রেস্টুরেন্ট এন্ড ফুড রিভিউ পোস্ট || 10% beneficiaries for @shy-fox🦊

in আমার বাংলা ব্লগ2 years ago
❤️হ্যালো বন্ধুরা❤️

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে রেস্টুরেন্ট ও ফুড রিভিউ পোস্ট শেয়ার করছি। কালকে আমার ইউনিভার্সিটির মিডটার্ম পরীক্ষা শেষ হয়েছিল। অনেকদিন পর প্রায় ৪-৫ দিনের মতো লম্বা একটা ছুটি পেলাম। পরে ভাবলাম যেহেতু পরীক্ষা শেষ তাই নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য কিছুটা সময় বের করি। এরপর আজকে আব্বু আম্মুকে খুব জোরাজুরি করলাম বাহিরে খেতে যাওয়ার জন্য। প্রথমে তো কেউই রাজি না। না, এত টাকা খরচ হবে কোনো দরকার নেই। আম্মু বলল যেটা খেতে ইচ্ছা করছে, আমাকে বল আমি বাসায় বানিয়ে দিচ্ছি। আপনারাই বলুন,যতই বাসায় রান্না হোক না কেন।বাহিরে খেতে যাওয়া আর বাসায় খাওয়া কি আর এক কথা? তাই আমি জেদ করে বসলাম যে, আজকে সবাই মিলে বাহিরে খেতে যেতেই হবে। কারন অনেক বার হাজব্যান্ড ,বন্ধু বান্ধবীদের সাথে বাইরে খাওয়া হয়েছে। তবে পুরো পরিবার নিয়ে যাওয়ার সময় হয়ে উঠে না। অনেক কষ্টের সবাইকে দুপুরে রাজি করেই ফেললাম বাহিরে খাওয়ার জন্য। অবশ্য আমি আগে থেকেই অনেক খোঁজখবর নিয়ে একটি রেস্টুরেন্ট বাছাই করে রেখেছিলাম। খেতে যাব বলে। হিহিহি 😁। আপনাদের সাথে আমার সুন্দর মুহূর্ত গুলো এবং রেস্টুরেন্টটির সুন্দর ডেকোরেশন ও খাবারের মান সবকিছু শেয়ার করছি। আশা করছি পোস্টটি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই পরিবার নিয়ে এভাবে ঘুরতে যাবেন। এবং নিজের পরিবারকে সময় দিবেন। কারণ হাজারো ব্যস্ততার মধ্যে পরিবারকে সময় দেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা করি ❤️।

275694997_538262854231671_869754625567159816_n.jpg


এরপর দুপুরবেলা তাড়াতাড়ি করে গোসল করে শাড়ি পড়ে তৈরি হয়ে নিলাম বের হওয়ার জন্য। অনেকদিন শাড়ি পড়া হয়না। একটা কারণ যেহেতু পেয়েছি, শাড়ি পড়েই নিলাম।আমাদের সবার তৈরি হতে হতে একটু দেরি হয়ে গিয়েছিল। তাই খুব হুরাহুরির মধ্যে আমরা রেস্টুরেন্টে পৌঁছাই।
রেস্টুরেন্টের ঢুকতেই অনেক সুন্দর ডেকোরেশন চোখে পড়ে। ডেকোরেশন এর সুন্দর একটি ছবি তুলে নেই। তবে আমাকে সবচেয়ে মুগ্ধ করে ওদের রেস্টুরেন্টের ভিতরের লাইটিং গুলো। এরপর যেহেতু আমাদের পৌঁছাতে দেরি হয়ে গেছে। তাই খুব জলদি মেনু কার্ড নিয়ে,সেট মেনু -১ অর্ডার করে দেই। সেট মেনু-১ এর প্রাইস ছিল ২৮০ টাকা। সেইসাথে সাতটি পেপসি অর্ডার করেছিলাম।

