কার্টুন মিস্টার বিন এর চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি কার্টুন মিস্টার বিন এর চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

305140949_5313154215420305_7014590010992944391_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে পেন্সিলের সাহায্যে মিস্টার বিন এর কোট এবং টাই অঙ্কন করে নিলাম। এরপর তার পোশাক-আশাকের সাথে তার মুখমণ্ডলের অবয়ব অঙ্কন করে নিলাম।

303808134_472756781411229_3597892979025817903_n.jpg302593090_868359644128852_1768854144859583871_n.jpg

ধাপ - 2

এরপর মুখমন্ডলের ভিতর চোখ, নাক, মুখ,কান যাবতীয় এসব কিছু খুব ভালোভাবে অঙ্কন করে নিলাম। এরপর মিস্টার বিন এর হাতে ধরে রাখা পুতুলটি ভালোভাবে অঙ্কন করে নিলাম।

304929347_787570502438738_1152290499907030860_n.jpg305014098_1270536983717116_8370547378465248543_n.jpg

ধাপ - 3

এরপর শুরু করলাম রঙের কাজ। পুরো চিত্রাংকনটি জল রং এর সাহায্যে করেছি। মুখমন্ডলে বাদামি কালারের জলরং ব্যবহার করেছি। পোশাকে খয়রি কালারের জল রং ব্যবহার করেছে এবং সবশেষে পুতুলটিতে লালচে খয়রি কালারের জল রং ব্যবহার করেছি।


305549280_463055562407456_4413496415559955291_n.jpg


ধাপ - 4

এরপর পুতুলটির ওপর আবার হালকা খয়েরি কালারের জল রং ব্যবহার করেছি। এরপর পুরো চিত্রাংকন টি কালো মার্কার পেনের সাহায্যে গাঢ় করতে শুরু করলাম।

302800877_804261134063211_2199126612051479777_n.jpg303769862_761348211754893_5747751483371570997_n.jpg

ধাপ - 5

পুরো চিত্রাঙ্কনটি খুব ভালোভাবে গাঢ় কালো করে নিলাম। এবং চুলগুলো খুব ভালোভাবে কালো করে নিলাম। এরপর মিস্টার বিন এর পেছনের ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কালারের মিশ্রণের মাধ্যমে রঙিন করে দিলাম। এবং এভাবেই আমি আমার আজকের চিত্রাংকন টি সম্পন্ন করলাম।

305005847_2944106799228247_1585371449838083009_n.jpg305589615_5511911335562368_4945313035192001103_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
305140949_5313154215420305_7014590010992944391_n.jpg302065841_1514975678973757_1041425711338953827_n.jpg

305404002_585408323318481_4647636977386724426_n.jpg



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং সেপ্টেম্বর ০৭, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে। আপনার মিস্টার বিনের আর্টি টি দেখে ভীষণ ভালো লেগেছে। হাতের মধ্যে অনেক সুন্দর ভাবে একটি পুতুল অঙ্কন করেছেন। ধাপ গুলো অনেক সুন্দর ভাবে সাজিয়ে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য অনেক সুন্দর একটি কার্টুনের আর্ট।

 2 years ago 

ওয়াও খুবই মনমুগ্ধকর একটি চিত্রাঙ্কন করেছেন আপনি। আমি তো দেখেই মুগ্ধ হয়ে গেলাম। দেখে তো মনে হচ্ছে অনেক সময় দিয়ে কার্টুন মিস্টার বিন এর চিত্রাংকন করেছেন। আমাদের সকলের মাঝে উপস্থাপনা করে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপু কাটুন মিস্টার বিন কে দেখতে চমৎকার লাগছে। কাটুন আমি খুব কম দেখি যাই হোক, আপু আপনার প্রতিটি চিত্র অংকন আমার কাছে ডিজিটাল আর্টের মতো লাগে। চিত্র অংকন করার উপস্থাপন আপনি সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেন।

 2 years ago 

মিস্টার বিনের কার্টুন এর চিত্র খুবই সুন্দর হয়েছে। সত্যি আপনার চিত্র অঙ্কন যত দেখি ততই ভালো লাগে। আজকে আপনি খুবই সুন্দর চিত্রটি অঙ্কন করেছেন। আমাদের সাথে শেয়ার করলেন, দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

সত্যিই অসাধারণ হয়েছে আপু কার্টুন মিস্টার বিন এর চিত্রাংকন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। চোখ গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু

 2 years ago 

আপু আপনি চিত্রাংকন খুব ভালো করেন সে প্রথম থেকেই দেখে আসতেছি। আজকে মিস্টার বিন এর যে চিত্রটি জল রং এর মার্কার দিয়ে করেছেন টা আসলেই অনেক দুর্দান্ত হয়েছে। খুব ভালো ভাবে এবং স্বাভাবিকভাবে চিত্রাংকন এর প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এমন ভালো কিছু উপস্থাপনের ধারা চলমান থাকুক। শুভকামনা আপনার জন্য সবসময়।

 2 years ago 

কার্টুনের মাধ্যমে মিস্টার বিন এর দুর্দান্ত একটি চিত্র অঙ্কন করেছেন। সত্যি খুব ভালো লাগছে ছবি। ধন্যবাদ সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।।

 2 years ago 

আপনি আর্ট করতে ভালোবাসেন বিদায় আর্টগুলো দারুন হয়।কার্টুন মিস্টার বিন মনমুগ্ধকর চিত্রাঙ্কন করেছেন। আসলে আমার কাছে মিস্টার বিন দেখতে ভালোই লাগে।হা হা ধন্যবাদ

 2 years ago 

আপনার আর্ট তো বরাবরই অসাধারণ হয়। আজকের আর্টের কনসেপ্ট টা দারুন হয়েছে। সবার খুব পছন্দের একটি ক্যারেক্টার অঙ্কন করেছেন। অসাধারণ হয়েছে আর্ট টি। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড এর কালার কম্বিনেশনের কারণে আরো বেশি আকর্ষণীয় লাগছে মিস্টার বিন কে দেখতে। সুন্দর একটি পেইন্টিং শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ওয়াও কাটুন মিস্টার বিনের খুব সুন্দর একটি চিত্রাংকন করেছেন। দেখতে সত্যিই অসাধারণ চমৎকার লাগছে। আপনার আর্টে কথা আর কি বলব আপনি তো সবসময় খুবই ভাল আর্ট করেন আপনার আর্ট গুলো সব সময় খুব প্রশংসনীয়। এভাবেই সব সময় আমাদেরকে ভালো ভালো আর্ট উপহার দিয়ে যাবেন আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68423.64
ETH 2659.46
USDT 1.00
SBD 2.71