ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমার ভ্রমণ || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো ভ্রমণ প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় আমার কাটানো একটি দিন শেয়ার করবো।যদিও বেশ কয়েক দিন আগে গিয়েছিলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তবে সময় করে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজ সময় করে বসলাম আনন্দপূর্ণ দিনটি নিয়ে লিখতে। প্রথমেই বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে কিছু বলি- বাংলাদেশে ১৯৯৫ সালে প্রথম আন্তর্জাতিক মেলা উদযাপন হয়। এইবার অর্থাৎ ২০২২ সালে ২৬ তম বাণিজ্যমেলা উদযাপিত হয়েছে। প্রতিবছর জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এই মেলা উদযাপন করা শুরু হয় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। প্রতিদিন হাজারো মানুষ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে।
আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলতে এই মেলায় দেশি-বিদেশি সব ধরনের পণ্য ক্রয়-বিক্রয় করা হয়। শুধুমাত্র বাঙালি নয় এই মেলায় বিভিন্ন ধরনের বিদেশি লোকজনের আশা- যাওয়া দেখা যায়। পৃথিবীর বিভিন্ন দেশের পণ্য এই মেলায় পাওয়া যায়। বাংলাদেশের বড় বড় বিভিন্ন কোম্পানি তাদের পণ্যের বিজ্ঞাপনের জন্য ও আন্তর্জাতিক বাণিজ্য মেলা কে অনেক বড় মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে। এই মেলাটি অনেক বড় একটি জায়গায় অনুষ্ঠিত হয়ে থাকে। মেলা নামটি শুনে বুঝতেই পারছেন অনেক আনন্দের একটি জায়গা। পুরো পরিবার নিয়ে মেলায় কেনা-কাটা🛍️, খাওয়া-দাওয়া🍨🍿 ও ঘুরে-বেড়ানো এসব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটি ভালো লাগবে। যারা এইবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ভ্রমণ করতে পারেননি। আশা করছি তারা আমার এই ব্লগের মাধ্যমে পুরো মেলাটি অনেক আনন্দের সাথে উপভোগ করবেন।🥰❤️


272739715_731402391597960_7199380808635933631_n.jpg

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রবেশ করতে ৪০ টাকা দিয়ে একটি টিকেট কিনতে হয়।টিকেট কিনে বাণিজ্য মেলায় প্রবেশ করলাম। আমি একটি ছুটির দিনে গিয়েছিলাম। তাই ঐদিন অনেক বেশি ভিড় ছিল মেলায়। প্রবেশ করে ভাবলাম বহিরঙ্গন পরে ঘুরে দেখব আগে ভিতরের অংশটুকু ঘুরে দেখি। ভিতরে ঢুকতেই দেখি বাচ্চাদের খেলনার দোকান। পণ্যগুলো তো ভালোই তবে আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে তাদের সাজসজ্জিত দোকান। এবার বাণিজ্য মেলায় অনেক সুন্দর সুন্দর কাশ্মীরি চাদর পাওয়া যাচ্ছিল। অনেক ধরনের খাবারের দোকান ছিল। আমি পুরো মেলা ঘুরে যা দেখলাম খাবারের দোকান গুলোতেই অনেক বেশি ভিড় ছিল। এরপর আমাকে অনেক বেশি আকর্ষণ করেছে ফার্নিচারের দোকান গুলো। তার অনেক বেশি সুন্দর করে তাদের দোকানগুলো সাজিয়েছে। তবে আমার মনে হয়েছে প্রতিটি পণ্যের দাম অনেক বেশি ছিল। তবে মেলা তো দামটা একটু বেশি হবেই। মেলা মানেই পণ্যের মালিকদের লাভের একটু সুযোগ। ভালোই লেগেছে মেলার ভিতরের অংশটুকু ঘুরে।

272669153_1360253267738580_2129129487503151113_n.jpg272735451_4873618399390590_8727086723059502056_n.jpg
259367319_203580805293844_1034217809037073418_n.jpg259433912_1832955017093600_6192803607895999430_n.jpg
262562287_1279003695920732_848129830897742962_n.jpg272707682_491887852307830_8450276212017379186_n.jpg


272757628_3052882524965622_6112483293400205812_n.jpg



এরপর চলে এলাম মেলার বহিরঙ্গনের দিকে। বাহিরের অংশ আমার এই দোকানগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। অনেক বেশি আকর্ষণ করেছে এই দোকানগুলো আমাকে। কিছু কিছু দোকান বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করেছে। বিভিন্ন ধরনের বাঙালি পণ্য তুলেছে তাদের দোকানে। আরো অনেক বেশি ভালো লেগেছে তুরকিশ পণ্যগুলো। ওই পণ্যগুলো অনেক বেশি আকর্ষণীয় ছিল ঘর সাজানোর জন্য। বাচ্চাদের পণ্য এবং প্রকৃতিকে বাঁচানোর জন্য বিভিন্ন ধরনের গাছ গুলো অনেক ভালো লেগেছে। এই গাছগুলো দিয়ে আমরা আমাদের ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে পারি। সবমিলিয়ে দোকান গুলো আমার কাছে খুব ভালো লেগেছে।

