DIY - এসো নিজে করি : মাথায় ফুল সাজানো একটি কুকুরের চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি মাথায় ফুল সাজানো একটি কুকুরের চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

270761583_200468722227150_6696644158607373502_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিলের সাহায্যে কুকুর টির মুখমণ্ডল ও নাকের অংশের অবয়ব ভালোভাবে অঙ্কন করলাম। এরপর মুখমন্ডলের নিচের অংশ অঙ্কন করলাম।

270749618_769821070596114_7701131162983765048_n.jpg270152274_658029872004992_2329523806032696659_n.jpg

ধাপ - 2

এরপর আমি কুকুর টির নাক ও শরীরের অংশ ভালোভাবে অঙ্কন করলাম পেন্সিল এর সাহায্যে। এবং এরপর কুকুর টির দুটি চোখ অঙ্কন করলাম।

271178612_278514874173161_8344198332743012425_n.jpg270636146_1145708219585728_4610086540999419081_n.jpg

ধাপ - 3

এরপর আমি কুকুর টিকে সুন্দরভাবে সাজানোর জন্য কুকুরটির মাথায় চার ধরনের ফুল অঙ্কন করলাম।

271249497_4597709930305988_2364780574732134280_n.jpg270519201_1404769406626024_3847348431048156845_n.jpg
270240917_595640694843347_3432282632546006340_n.jpg270303585_606606983893862_5170449677909089980_n.jpg

270761574_1036650920229537_3956261134983893263_n.jpg


ধাপ - 4

এরপর পেন্সিল এর সাহায্যে অঙ্কিত পুরো কুকুরটিকে কালো মার্কার পেন এর সাহায্যে গাঢ় করে অঙ্কন করলাম।


271051423_1613502505667382_8447726360804476708_n.jpg


ধাপ - 5

এরপর কুকুরটির সৌন্দর্য বাড়ানোর জন্য আবারো পেন্সিল এর সাহায্যে ফুল গুলোর মধ্যে এবং কুকুরটির মুখমন্ডলে কিছু ডিজাইন করলাম।


270228919_915515709098913_1143643585180676403_n(1).jpg


ধাপ - 6

এরপর আবারও পেন্সিল এবং মার্কার পেন এর সাহায্যে পুরো অঙ্কিত কুকুরটি সুন্দরভাবে ডিজাইন করলাম। এভাবেই আমি মাথায় ফুল সাজানো কুকুরটির পুরো চিত্রাংকন সম্পন্ন করলাম।


270356517_481103986904020_5516360706325488610_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
270288974_286661496663302_4488773855360165377_n.jpg270676948_962585464464976_4315907663881334498_n.jpg
271268845_1329211300891466_3829943857561799521_n.jpg270282030_602572634141858_7700343168381718196_n.jpg


#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং ০3 জানুয়ারি, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

বাহ আপনার আর্টটি খুবই চমৎকার হয়েছে। খুবই সুন্দর করে আপনি আর্ট টি করেছেন ।মাথায় চুল লাগানো কুকুরের আর্ট টি অসাধারণ হয়েছে ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে বর্ণনা সহকারে উপস্থাপন করেছেন। যেটি আপনার পোস্ট কে আরো বেশি সুন্দর করেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপু আমি কুকুরটির মাথায় চুল না ফুল লাগিয়েছি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য ও।

 3 years ago 

চোখ দুটি খুব মায়াবী কুকুরটির। মাথায় ফুলগুলো দেওয়াতে আরো সুন্দর দেখাচ্ছে। চিত্রাংকন টি দারুন এবং উপস্থাপনাও ঠিকঠাক। ধন্যবাদ।

 3 years ago 

জি ভাইয়া কুকুরটিকে আরো সুন্দর দেখানোর জন্যই তার মাথায় ফুল সাজিয়েছি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

অনেক সুন্দর ভাবে কুকুরটি এঁকেছেন। আর কুকুরকে এমন একটা আয়োজন সত্যি অসাধারণ এবং প্রশংশনীয় । এটা একটা মহোত্তের পরিচয়।
অংকনের ধাপ সমূহ ভালোভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল।

 3 years ago 

ওয়াও আপনার চিত্রাংকন সত্যিই অসাধারণ হয়েছে আপু। আমার কাছে অনেক ভালো লেগেছে। আর দেখে বোঝা যাচ্ছে আপনি খুব ধৈর্য্য নিয়ে খুব সুন্দর ভাবে চিত্রটি অঙ্কন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য। জি ভাইয়া ঠিক ধরতে পেরেছেন ধৈর্য্য নিয়ে চিত্রাংকন টি করতে হয়েছে। আসলে যে কোনো কাজ করতে ধৈর্যের প্রয়োজন হয়। তাহলেই ফলাফল ভালো পাওয়া যায়। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনি পেন্সিল দিয়ে মাথায় ফুল সাজানো একটি কুকুরের চিত্রাংকন খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য ও প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আশা করছি সবসময় ভালো কমেন্টর সাথে পাশে থাকবেন এবং দোয়া করবেন যাতে আপনাদের সাথে এমন সুন্দর সুন্দর কাজ শেয়ার করতে পারি।

You have been upvoted by @abuahmad, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

 3 years ago 

আসলে শিল্পী কি না করতে পারে।
কুকুরকে যে এভাবেও সাজানো যায় আমি প্রথম দেখলাম। আমি ছবিতেও ‌‌যে কেউ এভাবে সাজিয়েছে তাও দেখিনি। অসাধারণ জিনিস ছিল।
খুব ভালো চিন্তা চেতনা সাথে নিখুঁত অংকন ।
দারুন ব্যাপার👌

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে আমার চিত্রাংকনের প্রশংসা করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

মাথায় ফুল সাজানো একটি কুকুরের চিত্র দারুন এঁকেছেন আপু। ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে ।আপনি এত সুন্দর ছবি আঁকেন দেখতে খুবই ভালো লাগে ।খুব সুন্দর ভাবে আপনি নিখুঁত করে ছবিটি এঁকেছেন এককথায় অসাধারণ হয়েছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

মাথায় ফুল কুকুরের আমি কখনো দেখিনি আপু। খুব ইউনিক একটি আর্ট শেয়ার করেছেন। ফুল দেয়াতে কুকুরটিকে দেখতে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপু

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক সুন্দর করে প্রশংসা করেছেন কমেন্টটি পড়ে খুব ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58180.92
ETH 2477.99
USDT 1.00
SBD 2.42