275633186_3243463622602487_2080729105285470732_n.jpg275606432_1100317997416453_379758071789233034_n.jpg
275630499_964901294161433_2538858862942797904_n.jpg275625168_402834458231956_6422888321320353067_n.jpg
275730020_1618632595182652_7190636215502275653_n.jpg275585851_713834649997544_6058464810178487251_n.jpg


এরপর খাবারের অপেক্ষা করতে করতে, ডেকোরেশন এর সাথে নিজের একটি ছবি তুলে নিলাম। সেই সাথে রেস্টুরেন্টের প্রতিটি সুন্দর ডেকোরেশন ক্যামেরাবন্দি করলাম। এরপর একটা জিনিস লক্ষ্য করলাম যে, রেস্টুরেন্ট টিতে প্রাইভেট যোন এবং পাবলিক যোন আছে। অর্থাৎ কেউ চাইলে একটু প্রাইভেটলি ভিতরের দিকে যেয়ে বসতে পারবে। আবার কেউ চাইলে বাহিরের দিকেই বসতে পারবে। এ ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রেস্টুরেন্টের পরিবেশ। খুবই সুন্দর পরিবেশ ছিল। একেবারে বলা যায় পরিষ্কার-পরিচ্ছন্ন। রেস্টুরেন্টে সার্ভিস দেওয়ার জন্য অনেক লোক রাখা হয়েছিল। কোনো কিছুর সমস্যা হলেই তাদের হাতের নাগালে পাওয়া যাচ্ছিল। সবমিলিয়ে আমার কাছে খুব ভালো লেগেছে রেস্টুরেন্টটি।

275419558_1166176984189430_8492742296834325222_n.jpg275641508_382454300061903_1707982885675549055_n.jpg
275599840_301163525286402_7850851314460898716_n.jpg275681493_952088835667361_726097892432806682_n.jpg


যেহেতু আমরা অনেক বেশি খাবার অর্ডার করেছিলাম। প্রায় ছয় প্লেট সেট মেনু। এজন্য খাবারটা একটু দেরিতে এসেছিল। তবে খাবার আসার পর দেখেই বোঝা যাচ্ছিল যে খাবারটা খুব মজাদার হবে। এবং সত্যিই তাই ঘটলো খুবই মজার ছিল। একটি সেট মেনুতে টোটাল পাঁচটি আইটেম ছিলো। খাবারের মান খুবই ভালো ছিল। প্রত্যেকটির স্বাদ একেবারে পারফেক্ট। আর খাবারের পরিমাণ ও ভালোই ছিল। বড়রা পুরো সেট মেনু একা খেতে পারবেন। তবে ছোটরা একা এই পুরো সেট মেনু কখনোই খেতে পারবে না। সবাই মিলে হাসাহাসি এবং আড্ডার সাথে পুরো খাবারটি খুব জমিয়ে উপভোগ করলাম।

275678290_512369053606757_6833635840108820593_n.jpg
275588589_653759449172984_5915355351616727960_n.jpg275597847_251162373895104_2431665792680571749_n.jpg


খাওয়া-দাওয়া শেষ করে বিল দিতে বললাম। আমাদের টোটাল বিল এসেছিল ১৮৫৫ টাকা।
৬ টি সেট মেনু-১ - ১৬৮০ টাকা একেকটি ২৮০ টাকা করে।
৭ টি পেপসি- ১৭৫ টাকা
একেকটি ২৫ টাকা করে।
এরপর বিল পেমেন্ট করে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় নিজের আরেকটি সুন্দর ছবি তুলে নিলাম।
সব মিলিয়ে আমার কাছে রেস্টুরেন্ট ও তাদের খাবারের মান খুব ভালো লেগেছে।

আমি রেস্টুরেন্টটিকে রেটিং এ- ৯/১০ দিলাম।
এবং খাবারের মান রেটিং এ- ৯/১০ দিলাম।
আমি রেস্টুরেন্ট এর পরিবেশ, রেস্টুরেন্টের ভিতর লোকজনের ব্যবহার, তাদের সার্ভিস এই সব কিছুর উপর ভিত্তি করে রেটিং করেছি।
খাবারের পরিবেশন,খাবারের স্বাদ, খাবারের পরিমাণ এবং সে অনুযায়ী খাবারের দামের উপর ভিত্তি করে রেটিং করেছি।

