DIY - এসো নিজে করি : একটি ঘুমন্ত খরগোশের চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি আর্ট পোস্ট শেয়ার করছি। আজকে হঠাৎ কেন জানি আমার মাথায় আসলো যে, আমি বা আমরা যেমন মাঝে মাঝে ভাবি, যদি আমাদের পছন্দের খাবারগুলো বৃষ্টি হতো। তাহলে কতই না ভালো হতো। নিজেদের মন ভরে খাবার গুলো খেয়ে নিতে পারতাম। আমার তো মাঝে মাঝে এমন মনে হয় যে উপর থেকে যদি চকলেটের, পেস্ট্রি কেক, রসগোল্লা, চিকেন ফ্রাই এমন আরও অনেক পছন্দের খাবারের বৃষ্টি হতো। তাহলে সত্যিই মন ভরে খেয়ে নিতে পারতাম😋। হিহিহি 😅😂। অনেক হাস্যকর তাই না?
এরপর আবার হঠাৎ মাথায় আসলো আমাদের মত পশুপাখিরাও কি এমনটা ভাবে? ওদের মাথায় ও কী এধরনের চিন্তাভাবনা আশে কিনা। এটা ভাবতে ভাবতেই করে ফেললাম আজকের চিত্রাংকন। খরগোশকে আমার অনেক কিউট প্রাণীদের মধ্যে একটা প্রাণী মনে হয়। তাই ভাবলাম আজকের চিত্রাংকন করবো খরগোশ নিয়ে। এবং তার পছন্দের খাবারের বৃষ্টি নিয়ে😌। আপনাদের জন্য একটি ফেললাম ঘাসের উপর একটি ঘুমন্ত খরগোশ এবং তার পছন্দের খাবার গাজরের বৃষ্টির দৃশ্য। মজার না ব্যাপারটা? আশা করছি আমার মত আপনারাও আমার আর্ট পোস্টটি উপভোগ করবেন আনন্দের সাথে। এবং আপনাদের সবার কাছে ভালো লাগবে। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা রইল। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন 💞।

273760765_691734781857101_7391943896900033336_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে খরগোশের মুখের এবং কানের অবয়ব ভালোভাবে অঙ্কন করে নিলাম। এরপর খরগোশ টির দুই হাত এবং চোখ ও নাকের চিত্রাংকন করে নিলাম ভালোভাবে।

273967273_356858422768700_2432023404038806363_n.jpg273959841_470077744598235_6492689621208007239_n.jpg

ধাপ - 2

এরপর খরগোশের হাত, পা,লেজসহ পুরো চিত্রাংকন সম্পন্ন করে নিলাম ভালোভাবে। এমন ভাবে খরগোশটি আঁকলাম। যাতে দেখে মনে হয় যে খরগোশটি ঘুমোচ্ছে এবং ভালো কিছু স্বপ্ন দেখে মুচকি মুচকি হাসছে।


274000624_956698795216618_3095953591273568567_n.jpg


ধাপ - 3

এরপর শুরু করলাম রংয়ের কাজ। সবুজ কালার রং দিয়ে অঙ্কিত খরগোশটির আশপাশটা ভালোভাবে রং করে নিলাম। যাতে দেখে মনে হয় যে খরগোশটি সবুজে ঘেরা ঘাসের উপর ঘুমিয়ে আছে। এরপর সাদা এবং হালকা গোলাপী কালার এর সংমিশ্রণে খরগোশটির ভিতরের অংশ রং করে নিলাম।

273926437_2158464944302937_491792292276114621_n.jpg273991415_2813587652120083_1145697397604482327_n.jpg

ধাপ - 4

এরপর আবারো সবুজ রং দিয়ে কিছু ঘাস এবং ফুলপাতা দিলাম। এবং মার্কার পেন এর সাহায্যে অঙ্কিত খরগোশটির ভিতরে কিছু দাগ দিয়ে নিলাম শরীরের গঠন ভালো ভাবে বোঝানোর জন্য।
এরপর পেন্সিল এর সাহায্যে উপর থেকে ঝরে পড়ছে বৃষ্টির মতো এমন ভাবে কিছু গাজরের চিত্রাংকন করে নিলাম।

