DIY - একটি মা ও বাচ্চা ভাল্লুকের চিত্রাংকন || ১০% লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago
হ্যালো আর্ট প্রেমী,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আবারো হাজির হয়ে গেছি নতুন একটি আর্ট নিয়ে। আমি আর্ট করতে অনেক ভালোবাসি। তাই আমি প্রায় সময় চেষ্টা করি আপনাদের সাথে আর্ট শেয়ার করার জন্য। এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি নতুন একটি আর্ট নিয়ে হাজির হয়েছি যেখানে আমি একটি মা ও বাচ্চা ভাল্লুকের চিত্রাংকন করেছি। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই আর্ট ভালো লাগবে। এবং আমি আশা করছি আপনারা সবাই আমাকে আগের মতোই উৎসাহিত করবেন যেন ভালো ভালো আর্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি।

287927792_3275227556078511_2163013149636998990_n.jpg
উপকরণ:
  • পেন্সিল
  • কাগজ
  • জলরং
  • মার্কার পেন


আসুন আমার শিল্প শুরু করি:
ধাপ - 1

প্রথমে পেন্সিল এর সাহায্যে আমি একটি বক্স তৈরী করে নিলাম। ফর ওই বক্সের ভেতরে গাছের ডালে শুয়ে থাকা একটি ভাল্লুকের চিত্রাংকন করে নিলাম।

286893190_1314564642403941_6222678241279337959_n.jpg286844004_1064138917870590_6251256844631044363_n.jpg

ধাপ - 2

এরপর ভাল্লুকের শরীরের গঠন ভালোভাবে অঙ্কন করে নিলাম।সেই সাথে মা ভাল্লুক এর উপরে একটি বাচ্চা ভাল্লুক শুয়ে আছে এমন ভাবে অঙ্কন করে নিলাম।

286733803_593568945326113_2543324937364310549_n.jpg286739799_445726956883400_7988393648688264374_n.jpg

ধাপ - 3

এরপর ভাল্লুক দুটির আশেপাশে বন-জঙ্গল বোঝানোর জন্য, গাছের লতাপাতা এবং কিছু গাছ অংকন করে নিলাম।
শুরু করলাম রংয়ের কাজ। ঘন বন জঙ্গল বোঝানোর জন্য হালকা সবুজ রঙের জল রং ব্যবহার করেছি।

286695671_1053798398568932_4272921792219488166_n.jpg286861856_324867333171693_8153375760688068638_n.jpg

ধাপ - 4

এরপর গাছের লতাপাতা এবং ডালগুলো হালকা সবুজ রঙের জল রং দ্বারা ভালোভাবে রং করে নিলাম। সেইসাথে গাছের ডাল এবং ডালের নিচে থাকা একটি পাথর রং করে নিলাম।

286873750_745340543481653_2351504013899737825_n.jpg286998368_332007312442291_6063712271207613982_n.jpg

ধাপ - 5

এরপর গাছের লতাপাতা এবং ডালগুলো হালকা সবুজ রঙের জল রং দ্বারা ভালোভাবে রং করে নিলাম। সেইসাথে গাছের ডাল এবং ডালের নিচে থাকা একটি পাথর রং করে নিলাম।

287101935_387011606732986_8692495790058497476_n.jpg287934200_5898262080201051_2336824460292069976_n.jpg


চূড়ান্ত পদক্ষেপ
287927792_3275227556078511_2163013149636998990_n.jpg287116667_336804721788832_9002790810455212672_n.jpg
287492517_765496421160070_4060182186057198165_n.jpg287078714_3216934285246261_3049107536568048138_n.jpg


বাংলাদেশ থেকে

এই পোস্টটি @gorllara দ্বারা নির্মিত মূল বিষয়বস্তু এবং জুন 15, ২০২২ এ স্টিম ব্লকচেইনে প্রকাশিত।