275657309_370563504921306_1605642797781074349_n.jpg


লোকেশন

ডিভাইস : Samsung Galaxy M12



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 15 মার্চ , ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী ব্লগের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  

অনেক সুন্দর হবে রেস্টুরেন্টের বর্ণনা দিয়েছেন। আর খাবার গুলো অনেক লোভনীয় ছিল। দেখেই নিজের জীবনকে আটকানো মুশকিল হয়ে পড়েছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর কমেন্টের জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল। নিজেকে আটকানোর কি দরকার ছিল ভাইয়া। জলদি জলদি যেয়ে আপনিও রেস্টুরেন্টে খেয়ে আসেন।

 2 years ago 

প্রথমত বলবো একজন গৃহিণীকে শাড়িতে দারুন মানিয়েছে।
দ্বিতীয় রেস্টুরেন্টটি অসাধারণ সুন্দর, দারুন চয়েজ 👌
তৃতীয়ত দুপুরের খাওয়ার সময় হয়েছে যদিও, তারপরও একটু আগেই খিদে পেয়ে গেলো খাবার দেখে 😋


সর্বোপরি অসাধারণ ফুডব্লগ 🤍


সর্বশেষ শুভ কামনা সবসময়ই রয়েছে ❣️


একেবারে শেষ কথা হলো বিদায় নিলাম 🤗


 2 years ago 

বাহ্ অসাধারণ একটি কমেন্ট। ভাইয়া আপনি তো দেখছি সুন্দর পোস্ট এর পাশাপাশি এখন সুন্দর কমেন্ট ও লিখছেন ❤️। বেশ ভালো লাগলো ব্যাপারটা। ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

না না তেমন কিছু না 🤗
আসলে আপনারাই হলেন আমার অনুপ্রেরণা ☺️

 2 years ago 

আপনার রিভিউ করা খাবার গুলো দেখতে বেশ লোভনীয় দেখাচ্ছিলো এবং রেস্টুরেন্ট ডেকোরেশন টা আমার কাছে বেশ দারুন লেগেছে। এই রেস্টুরেন্টে আমি কখনো যায়নি তবে আপনার অনুভূতি গুলো উপলব্ধি করতে পেরে দারুণ লাগছে। আপনি পোস্টটি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যিই ভাইয়া রেস্টুরেন্টটি দারুন ছিল। আমি ও রেস্টুরেন্টের ছবি দেখেই উপলব্ধি করতে পেরেছিলাম যে জায়গাটি খুব সুন্দর এবং খাবারগুলো মজাদার। এজন্যই আমি গিয়েছিলাম রেষ্টুরেন্টটিতে।ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর হয়েছে আপনার রেস্টুরেন্টের ফুড রিভিউ। দেখতে অনেক সুন্দর লাগছে। প্রতিটি খাবার অনেক লোভনীয় ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ রেস্টুরেন্টের এত সুন্দর কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। আমি সবসময় চেষ্টা করি আবার ভালো কাজ এবং ভালো মুহূর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করার। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