273946531_327762499290699_4651177452615441781_n.jpg273887048_699579438080169_6496716668619128891_n.jpg

ধাপ - 5

এরপর কমলা ও সবুজ রঙের সাহায্যে গাজরগুলো ভালোভাবে রং করে নিলাম।


273852873_376134537686702_4041329840383258890_n.jpg


ধাপ - 6

এবং সবশেষে সবুজ এবং কমলা কালারের জল রং এর সাহায্যে একটি ব্রাশের মাধ্যমে কিছু রঙ ছিটিয়ে দিলাম।
এবং এভাবেই আজকে আমি আমার ঘুমন্ত খরগোশের চিত্রাংকনটি সম্পন্ন করলাম।

273978135_347196590632352_222637461135889754_n.jpg273900744_1280929665738361_971837633609260517_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ

273898558_250244640630872_5860228454832453259_n.jpg

273760765_691734781857101_7391943896900033336_n.jpg



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 20 ব্রুয়ারি, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

আমি ও উপর ওয়ালার কাছে খাবারের বৃষ্টি প্রার্থনা করছি 💖
আমার মেয়ে ঈলমা মাঝে মাঝেই এটা বলে, বাবা উপর থেকে যদি চকলেট পরতো কত ভালো হতো ♥️
যাক ছবির কথা কি আর বলি অসাধারণ সুন্দর শিল্পকর্ম ❣️

 3 years ago 

বাহ্ ইলমা তো দেখছি আমার মত 🥰। আমিও মাঝে মাঝেই এমন বৃষ্টি চাই। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

খুবই সুন্দর ভাবে এটি ঘুমন্ত খরগোশের ছবি অঙ্কন করেছেন আপু। আপনার ঘুমন্ত এই ঘরে এসে ছবিটি আমার কাছে অনেক ভালো লেগেছে। ঘুমন্ত খরগোশ তৈরি করার ক্ষেত্রে প্রত্যেকটি ধাপ আপনি আমাদের মাঝে খুবই সুন্দর হবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটি ছবি আমাদের মাঝে অঙ্কন করে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর কমেন্টের জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু,অসাধারণ হয়েছে এই চিত্রাঙ্কন। খরগোশ আমার খুব পছন্দের প্রাণী।আমি অনেক খরগোশ পালন করতাম।আর আজকে আপনার অঙ্কিত এই ঘুমন্ত খরগোশটি দেখে সেই খরগোশ গুলোর কথা মনে পড়ে গেল। খুব সুন্দর হয়েছে আপু।

 3 years ago 

আমার কখনই খরগোশ পালন করার সৌভাগ্য হয়নি। তবে খরগোশ আমারও খুব পছন্দের প্রাণী। এ কারণে নিজের স্বপ্নটা ওর মধ্যে দিয়ে দিলাম। হিহিহি😁। ধন্যবাদ আপু এত কিউট কমেন্টের জন্য।

 3 years ago 

কি মিষ্টি আইডিয়া দিদি 👌👌। আপনার মত আমিও আমার পছন্দের খাবারের বৃষ্টি চাই🥰। আপনার আর্টের তো অনেক বড় ফ্যান আমি। আপনার হাতে রং তুলি মানেই দারুন কিছু। আমি শুধু ভাবছি খরগোশের ঘুমটা কখন ভাঙবে , আর কখন সে সারপ্রাইজ পাবে 🤗❤️। চিন্তা হচ্ছে এমন গাজর বৃষ্টি দেখে ভয় পেয়ে আবার ঘুমিয়ে না গেলে হয় 😂

 3 years ago 

হিহিহি 😂। অনেক মজাদার একটি কমেন্ট ছিল আপু। আশা করছি ভয় পেয়ে ঘুমিয়ে যাবে না বরং মজা করে গাজর গুলো খেয়ে নিবে। ধন্যবাদ আপু এবং ভালোবাসা রইলো আপনার জন্য।

