DIY - এসো নিজে করি : একটি ইঁদুরের চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি একটি ইঁদুরের চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

266182316_997397574456813_8537480625988119857_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে পেন্সিল দিয়ে আমি ইঁদুরের মুখমন্ডলের উপরের অংশটুকু চিত্রাংকন করলাম।


267165604_465668445281299_5410465652591800832_n.jpg


ধাপ - 2

এরপর ইঁদুরটির শরীরের পুরো গঠনের চিত্রাংকন করলাম।


263996456_4921269867930405_4745656404462622262_n.jpg


ধাপ - 3

আমরা সকলেই জানি ইঁদুরের শরীরের মধ্যে অনেক পশম থাকে তাই আমি শরীরের মধ্যে সেইগুলো আর্ট করলাম।


267003762_4453727984756907_6966999192530332031_n.jpg


ধাপ - 4

পশমের সবটুকু শেষ করে এরপর ইঁদুরের লেজ আর্ট করলাম।


266979153_338677261019337_7308768521870559721_n.jpg


ধাপ - 5

এরপর মার্কার কলম দিয়ে পেন্সিল দিয়ে আঁকা সবটুকু আবার গারো করে আর্ট করলাম।


266594846_519214405733980_8236519098058298138_n.jpg


ধাপ - 6

এরপর শুরু করলাম মার্কার কলম দিয়ে ইঁদুরের শরীরে ভিতরের ডিজাইন করা। প্রথমে আমি উপরের অংশটুকু ডিজাইন করলাম খুবই সহজ ভাবে।


266191437_647900113044472_7909507267934443684_n.jpg


ধাপ - 7

এরপর পুরো শরীরের সবটুকু অংশ ডিজাইন করলাম একই পের্টান ফলো করে।


264366165_1042579379924213_4264548092328108954_n.jpg
266380024_650358062646537_7797926968045057854_n.jpg


ধাপ - 8

এরপর লেজের অংশটুকু ডিজাইন করলাম।


267306331_1362753330848667_8549056922163289451_n.jpg


ধাপ - 9

এরপর জল রং দিয়ে কয়েকটি রঙের মিশ্রণে ইঁদুরের মাথার উপর কিছু রঙিন জিনিস দিয়ে দেয়ার চেষ্টা করলাম এবং বুঝানোর চেষ্টা করলাম যে ইঁদুরটি রঙের খেলা দেখছে।


266752716_637079453991366_858156582870943620_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
266536353_1383609848775898_7180906287567938582_n.jpg266510531_751838359105880_8212552611559413854_n.jpg
266767849_659703675409753_1481197762817018303_n.jpg266182316_997397574456813_8537480625988119857_n.jpg


আমার পেইন্টিং এর সাথে আমার ছবি


268441806_237051745211111_2013429558595022059_n.jpg

#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 17 ডিসেম্বর , 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

বাহ্ দারুন হয়েছে আপু আপনার ইঁদুরের চিত্রাংকন দেখে মনে হচ্ছে ইঁদুরের গায়ে পোশাক পরিয়ে দিয়েছেন। দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। দেখে অনেক ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

আমি সবসময় ভাইয়া চিত্রাংকন করতে অনেক ভালোবাসি তাই সবসময় বিভিন্ন জিনিস শেয়ার করি। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সবসময় আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

বাহ আপু বেশ চমৎকার একটি ইদুরের চিত্র অংকন করেছেন।অনেকটা পরিশ্রম করেছেন বোঝাই যাচ্ছে। সব ধাপ বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন।আপনার জন্য শুভ কামনা।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সবসময় আমাকে এইভাবে উৎসাহিত করার জন্য আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে আমার সর্বোচ্চ টা দিয়ে কোনো কিছু তৈরি করে শেয়ার করার জন্য। এবং ধাপগুলো যাতে সবাই খুব সহজভাবে বুঝতে পারে আমি সেই দিকে অনেক বেশি খেয়াল রাখি।

অনেক সুন্দর হয়েছে আপু ইঁদুরের পেইন্টিং টি । আসলে আপু আপনার পেইন্টিং গুলো অনেক সুন্দর হয় । আমি প্রথার আপনার পোস্ট ও কাজ গুলো দেখি । আমাকে খুবই ভালো লাগে ।

ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 3 years ago 

আমি সবসময় আপনার কমেন্টগুলো খুব ভালো ভাবে মনোযোগ দিয়ে পড়ি আপনি অনেক সুন্দর ভাবে মন্তব্যগুলো করেন। যা সত্যি আমাকে সব সময় অনেক উৎসাহিত করে পরবর্তী কাজ গুলো ভালো ভাবে উপস্থাপনা করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আশা করছি এভাবেই সবসময় পাশে থাকবেন।

 3 years ago 

আপনার অংকন করা চিত্র গুলো বরাবরই আমার কাছে অনেক ভালো লেগেছে। আজকের অংকন করা চিত্র টি অনেক সুন্দর ছিল। ইঁদুরটি অংকন করার পদ্ধতি ও ধাপে ধাপে খুব সুন্দর ভাবে দেখিয়েছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আপনাদের মন্তব্য গুলো আমাকে সবসময় অনুপ্রাণিত করে এবং ভালো ভালো এবং ইউনিক কাজ গুলো শেয়ার করার জন্য উৎসাহিত করে। আমি এভাবেই চেষ্টা করব আপনাদের সাথে আমার সর্বোচ্চ দিয়ে কাজ গুলো শেয়ার করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।

 3 years ago 

জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে একটি ইঁদুরের চিত্র অঙ্কন করেছেন আপু ।আপনার ইঁদুরের চিত্র অংকন টি আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছে। ইঁদুর অঙ্কন করে তাতে অনেক সুন্দরভাবে মান্ডালা আর্ট ও করেছেন দেখছি ।আপনার ইঁদুর অংকনটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে, শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অনেক চমৎকার ভাবে আমাদের মাঝে step-by-step তুলে ধরেছেন ।এত সুন্দর একটি ইঁদুরের চিত্র অঙ্কন করে আমাদের সকলের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে পরবর্তীতেও এরকম সুন্দর সুন্দর অঙ্কন আশা করব ,শুভকামনা রইল আপনার জন্য আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। এত প্রশংসা কোথায় রাখি বলেন তো? সত্যিই আপনার কমেন্টগুলো প্রত্যেকবার আমাকে অনেক উৎসাহ দেয়। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

আপু প্রশংসা নিজের মধ্যে লুকিয়ে রাখতে হয় হাহাহা 😀আর আমি মানুষকে প্রশংসা করতে সত্যিই অনেক ভালবাসি এবং প্রশংসা করতে আমার অনেক ভালো লাগে ।তবে অবশ্যই তাকে প্রশংসা পাওয়ার যোগ্য হতে হবে। আপনি অবশ্যই প্রশংসার দাবিদার। 🥳🥳

 3 years ago 

আপু আপনার অঙ্কিত ইঁদুর দেখে তো আমার আদর করতে ইচ্ছে করছে।একদম পাতার মধ্যে আবৃত করা হয়েছে।আপনি অনেক দক্ষতার সঙ্গে পেইন্টিং করেন প্রতিটি ছবি।যা আমার কাছে ভীষণ ভালো লাগে।ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

  • আপু জল রং দিয়ে দারুন একটি ইদুর অঙ্কন করেছেন আমার তো অসম্ভব সুন্দর লেগেছে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 68125.63
ETH 3308.80
USDT 1.00
SBD 2.74