272778837_339556824711710_8755857604368038877_n.jpg272665529_4916579108449070_1547597033182614768_n.jpg
272618692_1214597105613593_6967691485591035160_n.jpg272662158_630023584745087_1486594113416138604_n.jpg
272692616_932209077663234_557693247031776634_n.jpg272879906_342591681054581_1408436549821976584_n.jpg
272830320_264153405843220_1113057939517810760_n.jpg262363249_366640614874415_1406757687805982102_n.jpg


অনেকটা সময়মেলায় ঘুরতে ঘুরতে আমার প্রচুর ক্ষুধা লেগে যায়। এরপর বিভিন্ন খাবারের দোকান থেকে অনেক কিছু খাই। সবশেষে একটা আইসক্রিমের দোকান দেখলাম। দোকানটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর প্রচুর পরিমাণে ভিড় ছিল দোকানটিতে। পরে অনেক কষ্টে আইসক্রিম কিনে নেই এবং অনেক মজা করে খাই😋 আইসক্রি টি।

272646273_351299513299733_3882179140014070894_n.jpg272665435_619330149160936_4680649709171167182_n.jpg
272634893_5589761304384268_60343577612566290_n.jpg272636871_718739119112668_3223904803426151786_n.jpg
272770628_633182764630951_8987539036607963731_n.jpg272537831_678898453308441_6106116699806047613_n.jpg
272665430_691183758540017_3795129103830631976_n.jpg272663431_635844874309063_8045215844401698627_n.jpg


পুরো মেলা অসম্ভব সুন্দর ডেকোরেশন করা ছিল। বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা ছিল। বিভিন্ন বড় বড় ভারতীয় পণ্যের দোকান ছিল। দিল্লি অ্যালুমিনিয়াম এর দোকানটি আমার আম্মুর সবচেয়ে পছন্দের দোকান।আম্মু তো পারে না ওই দোকানের সবকিছু বাসায় তুলে নিয়ে আসতে🙄😂। সব মিলিয়ে বাইরের দিকটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বাণিজ্যমেলার একদম ভিতরের দোকানগুলো থেকে বহিরঙ্গন এর দোকান গুলো আমাকে বেশ আকর্ষণীয় করেছে।

272728095_1425167491248796_6685598551563664523_n.jpg272713362_521862412515244_191284671689667139_n.jpg
272619401_770185457198123_5666973833451431791_n.jpg272242285_1171068999964969_1197693802501621583_n.jpg
272741347_964715940918189_2307950346554344782_n.jpg258936259_367561674743422_8858328366061707139_n.jpg


এরপর পুরো মেলা ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে আসলে। মেলার অন্যরকম সৌন্দর্য দেখা যায়। সন্ধ্যায় আলোকসজ্জ্বা গুলো অনেক সুন্দর করে সাজিয়ে রাখা থাকে। আন্তর্জাতিক বাণিজ্য মেলার ঠিক মাঝখান বরাবর একটি ঝর্ণা সাজানো থাকে। সন্ধ্যা হলে আলোর কারণে ঝর্ণা এবং পানির সৌন্দর্য আরো দ্বিগুন হয়ে ওঠে।সব মিলিয়ে পুরো পরিবারের সাথে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ভ্রমণ অনেক আনন্দের সাথে উপভোগ করি।

272648309_1080471275857999_6447422471738094515_n.jpg272641634_247524607565797_9081430504233363326_n.jpg
272684549_295919475764358_1064982711089820897_n.jpg272627922_685269922910543_837156719269904400_n.jpg
272658886_505834264298538_2918650447453348626_n.jpg272640512_682802596232692_954273198947594259_n.jpg


এবার মেলায় খুব একটা কেনাকাটা করা হয়নি। তবে জমিয়ে মজা করা হয়েছে। অন্যবারের তুলনায় মেলায় এবার পণ্যের দাম অনেক বেশি ছিল তাই খুব একটা কেনাকাটা করতে পারিনি। আর সত্যি বলতে প্রতিবার মেলা আরো অনেক বড় এবং আরো সুন্দর দোকানে পরিপূর্ণ থাকে। তবে এইবার করোনার কারণে মেলা তেমন একটা জাঁকজমক করা হয়নি। এবং মেলায় সবাইকে বারবার সচেতনতা অবলম্বন করতে বলা হয়েছিল। মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। এই ব্যবস্থা গুলো ভালো লেগেছে আমার। তবে এই পরিস্থিতিতেও খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে বাংলাদেশ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদযাপিত হয়েছে🎉❤️🎉। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমার ব্লগ টি পড়ার জন্য। সবাই অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন।❤️🥰



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 06 ফেব্রুয়ারি, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী ব্লগের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

ওয়াও ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলাতো অসাধারণ লাগলো। আমার এখনো এই মেলায় যাওয়া হয়নি। কিন্তু আপনার পোষ্টের মাধ্যমে আন্তর্জাতিক মেলা দেখতে পেলাম। আর আপনার ফটোগ্রাফিটাও অনেক ভালো লেগেছে। আর এই মেলায় বিশেষ কিছু কেনাকাটা না করলেও অনেক মজা করেছেন দেখলাম। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