 3 years ago 

আপনার আর্টিস্টি খুবই অসাধারণ হয়েছে ।আপনি খুব সুন্দর করে চমৎকার ভাবে আমাদের আর্টিস্ট এর ধাপসমূহ উপস্থাপন করেছেন। আপনারএকটি ঘুমন্ত খরগোশের চিত্রাংকন টি আমার খুব ভালো লেগেছে। এত সুন্দর চিত্র অংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপনি প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করেন যা দেখে মুগ্ধ হয়ে যাই ।আজকে ঘুমন্ত খরগোশের চিত্র অংকন অসাধারণ হয়েছে। খুব দক্ষতার সাথে চিত্রটি করলেন ।সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। দোয়া করবেন যাতে আরো বেশি সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করে আপনাদের মুগ্ধ করতে পারি। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনার আর্টের অনেক বড় ফ্যান আমি। অনেক সুন্দর হয় আপনার আর্ট গুলো । প্রত্যেকটা আর্ট একদম মন ছুঁয়ে যায়। আপনি হলেন একদম পাকা শিল্পী।
ঘুমন্ত খরগোশের চিত্রাংকন খুবই সুন্দর হয়েছে। একেবারে অনবদ্য ও অসাধারণ ছবিটা। খুবই ভালো লাগলো ছবিটা দেখে। আরো কত ভালো ভালো আর্ট দেখলাম আপনার থেকে । আশা করছি সামনে আরো অনেক দেখতে পাবো । ❤️

 3 years ago 

সত্যিই অনেক ধন্যবাদ ভাইয়া। কারণ এমন কমেন্ট গুলো আমাকে অনেক অনুপ্রাণিত করে আমার আরো ভালো কাজের প্রতি। ভালোবাসা ও শুভকামনা রইল। অবশ্যই দোয়া করবেন যাতে সামনে আরও ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি।

 3 years ago 

বাহ বেশ দারুন চিন্তাভাবনা এবং খুব সুন্দর বাস্তবায়ন ঘটিয়েছেন আপনার চিন্তা ভাবনার। আমার মনে হয় কি খরগোশটি বেশ খুশি হয়েছে 😁। ধন্যবাদ আপু এত চমৎকার একটি প্রিন্টিং আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমার তো মাঝে মাঝে এমন মনে হয় যে উপর থেকে যদি চকলেটের, পেস্ট্রি কেক, রসগোল্লা, চিকেন ফ্রাই এমন আরও অনেক পছন্দের খাবারের বৃষ্টি হতো। তাহলে সত্যিই মন ভরে খেয়ে নিতে পারতাম😋

দিদি আপনার মতো আমিও এমন চিন্তা করি। আপনার এই কথাগুলো আমার খুব ভালো লাগলো। আপনার খরগোশের চিত্রাংকন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। খরগোশের কখন ঘুম ভাঙবে আর গাজরগুলো মন ভরে খাবে সেই অপেক্ষায় বসে আছি। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 3 years ago 

বাহ্ আপনার আর আমার তো খুবই মিল রয়েছে। ধন্যবাদ এত সুন্দর এবং গুছিয়ে কমেন্ট করার জন্য আপু। ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে।

 3 years ago (edited)

আপু আমিও আপনার মত খাবারের বৃষ্টি চাই আর আমি বৃষ্টি হলে চিকেন ফ্রাইয়ের বৃষ্টি চাই। খুব সুন্দর ভাবে আপনি খরগোশ আর খরগোশের প্রিয় খাবারের বৃষ্টি এঁকেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে। গাজরগুলো দেখে মনে হচ্ছে সত্যিই গাজর ।সত্যিই আপু দারুন এঁকেছেন ভালো লাগলো অনেক।

 3 years ago 

যাক দোয়া করি আপনার ইচ্ছা পূরণ হোক। কি অদ্ভুত ইচ্ছা আমাদের।হিহিহি 😂। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য। অনেক ভালোবাসা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62404.06
ETH 2426.64
USDT 1.00
SBD 2.65