DIY - এসো নিজে করি : একটি কঙ্কালের মজার চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি একটি কঙ্কালের মজার চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

Social Media Conference YouTube Thumbnail(5).jpg

উপকরণ:

  • পেন্সিল
  • মার্কার পেন
  • কাগজ


আসুন আমার শিল্প শুরু করি:

ধাপ - 1

কঙ্কালের চিত্রাঙ্গন করার জন্য প্রথমে আমি মুখের উপরের অংশটুকু চিত্রাংকন করি। এবং এটি পেন্সিল দিয়ে করি যেন আমি যদি কোন ভুল করি তাহলে যেন সে টি মুছে আবার ঠিক করতে পারি।


243014050_207915767944499_7961953772193536436_n.jpg


ধাপ - 2

এরপর মুখের অংশটুকু এবং দাঁত নাক চোখ সব কিছু চিত্রাংকন করি। যেহেতু কঙ্কালের মুখের মধ্যে কোন চামড়া থাকে না তাই আমি সেই অনুযায়ী চিত্রাংকন টি করেছি।


241504416_1442853579417287_5544480214281063504_n.jpg


ধাপ - 3

এখানে আমি এমন একটি কঙ্কাল চিত্রাংকন করেছি যে কিনা গান শুনতে অনেক ভালোবাসে এককথায় মজা করার জন্য তার কানে বড় হেডফোন লাগিয়ে দিলাম।


242267743_3042957115961834_2972227561008798135_n.jpg


ধাপ - 4

এরপর যখন কঙ্কালের সবটুকু অংশ পেন্সিল দিয়ে আঁকা শেষ করলাম তারপর আমি মার্কার পেন ব্যবহার করলাম গারো করে আঁকার জন্য। তারপর সেগুলোর উপরে চিত্রাংকন করলাম এবং পেন্সিল দিয়ে আরো ভালোভাবে হেডফোনটি কে ফুটিয়ে তুললাম।


242546223_336683804867577_4956078333346546485_n.jpg


ধাপ - 5

এরপর কঙ্কালের দুই চোখে চশমার মত করে চিত্রাংকন করলাম তারপর সেগুলো পেন্সিল দিয়ে গারো করে কালো করে চিত্রাংকন করলাম। যেন একেবারেই কোন কারকে ডিজে কঙ্কালের মতো মনে হয়।


242104148_444411046967156_8716676715545249526_n.jpg


ধাপ - 6

এরপর কঙ্কাল যে গান শুনছে তা বোঝানোর জন্য পাশে কিছু গানের চিহ্ন আমি যুক্ত করলাম।


242182804_365765131913141_24718790341592373_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ :


241557115_188002630111087_8462822165235288789_n.jpg

242808515_590974115392369_7920691191391755695_n.jpg

242334752_1616199715400531_465485397584722248_n.jpg



আমার পেইন্টিং এর সাথে আমার ছবি


242540535_288815382752220_2453875907955200946_n.jpg

#বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং 25 সেপ্টেম্বর , 2021 এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

Untitled design(1).png

টুইটারে আমার সাথে যোগ দিন

Cc :
@rme
@hafizullah
@amarbanglablog
@steemchiller

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  

আপু আপনার কঙ্কালের চিত্রাংকন ও উপস্থাপন দুটোই একসাথে অনেক সুন্দর ছিল। অনেক উপভোগ করলাম আপনার পোস্ট দেখে এবং পড়ে। ধন্যবাদ আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

উরে বাবা এ তো দেখছি ডিজিটাল কঙ্কাল 🤪🤪। আমার খুব পছন্দ হয়েছে আপু। আপনি সত্যি অসাধারণ অসাধরণ কিছু কাজ করেন।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমি সবসময় চেষ্টা করি ভিন্ন কিছু করার জন্য।

 3 years ago 

বেশ ভয়ঙ্কর কঙ্কাল এর ছবি আঁকছেন তো, আপনি। একেবারে বাস্তব এর মত হয়েছে। ধন্যবাদ আপনাকে। আপনার সবগুলো আর্ট ই আমার অনেক পছন্দ হয়।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আমার আর্ট আপনার ভালো লেগেছে এটা আমার কাছে অনেক আনন্দের একটি বার্তা। আমি সবসময় চেষ্টা করব আরও ভালো কিছু আর্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য।

দেখে মনে হচ্ছে গান শুনছে কঙ্কালটি। ভালোই ক্রিয়েটিভিটি প্রকাশ পেয়েছে এ চিত্রাংকন টির মাধ্যমে। ধন্যবাদ আপনাকে আমাদের মধ্যে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মন্তব্যের জন্য।

ভালোই ক্রিয়েটিভিটি প্রকাশ পেয়েছে এ চিত্রাংকন টির মাধ্যমে। আপনার পেইন্টিং খুব সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে আমাদের মধ্যে শেয়ার করার জন্য।অভিন্দন আপু।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

সত্যিই এটি মজার চিত্ৰ অঙ্কন করেছেন আপু।আমি লক্ষ্য করেছি আপনি খুব সুন্দর কঙ্কাল জাতীয় ছবি আঁকেন।একটু ব্যতিক্রম।যা আমার খুব ভালো লাগে।ধন্যবাদ আপু।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু আমি সত্যিই অনেক আনন্দিত আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার পেইন্টিং খুব সুন্দর এবং ঝরঝরে, আমি সত্যিই এটা পছন্দ করি।

ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ওয়াও আপু। কত সুন্দর ভাবে কঙ্কাল বানিয়েছেন।। হুবহু কঙ্কাল লাগছে। অনেক অনেক ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ আপু।

 3 years ago 

অসাধারণ হয়েছে এবং খুব অবাক হয়েছি শুধুমাত্র পেন্সিল আর মারকার ব্যবহার করে এত সুন্দর চিত্র আঁকা দেখে । আপনার অংকনের দক্ষতার অনেক ভালো এবং খুব ভালো লাগে আপনার অংকনগুলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর আঁকেন।
কিন্তু বেশ ভয়ংকর হইছে কিন্তু আপু। দেখেই ভয় লাগতেছে।
ছবিটা একদক বাস্তব মনে হচ্ছে দেখে ।
খুব সুন্দর হয়েছে স্কেচ করা।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59583.90
ETH 2578.21
USDT 1.00
SBD 2.48