DIY - এসো নিজে করি : রংয়ের বৃষ্টিতে একটি বিড়ালের চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি রংয়ের বৃষ্টিতে একটি বিড়ালের চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

271985656_690973138729820_8710608578520159925_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • মোম রং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে একটি বিড়ালের মুখের এবং শরীরের কিছুটা অংশ অঙ্কন করলাম।

272249687_632617324615766_5293658941169920206_n.jpg272179327_429014415641353_1013008113682630317_n.jpg

ধাপ - 2

এরপর পেন্সিল এর সাহায্যে ভালোভাবে বিড়ালটির পুরো শরীরের অবয়ব অঙ্কন করলাম এবং চোখ ও দাড়ি অঙ্কন করলাম।

272656738_288860829894717_1635983432259257112_n.jpg272264187_667561284595070_1680931766574429268_n.jpg

ধাপ - 3

এরপর পেন্সিল এর সাহায্যে ভালোভাবে বিড়ালটির পুরো শরীরের অবয়ব অঙ্কন করলাম এবং চোখ ও দাড়ি অঙ্কন করলাম।


272320281_1083906605723742_2549844138909263505_n.jpg


ধাপ - 4

পেন্সিল এর সাহায্যে অঙ্কিত পুরো চিত্রাংকনটি,কালো মার্কার পেন এর সাহায্যে গাঢ় করে নিলাম।

272131841_313289347518224_103230224280799007_n.jpg272125835_436231844869599_4175831418369218264_n.jpg

ধাপ - 5

এরপর রংয়ের বৃষ্টি হচ্ছে এমনটি বোঝানোর জন্য বিভিন্ন কালারের মোম রং নিয়ে বৃষ্টির ফোঁটা আঁকতে শুরু করলাম।


272341255_383418610218280_259895795441923064_n.jpg


ধাপ - 6

এরপর একইভাবে বিভিন্ন কালারের মোম রং নিয়ে পুরো কাগজটি জুড়ে অর্থ চিত্রাংকন এর আশেপাশে একইভাবে বৃষ্টির ফোঁটা অঙ্কন করলাম। কিন্তু ছাতার জন্য বিড়ালের গায়ে কোন ধরনের বৃষ্টি পড়ছে না,এমনটি বোঝানোর জন্য ছাতার উপরেই কিছু বৃষ্টির ফোঁটা পড়া থামিয়ে দিলাম।


272034587_435067211684397_6048578114188083587_n.jpg


ধাপ - 7

বৃষ্টি পড়লে যেভাবে আমাদের ছাতার উপর বৃষ্টির পানি পড়ে থাকে। একিভাবে আমি এই রঙের বৃষ্টি বোঝানোর জন্য ছাতার উপর ওই রঙগুলো দিয়ে আবছোয়া অংঙ্কন করলাম।


272004373_645954776551413_2853707430191399974_n.jpg


ধাপ - 8

এরপর যে সকল জায়গায় পেন্সিল দিয়ে কিছুটা গাঢ় করা প্রয়োজন ছিল।ওই সকল জায়গায় পেন্সিল এর সাহায্যে আমি গাঢ় করে নিলাম।
এভাবেই আমি আমার আজকের পুরো চিত্রাংকন টি সম্পন্ন করলাম।

272099882_413654823839762_2614610660956665658_n.jpg272044027_763211827986262_6926403729055703490_n.jpg

চূড়ান্ত পদক্ষেপ
272086954_964048077859895_7857444048453520909_n.jpg272073113_968071810780703_966074266183745570_n.jpg
271985656_690973138729820_8710608578520159925_n.jpg272016471_311854304219534_6888355208800562117_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 26 জানুয়ারি, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

ওয়াও দিদি কি সুন্দর ভাবে রংয়ের বৃষ্টিতে বিড়ালের চিত্র অঙ্কন করেছেন। দেখে কি মিষ্টি লাগছে ব্যাকগ্রাউন্ডের এত রকমের বৃষ্টির কালার দেওয়াতে আরো যেন চিত্রটি ফুটে উঠেছে। এই আঁকাটা আমার খুব খুব ভালো লেগেছে।আর আমার আপনার সমস্ত আঁকাই খুব ভালো লাগে।অনেক ধন্যবাদ দিদি এত মিষ্টি একটা বিড়ালের চিত্র অঙ্কন করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।শুভকামনাও ভালোবাসা রইল আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনাদের এই কমেন্টগুলো আমার জন্য সত্যিই অনেক গুরুত্বপূর্ণ। অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

বিড়াল আরাম প্রিয় প্রানী তাই ছাতার নিচে। হা হা হা । দারুন চিত্রাংকন করেছেন। রং এর বৃষ্টিতে ছাতা মাথায় টম । রং তুলিতে আপনি সেরা ।রং এর মিশ্রন গুলো সুন্দর হয়েছে। আরো দেখতে চাই । ধন্যবাদ। ভাল থাকবেন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। এবং আমাকে উৎসাহিত করার জন্য। অসংখ্য শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

খুব দারুণ তো,একটি বিড়াল কি সুন্দরভাবে ছাতার নিচে বসে আছে।আর রংধনুর মত বৃষ্টি পড়তেছে,দেখেই তো ভালো লেগে গেল।আপু আপনি সত্যিই খুব সুন্দর অংকন করতে পারেন।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। আপনাদের কমেন্ট গুলো পড়লে ও আমার কাছে খুব ভালো লাগে। অনেক শুভকামনা রইল ভাইয়া আপনার জন্য।

 2 years ago 

বাহ আপু আপনার আঁকানো বিড়াল এর চিত্রটি অনেক সুন্দর হয়েছে । আপনি আপনার দক্ষতা ও নিখুত ভাবে অংকনটি সম্পূর্ণ করেছেন। তাছাড়া ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

রঙের বৃষ্টিতে বিড়াল অংকনের দৃশ্যটি আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে আমার দেখা সেরা পোস্ট বলে মনে হয়েছে, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে বিড়ালের ওপরে ছাতা অংকন এর বিষয়টি। বিড়ালটিকে অনেকগুলো গুলো গুলো গুলো কিউট দেখাচ্ছে। শুভেচ্ছা ও শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনার আঁকা বিড়ালের চিত্র টি সত্যি অসাধারন হয়েছে। খুব সুন্দর ভাবে এঁকেছেন। বুঝাই যাচ্ছে অনেক খেটেছেন ছবিখানা আঁকতে। অনেক অনেক ধন্যবাদ আপু এমন সুন্দর একটি ছবি উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপনি অনেক মেধা খাটিয়ে এইরকম একটি রংয়ের বৃষ্টিতে একটি বিড়ালের চিত্রাংকন টা বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন যা দেখে খুবই ভালো লাগলো আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করার জন্য। অসংখ্য শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

কি অদ্ভুত সুন্দর ছবি, বিড়ালের মাথায় ছাতা আছে। রঙিন বৃষ্টির কনসেপ্ট ও দারুণ হয়েছে। শুভকামনা আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। অসংখ্য শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

জাস্ট অসাধারণ হয়েছে আপু আপনার তৈরী রংয়ের বৃষ্টিতে একটি বিড়ালের চিত্রাংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম নিখুঁত ভাবে পুরো কাজটি সম্পুর্ন করেছেন আপনি প্রশংসার দাবিদার এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কমেন্টের জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অসাধারণ একটি বিড়ালের চিত্র এঁকেছেন।আমার কাছে বিড়ালটি অনেক ভালো লেগেছে।আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.031
BTC 68707.59
ETH 3845.07
USDT 1.00
SBD 3.63