DIY - এসো নিজে করি : একটি সাজসজ্জিত বিড়ালের চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি।আশা করছি আপনারা ও ভালো আছেন।বিড়াল আমার অন্যতম পছন্দের একটি প্রাণী। আমার নিজের ও একটি পোষা বিড়াল 🐱 আছে। আমি বিড়ালকে সাজসজ্জা করাতে ও খুব ‌পছন্দ করি। কিন্তু আমার নিজের পালিত বিড়ালটি বেশ দুষ্টু। তাই ওকে জামা পরানো,গলায় ঘন্টা পড়ানো,চশমা পড়ানো, টুপি পড়ানো এই জাবতীয় কোনো ধরনের সাজসজ্জা ‌করানোই যায় না। এই কারণে আমি আমায় চিত্রাঙ্কনে বিড়ালটিকে নিজের মন মতো করে সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে ‌আমার সাজসজ্জিত বিড়ালটিকে ভালো লাগবে😻।সবাই অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন।🥰

272742463_5031244453608401_8348991759371439874_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • মোম রং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে যে বিড়ালটি অঙ্কন করবো।তার মাথার টুপি এবং মুখের অবয়ব অংকন করে নিলাম।

272349649_692165592163279_7774244633610223268_n.jpg272341580_258436343034496_3760615370778440942_n.jpg

ধাপ - 2

এরপর আবারো পেন্সিল এর সাহায্যে হাত এবং পা সহ বিড়ালটির পুরো শরীরের অবয়ব অংকন করে নিলাম।

272242286_485461149772393_7515446689188826757_n.jpg272334488_1812126142320130_8581046275954564350_n.jpg

ধাপ - 3

এরপর চোখের চশমা, কান ও লেজ সহ সব কিছুর অবয়ব ভালোভাবে অঙ্কন করে নিলাম।

272233181_955208272023923_6251247159471274023_n.jpg272279631_368612321767675_7548920258242334663_n.jpg

ধাপ - 4

এরপর কমলা,হলুদ এবং টিয়া তিনটি কালারের মোম রং এর সাহায্যে বিড়ালের পিছনের ব্যাকগ্রাউন্ড ভালোভাবে রং করে নিলাম।

272164827_689630085746684_7298373414550534124_n.jpg272323493_662142648475742_2187098375442173975_n.jpg

ধাপ - 5

এরপর কালো মার্কার পেন এর সাহায্যে পেন্সিল দিয়ে অঙ্কিত ‌পুরো বিড়ালটি গাঢ় কালো করে নিলাম। এবং এরপর বিড়ালটির কিছু অংশে বেগুনি কালার মোম রং এর সাহায্যে ভালোভাবে রং করে নিলাম।

272189526_3248855225439829_3647772130558383289_n.jpg272168040_927703284783445_7520778266827229308_n.jpg

ধাপ - 6

এরপর বিভিন্ন কালারের মোম রং এর সাহায্যে পুরো বিড়ালটি ভালোভাবে রং করে নিলাম। যাতে মনে হয় যে বিড়ালটির শরীরের রয়েছে রঙের ছড়াছড়ি।

272380279_1173082840097455_6262041815134648895_n.jpg272234187_447406597109435_6109050869572137120_n(1).jpg

ধাপ - 7

এরপর কালো গাঢ় পেন্সিল এর সাহায্যে বিড়ালটির পিছনে এক ধরনের ছায়া এবং তার শরীরের মধ্যে অনেকগুলো তারা অঙ্কন করে নিলাম।

272204477_356957955963825_1115351134919825217_n.jpg272222454_4547379268707030_7111609192284583933_n.jpg

ধাপ - 8

এরপর যেসকল রঙ্ গুলো বিড়াল এর শরীরের রং করার জন্য ব্যবহার করা হয়েছে। ঐ সকল কালারের জল রং এর সাহায্যে বিড়ালের পিছনের ব্যাকগ্রাউন্ড টিতে কিছু রঙের ছিটা একটি ব্রাশের সাহায্যে দিয়ে দিলাম।


272214312_278653381024214_2579262564854819207_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ

এভাবেই আমি আমার 'সাজসজ্জিত বিড়ালের চিত্রাংকন সম্পন্ন করলাম।

272352995_1325598404621635_1309256999858889329_n.jpg272172459_454941119459485_4419076040216780772_n.jpg

272179333_880325409329145_8910138617909084466_n.jpg



বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 05 ফেব্রুয়ারি, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

যারা পোষা প্রাণী কে ভালবাসে এবং এই পোষা পাখি পালন করে তাদের হৃদয়টা অনেক কোমল হয়। তারা অন্যের কষ্ট দেখলে ওরা অনাশায় কেঁদে ফেলে, তারা অন্যকে সহযোগিতা করতে ভালোবাসে। যাইহোক আপনিও একটি পোষা বিড়াল পালন করেন এবং তাকে নিজের মতো করে সাজসজ্জা করতে পারেন না। সেই কারণে একটা পোষা বিড়াল এর চিত্র অঙ্কন করে নিজের মত করে সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি দারুন লেগেছে এত সুন্দর একটি চিত্র অংকন আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

