DIY - এসো নিজে করি : ময়ূরের আর্ট || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি ময়ূরের আর্ট করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে।

Social Media Conference YouTube Thumbnail(15).jpg

উপকরণ:

  • পেন্সিল
  • রাবার
  • সাইন পেন
  • মার্কার পেন
  • রং পেন্সিল
  • ‌কাগজ


আসুন আমার শিল্প শুরু করি:

ধাপ - 1

প্রথমে আমি ময়ূরের মুখমন্ডল এবং শরীরের কিছু অংশ পেন্সিল দিয়ে হালকা করে দাগ দিলাম। যেন পরবর্তীতে এই দাগের উপর দিয়ে আমি কাজ করতে পারি।


241397815_385619423234562_7983149953645553251_n.jpg


ধাপ - 2

এরপর ময়ূরের পেখম গুলো খুব সুন্দর ভাবে এবং ধৈর্যের সাথে আর্ট করলাম। আমরা সকলেই জানি পেখম এর মধ্যে চোখের মতো কিছু অংশ থাকে তারপর আমি সেগুলো আর্ট করলাম।


241242623_925542471377080_4530154304089420285_n.jpg


241319364_368092688389037_4881962980102314522_n.jpg


ধাপ - 3

এরপর ময়ূরের পেখম গুলোকে আরো সুন্দর করার জন্য পেন্সিলের উপরে সাইন পেন দিয়ে আর্ট করলাম যেন আরও গাঢ় বুঝা যায়।


241317238_154621196831683_3606019295049576629_n.jpg


ধাপ - 4

তারপর সেগুলোর মধ্যে কিছু রং করলাম। আমি প্রথমেই পেখম গুলোকে সাজালাম কারণ ময়ূরের সবচাইতে আকর্ষণীয় জিনিসটাই হচ্ছে ময়ূর পেখম তাই আমি এটাতে আগে হাত দিয়েছি।


241562321_386196036373582_2066436080120806997_n.jpg


242193795_576363270075348_5987430966355701277_n(1).jpg


ধাপ - 5

এরপর ময়ূরের পেখম এর নিচের অংশ গুলো ভালভাবে ডিজাইন করে আর্ট করলাম সবকিছুই সাইন পেন দিয়ে আর্ট করেছি।


241285363_603660801041787_759687995496139264_n.jpg


ধাপ - 6

এরপর ময়ূরের মুখের অংশটুকু এবং শরীরের অন্যান্য আর্ট করে সেগুলোতে রং রং করলাম।


241430185_395838998613780_5795628771173543878_n.jpg


241338896_393017462282934_9145662823069172032_n.jpg


ধাপ - 7

এরপর ময়ূরের ডানার অংশটুকু সাইন পেন এবং মার্কার পেন দিয়ে ভালোভাবে ডিজাইন করলাম। এই ডিজাইনগুলো করতে খুবই সাবধানতার সাথে করা উচিত তা না হলে সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।


241319811_923667531886946_2924471627510317188_n.jpg


ধাপ - 8

এরপর ময়ূরের চোখের অংশ আর্ট করলাম এবং মাথার উপরে যে ফুলের মত কিছু থাকে সেগুলো আর্ট করলাম।


242120712_907890233438541_1998926645751214452_n.jpg


শেষ ধাপ

241304676_194149986017856_759276584298970879_n(1).jpg

242099696_1018603072307000_6880672284346895706_n(1).jpg



আমার আর্ট এর সাথে আমার ছবি


241380011_403633384441724_538670356151282597_n.jpg

#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 18 সেপ্টেম্বর , 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

Cc :
@rme
@hafizullah
@amarbanglablog
@steemchiller

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 3 years ago 

সত্যি খুব অসাধারণ হয়েছে আপু আপনার আর্টি অসম্ভব সুন্দর একটি আর্ট আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। একটা সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনার জন্য শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাদের কাছে ভাল লেগেছে তাতে আমি অনেক ধন্য।

 3 years ago 

মাশাল্লাহ খুব নিখুঁতভাবে এই অংকটি করেছেন। অসম্ভব সুন্দর একটি ময়ূর এঁকেছেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

সত্যি খুব অসাধারণ হয়েছে আপু আপনার আর্টি অসম্ভব সুন্দর

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অসাধারণ হয়েছে। অনেক পরিশ্রম হয়েছে টা ছবিতে বোঝা যাচ্ছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দিদি।

 3 years ago 

অও, আপু আপনি অসাধারণ আঁকেন আর আপনি আমাদের সবসময় দারুণ কিছু উপহার দেন।আমার খুব ভালো লাগে আপনার অঙ্কনগুলি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপু। আশা করি সামনে আরও ভাল কিছু আর্ট আমি শেয়ার করতে পারবো আপনাদের সাথে।

 3 years ago 

আপু অনেক সুন্দর বানিয়েছেন।আপনাদের দোলতে এতো কিছু শিখছি জানছি তুলনা নেয়।এগিয়ে যান আপু।শুভ কামনা রইলো।

 3 years ago 

আপনার কাছে এতটা ভাল লেগেছে শুনে আমার কাছে অনেক ভালো লাগছে ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

অসাধারণ হয়েছে। এত সুন্দর হয়েছে যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনি যেমন আর্ট করেছেন ঠিক তেমনি অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন।আপনার এই আর্ট আমার ছোটো বাবু টিনটিন বার বার আমার আমার কাছ থেকে ফোন নিয়ে দেখছিল। বুঝলাম যে ওর ও ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি শুনে অত্যন্ত খুশি হয়েছি যে টিনটিন আমার আর্ট দেখে এতটা পছন্দ করেছে। আমি চেষ্টা করব সামনে আরো কিছু এমন আর্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ওয়াও কি দারুন হাতের কাজ। সত্যি বলতে মন ভরে উপভোগ করলাম পুরো কাজটা। শুভেচ্ছা রইলো অনেক।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

আপু আপনার আঁকার হাত সত্যিই অসাধারণ। ময়ূর পাখির চিত্রটি খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর ময়ুরের চিত্র আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

 3 years ago 

অসাধারণ সুন্দর ♥️
শুভ কামনা সবসময়ই রয়েছে 🥀

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.029
BTC 63562.42
ETH 2649.15
USDT 1.00
SBD 2.77