আমি আশা করি আপনি এটি পছন্দ করবেন এবং আমার পরবর্তী শিল্পের জন্য আমাকে সমর্থন করবেন

টুইটারে আমার সাথে যোগ দিন

ধন্যবাদ
আন্তরিক শুভেচ্ছা
@gorllara

Sort:  
 2 years ago 

মা ভাল্লুক ও বাচ্চা ভাল্লুককে এক সাথে আর্ট দেখে খুবই ভালো লাগলো। সত্যি বলতে আপনার প্রতিটি আর্ট আমার খুবই ভালো লাগে। আপনার আর্টের বড় ভক্ত আমি। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার আর্টের ভক্ত বলার জন্য নিজেকে। এভাবে অনুপ্রাণিত করে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমার বেশিরভাগ পোস্টে এমন সুন্দর মন্তব্য করে আমাকে অনেক উৎসাহিত করেন। ভালো থাকবেন ভাইয়া এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল।

 2 years ago 

মা ও বাচ্চা ভাল্লুকের চিত্রাংকন ,অসাধারণ হয়েছে আপু।তবে এটি তো ভাল্লুক নয়,এটিকে আমরা পান্ডা বলি।এরা বাঁশ খেতে খুব ভালোবাসে।ভাল্লুকগুলো এইরকম দেখতে হলে ও গায়ের রং ভিন্ন হয় বলেই জানি ,মাঝে মাঝেই ভিডিওতে দেখেছি ও।তবে আপনার আপনার অঙ্কনের তুলনা হয় না👌।ভালো লাগলো দেখে, ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার অঙ্কিত মা ও বাচ্চা ভালুকের চিত্রাংকন এতটা পছন্দ করার জন্য ‌‌। আপনাদের এই সুন্দর মন্তব্যগুলোই আমাকে ভালো কাজের প্রতি এগিয়ে নিয়ে যায়। এভাবেই পাশে থাকবেন আপু। অনেক ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

বাহ আপু আপনি তো খুব সুন্দর চিত্রাংকন করেছেন। মা ও বাচ্চা ভাল্লুক মনে হচ্ছে আদরের মুহূর্তে আছে। চিত্রটি খুবই অসাধারণ হয়েছে মায়ের পিঠে খুব যত্নসহকারে বাচ্চা ভাল্লুকটি শুয়ে আছে দেখে অনেক ভালো লাগলো।

 2 years ago 

জি আপু মা ও বাচ্চা ভাল্লুকের অনেক আদরের মুহূর্তে চিত্রাংকন করেছি। অনেক ধন্যবাদ এত সুন্দর করে এবং গুছিয়ে মন্তব্য প্রকাশ করার জন্য। আপনার কাছে আমার চিত্রাঙ্কন টি ভাল লেগেছে জেনে সত্যিই খুব আনন্দিত বোধ করছি।

 2 years ago 

একটি মা ও বাচ্চা ভাল্লুকের চিত্রাংকন অসাধারণ হয়েছে আপু। দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রতিটি পোস্ট চমৎকার হয়ে থাকে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আমার প্রতিটি পোস্টের এত সুন্দর প্রশংসা করার জন্য। আপনাদের কমেন্ট গুলো আমাকে এগিয়ে যেতে সাহায্য করে ভাল কাজগুলো নিয়ে। এভাবেই সুন্দর মন্তব্য গুলো নিয়ে প্রতিনিয়ত পাশে থাকবেন এই কামনায় করি।

