687_7066235118286205555_n.jpg


ধাপ - 4

এরপর সবগুলো বিল্ডিং মার্কার পেনের সাহায্যে বিভিন্নভাবে ডিজাইন করে নিলাম। এরপর পিছনের নৌকাটি ও আলো ছায়া দিয়ে থ্রিডি অঙ্কন করে নিলাম। বিভিন্ন ঢেউয়ের মাধ্যমে নদী অংকন করে নিলাম। এরপর বিল্ডিং গুলোর সামনে গাঢ় পেন্সিলের সাহায্যে ছায়া অংকন করে নিলাম।

306373411_634288674749725_8292014455177651095_n.jpg306443823_1057983658247711_8238879960853763338_n.jpg

ধাপ - 5

সবশেষে বিল্ডিং গুলোর আশেপাশে গোল গোল গাছ অংকন করে নিলাম এবং সেগুলোর ছায়া অঙ্কন করে নিলাম। রাস্তায় ছোট দুটি গাড়ি অংকন করে নিলাম। এভাবেই আমি আমার আজকের চিত্রাংকনটি সম্পন্ন করলাম।


306218450_787866885662426_7375607274419403298_n.jpg



চূড়ান্ত পদক্ষেপ
306634272_1224256605063641_6115504572061947978_n.jpg306521973_766590694620200_2041231011200612119_n.jpg
306383534_1156796908604070_481755816885306249_n.jpg306600991_814883483289976_1383596604817901536_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং সেপ্টেম্বর ১৬, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

আপু মনে প্রশ্ন আসার আগেই আপনি তার উওর দিয়ে দিয়েছেন। আপনার আর্ট দেখে সত্যি কিছু বলার থাকেনা। আপনার আর্টগুলো যেমন সুন্দর হয় তেমনি প্রতিটা রেসিপি সুন্দর হয়। এই থ্রিডি আর্ট করে ফটোগ্রাফি করাটা সবচেয়ে বেশি কঠিন। আপনি খুব সুন্দর শহরের থ্রিডি চিত্রাংকন করেছেন। আমার কাছে আপনার এই আর্ট অনেক ভালো লেগেছে। ধন্যবাদ ইউনিক আর্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

 2 years ago 

যখন কোন অংকন চিত্র সুন্দরভাবে এবং ধাপে ধাপে বর্ণনা করা হয় তখন দেখতে যেমন ভাল লাগে। তেমনি এই অংকন চিত্র দেখে অন্য কেউ শিখতে পারে। আপু আপনার অংকন চিত্র গুলো আমার খুবই ভালো লাগে। দারুন একটি চিত্র অংকন শেয়ার করেছেন আপু।

 2 years ago 

আর্কিটেকচারাল স্কেচ এ গাছপালা এভাবে আঁকতে হয় আজকেই জানতে পারলাম। আপনি বিল্ডিং এর থ্রিডি আর্টগুলো খুবই চমৎকারভাবে করেছেন। এরকম নদীর পাশে যদি এত সুন্দর বিল্ডিং এ থাকা যায় তাহলে তো কথাই নেই। প্রথমে ভেবেছিলাম যে এই আর্টটি করা বেশ কঠিন। কিন্তু আপনি খুবই সহজ ভাবে আর্টের প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। যা দেখে খুব সহজে এটি আঁকা যাবে । ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

কি মন্তব্য করবো ঠিক করে উঠতে পারছি না।তবে এতটুকু বলতে পারি একদম পারফেক্ট।ঠিক যতটুকু পারফেক্ট হলে একজনকে আকৃষ্ট করতে পারে।🖤

 2 years ago 

আজ প্রথম একটি জিনিস জানতে পারলাম আর্কিটেকচারাল স্কেচ এ গাছপালা এভাবে আঁকতে হয়। শেষের ছবিগুলো দেখে মনে হচ্ছে যেন একদম বাস্তব। একদম পারফেক্ট একটি চিত্র অঙ্কন করেছেন। বিশেষ করে সবকিছুর ছায়াগুলো একদম পারফেক্ট ভাবে অঙ্কন করেছেন। যার কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে দেখতে। প্রতিনিয়তই সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করেন আপনি।

যতদূর মনে পরছে আপনি আর্কিটেকচার নিয়েই পড়াশোনা করছেন। তাই এই ধরণের ছবিগুলো আকার ব্যাপারে খুব ভালো একটা দক্ষতা আছে আপনার। একদম পারফেক্ট থ্রিডি ছবি যাকে বলে সেটাই করে দেখিয়েছেন পুরো আর্কিটেকচারাল নিয়ম মেনে। সত্যিই ভাল লাগছে দেখতে ছবিটা। আর এই প্লাটফর্মে আপনার ছবি আঁকার অনেক বড় একজন ফ্যান আমি। এত সুন্দর একটা ছবি দেখে ভালো লাগাটা তাই অন্যরকম পুরোপুরি 😊

 2 years ago 

একটি শহরের থ্রিডি চিত্র অংকন টি দেখতে অনেক ভালো লাগছে আর চিত্র অংকন গুলো পেন্সিলের ছোঁয়ায় করলে আমার অনেক ভালো লাগে। আপনার চিত্র অংকন গুলো বরাবরই অনেক সুন্দর হয়। ধন্যবাদ আপু এত সুন্দর একটি চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনি তো দেখছি বেশ দারুন থ্রিডি আর্ট করতে পারেন সুন্দর হয়েছে শহরের দারুন একটি থ্রিডি আর্ট। এমন সুন্দর অংকন দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম,খুবই খুশি হলাম আপনার প্রতিভা দেখে।

Hi, @gorllara,

Thank you for your contribution to the Steem ecosystem.

Your post was picked for curation by @gorllara.


Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59631.75
ETH 2622.60
USDT 1.00
SBD 2.41