ডুবন্ত অবস্থা থেকে উপরে উঠে আসা একটি হাতের চিত্রাঙ্কন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি ডুবন্ত অবস্থা থেকে উপরে উঠে আসা একটি হাতের চিত্রাঙ্কন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

297641227_370352835290306_3084567992316345078_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে পেন্সিলের সাহায্যে একটি হাতের দুইটি আঙ্গুলের অবয়ব অঙ্কন করে নিলাম। এরপর আরো বাকি তিনটি আঙ্গুলের অবয়ব ভালোভাবে অঙ্কন করে নিলাম।

298898607_1195760981213710_197742032175408689_n.jpg297325798_1254778465266720_7771769164870317997_n.jpg

ধাপ - 2

এরপর যে আঙ্গুলগুলোর নখ দেখা যাবে। সেই আঙ্গুল গুলোতে পেন্সিলের সাহায্যে নখ অঙ্কন করে নিলাম। এবং হাতের তালুতে কয়েকটি রেখা অঙ্কন করে নিলাম।


297569196_1317368702127207_8268151320738017445_n.jpg


ধাপ - 3

এরপর আঙ্গুলগুলো থেকে কয়েকটি পানির ফোটা উপরের দিকে উঠছে। এমনভাবে পানির ফোটা গুলো অঙ্কন করে নিলাম। সেই সাথে হাতের নিচের দিকেও পানি ছিটকিয়ে যাওয়ার অবয়ব অংকন করে নিলাম।

297468046_589604122577998_4615010709268090551_n.jpg297021384_473654827924938_3948805969750688991_n.jpg

ধাপ - 4

এরপর একদম নিচের দিকে পানির ঢেউয়ের স্তর অঙ্কন করে নিলাম। এভাবেই পেন্সিল দ্বারা অঙ্কিত চিত্রাংকন সম্পন্ন করলাম। এরপর পেন্সিল দ্বারা পুরো চিত্রাংকনটি মার্কার পেনের সাহায্যে গাঢ় করতে শুরু করলাম।

297993216_464518345531361_640535553426452584_n.jpg297617137_5151895634920843_2550052003201491270_n.jpg

ধাপ - 5

পুরো চিত্রাংকন টি গাঢ় করা সম্পন্ন করলাম। এবং সবশেষে পুরো হাতের ভিতর পানি গড়িয়ে পড়ছে এমন বোঝানোর জন্য অনেকগুলো ছিটে ফোটা রেখা অঙ্কন করলাম। এবং হাতের রেখাগুলো বেশ ভালোভাবে অঙ্কন করলাম। এভাবেই আমি আমার আজকের চিত্রাংকন টি সম্পন্ন করলাম।

297886983_3209397625982550_5849711580100345053_n.jpg297440469_364996138988455_2098338330221900049_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
297641227_370352835290306_3084567992316345078_n.jpg297410991_455329429835151_2097519568456627785_n.jpg
297588385_600711591557283_1616694474197977645_n.jpg297962522_3230787130527377_2453125723934376532_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং আগস্ট ১০, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

একদম সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি আর্ট শেয়ার করেছেন যেখানে একটি ডুবন্ত অবস্থায় থেকে উপরে উঠে আসা একটি হাতের চিত্র দেখা যাচ্ছে। ভিন্ন ধরনের আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আমার কাছে একটু ব্যতিক্রমধর্মী কাজগুলো করতেই বেশি ভালো লাগে। আর আপনাদের মধ্যে করতে পারলে আমি আমার কাজের সার্থকতা খুঁজে পাই। এভাবে সুন্দর মন্তব্য গুলো নিয়ে সবসময় পাশে থাকবেন আশা করছি। ধন্যবাদ আপনাকে এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

এক কথায় অসাধারণ। ভিন্ন রকম একটি চিত্রাংকন আমাদের সামনে উপস্থাপন করেছেন। সত্যিই যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত চিত্র অঙ্কন করেন আপনি।শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমি সবসময় চেষ্টা করি একটু নতুন আইডিয়া নিয়ে ভিন্ন ধরনের চিত্রাংকন আপনাদের মাঝে শেয়ার করার। আর সত্যি বলতে আমার কাছে নতুনত্ব জিনিস নিয়ে কাজ করতেই বেশি ভালো লাগে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ডুবন্ত অবস্থা থেকে উপরে উঠে আসা একটু হাতের চিত্র অংকন কারণ মানুষের দুনিয়া থেকে বিদায় নিতে চাই না। চিরদিনের জন্য মানুষ বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে। ফটোগ্রাফি গুলো দারুন ছিল প্রতিটি ধাপে অসাধারণ হয়েছে। ধন্যবাদ এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ বেশ সুন্দর একটি মন্তব্য করেছেন ভাইয়া। আমার চিত্রাংকনের সারসংক্ষেপ অনেক সুন্দর ভাবে বলেছেন। এই ধরনের মন্তব্য গুলো পড়তে সত্যি খুব ভালো লাগে। ভালো থাকবেন ভাইয়া এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার আর্টের কনসেপ্ট আমার কাছে অসাধারণ লাগে আপু। আপনি সব সময় অসাধারণ সব আর্ট আমাদের উপহার দেন। আপনার আর্টের কৌশল আমার কাছে ভালো লাগে আপু।

