DIY - এসো নিজে করি : মিষ্টি প্রেমিকদের জন্য পেনকেকের চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারাও ভালো আছেন। আজকে আবারো হাজির হয়ে গেলাম আপনাদের সাথে নতুন একটি চিত্রাংকন নিয়ে। আজকের চিত্রাংকন টি মূলত আমার মতো মিষ্টি প্রেমিকদের জন্য।😋🥰 পেনকেক আমার খুব পছন্দের একটি খাবার। অবশ্য এটি আমি মধু থেকে চকলেট সস দিয়ে খেতে বেশি ভালোবাসি। কিন্তু সাধারণত পেনকেক মধু দিয়ে খাওয়া হয়। আর এর উপরে মাখন থাকলে তো কোনো কথাই নেই।
স্বাদের সব দিক মাথায় রেখেই আমি আজকের চিত্রাঙ্কন টি করেছি।হিহিহি। চেষ্টা করেছি খুব সহজ এবং সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সাথে চিত্রাংকন টি শেয়ার করার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যাদের চিত্রাংকন টি দেখে পেনকেক খেতে ইচ্ছা করবে। তাদের জন্য বলছি আমি আমার বাংলা ব্লগ কমিউনিটি তে পেনকেকের রেসিপি শেয়ার করেছিলাম খুব সহজ এবং সুন্দর উপায়ে।আপনারা চাইলে আবারো রেসিপিটি দেখে পেনকেক বানিয়ে আমার চিত্রাংকনের সাথে উপভোগ করতে পারেন 😅🥰❤️।ধন্যবাদ ধৈর্য সহকারে আমার লেখাগুলো পড়ার জন্য। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। সবার জন্য অনেক ‌অনেক শুভকামনা রইলো।

272028756_1020951945156085_6961939211667596843_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • মোম রং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে পেনকেক গুলোর অবয়ব ভালোভাবে অঙ্কন করে নিলাম।

272525099_984099732196088_1321142111701424965_n.jpg272780370_329515979070489_2605339616025589543_n.jpg

ধাপ - 2

এরপর আবারো পেন্সিল এর সাহায্যে আমি পেনকেক গুলোর নিচের প্লেট এবং পেনকেক গুলোর উপর থেকে গলে পরে যাওয়া মাখন ও মধু অংঙ্কন করে নিলাম।

272787668_4649131905216184_710211350220355077_n.jpg272750566_5046889158708905_4775403471157818354_n.jpg

ধাপ - 3

এরপর পেন্সিলের অঙ্কিত পুরো চিত্রাংকনটি কালো মার্কার পেন এর সাহায্যে গাঢ় করে নিলাম।


272868077_788078149261447_5679209787595416371_n.jpg


ধাপ - 4

এরপর শুরু করলাম রংয়ের কাজ। প্রথমে গাঢ় কমলা রং হালকা করে গলে পড়া মধুর উপর রং করে নিলাম। এবং এরপর গাঢ় বাদামি রং দিয়ে গোলে পরা মধুর রংয়ের কাজ শেষ করলাম।

270647775_509024647423298_1113501301652210889_n.jpg272677473_337597038091602_2892576077977933016_n.jpg

272677473_1580968235635795_1590019588488175143_n.jpg


ধাপ - 5

এরপর হালকা কমলা রং এবং হালকা মিষ্টি কালার দিয়ে পেনকেক গুলো রং করে নিলাম ভালোভাবে। এবং হলুদ রঙের সাহায্যে উপরে থাকা মাখন রংকরে নিলাম।

272281071_635111694410066_6079423773231411489_n.jpg272372136_341422151206573_4258347640686404663_n.jpg

272236289_474421507641868_5437892972889487136_n.jpg


ধাপ - 6

এরপর পেনকেক গুলোর নিচে থাকা প্লেট টিতে ধূসর কালার রং এর সাহায্যে কিছু কিছু জায়গায় রং করে নিলাম। এবং সাদা রং এর সাহায্যে মধুর উপর কিছু জায়গায় ডিজাইন করে নিলাম।


272338039_363835658503718_3778602657288886914_n.jpg


ধাপ - 7

এরপর আমি ভাবলাম মধু যখন দিয়েছি কেননা মধুর একটি বয়ম আঁকা যাক। এইজন্য ‌আবারো আমি পেন্সিল এর সাহায্যে ‌ একটি মধুর বয়ম এবং মধু তোলার চামচ অংকন করলাম।


272734333_469858124519829_9205750813334931953_n.jpg


ধাপ - 8

এরপর মধুর বয়মের অবয়ব টুকু কালো মার্কার পেনের সাহায্য গাঢ় করে নিলাম।এবং প্রথমে যে রং গুলো ব্যবহার করে মধু রং করেছিলাম।ঠিক সেই রং এর ক্ষেত্রে ও ব্যবহার করেছি। চামচ থেকেও মধু গলে পড়ছে এমন রং করেছি।


258851255_1075226299878008_5262604296680756314_n.jpg


ধাপ - 9

এবার কালো মার্কার পেন দিয়ে মধু তোলার চামচ এর ডিজাইন সম্পন্ন করেছি। সবশেষে পুরো চিত্রাংকন এর পিছনে একটি আবছোয়া ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করেছি পেন্সিল এর সাহায্যে।
এভাবেই আমি মিষ্টি প্রেমিকদের জন্য পেনকেকের চিত্রাংকন সম্পন্ন করেছি।

273207752_996237207939661_8734030148195518360_n.jpg257656040_1389984841462431_6416908107530965310_n.jpg