 2 years ago 

আরে আপনি তো পুরা আমার ‌ বর্ণনা দিয়ে দিলেন। আমি ও অন্যের কষ্ট দেখলে কেঁদে ফেলি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অসংখ্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

সাজসজ্জিত বিড়াল দেখে তো অনেক ভালো লাগলো। এরকম সাজানো বিড়াল মনে হয় কখনোই দেখিনি।এত ভালো লাগলো আপু আপনার আজকের আর্ট। আপনি সবসময় অসাধারণ কিছু আর্ট নিয়ে হাজির হন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু। অনেক সুন্দর করে আমার আর্ট এর প্রশংসা করেছেন। আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল।

 2 years ago 
আবারো প্রিয় আপু আমাদের মাঝে সাজসজ্জিত বিড়ালের আর্ট নিয়ে হাজির হল। সত্যি অনেক ভালো লাগলো। কালার কম্বিনেশন টা দারুন ছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল আপু
 2 years ago 

ধন্যবাদ ভাইয়া প্রতিবার সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

নিজের বিড়ালকে করতে না পেরে পেইন্টিং করে নিজের ইচ্ছা পূরণ করলেন 😁 খুব কিউট লাগছে দেখতে। তবে বিড়াল এত সেজেছে কেন?? এটাই ভাবছি আমি। যাইহোক খুব সুন্দর অঙ্কন করেছেন আপনি বরাবরের মতই। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড কালার কম্বিনেশন টা অসাধারন ছিল। আপনার জন্য অনেক শুভকামনা রইল💜

 2 years ago 

আমরা কত সাজগোজ করি। বিড়ালের ও ইচ্ছে করতেই পারে সাজগোজ করার তাই না? হিহিহি 😁। ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

খুবই সুন্দর একটি অংকন করেছেন আপনি যা দেখতে খুবই চমৎকার হয়েছে।বিড়ালের চিত্রাংকন খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনি যা ছিল অসাধারণ।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর একটি কমেন্টের জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনার আজকের সাজসজ্জিত বিড়ালের চিত্রাংকন দেখে তো অনেক ভালো লাগলো। এত ভালো লাগলো যা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনি সবসময় অসাধারণ কিছু আর্ট নিয়ে হাজির হন। আপনার প্রতিটা চিত্রাংকন খুবই অসাধারণ হয়, সেজন্য আমার কাছে খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে আমার আর্ট পোস্টের প্রশংসা করার জন্য। আপনাদের কমেন্ট গুলো পড়লে সত্যি খুব ভালো লাগে। অনেক অনুপ্রাণিত হই। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার আর্টটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। বিড়ালটি খুবই স্টাইলিশ বিড়াল। রং করার পর একদম জীবন্ত লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অসাধারণ আর্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য। পরবর্তী আর্ট এর অপেক্ষায় রইলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য। অবশ্যই পরবর্তীতে আরো ভালো আর্ট দেওয়ার চেষ্টা করব। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বাহ আপু খুব সুন্দর একটি বিড়াল অঙ্কন করেছেন তো। আসলে বিভিন্ন ধরনের জিনিস ভিন্নভাবে দেখতে খুবই ভালো লাগে। একটি সাধারন বিড়ালকে আপনি অনেক সুন্দর করে রঙিন করে ফেললেন। সত্যি অসাধারণ হয়েছে আর্টটি আমার কাছে খুবই ভালো লেগেছে আপু।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। দোয়া করবেন যাতে সব সময় এমন ভাল কাজ গুলো আপনাদের উপহার দিতে পারি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি চিত্র অংকন আপনি উপস্থাপন করেছেন। বিড়ালের চিত্রাংকন এত সহজে আপনি করেছেন যা আপনার প্রতিটি ধাপের ছবি দেখে বোঝা গেছে।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য। আপনার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল।

 2 years ago 

  • আপু আপনাকে কি মন্তব্য করব বুঝতে পারতেছিনা। আপনার চিত্র অংকন দেখে মন্তব্য করার ভাষা হারিয়ে ফেলেছি। আপনার কাজগুলো দেখলে মন জুড়িয়ে যায়। আসলেই আপনি গুরু!
 2 years ago 

দোয়া করবেন ভাইয়া যাতে প্রত্যেক বার আমার কাজগুলো দিয়ে আপনাদের মন জুড়িয়ে দিতে পারি। ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্টের জন্য। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 59238.58
ETH 3176.28
USDT 1.00
SBD 2.45