DIY - এসো নিজে করি : কাল্পনিক ল্যাম্প অ্যাকোরিয়াম এর চিত্রাঙ্কন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
হ্যালো আর্ট প্রেমী,

সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করছি আপনারা ও ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি আর্ট পোস্ট শেয়ার করছি। আমার মাছ রাখার অ্যাকোরিয়াম খুবই পছন্দের। পানির নিচে পাথর এবং সে পানিতে মাছ গুলো ভেসে বেড়ায় একটি কাচের বক্সের ভিতরে। এই ব্যাপারটা আমাকে খুব বেশি আকর্ষণ করে। ঘর সাজানোর জন্য ও আমি অ্যাকোরিয়াম খুব পছন্দ করি। তাই হঠাৎ ভাবলাম সব জায়গায় দেখি একই রকম অ্যাকোরিয়াম পাওয়া যায় চারকোনা বক্স।একই ডিজাইনে প্রায় একঘেয়েমি চলে এসেছে। তাই নিজের কল্পনায় একটি মাছের অ্যাকোরিয়াম ভেবে নিয়েছি।তাই ভাবলাম কেননা সেটা চিত্রাংকন করে আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি আমার কাল্পনিক ল্যাম্প অ্যাকোরিয়াম এর চিত্রাঙ্কন করেছি। আপনারা চিত্রাঙ্কন টি দেখলে বুঝতে পারবেন এই ধরনের অ্যাকোরিয়াম হলে কি পরিমান সুন্দর লাগতো।আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ❤️।

277726746_516619810121359_2431989507641831771_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে আমি পেন্সিল এর সাহায্যে ল্যাম্প এর উপরের অংশের অবয়ব ভালো ভাবে অঙ্কন করে নিলাম।

277822699_1098201374059086_936283164713056574_n.jpg277314601_291864169796605_3654545355559040439_n.jpg

ধাপ - 2

এরপর ল্যাম্প এর নিচের অংশ টুকু অংকন করে নিলাম। অর্থাৎ ল্যাম্পের চার কোণার চারটি খুঁটি ভালোভাবে অঙ্কন করে নিলাম।

277705826_4919358398154238_3694995993164529215_n.jpg277692805_1072042977002620_6885593926010492544_n.jpg

ধাপ - 3

এরপর ল্যাম্প এর ভেতরের অংশে পানি এবং মাছ অঙ্কন করে নিলাম।
এরপর পেন্সিল দ্বারা অঙ্কিত সম্পূর্ণ চিত্রাঙ্কন টি কালো মার্কার পেন এর সাহায্যে গাঢ় কালো করে নিলাম।

277739966_404213781548573_1998474223488741236_n.jpg277687843_556444852299059_4887548155263673945_n.jpg

ধাপ - 4

এরপর ধীরে ধীরে ল্যাম্প এর উপর মার্কার পেন এর সাহায্যে ডিজাইন করতে শুরু করলাম।

277701983_699747811194780_9180710609524493798_n.jpg277818438_1073108743253657_8978730971273127587_n.jpg

ধাপ - 5

এরপর ল্যাম্প এর উপর মার্কার পেন এর সাহায্যে সম্পূর্ণ ডিজাইন সম্পন্ন করলাম। এই ধরণের ডিজাইন গুলোকে মূলত হ্যাচ ডিজাইন বলা হয়ে থাকে।

277736901_547563983333976_667884604600969344_n.jpg


ধাপ - 6

এরপর মার্কার পেন এর সাহায্যে পানি ও মাছের ডিজাইন সম্পন্ন করে নিলাম।
এবং এভাবেই আমি চিত্রাংকন টি সম্পন্ন করলাম।

277687728_648653359559148_6189593526023456813_n.jpg



চূড়ান্ত পদক্ষেপ
277707432_690327262104612_5341098101319088341_n.jpg277699712_1460416917694080_6861386432735417820_n.jpg
277705658_555636429232411_2421203011466740218_n.jpg277713455_1542953606164529_2321752962339160078_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 05 এপ্রিল, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

আসলে এটি কাল্পনিক ল্যাম্প, কেননা এরকম ল্যাম্প জিবনেও দেখিনি। যেখানে একটি অ্যাকোরিয়াম সংগঠিত। অনেক সুন্দর একটি ক্রিয়েটিভ আর্ট আপনি আমাদের সাথে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময়।

 2 years ago 

বাহ আপু খুব সুন্দর একটি আট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। যদিও দিয়েছেন এটা কাল্পনিক যদি এটা বাস্তব হত কতই না সুন্দর হতো। আমার কাছে বেশ লেগেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ল্যাম্প এবং মাছের ডিজাইন অনেক সুন্দর ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু কাল্পনিক মাছের একুরিয়ামের ল্যাম্প টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু কাল্পনিক জিনিসগুলো যদি বাস্তবে আমরা পেতাম তাহলে কতইনা ভাল লাগত আমাদের কাছে। আপনি খুবই সুন্দর একটি মন্তব্য করেছেন এ জন্য আপনাকে জানাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।