 2 years ago 

অপ খুবই চমৎকার একটি আর্ট করেছেন আর্টের আইডিয়াটা বেশ দারুন ছিল। একটি ভাল্লুক এবং তার বাচ্চাকে নিয়ে ঘুমিয়ে থাকার যে চিত্র অঙ্কন করেছেন সত্যি মুগ্ধ হওয়ার মতো। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই আমি সবসময় চেষ্টা করি নতুনত্ব আইডিয়া নিয়ে আপনাদের মাঝে চিত্রাংকন শেয়ার করার। আপনার কাছে আমার আইডিয়াটা দারুণ লেগেছে জেনে সত্যিই ভালো লাগছে। আমি আপনাদের মুগ্ধ করতে পারলেই আমার কাজের সার্থকতা খুঁজে পাই। অনেক ধন্যবাদ আপনাকে এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি খুবই চমৎকার ভাবে মা ও বাচ্চার ভাল্লুকের অনেক চমৎকার একটি চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি মুগ্ধ আপনারাই অংকন দেখে ,চমৎকারভাবে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। এমন গুছানো কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। আমার বেশিরভাগ পোস্টেই আপনি সুন্দর মন্তব্য করে আমাকে সবসময় অনুপ্রাণিত করেন। এর জন্য আমি আপনার কাছে অনেক অনেক কৃতজ্ঞ রইলাম ভাইয়া।

 2 years ago 

একটি মা ও বাচ্চা ভাল্লুকের চিত্রাংকন অনেক সুন্দর হয়েছে আপু। আপনার অঙ্কন চিত্র গুলো আমার কাছে অনেক ভালো লাগে। দারুন এই চিত্র অঙ্কন করে সকলের মাঝে উপস্থাপন করেছেন এজন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার প্রশংসাজনক এবং সুন্দর কমেন্টের জন্য। আমি সবসময় চেষ্টা করি আমার সুন্দর চিত্রাংকন গুলো সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করার। যাতে আপনারাও সহজভাবে চিত্রাংকন গুলো ট্রাই করতে পারেন।

 2 years ago 

আপনি অসাধারণ একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে মুগ্ধ হয়ে গেলাম। কালার কম্বিনেশন খুব ভাল ছিল। আপনার সবগুলো আর্ট আমার কাছে খুব ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা আপনার জন্য রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে। আমি চেষ্টা করেছি সুন্দর আর্ট আপনাদের মাঝে শেয়ার করার। সত্যিই কৃতজ্ঞ রইলাম আপনার কাছে এত সুন্দর মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য। আপনাদের এই কমেন্টগুলো আমাকে ভালো কাজ করার প্রতি এগিয়ে দেয়।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর করে একটি মা ও বাচ্চা ভাল্লুকের চিত্রাংকন করেছেন। খুব সুন্দর হয়েছে চিত্রাংকন টি। আপনি সবসময় আমাদের মাঝে সুন্দর সুন্দর পেন্টিং আমাদের মাঝে উপহার দেন। আপনাকে ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে আপনার এত সুন্দর মন্তব্যের জন্য। আমি সবসময় চেষ্টা করি সুন্দর চিত্রাংকন এবং পেইন্টিং নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার। আমার এই চেষ্টার কারণ আপনাদের এই সুন্দর মন্তব্যগুলো। এভাবেই সুন্দর কমেন্ট গুলো নিয়ে সব সময় পাশে থাকবেন আপু।

 2 years ago 

গাছের ডালে বসে থাকা ভাল্লুকের চিত্র দেখে বেশ ভালই লাগলো। চিত্র টাকে খুব সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করেছেন। আমার কাছেও দেখে বেশ ভালো লাগলো। তাছাড়া পুরো বিষয়টিকে অনেক সুন্দর কালার কম্বিনেশন দিয়েছেন। ভাল্লুক দুটোকে দেখতে সুন্দর দেখাচ্ছে।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার কমেন্টটি পড়ে খুবই ভালো লাগলো। এই ধরনের কমেন্ট গুলো সত্যিই ভালো কাজ করার প্রতি তাগিদ বাড়িয়ে দেয়। আমি সবসময় চেষ্টা করব আপনাদের কাছ থেকে এমন সুন্দর সুন্দর কমেন্ট আদায় করে নেওয়ার। সবসময় ভালো থাকবেন আপু এবং অনেক ভালোবাসা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59987.83
ETH 2418.78
USDT 1.00
SBD 2.41