DIY - একটি টোকান পাখির পেইন্টিং || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি একটি টোকান পাখির পেইন্টিং করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

285184944_325764402911707_661712409873928466_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • সাইন পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল দিয়ে গাছের ডালের চিত্রাংকন করে নিলাম। এরপর ডালে বসে থাকা টোকান পাখির চিত্রাংকন করে নিলাম।

285497090_439360418001916_2702108873395812788_n.jpg285150808_3209311855981929_4095247471730397873_n.jpg

ধাপ - 2

এরপর গাছের ডালের মধ্যে কিছু পাতার চিত্রাংকন করে নিলাম যেন এটি একটি গাছের ডাল সেটা সম্পূর্ণ ভাবে বোঝা যায়।

285274482_762267141594704_7361351987178282343_n.jpg285448366_543077377408197_2609456430675299042_n.jpg

ধাপ - 3

এরপর নীল কালার এর সাহায্যে পেজটির পিছনের সম্পূর্ণ অংশ রং করে নিলাম শুধুমাত্র পাখি, ডালপালা এবং লতা পাতা ছাড়া। এরপর পাখিটি যে ডালে বসে ছিল সেই ডালের রং করে নিলাম খয়রি কালারের মাধ্যম।

285343959_419626120029044_6431916318398415560_n.jpg285446659_590280105625239_2899829428692721018_n.jpg

285338665_5045433648844264_741360847533586729_n.jpg


ধাপ - 4

এরপর শুরু করলাম পাতা রং করার কাজ। পাতাগুলোর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দুই কালারের রং এর সাহায্যে পাতার রং করলাম।


285103952_324402953231706_7035464174165429580_n.jpg


ধাপ - 5

এরপর পাখির শরীরের বিভিন্ন অঙ্গের রং করলাম। শরীরের মধ্যে প্রথমে কালো মার্কার পেন এর দ্বারা কালো রং করলাম এবং এর উপর কিছু সাদা রং করলাম। এরপর চোখ এবং ঠোট রং করলাম আর এর মাধ্যমেই আমি আমার টোকান পাখির পুরো চিত্রাংকন সম্পন্ন করলাম।

286523677_1640897676289297_2979616455975229082_n.jpg285215210_1407302396417620_8636533923493559033_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
285434889_999345937615876_8217792069967369937_n.jpg285766336_1390888174716990_2503101886865259775_n.jpg
283899020_715486263100259_2294600761453264523_n.jpg285184944_325764402911707_661712409873928466_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং জুন ০6, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

আপনার আর্ট গুলোর একটা অন্যরকম মানে আছে আপু। মনে হয় ছবির থেকেও একটু বেশি কিছু। হয়তো এটাই আপনার দক্ষতা। আপনার প্রতিটা কাজ এত বর্ণীল 👌 । ইচ্ছে করে সব গুলো নিয়ে এসে বাঁধাই করে আমার ঘর সাজাই 🥰😊

 2 years ago 

টোকান পাখির পেইন্টিং খুবই সুন্দর হয়েছে সত্যি অসাধারণ পেইন্টিং করেছেন আপনি। আপনার পেইন্টিং দেখে আমার অনেক ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

একটি টোকান পাখির পেইন্টিংটি দারুন হয়েছে আপু। বিশেষ করে রঙের মিশ্রণ আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আপনার উপস্থাপনা তো আমার কাছে সব সময়ই খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু।

 2 years ago 

অসাধারণ হয়েছে আপনার টোকান পাখির পেইন্টিংটি। টোকান পাখি এর আগে কখনও আমি দেখিনি বা দেখে থাকলেও সেভাবে খেয়াল করিনি টোকান পাখির পেইন্টিংয়ের সবগুলো ধাপ আপনি খুব চমৎকার করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর একটি টোকান পাখির পেইন্টিং দেখে মুগ্ধ হলাম আপু। পাখিটি ও গাছের পাতাগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। কালার কম্বিনেশন দারুন ভাবে ফটে তুলেছেন। এত সুন্দর পেইন্টিং আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

টোকান পাখির খুবই সুন্দর এবং কালারফুল একটি চিত্র প্রদর্শন করেছেন আমাদের মাঝে খুবই ভালো দেখাচ্ছে বিশেষ করে ব্যাকগ্রাউন্ড কালার টা খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন সুন্দর উপস্থাপনা করেছেন তো ধাপগুলো শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

আমি আপনার চিত্রাংকনের অনেক বড় একজন ফ্যান। আপনার তৈরি প্রত্যেকটা চিত্রাংকন আমার অনেক অনেক ভালো লাগে। আজকে আপনি অনেক সুন্দর ভাবে একটি টোকান পাখির পেইন্টিং করেছেন। যা আমাকে মুগ্ধ করে ফেলেছে। বিশেষ করে কালার কম্বিনেশন ফাটাফাটি হয়েছে। আমাদের মাঝে এত সুন্দর ভাবে এতো সুন্দর একটা টোকান পাখির পেইন্টিং করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

পাখিটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দেখেছি, তবে আমি এর নাম ঠিক ভাবে জানতাম না, আজকে নামের সাথে সাথে চমৎকার একটি ড্রয়িং আপনি আমাদেরকে উপহার দিয়েছেন আপনার জন্য অসংখ্য অসংখ্য শুভেচ্ছা।

 2 years ago 

টোকান পাখির নাম তো কখনো শুনিনি 😐। পাখির নামের সাথে যেন ঠোঠেঁর মিল খোজেঁ পেলাম। আপনি খুব সুন্দর করে আর্ট করেছেন। পাখি যেখানে বসে আছে রঙ করাতে সুন্দর লাগছে আপু। ভালো লাগলো আপনার আর্টটা দেখে।

 2 years ago 

একটি টোকান পাখির পেইন্টিং খুবই সুন্দর হয়েছে আপু। সাইনপেন দিয়ে টোকান পাখির চিত্রটি আপনি খুবই সুন্দরভাবে রং করেছেন। বিশেষ করে টোকান পাখির ঠোঁট এবং গাছের ডালপালা অংকন খুবই সুন্দর লেগেছে আমার কাছে। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67706.36
ETH 2616.68
USDT 1.00
SBD 2.72