চূড়ান্ত পদক্ষেপ
272782751_594550615046658_2976114615421565273_n.jpg272696323_4504336033004610_680975865824807096_n.jpg
271844362_364573995082831_4994365190024033506_n.jpg272277378_668896334547187_700621186517958446_n.jpg


#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 03 ফেব্রুয়ারি, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

সুন্দর রান্নার রেসিপি দিলেও লোভ সামলাতে পারিনা, আবার মজাদার খাবারের ছবি আঁকলেও সেটা থেকে চোখ সরাতে পারি না। কি করি বলুন তো। এত লোভনীয় সব পোস্ট দেখলে এরপর থেকে দাদার কাছে কমপ্লেন করে দেবো 🤗🥰।

 2 years ago 

ওকে আপু আমার কোন সমস্যা নেই। তারপর দাদা আর আপনি দুজন মিলে বাংলাদেশে চলে আসেন। আমার লোভনীয় আর্ট গুলো দেখে যান এবং লোভনীয় রেসিপিগুলো টেস্ট করা যান। দাওয়াত রইলো। অনেক ভালোবাসা ও শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু এভাবে লোভ লাগিয়ে কি আর হবে,দেখেও খেতে পারব না।এটা তো একটা চিত্রাঙ্কন কিন্তু বাস্তবে হলেও যে খেতে পারব না এটা ভেবে ভালোই লাগতেছে না। কিন্তু অংকন বেশ দারুণ হয়েছে আপু।

 2 years ago 

কোনো সমস্যা নেই আপু রেসিপি দেওয়া আছে নিজে বানিয়ে সুন্দরভাবে খেতে পারবেন। মন খারাপ করার কিছু নেই 🥰। আপাতত চিত্রাঙ্কন উপভোগ করুন😌😌। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য এবং শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

মিষ্টি বরাবরই অনেক ভালো লাগে। আপনার আর্টটি দেখে অনেক ভালো লাগলো। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে প্রতিটি স্টেপ আমাদের দেখিয়েছেন। আমার কাছে আপনার চিত্রাঙ্কন সব সময় ভালো লাগে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

ওয়াও আপু অসাধারণ একটা পেনকেকের চিত্র অংকন করেছেন। আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর আর্ট শেয়ার করে থাকেন। যা আমাদেরকে প্রতি বারে মুগ্ধ করে দেয়।তাই আপু আজকের পেনকেকের আর্টটি খুবই সুন্দর হয়েছে আকা।ধন্যবাদ আপু আমাদের মাঝে এতো সুন্দর একটা পেনকেকের চিত্র শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য। পুরো কমেন্টটি অনেক গুছিয়ে করেছেন দেখে ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

দেখে খেয়ে ফেলতে ইচ্ছা করছে 😋 খুব সুন্দর ড্রইং করেছেন আপনি। রেসিপির পাশাপাশি ড্রয়িং দেখেও লোভ লাগিয়ে দেন। যাইহোক অনেক সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

যাক ভালো লাগল চিত্রাঙ্কন দিয়েও আপনাদের লোভ লাগাতে পারছি।হিহিহি😁। দোয়া করবেন যাতে পরবর্তীতে এমন হাজারো লোভ লাগানোর চিত্রাংকন আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু ভীষণ সুন্দর হয়েছে পেনকেকটির চিত্ৰ,আপনার হাতে যাদু আছে।আপনার হাতের ছোঁয়ায় সবকিছু সত্যিকারের মতো মনে হয়।কেক খেতে আমার দারুণ লাগে, তার সঙ্গে মধু আপনি এত দারুণ করে ফুটিয়ে তুলেছেন অঙ্কনের মাধ্যমে সত্যিই মনে হচ্ছে না এটি কোনো অঙ্কন।শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু গুছিয়ে এত সুন্দর করে আমার পোষ্টের প্রশংসা করার জন্য। আশা করছি সব সময় আপনাদেরকে এমন মুগ্ধ করতে পারবো আমার আঁকা ভালো ভালো চিত্রাঙ্কন দিয়ে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার আর্টের কথা আর কি বলব আপনারা আর্টতো সব সময় অনেক সুন্দর হয়। আজকের টাও তার ব্যতিক্রম নয়। সত্যিই অনেক সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আর আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। অনেক ভালো থাকুন এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

পেনকেকের চিত্রাংকন দারুন হয়েছে আপু।আপনার অঙ্কন আমার খুবই ভালো লাগে। আপনি চমৎকারভাবে এই চিত্রটি অঙ্কন করেছেন আপু।দারুন একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য আপু। ভালো লাগে আপনাদের কমেন্ট গুলো পড়লে। এগুলো আমার কাজের প্রতি তাগিদ আরও বাড়িয়ে দেয়। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। ❤️

 2 years ago 

জাস্ট অসাধারণ এর থেকে বেশি কিছু বলার নেই যদি থাকত তাহলে সেটাও বলতাম। অসম্ভব রকমের সুন্দর হয়ে থাকে আপনার প্রত্যেকটা পেইন্টিং এটিও তার ব্যতিক্রম হয়নি। খুবই চমৎকার হয়েছে এবং সেইসাথে সুন্দর উপস্থাপনা। এবং ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাইনা শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এত প্রশংসা কোথায় রাখি ভাইয়া? অনেক ভালো লাগে আপনি যে কমেন্ট গুলো পড়লে। সত্যিই অনেক অনেক ধন্যবাদ এই অনুপ্রেরণা গুলোর জন্য। অনেক ভাল থাকুন সব সময় এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66552.34
ETH 3451.80
USDT 1.00
SBD 2.65