পরিবারের সবাইকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আপনি যে খুবই আনন্দে সময় কাটিয়েছেন সেটা কিন্তু আপনার পোস্ট পড়ে বুঝতে পেরেছি। আসলে এভাবে রেস্তারা পাওয়া যায় না যে খাবারের মান খুবই ভালো হয়। তবে কিছুকিছু রেস্তোরাঁর খাবারের মান অনেক খুবই ভালো হয়। কিন্তু অনেক রেস্তারায় আছে যার খাবারের মান খুবই লো কোয়ালিটি। তবে আপনি যে রাস্তায় গিয়েছেন তার খাবারের মান অনেক ভাল ছিল শুনে ভালোই লাগলো। ধন্যবাদ আপনাকে আপনার আনন্দময় মুহূর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাইয়া আমি যে রেষ্টুরেন্টটিতে গিয়েছি, সেখানকার পরিবেশ,ডেকোরেশন এবং খাবারের মান সব কিছুই খুব ভালো ছিল। এ কারণেই মূলত পরিবার নিয়ে সুন্দর একটি সময় কাটাতে পেরেছি।ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনি আপনার পরিবারের সাথে খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন। দেখে খুব ভালো লাগলো। আর আপনাকে শাড়িতে খুবই সুন্দর লাগছে।আপনি খুব সুন্দর একটি রেস্টুরেন্ট এবং ফুড রিভিউ দিয়েছেন। রেস্টুরেন্টেটি সত্যি খুব সুন্দর খাবারগুলো খুব লোভনীয়। এত সুন্দর একটি রিভিউ পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু। আসলে বাঙ্গালী নারী শাড়িতেই সুন্দর। সুন্দর একটি কমেন্ট করেছেন পড়ে খুব ভালো লাগলো। আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইলো আমার পক্ষ থেকে।

 2 years ago 
রেস্টুরেন্ট এন্ড ফুড রিভিউ পোস্টে পরিবারের সাথে এতো চমৎকার করে সময় কাটানো অনুভূতি তা সত্যিই প্রশংসনীয়।সবমিলিয়ে খুবই চমৎকার একটি রিভিউ দিয়েছেন আপনি যা আমার কাছে খুবই ভালো লেগেছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে♥♥
 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে। আমার ভালো লাগে আমার সুন্দর মুহূর্ত গুলো আপনাদের সাথে শেয়ার করতে। আপনার জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Curated by Blessed-girl
r2cornell_curation_banner.png
Enhorabuena, su "post" ha sido "up-voted" por @dsc-r2cornell, que es la "cuenta curating" de la Comunidad de la Discordia de @R2cornell.

Visit our Discord - Visita nuestro Discord

 2 years ago 

ওয়াও অনেক সুন্দর ভাবে আজকের ফুড রিভিউ পোস্ট আমাদের সকলের মাঝে উপস্থাপন করেছেন আপু। সত্যিই খাবার গুলো দেখতে অনেক লোভনীয় লাগতাছে নিশ্চয়ই খেতেও অনেক সুস্বাদু এবং পরিবারের সঙ্গে আপনি অনেক সুন্দর একটি সময় কাটিয়েছেন। সবকিছু মিলে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছেন আপনি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 2 years ago 

ভাইয়া আসলে আমাদের সবারই উচিত পরিবারের সাথে সময় কাটানো হাজারো ব্যস্ততার মধ্যে। তাহলেই পরিবারের সবার সাথে সবার সম্পর্কগুলো অটুট থাকে। আপনাদের সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বাহ পরিবারের সাথে রেস্টুরেন্টে কাটানো মুহূর্তের গল্প খুবই ভালো লাগলো। বন্ধুদের সাথে রেস্টুরেন্টে অনেকবার খাওয়া হয়েছে কিন্তু এভাবে পরিবারের সাথে কখনো খাওয়া হয়নি। আপনি খুব ভাল উদ্যোগ গ্রহণ করে পরিবারের সবাইকে রাজি করিয়ে রেস্টুরেন্টে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করলেন। আমার কাছে খুবই ভালো লেগেছে বিশেষ করে খাবারের মানটা অসাধারন ছিল জেনে ভাল লাগল ।আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

জি ভাইয়া আমারও বন্ধুদের সাথে অনেকবার রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয়েছে। তবে পরিবার নিয়ে যাওয়া হয়নি বলেই।এবার অনেক কষ্ট করে সবাই একসাথে বের হয়েছি। যেহেতু আপনার ও যাওয়া হয়নি আপনিও এমন সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করে ফেলুন। ধন্যবাদ এবং ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.12
JST 0.024
BTC 49842.52
ETH 2229.37
USDT 1.00
SBD 2.00