 2 years ago 

কাল্পনিক ল্যাম্প আ্যকোরিয়ামের চিত্র খুবই সুন্দর হয়েছে আপু। শুধুমাত্র মার্কার দিয়ে ল্যাম্প আ্যকোরিয়ামের চিত্রটি আপনি খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার আর্ট গুলো সব সময় অনেক সুন্দর হয়। শুভকামনা রইল আপনার।

 2 years ago 

কাল্পনিক ল্যাম্প আ্যকোরিয়ামের চিত্র অঙ্কন সুন্দর হয়েছে আপু। শুধুমাত্র মার্কার দিয়ে ল্যাম্প আ্যকোরিয়ামের চিত্রটি আপনি খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। বিশেষ করে ল্যাম্পের কারুকাজ আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। শুভকামনা রইল আপনার।

 2 years ago 

আপনার কাছে আমার কাল্পনিক ল্যাম্পের প্রত্যেকটা জিনিস ভালো লেগেছে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এবং আপনাকে জানাই অনেক শুভেচ্ছা।

 2 years ago 

কাল্পনিক ল্যাম্প অ্যাকোরিয়ামের চিত্রাঙ্কন খুবই সুন্দর হয়েছে আপু। আপনার অঙ্কন চিত্র গুলো বরাবরই অনেক সুন্দর হয়। আপনার সবগুলো অঙ্কন চিত্র আমার কাছে ভালো লাগে। তেমনি আজকেও আপনি অনেক সুন্দর ভাবে কাল্পনিক ল্যাম্প অ্যাকোরিয়ামের চিত্রাঙ্কন করেছেন। দারুন এই চিত্র অঙ্কন করে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

চিত্রাংকন গুলো চেষ্টা করি সব সময় ইউনিক করার জন্য এবং সুন্দর করার জন্য। আর যদি সুন্দর হয়ে থাকে তাহলে এইসব আপনাদের ভাল মন্তব্যের কারণে এবং উৎসাহিত করার কারণেই হয়। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর ভাবে সুদক্ষ তার সাথে ধাপে ধাপে কাল্পনিক ল্যাম্প অংকন করেছেন। এটা যথেষ্ট ইউনিক একটি পোস্ট হয়েছে আমার বাংলা ব্লগের ব্লগারদের মাঝে। যা দেখে যে কেউ উৎসাহিত হয়ে চেষ্টা করবে এমন সুন্দর একটি জিনিস তৈরি করার জন্য।

 2 years ago 

সত্যি ভাল লাগছে যে আমার চিত্রাংকন দেখে অনেকে উৎসাহিত হবে এটা শুনে ‌। আসলে আমি সবসময় চেষ্টা করি ইউনিক পোস্ট তৈরী করার জন্য যেন সবাই শিখতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

কাল্পনিক ল্যাম্প অ্যাকোরিয়াম এর চিত্রাঙ্কনটি দারুন হয়েছে আপু। এটা সত্যি দারুন একটি আইডিয়া ছিলো । চিত্রাংকন টি দেখতে খুবই আকর্ষণীয় লাগছে আপু। এক কথায় বলতে গেলে অসাধারণ একটি চিত্রাংকন আপনি আজ আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আপনাকে মুগ্ধ করতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আসলে যখন একটা চিত্রাংকন করি তখন অনেক কিছু চিন্তা ভাবনা করে করি যেন সবার কাছে ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

কাল্পনিক ল্যাম্প অ্যাকোরিয়াম এর চিত্রাঙ্কন দেখে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে কাল্পনিক ল্যাম্প অ্যাকোরিয়াম এর চিত্রাঙ্কন করেছেন। খুবই দুর্দান্ত হয়েছে। আপনি চিত্র অঙ্কনের প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

চেষ্টা করেছি প্রত্যেকটি ধাপ অনেক সহজ ভাবে উপস্থাপনা করার জন্য যেন যে কেউ আমার এই চিত্রাংকন দেখে আইডিয়া নিতে পারে এবং ধাপ গুলো দেখে আমার মত করে চিত্রাংকন করতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য ‌‌

 2 years ago 

খুবই সুন্দর একটি ল্যাম্প এর চিত্র পেন্সিল স্কেচ করেছেন দেখতে খুবই ভালো লাগছে ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

কাল্পনিক ল্যাম্প অ্যাকোরিয়াম এর চিত্রাঙ্কন করেছেন আপু। সত্যি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে আপনার এই অংকন। আপনি খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপু। আপনার জন্য শুভকামনা রইল। 🥰🥰💞💞

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56588.25
ETH 2399.94
USDT 1.00
SBD 2.32