DIY - এসো নিজে করি : কালারফুল লেবুর চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি কালারফুল লেবুর চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

Social Media Conference YouTube Thumbnail(9).jpg

উপকরণ:

  • পেন্সিল
  • কাগজ
  • মোম রং




আসুন আমার শিল্প শুরু করি:

ধাপ - 1

আমি প্রথমেই পেন্সিল দিয়ে কাটা কম্পাস এর মাধ্যমে গোল গোল করে কিছু অংশ দাগ দিলাম। সবগুলো এমনভাবে দিলাম যেন একটি অন্যটির সাথে লেগে আছে এটি বুঝা যায়। যদি আমি এগুলোকে দূরে দেই তাহলে চিত্রাঙ্কনের সৌন্দর্য বৃদ্ধি পাবে না।


243864836_3114405018789989_4782005933157570228_n.jpg


ধাপ - 2

গোল দাগ গুলো সবগুলো দেওয়ার পর এরপর আমি শুরু করলাম ভিতর অংশটুকু চিত্রাংকন করার জন্য। যেহেতু লেবু আমরা সকলে জানি লেবুর ভিতরে অংশটুকু দেখতে অনেক সুন্দর ফুলের মত তাই আমি এমন করেই চিত্রাংকন করলাম যেন এগুলোকে লেবুর মতো বুঝা যায় এবং লেবু কাটলে যেমন লাগে ঠিক যেন তেমন লাগে।


243833219_294179548883926_8084321812871114992_n.jpg
243794319_246884734057559_5286450784172885846_n.jpg


ধাপ - 3

এরপর সবগুলো বৃত্তের মধ্যে খুব সাবধানতার সাথে লেবুর অংশটুকু পেন্সিল দিয়ে আর্ট করে শেষ করলাম।


243928114_4454365041320679_880191335144974728_n.jpg
243879458_913878279234877_4223569243184067358_n.jpg


ধাপ - 4

এরপর আমি শুরু করলাম রংয়ের কাজ। বিভিন্ন রং এর সংমিশ্রণে আমি কাজ করার প্ল্যান করলাম। আমি এখানে দেখানোর চেষ্টা করেছি এখানে অনেকগুলো লেবুর খন্ড অংশ রয়েছে। অনেকগুলো পাকা আবার অনেকগুলো কাঁচা এমন অবস্থায় রয়েছে। আমি আমার রং এর মাধ্যমে তাই বোঝানোর চেষ্টা করছি।


243890266_168393232123503_9131425563794846637_n.jpg
243870722_629483004872924_7769812682331925616_n.jpg


ধাপ - 5

এরপর রং এর সবগুলো কাজ শেষ করলাম। মোম রং দিয়ে রং করতে অনেক সময় অনেক সমস্যা হয় তারপরও আমি খুবই ধৈর্যসহকারে কাজটি শেষ করলাম।


243856321_1102447333895179_3927347903551850507_n.jpg
243973480_399250265142378_81232845021841578_n.jpg


ধাপ - 6

এরপর সাদা রং দিয়ে মাঝখানে হাল্কা হাল্কা করে ছোট ছোট করে দাগ দিলাম যেন পরিপূর্ণ ভাবে বুঝা যায় এগুলো লেবুর খন্ডাংশ। এভাবে আমি আমার চিত্রাংকনের কাজ শেষ করলাম।


243863099_1997378853751388_5936271269381135091_n(1).jpg
243863099_1997378853751388_5936271269381135091_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ


243879460_405749884591485_5297437073555258372_n.jpg
243824049_1028796247908620_7717611394230050394_n.jpg
243959996_1033135580816538_1641187785052907886_n.jpg




আমার পেইন্টিং এর সাথে আমার ছবি


244183208_577273790258331_1669442372395723676_n(1).jpg


#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 04 অক্টোবর , 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর করে অনেক কালারের লেবু আর্ট করেছেন। খুবই সুন্দর হয়েছে আপু উপস্থাপনা টাও খুব সুন্দর করে করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

কালারফুল লেবুর চিএগুলো খুব সুন্দর একেছেন। লাল নীল হলুদ কমলা প্রায় সকল প্রকারেরেই লেবু আছে দেখছি। উপস্থাপনা টাও অনেক ভালো হয়েছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর কলার ফুল কমলালেবুর চিত্র অঙ্কন করেছেন দেখতে অসাধারণ লাগছে যে কেউ দেখলে আপনার অংকন মুগ্ধ হবে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

😍😍

 3 years ago 

আপনার কাজ গুলো অসাধারণ লাগে আপু। অনেক পরিশ্রম করেন আপনি।

 3 years ago 

ধন্যবাদ আপু আসলেই অনেক পরিশ্রম হয় হাটগুলো করতে ।

 3 years ago 

আপু আপনার লেবুর অঙ্কনটি আসলেই অনেক কালারফুল হয়েছে।দেখতে অসাধারণ হয়েছে।প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago (edited)

পেন্সিল দিয়ে যখন অনেক কালারফুল লেবু তৈরি করলেন তখন এক গ্লাস শরবত তৈরি করলেও মন্দ হতো না ।।হিহিহি

আর শরবত তৈরি করে অবশ্যই আমাকে ইনভাইট করবেন।

খুব সুন্দর হয়েছে এবং অনেক কালারফুল

 3 years ago (edited)

দেখি ভাইয়া পরবর্তীতে লেবুর শরবতের একটি রেসিপি বানাবো তার ছবি শেয়ার করব আপনি ওইখান থেকে খেয়ে নিয়েন। 🤐

আপু কি বলবো অনেক সুন্দর আর্ট। নিখুঁতভাবে আপনি আমার আর্টটি তৈরি করেছেন। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলেই আপু প্রশংসা না করে পারলাম না এত সুন্দরভাবে আপনি পরিবেশনা করেছেন দেখার মত ছিল আপু। অনেক সুন্দর ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার মধ্যে একটা বিশেষত্ব কি জানেন??

আপনি যেকোনো সামান্য জিনিসকেই একদম আপনার হাতের ছোঁয়ায় অসামান্য করে তুলতে পারেন।
এই ব্যাপারটা আমি আপনার কাছে থেকে রপ্ত করার চেষ্টা করছি কিন্তু।
খুব বেশি সুন্দর হয়েছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনাদের এইসব সুন্দর মন্তব্যের কারণেই আমি আরো উৎসাহ পাই সুন্দর সুন্দর চিত্রাংকন শেয়ার করা জন্য।

 3 years ago 

কতটা নিখুঁত আপনার অংকন। আমি যত দেখছি ততই অবাক হচ্ছি। আপনার প্রতিটি অংকন আমার অনেক অনেক পছন্দের। আপনার অংকন গুলো দেখে মনে হয় যেন আপনি একজন প্রফেশনাল আর্টিস্ট।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাদের উৎসাহের কারণেই আমি আরো পরিপূর্ণ হয়ে উঠছি দিন দিন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 56924.47
ETH 3086.51
USDT 1.00
SBD 2.41