 2 years ago 

আমার আর্টের কনসেপ্ট আপনার কাছে ভালো লেগেছে জেনে সত্যি খুব আনন্দিত বোধ করছি ভাইয়া। আমি সব সময় চেষ্টা করবো অসাধারণ সব আর্ট আপনাদের উপহার দেওয়ার। দোয়া করবেন সবসময় যেমন এমন ভালো কাজ করে যেতে পারি।

 2 years ago 

আপু আপনি ভালো আছেন এর আগে কয়েকবার আপনার ছবি দেখে বোঝা গেছে। আজকের আর্ট টিও দারুন হয়েছে । পানির নিচে ডুবন্ত অবস্থা থেকে একটি হাত উপরে আসার চিত্রটি আপনি খুব সুন্দর ভাবে একে আমাদের সামনে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার চিত্র অংকনের এত সুন্দর প্রশংসা করার জন্য। আপনাদের এই প্রশংসা গুলোই আমাকে ভাল কাজ করার প্রতি এগিয়ে নিয়ে যায়। এর জন্য আমি আপনাদের উপর অনেক কৃতজ্ঞ থাকবো। এবং আশা করছি আপনারা সবসময় এমন সুন্দর মন্তব্য নিয়ে পাশে থাকবেন।

 2 years ago 

আপনি আইডিয়াগুলো কোথায় পান। খুব সুন্দর হয়েছে,ডুবন্ত অবস্থা থেকে উপরে উঠে আসা একটি হাতের চিত্রাঙ্কন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো ছিলো।ধন্যবাদ

 2 years ago 

আপু আপনি তো আমার একজন শুভাকাঙ্ক্ষী। প্রতিনিয়ত আমার পোষ্টের সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করে যাচ্ছেন। এভাবেই পাশে থাকবেন সবসময় ‌‌। আমিও চেষ্টা করব আপনাদের সবসময় মুগ্ধ করে যাওয়ার। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

ডুবন্ত অবস্থা থেকে উপরে উঠে আসে একটি হাতে চিত্র অঙ্কন করেছেন আপনি। দেখতে খুব সুন্দর লাগছে। আপনি বরাবরই খুব সুন্দর আর্ট করেন। দেখতে খুব সুন্দর লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। আপনি বরাবরই আমার আর্টের খুব সুন্দর করে প্রশংসা করেন। এই ব্যাপারটা সত্যি আমার কাছে খুবই ভালো লাগে। দোয়া করবেন যাতে সব সময় আপনাদের কাছ থেকে এমন প্রশংসা আদায় করে নিতে পারি। অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

ডুবন্ত অবস্থা থেকে উপরে উঠে আসা একটু হাতের চিত্র অংকন জাস্ট অসাধারণ হয়েছে আপু। অনেক ভালো লাগছে আপু দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপু আমার চিত্রাঙ্কনের এত সুন্দর করে প্রশংসা করার জন্য। আপনাদের কাছে ভালো লাগলে আমি আমার কাজের সার্থকতা খুঁজে পাই। আমাকে এত সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞ থাকব।

 2 years ago 

অসাধারণ হয়েছে আপু আপনার ডুবন্ত অবস্থা থেকে উপরে উঠে আসা একটি হাতের চিত্রাঙ্কন। ধপগুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে মন্তব্য প্রকাশ করার জন্য। খুব ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে। আমি সব সময় চেষ্টা করি আমার কাজগুলো ধাপে ধাপে সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার। যাতে চেষ্টা করলে আপনারাও সহজে এই ধরনের চিত্রাংকন করতে পারেন।

 2 years ago 

ডুবন্ত অবস্থা থেকে উপরে উঠে আসা একটি হাতের চিত্রাঙ্কন টা আসলেই অনেক ইউনিক ছিল। নিখুঁত ভাবে আপনি অংকন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার চিত্রাংকন টিকে ইউনিক বলার জন্য এবং অনেক সুন্দর করে প্রশংসা করার জন্য। আমি আমার সব কাজ মন থেকে এবং দক্ষতার সাথে করি। তাই সব সময় নিখুঁতভাবে করার চেষ্টা করি। আর নিখুঁত কাজগুলো আপনাদের উপহার দিয়ে আপনাদের মুগ্ধ করতে পারলেই আমি সার্থক হই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66028.29
ETH 2694.36
USDT 1.00
SBD 2.89