এবার খুব ইচ্ছা ছিল বাণিজ্য মেলায় যাওয়ার কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারনে যেতে পারেনি। আপনার মাধ্যমে মেলা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। শুভকামনা আপনার জন্য

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর একটি কমেন্টের জন্য। আপনার জন্য ও অনেক শুভকামনা রইল। জেনে খুশি হলাম যে আপনি আমার মাধ্যমে মেলা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন।

 2 years ago 

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভ্রমণের মুহূর্তগুলো খুব সুন্দর ভাবে অতিবাহিত করেছেন। বাণিজ্যমেলার ভ্রমণের ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার ছিল। আপনি নিশ্চয় অনেক পছন্দের জিনিস কেনাকাটা করেছেন এবং মেলার প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেছেন। সব মিলিয়ে অসাধারণ ছিল মুহূর্তগুলো ।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ।ধন্যবাদ, ভালো থাকবেন।

 2 years ago 

জি ভাইয়া তেমন বেশি কিছু না,তবে আমার পছন্দের জিনিস কিনেছি।আর প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেছি।ভালোই ছিল সবমিলিয়ে।ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।আপনার জন্য অনেক শুভকামনা রইল এবং আপনিও সবসময় ভালো থাকবেন।

 2 years ago 

আমিও কিছুদিন আগে গেছিলাম। আমার কাছে এবারের মেলা অনেক ভালো লেগেছে। আর আপনি খুব সুন্দর পুরো মেলাটি উপস্থাপন করেছেন। দেখে মনে হচ্ছে যে,খুব সুন্দর একটি দিন কাটিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনি মেলায় দারুন সময় পার করছেন এবং আনন্দ করছেন এটাই ভালো লাগার মতো একটি বিষয়। মেলায় যাওয়া হয় নায় তাতে কি আপনার সুন্দর ফটোগ্রাফি এবং ফটোগ্রাফির বর্ননার মধ্য দিয়ে অনেক জানতে পারলাম। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য

 2 years ago 

সত্যিই আপনাদের কমেন্ট গুলো পড়লে অনেক ভালো লাগে ভাইয়া। আমার ফটোগ্রাফির মাধ্যমে মেলা উপভোগ করেছেন,এর থেকে বড় কিছু আমার জন্য কি হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভ্রমণ করে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন আপনার পোস্ট ভিজিট করে আমিও চলে গেলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। অনেক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে সাজিয়ে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো

 2 years ago 

যাক আমার ফটোগ্রাফির মাধ্যমে আপনি ও বাণিজ্য মেলা ভ্রমণ করে ফেললেন ভালো লাগলো শুনে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

কয়েক বছর ঢাকা বাণিজ্য মেলায় ঘুরে দেখা হয়না তবে এবারে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু পারিবারিক কারণে যাওয়া হয়নি। আপনার পোস্ট দেখে বাণিজ্যমেলার কিছুটা সৌন্দর্য উপভোগ করতে পারলাম। আপনি ঢাকা বাণিজ্য মেলার সৌন্দর্য উপভোগ করেছেন এবং সেগুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক উৎসাহ পেলাম ভাইয়া যে আমার পোষ্টের মাধ্যমে আপনি বাণিজ্য মেলার সৌন্দর্য উপভোগ করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কমেন্টের জন্য। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

বাংলাদেশর বাণিজ্যমেলার ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। আপনার পোষ্টের মাধ্যমে মেলাটিকে উপভোগ করলাম। আর সবথেকে অবাক লাগছে শীতের মধ্যে আইসক্রিম খাওয়ার টা দেখি, ঠান্ডা লেগে যাবে তো!

 2 years ago 

শীতকালে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা ভাইয়া। তাই ঠান্ডা লেগে যাবে চিন্তা করে আইসক্রিম বাদ দেওয়া যাবে না 🍨😋।হিহিহি 😁। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 2 years ago 
  • এখন বাংলাদেশের প্রতিটা জেলায় বাণিজ্য মেলা শুরু হয়েছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সম্পর্কে এইবার অনেক ব্লগ দেখছি। সবচেয়ে বেশি আলোচনায় ছিল বাণিজ্য মেলার খাবার। তা আপু আপনি তো আইসক্রিম খেয়েছেন এর জন্য আইসক্রিম ড‍্যান্স দেওয়া লাগছিল😂। দারুণ ছিল পোস্ট টা।
 2 years ago 

জি ভাইয়া ঠিক বলেছেন বাংলাদেশের এখন প্রতিটি জেলায় বাণিজ্য মেলা উদযাপিত হয়। তবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সবচেয়ে জাঁকজমক ভাবে উদযাপন করা হয়। না ভাইয়া আইসক্রিম ডান্স দেওয়া হয়নি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.031
BTC 68625.09
ETH 3746.53
USDT 1.00
SBD 3.76